জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) এর জুনিয়ার ফিল্ড অফিসার পদে লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) এর জুনিয়ার ফিল্ড অফিসার পদে লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) এর জুনিয়ার ফিল্ড অফিসার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৯।
পদের নামঃ জুনিয়ার ফিল্ড অফিসার।
NSI (National Security Intelligence) Junior Field Officer Written Exam question and solution – 2019.
Post: Junior Field Officer.

১. পুর্ণরূপ লিখুন

FAO= Food and Agriculture Organization

JRC= Joint River Commission

BBC= British Broadcasting Corporation

PLO= Palestine Liberation Organization

২. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিনঃ

ক) উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? উঃ বরাক নদী।

খ) আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরঃ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

গ) ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল? উত্তরঃ ১৬৭ টি

৩. নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন..

আকাশ পাতাল= বিশাল ব্যবধান ( ধনী গরিবের মাঝে আকাশ পাতাল বিভেদ আছে)

উত্তম মধ্যমঃ প্রহার করা ( চোরটিকে সবাই উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল)

আকাশ কুসুমঃ অবাস্তব কল্পনা ( কাজ না করে আকাশ কুসুম চিন্তা করলে কোন লাভ হবে না)

ভরাডুবিঃ সর্বনাশ হওয়া ( নির্বাচনে তার প্রচুর ভরাডুবি হয়েছে)

অর্ধচন্দ্র = গলাধাক্কা দেওয়া ( সে তাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিল)

৪. ভাব সম্প্রসারণ লিখুনঃ ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ

মূলভাব : ভোগ বিলাসিতায় প্রকৃত সুখ পাওয়া যায় না। প্রকৃত সুখ আসে আত্মত্যাগের মধ্য দিয়ে।
সম্প্রসারিত ভাব : ভোগ ও ত্যাগ মানবের আত্মবনতি ও আত্মমুক্তির রক্তাক্ত দলিল। ভোগাকাঙ্ক্ষা মানবের সীমাহীন দুঃখের কারণ। ত্যাগ মানুষকে রিক্ত করে না, পূর্ণতাই এনে দেয়। দুনিয়ার মঙ্গলের জন্য যিনি নিজের জীবন বিলিয়ে দেন, মৃত্যুর পরে তিনি আরো বড় হয়ে বেঁচে উঠেন। কবির কথায়, ‘নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তাঁর ক্ষয় নাই।’ আমরা যখন ভোগের জীবন যাপন করি তখন শুধু নিজের জন্য বাঁচি। এ বাঁচা মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়। যখন ত্যাগের জীবন যাপন করি তখন পরের জন্যও বাঁচি। জীবনে ত্যাগ থাকলে জীবন অর্থবহ হয়। তাই ত্যাগ আমাদের চরিত্রের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত। ত্যাগের মাধ্যমে শ্রেষ্ঠ জীব মানুষ অমরত্ব লাভ করতে পারে। ত্যাগ মহাশক্তি। অপরদিকে ভোগ হচ্ছে লক্ষ ফণা সাপ। তাকে পদদলিত করা আমাদের কর্তব্য। ভোগাকাঙ্ক্ষার নিবৃত্তি না হওয়া পর্যন্ত আমরা সার্থক মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পাবো না। যে ত্যাগ করতে জানে ভোগের অধিকার তারই জন্য। অতএব সপ্রমাণ হয় যে, “ভোগ নয়, ত্যাগেই প্রকৃত সুখ।”
মন্তব্য : নিজের স্বার্থ ত্যাগ করে অপরের জন্য জীবন বিলিয়ে দেওয়ার মাঝেই জীবনে আসে চরম সার্থকতা। তাই ভোগকে পরিহার করে ত্যাগকে স্বাগত জানানো উচিত।

৫. এনএসআই এ কেন চাকুরী করতে চান?

নিজে চেষ্টা করুন…

৬. Write the meaning of the below word and make sentence in English.

Honesty: সততা ( Honesty is the best policy)

Agree to: রাজি হওয়া ( I am agree to your proposal)

Lives on: বেঁচে থাকা ( Cow lives on grass)

৭. Read the passage and answer the below Question.

Try Yourself…

৮. Write a letter to your friend describing your hobby.

Try Yourself…

গণিত অংশ সমাধানঃ

৯. উৎপাদকে বিশ্লেষণ করুনঃ xa^8 – x^9

Ans: x (a^4 + x^4) (a2 + x2) (a+x) (a-x)

১০. a^4 + a2b2 + b^4

Ans: (a2+ab+b2) (a2-ab+b2)

১১. পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে ২১ বছর বেশী। পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন ছিল। বর্তমানে কার বয়স কত?

উত্তরঃ পিতার বয়স ৩৬.৫ বছর আর পুত্রের বয়স ১৫.৫ বছর

১২. ১২০ টি ২৫ পয়সার ও ১০ পয়সার মুদ্রা একত্রে ২৭ টাকা হলে। ২৫ পয়সা ও ১০ পয়সার মুদ্রার সংখ্যা কত?

উত্তরঃ ২৫ পয়সার মুদ্রা ১০০ টি আর ১০ পয়সার মুদ্রা ২০ টি

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!