জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ বিষয়ঃ উদ্ভিদবিদ্যা-১ (নন মেজর) প্রশ্নপত্র (২০১৭-১৮ সেশন)

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ বিষয়ঃ উদ্ভিদবিদ্যা-১ (নন মেজর) প্রশ্নপত্র (২০১৭-১৮ সেশন)
National University Honor’s Biology 1st Year Final Question and Solution 2017-18

০১। লিমনোলজি পাঠের গুরুত্ব লিখ।
০২। রাবার প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বর্ণনা কর।
০৩। ব্রায়োফাইটাকে উভচর বলা হয় কেন?
০৪। Genetum- এর বৈশিষ্ট্য লিখ।
০৫। Riccia- থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অাঁক।
০৬। T2 ভাইরাসের গঠন বর্ণনা কর।
০৭। কর্কের স্বীকার্যগুলো লিখ।
০৮। নীলাভ সবুজ শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয় কেন?
০৯। কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া ভূমিকা লিখ।
১০। ICBN- এর নীতিমালা লিখ।
১১। Cycas এর ফার্ন বৈশিষ্ট্য লিখ।
১২। Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
১৩। “জীব থেকে জীবের সৃষ্টি” মতবাদটি ব্যাখ্যা কর।
১৪। জীবের অাধুনিক শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।
১৫। মাইকোপাজমার গঠন বর্ণনা কর।
১৬। TMV এর গঠন বর্ণনা কর।
১৭। Pteris এর জীবনচক্র চিত্রসহ বর্ণনা কর।

পার্থক্য লিখঃ
০১। শৈবাল ও ছত্রাক
০২। নগ্নবীজী ও গুপ্তবীজী
০৩। প্রাকৃতিক ও জাতিজনি শ্রেণিবিন্যাস
০৪। লাইকেন ও ছত্রাক
০৫। উদ্ভিদ ও প্রাণি
০৬। ব্রাওফাইটা ও টেরিডোফাইটা
০৭। গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া
০৮। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া।
“গ” বিভাগ
০১। ব্যাকটেরয়ার কোষের চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।
০২। চা ও রাবার চাষ প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি লিখ।
০৩। Riccia- এর স্পোরোফাইটের চিত্রসহ বর্ণনা কর।
০৪। HIV এর গঠন ও সংখ্যাবৃদ্ধি বর্ণনা কর।
০৫। শৈবাল কি? Oedogonium sp এর দৈহিক গঠন বর্ণনা কর।
০৬। লাইকেন শ্রেণি বর্ণনা কর।
০৭। শনাক্তকারী বৈশিষ্ট লিখঃ Malvaceae ও Fabaceae
০৮। ব্রাওফাইটার শ্রেণি পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।
০৯। ইস্ট এর হ্যাপ্লোবায়োন্টিক জীবনচক্র বর্ণনা কর।


১০। Anthoceros এর ক্যাপসিউলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র এবং বৈশিষ্ট্য লিখ।
১১। ফাইটোপ্লাঙ্টন কি? ফাইটোপ্লাঙ্টনের শ্রেণিবিন্যাস কর।
১২। জনুঃক্রম কি? Riccia এর জনুঃক্রম চিত্রসহ বর্ণনা কর।
১৩। Oedogonium এর যৌন জনন পদ্ধতি বর্ণনা কর।
১৪। ছত্রাক কি? Alexopolus এর শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।
১৫। Riccia এর স্পোরোফাইটের বর্ণনা দাও।
১৬। Saccharomyces এর হ্যাপ্লো-ডিপ্লোবায়োন্টিক জীবনচক্র বর্ণনা কর।
১৭। নিম্ন লিখিত রোগের প্যাথোজেনের নাম, লক্ষন ও দমন প্রক্রিয়া লিখ।
¡) পাটের কান্ড পঁচা রোগ
¡¡) ধানের টুংরো রোগ
¡¡¡) লেবুর ক্যাঙ্কার
১৮। বৈজ্ঞানিক নাম, ব্যবহৃত অংশ ও ব্যবহার লিখ।
→ নারিকেল, তুলসী, ঢেঁড়স, কালমেঘ, ভেষজ, তৈল, ধান, সেগুন, পাট, সোয়াবিন, থানকুনি, তুলা, চা, অাখ, শাল, নয়নতারা, শিমুল, সরিষ→ নারিকেল, তুলসী, ঢেঁড়স, কালমেঘ, ভেষজ, তৈল, ধান, সেগুন, পাট, সোয়াবিন, থানকুনি, তুলা, চা, অাখ, শাল, নয়নতারা, শিমুল, সরিষা।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!