প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীন সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৫

প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট অব সার্ভে পদে পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৫

Superintendent of Survey at Bangladesh Survey Directorate under The Ministry of Defense recruitment exam and solution- 2005

পরীক্ষার তারিখঃ ২৭.০৪.২০০৫

Exam Date: 27.04.2005

বাংলা অংশ 
১. কোন বানানটি শুদ্ধ?

রোগগ্রস্থ

রোগগ্রস্ত

রোগাগ্রস্থ

রোগাগ্রস্ত

২. ‘যা নিন্দর যোগ্য নয় ‘-

নিন্দনীয়

প্রশংসনীয়

প্রশংসাযোগ্য

অনিন্দ্য

৩. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

গাজী মিয়ার বস্তানী

একেই কি বলে সভ্যতা ?

সিরাজউদ্দৌলা

হারামণি

৪. কোন বাক্যে অপ্রত্যক্ষ কর্ম ব্যবহৃত হয়েছে?

ভদ্রলোক পড়ছেন

ভদ্রলোক বই পড়ছেন

ভদ্রলোক টেবিলে বই পড়ছেন

ভদ্রলোক লাল বই পড়ছেন

৫. ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ ?

মেক্সিকো

ইতালি

জার্মান

ফরাসি

৬. ব্যাকরণগত দিক থেকে কোন শব্দটি সঠিক?

সঞ্চিতা

সঞ্চয়িতা

সঞ্চয়নিতা

সনিতা

৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ কোন জাতীয় শিল্পকর্ম ?

উপন্যাস

নাটক

প্রহসন

ছোটগল্প

৮. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?

সনাতন হিন্দু

সহজিয়া বৌদ্ধ

জৈন

হরিজন

৯. আরাকান রাজসভার কবি কে?

সৈয়দ সুলতান

শাহ মুহম্মদ সগীর

দৌলত উজির বাহরাম খান

আলাওল

১০. ‘ভোরের পাখি’ কাকে বলা হয়?

বিহারীলাল চক্রবর্তীকে

সত্যেন্দ্রনাথ দত্তকে

রবীন্দ্রনাথ ঠাকুরকে

ডি এল রায়কে

১১. ‘বীরবল ‘ কার ছদ্মনাম ?

সৈয়দ মুজতবা আলীর

আবু সয়ীদ আইউবের

প্রমথ চৌধুরীর

টেকচাঁদ ঠাকুরের

১২. কোন শব্দটি বিশেষণ ?

বস্তু

বাস্তব

বিধি

বিষাদ

১৩. ‘মাথা মুন্ড ‘ কোন ধরনের শব্দ ?

ধ্বনাত্মক শব্দ

মিশ্রশব্দ

জটিল শব্দ

যুগ্মশব্দ

১৪. ‘নাবালক’ শব্দের ‘না’ উপসর্গ কোন ভাষা খেকে এসেছে?

ফারসি

আরবি

বাংলা

সংস্কৃত

১৫. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ গানের রচয়িতা কে ?

সিকানদার আবু জাফর

হাসান হাফিজুর রহমান

আহসান হাবীব

কেউই না

১৬. ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থের রচয়িতা হলেন-

মুহম্মদ শহীদুল্লাহ

মুহম্মদ আবদুল হাই

সৈয়দ আলী আহসান

আহমদ শরীফ

১৭. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?

ষ +ণ

ষ +ন

ষ +ঞ

ঞ +ষ

১৮. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-

বিরাট গরু -ছাগলের হাট

বিরাট গরু ও বিরাট ছাগলের হাট

গরু-ছাগলের বিরাট হাট

বিরাট গবাদি পশুর হাট

১৯. ‘কথাসাহিত্য’ বলতে কোনটি বোঝায়?

কথা নিয়ে সাহিত্য

সাহিত্যের কথা

নাটক ও আবৃত্তি

ছোটগল্প ও উপন্যাস

২০. ছড়া কোন ছন্দে রচিত হয়?

স্বরবৃত্ত

পয়ার

অমিত্রাক্ষর

ত্রিপদী

ইংরেজী অংশ  

1. The Crime and Punishment is written by —

Tolstoy

Byron

Dostoevosky

None of them

2. ‘Knowledge is boundless ‘ is a — sentence .

