মেডিকেল কলেজ ভর্তি (এম.বি.বি.এস) পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২০-২০২১।
পরীক্ষার তারিখঃ ০২/০৪/২০২১
Medical (MBBS) Admission Test Question and Solution 2020-2021
বায়োলজি-৩০ঃ
১. যকৃতের কোন খন্ডে পিত্তথলি – ডান খন্ডে
২. বহিক্ষরা নয় কোনটা? -থাইরয়েড
৩. গবলেট কোষ কোথা থেকে ক্ষরিত হয় – মিউকোসা
৪. হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে-লুপিং
৫. অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না-টায়ালিন
৬. মাথার খুলি তে কয়টি আস্থি-২৯
৭. গ্রোথ হরমোন তৈরি – পিটুইটারিই হবে (তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)
৮. ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটা-হিমোসাইট
৯. Attenuated vaccine – BCG
১০. ম্যাক্রোফেজ তৈরি হয় – মনোসাইট থেকে
১১. Algae অযৌন জনন – স্পোর
১২. কুড়ি তৈরি হয় – গোলাপ
১৩. প্রশ্বাসে বায়ুতে কার্বনডাইঅক্সাইড -০.০৪%
১৪. কম তাপমাত্রায় সংরক্ষিত হয় – বীজ
১৫. গলগি বডি কোনটা সংশ্লেষ করে না/কাজ নয়?-রাইবোজোম
১৬. ইন্সুলিন কিভাবে তৈরি হয়?- DNA Recombination
১৭. ক্রেবস চক্র – মাইট্রোকন্ড্রিয়া
১৮. মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে?-৪৪
১৯. আমিষ পরিপাকের এনজাইম – পেপসিন
২০. সবচেয়ে বড় পর্ব – আর্থোপোডা
২১. ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ – ইন্টারফেরন
২২. পানিতে অদ্রবণীয় প্রোটিন – গ্লুটেলিন
২৩. ভ্রূণে RBC – প্লীহা
২৪. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান – কাইটিন
২৫. ফসফোলিপিড কোনটা – লেসিথিন
২৬. নেমাটোসিস্টে কি থাকে /হাইড্রার বিষাক্ত তরল- হিপনোটক্সিন
২৭. অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড আসে – ব্যাপন/Diffusion প্রক্রিয়ায়
২৮. রক্তের প্রকৃতি – সামান্য ক্ষারীয়
২৯. উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন -NO3-
৩০. অস্থি ও পেশির জোড়া লাগায় কে – টেনডন
কেমেস্ট্রি-২৫
১. ডিনামাইট তৈরি? – নাইট্রোগ্লিসারিন
২. Rokter bafar কোনটা – NaHCO3-H2CO3
৩. Fe নলে অ্যাসিটিলিন থেকে কী উৎপন্ন? – বেনজিন
৪. ঋণাত্নক প্রভাবক – গ্লিসারিন
৫. কোনটার ব্যসার্ধ ছোট – Be2+
৬. ভ্রূপৃষ্টে বেশি – Al
৭. সহজে বিক্রিয়া করে না – Au
৮. বেশি অম্লীয় – P2O5
৯. d অরবিটলে ইলেকট্রন আছে – Sc
১০. কোনটার তরঙ্গদৈর্ঘ্যে বেশি – TV
১১. অসম্পূর্ণ দহনে – CO হয়
১২. সাইট্রিক এসিডের pH-3.14
১৩. কয়লায় কোনটা খারাপ – সালফার
১৪. কোনটার প্রবেশতা বেশি – গামা
১৫.ফটোক্যামিকাল স্মোগে কোনটি থাকেনা?- CFC
১৬.শুষ্ক H2 এর চাপ কত?-Not sure about option
১৭. 100° C এ H2O এর বাষ্পচাপ – 760 mmHg
১৮. ইলেকট্রন সমান হলে বন্ধন – সমযোজী/Covalent
১৯. কোনটার গলনাংক কম -AgI
২০. 0.1 M HCl – মেজারিং সিলিন্ডার হবে ( পরিমাপ বলা তৈরি না)
২১. ১ মোল CH3OH এ কয়টা পরমাণু থাকে – 3.6*10^24 (পরমাণু বলছে অণু না)
২২. 500ml 0.5M hcl theke 0.1M koto ml hcl banano jbe? – 2500মি.লি.
