খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭
Khulna University (KU) B Unit Admission Test Question and Answer 2017
বাংলা অংশ
1. ‘কাদিম্বনী’ শব্দের অর্থ কী?
নারী
মেঘমালা
রাত
নদী
2. ‘মহিমা’ শব্দের শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
মহি+মা
মহা+ইমা
মহা+ইমন
মহৎ+ইমন
3. নিচের কোন শব্দটি নির্ভুল?
উপর্যুক্ত
উপরুক্ত
উপরিক্ত
উওরিযুক্ত
4. ‘বাশি বাজে ঐ মধুর লগনে’ কোন বাচ্যের উদাহরণ?
কর্মকৃর্তবাচ্য
কর্মবাচ্য
ভাববাচ্য
কৃর্তবাচ্য
5. ‘পরস্পর’ কোন ধরণের সন্ধির দৃষ্টান্ত?
ব্যঞ্জনসন্ধি
নিপাতনে সিদ্ধ
স্বরসন্ধি
বিসর্গ সন্ধি
6. ‘শরীর>শরীল’ কোন ধরণের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
সমীভবন
সম্প্রকর্ষ
ব্যঞ্জনচ্যুতি
বিষমীভবন
7. বাংলা ভাষায় যতিচিহ্ন কে প্রচলন করেন?
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্যরিচাঁদ মিত্র
প্রমথ চৌধুরি
8. পুকুরে মাছ আছে । বাক্যে ‘পুকুরে’ শব্দটি কোন অধিকরন কারক?
ভাবাধিকরণ
বৈষয়িক
ঐকদেশিক
অভিব্যাপক
9. ‘রেইনকোট’ গল্পে ‘রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন, প্রশংগটি কোথায় উত্থাপিত হয়েছে?
ওয়েল্ডিং ওয়ার্কশপ ক্যাম্পে
পাশের ফ্লাটের গোলগাল মুখের মহিলার কথায়
প্রিন্সিপালের কামরায়
স্টাফরুমে ফিসফিস করে কারো কথায়
10. কোন বাক্যটিতে নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ঘটেছে?
সাতাশ হতো যদি একশো সাতাশ
এখন তবে আসি
চন্ডিদাশ বলেন ‘সবার উপরে মানুষ সত্য’
কাশীরাম দাস ভনে শুনে পুণ্যবান
11. বাংলা উপসর্গের কোনগুলো সংস্কৃত উপসর্গেও পাওয়া যায়?
অ, আ, অঘা
আ, সু, বি
আ, উপ, অপ
অনা, ইতি, কু
12. আরবি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটী?
বেকসুর
খাসমহল
বদমেজাজ
নাখোস
13. ‘আবার ফুটছে দেখ কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে’ চরণটি আমাদের কোন গৌরবান্বিত অধ্যায়কে ধারণ করে?
ভাষা আন্দোলন
গণ আন্দোলন
অসহোযোগ আন্দোলন
স্বাধীনতা আন্দোলন
14. চিক করে বালি কোথা নাই কাদা’ এখানে দিরুক্ত শব্দ ‘চিকচিক’ কোন ধরণের পদ?
বিশেষ্যের বিশেষণ
অব্যায়ের বিশেষণ
বিশেষণের বিশেষণ
ক্রিয়া বিশেষণ
15. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ সর্বপ্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
এশিয়াটিক সোসাইটি
বঙ্গীয় সাহিত্য পরিষদ
শ্রীরামপুর মিশন প্রে
স্কুলবুক সোসাইটি প্রেস
16. নেকলেস গল্পের মাদাম লোইসেল সর্বদাই দুঃখভারাক্রান্ত থাকেন কারণ তিনি?
নেকলেস হারিয়ে ফেলেছেন
যথেষ্ট সুন্দর না
দামি পোশাক পরতে পারেন নি
কাঙ্খিত জীবন পাননি
17. ‘তুমি আসবে বলে’ হে স্বাধীনতা, ছাত্রাবাস, বস্তি উজাড় হলো’ কবিতাংশটি কোন চিত্র বহন করে?
স্বাধীনতার সুর
মুক্তিযুদ্ধের পটভূমি
গণআন্দোলনের রোগ
ধ্বংসের ছবি
18. বায়ান্নর দিনগুলো তে প্রদত্ত কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
অসম আব্দুর রশিদ তর্কবাগীশ
মহিউদ্দিন আহমদ
মাওলানা ভাসানী
খান সাহেব ওসমান আলী
19. ‘জাগো, বাহে, কোনঠে সবায়? এটি কোন রচনা থেকে উদ্ধৃত?
পায়ের আওয়াজ পাওয়া যায়
ঈর্ষা
নুরুলদীনের সারাজীবন
গণনায়ক
20. স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দে?