Compound

Simple

Complex

Negative

3. What is Linguistics?

The study of literature

The study of history

The study of prose and poetry

The scientific study of language

4. ‘Sonnet’ means-

a lyrical poem of fourteen lines

a lyrical poem of thirteen lines

a poem of eight lines

None of the above

5. Which one is correctly spelled?

Dieing

Dying

Diying

Dieying

6. ‘Do or die’ is a —

Compound sentence

Simple sentence

Complex sentence

None of them

7. A complex sentence has –

one principle clause and one of more subordinate clauses

one subject and more subordinate clause

one principle verb and one clause

None

8. ‘Honesty is the best policy’ Here ‘Honesty’ is –

Abstract Noun

Proper Noun

Common Noun

Collective Noun

9. Water changes — vapour. Fill up the gap.

for

with

into

in

10. Fire burns. What kind of verb ‘burn’ is?

Causative

Transitive

Intransitive

Copulative

11. — English are industrious.

An

A

The

None

12. Jalal is — M. Sc. in Botany.

a

an

the

No article

13. Past form of ‘Withhold’ is —

withholded

withheld

withheldded

No past form

14. The noise of the traffic — the old people from sleep.

annoyed

held

damaged

prevented

15. Use the right form of verb . He watched you (to go) away.

went

gone

going

are going

16. Most people are not devoid — commonsense .

from

of

to

for

17. The correct sentence of the following is –

The Nile is longest river in Africa

The Nile is longest river in the Africa

Nile is longest river in Africa

The Nile is the longest river in Africa

18. ‘Carried the day’ means-

win

defeat

loose the day

None

19. What is the correct translation of ‘ তিনি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত’?

He wants to word hard

He was used to working hard

He will be used to work hard

He is used to working hard

20. Shakespeare was a —

Painter

Novelist

Essayist

Playwright

গণিত অংশ  

১. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ কিমি ও ৫ কিমি। নদীপথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?

৯ ঘন্টা

১০ ঘন্টা

১২ ঘন্টা

১৮ ঘন্টা

২. নিচের কোন ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল ?

(১,০,০) (০,১,০)(০,০,১)

(১,২,৩) (০,১,২) (১, ০,০)

(১, ২,৩) (১,০,০) (০,১,০)(০,০,১)

(২,৩,৫)(৪,৩,৫)(০,১,০)

সাধারণ জ্ঞান অংশ  
১. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

৩৭১৫ কিমি

৫১৩৮ কিমি

৩৭২৯ কিমি

৩৭৩০ কিমি

২. ‘রাষ্ট্রপতি পুরস্কার ‘ প্রদান করা হয়-

শিল্প উন্নয়নের জন্য

শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তার জন্য

কৃষি উন্নয়নের জন্য

শিক্ষায় অবদানের জন্য

৩. বাংলাদেশের সবচেয়ে বড় সেচপ্রকল্প কোনটি?

কর্ণফুলী বহুমুখী প্রকল্প

গঙ্গা -কপোতাক্ষ প্রকল্প

তিস্তা বাঁধ প্রকল্প

মেঘনা প্রকল্প

৪. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

এপ্রিল

মে

জুন

আগষ্ট

৫. ডায়েবেটিক সচেতনতা দিবস কোনটি?

২৮ জানুয়ারি

২৮ ফেব্রুয়ারি

২৮ মার্চ

২০ মার্চ

৬. একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারে?

৩০ দিন

৪৫ দিন

৬০ দিন

৯০ দিন

৭. ‘একাত্তরের বিজয় গাঁধা’ কার লেখা?

অ্যান্থনি মাসকারেনহাস

আবদুল গাফফার চৌধুরী

রাবেয়া খাতুন

মেজর রফিকুর ইসলাম

৮. বিদেশে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন আছে?

৪১ টি

৫৭ টি

৫০ টি

৫১ টি

৯. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?

আরব -বাংলাদেশ ব্যাংক লিমিটেড

স্ট্যান্ডার্ড চার্টার্ন্ড ব্যাংক

আল-বারাকা ব্যাংক

ইসলামিক ব্যাংক

১০. স্থপত্য ‘ অপরাজেয়’ বাংলার স্থপতি কে?

মইনুল হোসেন

তানভীর কবির

শামীম শিকদার

সৈয়দ আবদুল্লাহ খালেদ

১১. বাংলা নববর্ষ ১ বৈশাখ চালু করেছিলেন-

লক্ষ্মণ সেন

ইলিয়াস শাহ

সম্রাট আকবর

বিজয় সেন

১২. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?

