হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA)

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট।
Office of the Controller General of Accounts (CGA) Auditor Exam Model Test.


১। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক) পূর্বপদ
খ) পরপদ ★
গ) অন্যপদ
ঘ) উভয় পদ
২। যার দুই হাত সমান চলে?
ক) সব্যসাচী ★
খ) দোহাতী
গ) দেহাতি
ঘ) হাতটান
৩। চর্যাপদের আদি কবি কে?
ক) কাহ্নপা
খ) শবরপা
গ) লুইপা ★
ঘ) ভূসকূপা
৪। সপ্তর্ষি শব্দটি কোন সমাস?
ক) দ্বিগু সমাস ★
খ) বহুব্রীহি সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) ভুমুকুপা
৫। শৈশব এর প্রকতি ও প্রত্যয় কোনটি?
ক) শিশু+ ষ্ণ্য
খ) শিশু + শব
গ) শিশু + ষ্ণ ★
ঘ) শৈ + শব
৬। আনারস ও চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) পর্তুগিজ ★
খ) আরবি
গ) ওলন্দাজ
ঘ) ফরাসি
৭। নিরানব্বুইয়ের ধাক্কা বাগধারাটির অর্থ কী?
ক) সঞ্চয়ের প্রবৃত্তি ★
খ) শেষ আশা
গ) শেষ সম্বল
ঘ) গলা ধাক্কা দেয়া
৮। ক থেকে ম পর্যন্ত ২৫ টি ব্যাঞ্জনধ্বনিকে একত্রে কী বলা হয়?
ক) মৌলিক ধ্বনি
খ) যৌগিক ধ্বনি
গ) স্পর্শ ধ্বনি ★
ঘ) নাসিকা ধ্বনি
৯। সিডর শব্দের অর্থ?
ক) চোখ ★
খ) বন্যা
গ) ঝড়
ঘ) সূর্য
১০। প্রভাবতী সম্ভাষণ কার রচনা?
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ★
গ) রামমোহন রায়
ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
১১। জন্মই আমার আজন্ম পাপ উক্তিটি কার?
ক) কবির চৌধুরী
খ) তসলিমা নাসরিন
গ) শামসুর রহমান
ঘ) দাউদ হায়দার ★
১২। পয়জার এর সমার্থক শব্দ কোনটি?
ক) ছুতার
খ) পাদুকা ★
গ) উন্মাদ
ঘ) দাঁড়িপাল্লা

১৩। বেগম রোকেয়ার রচনা কোনটি?
ক) ভাষা ও সাহিত্য
খ) আয়না
গ) লালসালু
ঘ) অবরোধবাসিনী ★
১৪। কোনটি শুদ্ধ বানান?
ক) আকাঙ্ক্ষা ★
খ) আকাক্ষা
গ) আকাংখা
ঘ) আকাঙখা
১৫। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
ক) আলাওল
খ) শাহ মুহম্মদ সগীর ★
গ) সৈয়দ সুলতান
ঘ) মুহম্মদ খান
১৬। কোন বানানটি শুদ্ধ?
ক) বাল্মিকী
খ) বাল্মিকি
গ) বাল্মীকি ★
ঘ) বাল্মীকী
১৭। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
ক) রাজা★
খ) নবান্ন
গ) ইডিপাস
ঘ) কৃষ্ণকুমারী
১৮। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক) সারেং বউ
খ) ক্রীতদাসের হাসি
গ) মাটি আর অশ্রু
ঘ) হাঙর নদী গ্রেনেড ★
১৯। নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় – এখানে নীল কোন পদ?
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) বিশেষণ ★
ঘ) অব্যয়
২০। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
ক) আবুল ফজল
খ) আবদুল হাই
গ) কাজেম আর কোরেশী
ঘ) শেখ আজিজুর রহমান ★
২১। কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০৷ তবে সংখ্যাটি কত?
ক) ২৫০
খ) ১০০
গ) ২০০ ★
ঘ) ৩০০
২২। a^ -11a- 12 এর উৎপাদক কোনটি?
ক) ( a-12) ( a+1) ★
খ) ( a+4) ( a-4)
গ) ( a-4 ) ( a -3)
ঘ) ( a+3) ( a-4)
২৩। h + 1/h = 6 হলে h- 1/h এর মান কত?
ক) 4√2 ★
খ) 2√10
গ) 34
ঘ) 36
২৪। a+ b = 3 এবং ab = 2 হলে a^ -ab + b^ এর মান কত?
ক) 3 ★
খ) 5
গ) 9
ঘ) 13