নিপুন
হরিণ
শ্রাবণ
ঘন্টা
21. বজ্রবুলি ভাষাটি কোন ভাষার সংমিশ্রণে গঠিত?
বাংলা ও অসমীয়া
বাংলা ও পালি
বাংলা ও সংস্কৃত
বাংলা ও মৈথিলী
22. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
১৮০০ সালে
১৮০১ সালে
১৮১৭ সালে
১৮৩১ সালে
23. ‘অক্ষর’ শব্দের কোন উচ্চারণ টি শুদ্ধ?
ওক্খোর
অক্খো্র
ওক্খর
অক্খর
24. তাহারেই পড়ে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
সাপ্তাহিক সওগাত
মাসিক মোহাম্মাদি
দৈনিক নবযুগ
বেগম
25. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
নিষিদ্ধ লোবান
রাইফেল রোটি আওরাত,
আরেক ফাল্গুন
হাঙ্গর নদী গ্রেনেড
26. কবর নাটকটি কোন পটভূমিতে রচিত?
একাত্তরের মুক্তিযুদ্ধ
ঊনসত্তরের গণঅভ্যুত্থা্ন
আটান্নর সামরিক শাসন
বায়ান্নোর ভাষা আন্দোলন
27. ‘যে কবিতা শুনতে জানে না/ সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে’ কবিতাংশে ‘কবিতা’ শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে?
ঐতিহ্যকথা
সত্যবাণী
মুক্তির আহ্বান
শান্তির সুর
28. জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ গ্রন্থটি ইংরেজি ভাষায় কি নামে অনূদিত হয়েছে?
In Blissful Hell
The date of 1971
Of Blood and Fire
Womb of Fire
29. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
কেরী সাহেবের মুন্সী
বউ ঠাকুরানীর হাট
30. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? আঙ্গুর, সমকা্ অরণি, সাহিত্য
আঙ্গুর
সমকাল
অরণি
সাহিত্য
ইংরেজী অংশ
1. Identify the Underlined phrase: “Slow and Steady” wins the race
Adverb
Adjective
Noun
Preposition
2. Which Of the following sets of preposition should be used In the Blank: Education is Often Compared………..Light which removes the darkness…….ignorance
to;from
With;form
with;in
to;of
3. Which sentence is incorrect?
it is essential for him to be prepared for this
it is essential that we should be prepared for this
it is essential that he be prepared
it is essential for him to being prepared
4. The synonym of the word EXPLICATE is….
clarify
remove
encourage
divert
5. How many Ssyllables are there in the World “Syllable”?
One
two
three
four
6. Choose the passive form of —I remember my sister talking me too the museum.
I remember I was taken to the museum by my sister
I remember being taken to the museum by my sister
I remember myself being taken to the museum by my sister
I remember taken to the museum by my sister
7. Chose The Correct Sentence
Unles he did not study, he would not pass
Unles he did not study, he should not pass
Unles he did not study, he will not pass
Unles he did not studied, he would not pass
8. Which is is an example of complex sentence with a noun clause?
He explained that he was delayed by bad weather
he is my uncle who works in Australia
if you are happy, you can eat a banana
when I was five I went to a primary school
9. Choose the correct sentence according to the stucture : ( Sub + linking verb + noun complement )
It seems easy
He reads loudly
The scheme proved luacrative
They are studrnts
10. Pick the best Translation of: বাংলাদেশ উৎসবের দেশ।
Bangladesh is a land of enormous
Bangladesh is a land of festival
Bangladesh is a land of festivals
Bangladesh is a land of many festivals
11. The antonym of SUBVERDION is_____
Compliance
Clarity
Sanity
Destabilization
12. Ranindranath Tagore translated Gitanjali as___
Gitanjali
Song of Myself
Song Offerings
Gitabitan
13. The prespective From which a story is narrated is known as_____
Point Of view
theme
Motif
plot
14. Which of the following phrases best characterizes the late- nineteenth century aesthetic movement?
art for intellect’s sake
art for Gods sake
art for the masses
art for art’s sake
15. Applying human qualities to non-human things is known as—
Presonification
imagery
simile
metaphor
16. which of the following writers has contributed simultaneously tp English and american Literature
Longfellow
Wordsworth
Eliot
Coleridge
17. A poem expressing sadness, especially for somebody who is dead, is known as__
an epic
an elegy
an ode
a sonnet
18. “An austrain army awfully arrayed” is an example Of ….
assonance
alliteration
reiteration
consonance
19. Published in the streets of Dhaka is a book By……
Mohammad Nurul Huda
Kaisar Haq
Shamsur Rahman
Sudip sen
20. Which Is Written By kazuo ishiguro?
Fasting, Feasting
Never late me go
The Bluest eye
The color purple
Manashamangal
Mahabharata
Ramayana
meghnadbadh
22. Which is correctly spelled?
miscelanous
missellanous
miscellaneous
miscelaneous
23. Identify the underlined phrase: Slow and steady wins the race.
adverb
adjective
noun
preposition
24. “Be sure to get enough food so that no one will have to go hungry.” The underlined clause is—–
a noun clause
an adjective clause
ad adverb clause
none of these
25. Select the indirect speech of– Anu said to every passer-by, “Please listen to my tale of woe.”
Any told that every passer-by should listen to my tale of woe.