৫ ঘন্টা

১২ ঘন্টা

৬ ঘন্টা

১০ ঘন্টা

১৩. সবচেয়ে ছোট পাখি কোনটি?

চড়ুই

নাইটিঙ্গেল

বাবু্ই

হামিংবার্ড

১৪. ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি ?

৬ টি

৮ টি

৯ টি

১২ টি

১৫. ইউনেস্কো সুন্দরবনকে কততম ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে ?

৫২১ তম

৭৯৮ তম

৫২২ তম

৫২৮ তম

১৬. হযরত মুহাম্মদ (সা) কত সালে হিজরত করেন ?

৬২২ খ্রিষ্টাব্দে

৬৩২ খ্রিষ্টাব্দে

৬১২ খ্রিষ্টাব্দে

৬১৬ খ্রিষ্টাব্দে

১৭. পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা –

১০৯ টি

১১৮ টি

১৩৬ টি

২০৪ টি

১৮. নারী উন্নয়ন ত্বরান্বিত করার জন্য জাতিসংঘ কত সালে CEDAW প্রতিষ্ঠিত করে?

১৯৭৩

১৯৭৯

১৯৮৯

১৯৬৯

১৯. কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়?

১৯৯০

১৯৯৫

১৯৯২

১৯৯১

২০. কত সালে ইরান বিপ্লব সংঘটিত হয়?

১৯৭৯ সালে

১৭৯৮ সালে

১৮৮৯ সালে

১৯৯৩ সালে

বিজ্ঞান অংশ  

১. সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

ভিটামিন এ

ভিটামিন বি

ভিটামিন ই

ভিটামিন ডি

২. সৌরজগতের সর্ববৃহৎগ্রহ কোনটি?

শনি

পৃথিবী

বৃহস্পতি

মঙ্গল

৩. গামা রশ্মির চার্জ কোনটি?

ধনাত্মক

ঋণাত্মক

চার্জ নিরপেক্ষ

ধনাত্মক ও ঋণাত্মক উভয় ধরনের

৪. সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?

ক্লোরোফিল থাকার কারণে

সায়ানোফিল থাকার কারণে

জ্যান্থেফিলের উপস্থিতির কারণে

কোনোটিই নয়

৫. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

কম হয়

বেশি হয়

একই হয়

খুব কম হয়

৬. ভূমিকম্প নির্ণয়ের যন্ত্র কোনটি?

সেক্সট্যান্ট

রিখটার স্কেল

সিসমোগ্রাফ

ম্যানোমিটার

৭. ‘মডেম’ -এর মধ্যে থাকে-

একটি মডুলেটর

একটি এনকোডার

একটি কোডেক

একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর

৮. বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্রাই ভোল্টেজ হলো-

১১০ ভোল্ট এসি

১১০ ভোল্ট ডিসি

২২০ ভোল্ট এসি

২২০ ভোল্ট ডিসি

৯. উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় –

স্টেপ -আপ ট্রান্সফরমারের সাহায্যে

স্টেপ -ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

অ্যাডাপটারের সাহায্যে

ট্রান্সমিটারের সাহায্যে

১০. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-

বেশি

কম

সমান

দ্বিগুণ

১১. বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার করা হয় ?

সিসার তার

তামার তার

নাইক্রোম তার

টাংস্টেন তার

১২. ‘কসমিক ইয়ার ‘ বলতে কি বোঝায়?

সূর্যের নিজ অক্ষে আবর্তনকাল

পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল

ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল

নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল

১৩. নিচর কোন অ্যামপ্লিফায়ারের কার্যদক্ষতা সবচেয়ে বেশি?

ক্লাস -এ অ্যামপ্লিফায়ার

ক্লাস -বি অ্যামপ্লিফায়ার

ক্লাস -সি অ্যামপ্লিফায়ার

ক্লাস -এ, বি অ্যামপ্লিফায়ার

১৪. বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয় –

অ্যামপ্লিচুড মডুলেশন করে

ফ্রিকুয়েন্সি মডুলেশন করে

ফেজ মডুলেশন করে

বাইনারি মডুলেশন করে

১৫. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম –

ভয়েস ওভার আইপি

ইন্টারনেট টেলিফোনি

মডেম

পোস্ট অফিস প্রটোকল

১৬. বাযুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

২০.০১%

২১.০১%

২১.০৭%

২০.৭১%

১৭. কোনো ক্ষেত্রের moment of inertia – এর একক হলো-

Kgm2

Kg m sec2

Kg /m2

m4

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!