২৩. সমযোজীতে e এর প্রতি আকর্ষণ কার বেশি – Br ( sure)
২৪. দুধের চিনি – ল্যাক্টোজ
২৫. কোনটার pH বেশি – 0.1M H2CO3
ফিজিক্স ২০ঃ
১. সরল দোলকের সর্বোচ্চ কোন – ৪ ডিগ্রী
২. নিউট্রন তারকা পরিণত – ব্লাকহোল
৩. আলোর দ্রুতিতে বস্তু চললে ওজন – অসীম
৪. ৭৫ কেজি ব্যক্তির চাদে ভর -৭৫ কেজি
৫. 200v-40w – ০.২
৬. 15W কাজ – ১ সেকেন্ডে ১৫ জুল
৭. কাজ এর কোন ০ হলে – কাজ সর্বোচ্চ
৮. শিশিরাঙ্ক হলো- তাপমাত্রা
৯. বেগ ১২ ms-1 ও ভর 10 Kg হলে Momentum – 120
১০. পাইরোমিটার – বিকিরণ
১১. ডায়োড – Ac to Dc
১২. স্থির তাপমাত্রায় কোন প্যারামিটার ধ্রুব – গতিবেগ শক্তি
১৩. কোন বস্তুকে উপরে উঠাতে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে – মধ্যাকর্ষণ
১৪. শ্রাবতার সীমা – Odb
১৫. স্কেলার কোয়ান্টিটি আর গ্র্যাডিয়েন্ট এর সম্পরক কি – Not sure
১৬. ধূলিকণায় হাইড্রোজেন -৭৫%
১৭. ভর 2কেজি, উচ্চতা 10 মি, ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি – Blank
১৮. সূর্যোদয়ের দিকে ১২ কিমি যাওয়ার পর উত্তর দিকে ৫ কিমি গেলে, স্থানচ্যূতি কত?- ১৩
১৯. পরমাণুর ব্যাস -10^-8 সে.মি.
২০. এক্টিভেশন শক্তি নির্ণয়ে কোনটা সহায়ক -সংঘর্ষের হার/তাপমাত্রা (not confirm)
English-15
1. Are you an early riser? here early- adjective
2. Spelling-sovereignty
3. Look (up) the word in the dictionary .
4. Synonym of unwavering : steady
5. You have to cut (down) your expenditure
6. spelling – entrepreneur
7. synonymous pair: acclimatize -accustom
8. masculine of bee: drone
9. Passive of who taught you english – By whom were you taught english?
10. Bizarre antonym- normal
11. A teacher not only teaches us but also discovers the talent hidden ___ each students. – in
12. I have not heard from him – for long/ for a long time.
13. I am glad at your result.
14. Laud antonym – abhor
15. Present participle of ” I have just seen Mithila” : Blank
General Knowledge -10
১. পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি
২. স্বাধীনতার পর ১ম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী
৩. সাবাস বাংলাদেশ – নিতুন কুন্ডু (৪২তম বিসিএস)
৪. ১ম সাধারণ নির্বাচন ৭ই মার্চ, ১৯৭৩ (৪১তম বিসিএস)
৫. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় ১৯৯৯
৬. ১০ নং সেক্টর – নৌ কমান্ডো সেক্টর
৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় – ভূটান
৮. বীর প্রতীক বিদেশি – ওয়াডারল্যান্ড
৯. নৌপথে চালানো অপারেশন – অপারেশন জ্যাকপট
১০. স্মৃতিসৌধের ভাস্কর – মাইনুল হাসান