Anu told that every passer-by should listen to her tale of woe.
Anu urged every passer-by to listen to her tale of woe.
Anu suggested that every passer-by listen to her tale of woe.
26. Choose the correct sentence:
Unless he did not study, he would not pass.
Unless he did not study, he should pass.
Unless he study, he will not pass.
Unless he should, he would not pass.
27. Select the best translation: লালসালু অস্তিত্ববাদী উপন্যাস।
Lalsaly is an existence novel.
Lalsalu is existentially a novel.
Lalsalu is an existentialist novel.
Lalsalu is an existentialistic novel.
28. Choose the correct sentence according to the structure : it+be+adjective (+of+objective) + infinitive.
It was stupid of them to leave their bicycles outside.
It was kind of him bringing the book.
It is an embarrassment of his misconducts.
It should be wise of him for going there.
29. Pick the best translation of- বাংলাদেশ উৎসবের দেশ।
Bangladesh is a land of er ormous festivals
Bangladesh is a land of festival.
Bangladesh is a land of festivals.
Bangladesh is a land of many festivals.
30. The antonym of SUBVERSION is-
compliance
clarity
sanity
destabilization
সাধারণ জ্ঞান অংশ
1. “এদুয়ার মানে” কোন শিল্প আন্দোলনের সাথে জড়িত ছিলেন?
রিয়্যালিজম
ইম্প্রেশনিজম
এক্সপ্রেশনিজম
আবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম
2. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল?
পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা
লিখন পদ্ধতি
আইন ও প্রশাসন
শিল্পকলা ও স্থাপত্য
3. সর্বাধিক বিদেশী সাহায্য গ্রহণকারী দেশ কোনটি?
আফগানিস্থান
সুদান
সোমালিয়া
ইথিওপিয়া
4. বাংলাদেশ কত সালে সর্বপ্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেন?
১৯৮৪
১৯৮৬
১৯৯৯
২০০১
5. কোন চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত নয়?
Casablanca
Pearl Harbor
The pianist
A Farewell to Arms
6. অরেঞ্জ বিপ্লব কোথায় সংঘটিত হয়?
ইরান
জর্জিয়া
ইউক্রেন
তিউনিসিয়া
7. Waiting for Godot কোন জাতীয় নাটক?
মর্যালিটি প্লে
হিস্ট্রি প্লে
মির্যাকল প্লে
অ্যাবসার্ড প্লে
8. বাংলাদেশে কোনটি সংবিধানিক প্রতিষ্ঠান?
আইন কমিশন
তথ্য কমিশোন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
নির্বাচন কমিশন
9. বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেটদল সর্বপ্রথম কোন দেশের বিপক্ষে জয়লাভ করে?
ভারত
পাকিস্তান
জিম্বাবুয়ে
ওয়েস্ট ইন্ডিজ
10. জাতি-তাত্ত্বিক যাদুঘর কোথায় অবস্থিত?
সোনারগাঁ
ময়নামতি
পাহাড়পুর
আগ্রাবাদ
11. শ্রীচৈতন্যের সঙ্গে বাঙালির কোন ধারাটি জড়িত?
কবিগান
যাত্রা
সারি
জারি
12. বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থীর নূন্যতম বয়ষ-
২ বৎসর
২১ বৎসর
২৫ বৎসর
৪০ বৎসর
13. প্রচলিত বাংলা সন শুরু হয়?
১৫৫৬ খ্রি
১৫৯৫ খ্রি
১৫৯৭ খ্রি
১৫৯৯ খ্রি
14. ’আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি’- কার উক্তি?
জন এফ কেনেডি
নেলসন ম্যান্ডেলা
মার্শাল টিটো
ফিদেল কাস্ত্রো
15. ’ব্লু ইকোনমি’ কী?
নীলচাষ ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন
সামুদ্রিক সম্পদ ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন
ইন্টারনেট ভিত্তিক বাজারজাতকরণ
কোনোটিই নয়
16. মারমা জাতিসম্ভার বর্ষবরণ উৎসব কী নামে পরিচিত?
বৈসুক
সাংগ্রাই
বিজু
ওয়ানগালা
17. ’কালাপানি’ একটি-
অমীমাংসিত ভূখন্ড
নিরাময় অযোগ্য ব্যাধি
কৃষ্ণসাগরে অবস্থিত দ্বীপ
ভারতীয় সাবরেমিন
18. বাংলাদেশ কত সালে সর্বপ্রথম বিশ্ব অলিম্পিক গেমস-এ অংশগ্রহণ করে?
১৯৮৪
১৯৮৬
১৯৯৯
২০০১
19. মুক্তিযুদ্ধ সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছিল কত নম্বর সেক্টরে?
২ নম্বর
৩ নম্বর
৪ নম্বর
৯ নম্বর
20. বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স-
২ বৎসর
২১ বৎসর
২৫ বৎসর
৪০ বৎসর
21. তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনঢুলি ছবির উপজীব্য কী?
তেতাল্লিশের মন্বন্তর
সাতচল্লিশের দেশভাগ
বাষট্টির শিক্ষা আন্দোলন
একাত্তরের মুক্তিযুদ্ধ
22. ’দাসিয়ার ছড়া’ হলো-
বাংলাদেশের অভ্যন্তরে সদ্য বিলুপ্ত ভারতীয় ছিটমহল
শাহপরীর দ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত একটি খাল
গারো নারীদের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত
সত্যেন্দ্রনাথ দত্ত প্রচলিত বিশেষ ধরনের কবিতা
23. কোনটি জহির রায়হানের চলচ্চিত্র নয়?
বেহুলা
জীবন থেকে নেয়া
সংগ্রাম
Let There be Light
24. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি কে করেছেন?
শহিদ আফ্রিদি
এবি ডি ভিলিয়ার্স
কোরি এ্যান্ডারসন
ব্রায়ান লারা
25. নারীদের জন্য প্রতিষ্ঠিত বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
রিয়াদ
আবুধাবি
ঢাকা
তেহরান
26. Duma হলো-
একটি দেশের আইনসভার নাম
একটি সন্ত্রাসী গোষ্ঠরি নাম
এক ধরনের ভাইরাস
রাশিয়ার গোয়েন্দা সংস্থা
27. ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম-
জারি
ধুনুুচি
ধূপ
ঝুমুর
28. শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রটি কোন মাধ্যমে আঁকা?
জলরং
তেলরং
টেম্পারা
গোয়াশ
29. ’আলপনা’ কোন ধরনের শিল্প?
মৃৎশিল্প
লোকশিল্প
কারুশিল্প
দারুশিল্প
30. ’চালৃসস ড’ওয়েলির এ্যান্টিকুইটিস অব ঢাকা গ্রন্থের বিষয়বস্তু কী?
মৃৎশিল্প
চিত্রশিল্প
কারুশিল্প
লোকশিল্প
31. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
দ্বাদশ
অষ্টম
নবম
একাদশ
32. লালবাগ কেল্লার আদি নাম কী ছিল?
চন্দননগর দুর্গ
ফতেহাবাদ দুর্গ
ফোর্ট উইলিয়াম
আওরঙ্গবাদ দুর্গ
33. কোনটি কামরুল হাসানের শিল্পকর্ম?
জমিকর্ষণ
তিন কন্যা
টোকাই
মনপুরা
34. গোয়ের্নিকা চিত্রের প্রধান বিষয় কোনটি?
বিদ্রোহ
গুপ্তহত্যা
গণহত্যা
দুর্ভিক্ষ
35. ’গ্রিনপিস’ কোন দেশের পরিবেশবাদী সংগঠন?
দ্য নেদারল্যান্ডস
কানাডা
অস্ট্রিয়ান্ড
নিউজিল্যান্ড
36. সতজিৎ রারে চলচ্চিত্র ’গণশক্রু’ যে নাটক অবলম্বেনে নির্মিত-
এ্যান এনিমি অব দ্য পিপল
জুলিয়াস সিজার
ম্যান এন্ড সুপারম্যান
এম্পেরার জেনেস
37. বিশ্বব্যাংকের Soft Loan Window কোনটি?
MIGA
IBRD
IDA
IFC
38. বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
৮ নম্বর
৯ নম্বর
১০ নম্বর
১১ নম্বর
39. Persistence of Memory কার শিল্পকর্ম?
জন মিরো
লিওনার্দো দ্য ভিঞ্চি
সালভাদর দালি
রেমব্রান্ট
40. বাংলাদেশ টেলিভিশনের লোগোর ডিজাইনার কে?
ইমদাদ হোসেন
কামরুল হাসান
কাইয়ুম চৌধুরী
মোস্তফা মনোয়ার