২৫। একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলে, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কোনটি?
ক) ৯ঃ১০
খ) ১১ঃ১০
গ) ১০ঃ৯ ★
ঘ) ১০ঃ১১
২৬। 5 সেমি ধারা বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেমি?
ক) 8.66 ★
খ) 3.87
গ) 7.07
ঘ) 15:03
২৭। 4x^ +2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
ক) 1/ 4x^ ★
খ) – 1/4x^
গ) – x^
ঘ) x^
২৮। দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ১২০ ও ১০ হলে সংখ্যা দুটির অনুপাত কত?
ক) ২ঃ৫
খ) ৩ঃ৫
গ) ৪ঃ৩ ★
ঘ) ৬ঃ৭
২৯। ৪০ এর ১৫% একটি সংখ্যার ২৫% অপেক্ষা ২ বেশি সংখ্যাটি কত?
ক) ১২
খ) ১৬ ★
গ) ২৪
ঘ) ৩২
৩০। একটি গণিতের বই প্রকৃত মূল্যের উপর ১৫% কমিশনে ১৩৬ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
ক) ৭২ টাকা
খ) ৬০ টাকা
গ) ১৬০ টাকা ★
ঘ) ১৫০ টাকা
৩১। The opposite of ‘ Nebulous ‘
a. Clear ★
b. Vague
c. Unclear
d. Indistinct
৩২। Nude শব্দটির Antonym হচ্ছে?
a. naked
b. Open
c. Concealed ★
d. Exposed
৩৩। The synonym of OMINOUS is?
a. Abundant
b. Adept
c. Wasteful
d. Sinister ★
৩৪। Noun from of the word ‘ poor’ is?
a. Poverty ★
b. Poorness
c. Pestilence
d. Poority
৩৫। The opposite word of sluggish?
a. Animated ★
b. Dull
c. Heavy
d. Slow
৩৬। চকচক করলেই সোনা হয় না?
a. All that glitters is not gold ★
b. No pain, no gain
c. Gold does not shine allways
d. কোনটিই নয়
৩৭। সে সাঁতার কাটতে জানে না?
a. He don’t know to swim
b. She did not know swimming
c. He doesn’t know to swim
d. He doesn’t know how to swim ★
৩৮। Give the antonym of the word ” transitory “?
a. Temporary
b. Permanent ★
c. Transparent
d. Short – lived

৩৯। Which one is correctly spelt?
a. Diarrhoea ★
b. Dirohea
c. Dirrohea
d. Dirrhoea
৪০। Which one is the following is correctly spelt?
a. Terapetic
b. Therapeuti ★
c. Therapiuti
d. Theraputic
৪১। Climate is a — of the environment?
a. State ★
b. Rank
c. Situation
d. Size
৪২। The expression ‘after one’s own heart’ means?
a. To be in low spirit
b. With complete devotion
c. To one’s own liking ★
d. To be in high spirit
৪৩। He intends to — in the country for two months?
a. Live
b. Stay ★
c. Stop
d. Halt
৪৪। Misanthropist means?
a. One who flirts with ladies
b. A person of narrow views
c. A hater of mankind ★
d. One who believes that God is in everything
৪৫। ‘Justice delayed is Justice denied ‘ was stated by?
a. Shakespeare
b. Churchill
c. Gladstone ★
d. Disraeli
৪৬। Appearances can often be ‘ liable to mislead’ the underlined phrases means?
a. Defective
b. Lucrative
c. Repulsive
d. Deceptive ★
৪৭। The expression ‘ Lingua Franca ‘ means?
a. The common language ★
b. The first language
c. International language
d. The French language
৪৮। Bad habits should be ‘ nipped in the bud’ the underlined phrases means?
a. Crop up
b. To be stopped in the beginning ★
c. To shun
d. To be cultivated
৪৯। What is the meaning of the abbreviation of ‘N.B.’?
a. Not before
b. Nota bene ★
c. Note by
d. Note best
৫০। Which is the verb of the word ‘ Act’?
a. Enact ★
b. Acted
c. Action
d. Actives
৫১। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) কুষ্টিয়া
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) চাঁপাইনবাবগঞ্জ ★

৫২। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
ক) ১৭ মে ★
খ) ১০ এপ্রিল
গ) ১৮ মে
ঘ) ১৮ মার্চ
৫৩। বঙ্গবন্ধু জুলি ও কুরি পুরুষ্কার লাভ করেন ১৯৭২ সালের?
ক) ১৫ জানুয়ারি
খ) ৭ মার্চ
গ) ১০ অক্টোবর ★
ঘ) ১৮ অক্টোবর
৫৪। বিজয় কেতন কি?
ক) জাতীয় স্মৃতিসৌধ
খ) জাতীয় জাদুঘর
গ) ওসমানী জাদুঘর
ঘ) মুক্তিযুদ্ধ জাদুঘর ★
৫৫। উইন্ডহোয়েক কোন দেশের রাজধানী?
ক) ক্যামেরুন
খ) মোজাম্বিক
গ) মরিসাস
ঘ) নামিবিয়া ★
৫৬। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
ক) নরওয়ে
খ) সুইডেন
গ) ফিনল্যান্ড ★
ঘ) সুইজারল্যান্ড
৫৭। বুকার কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরুষ্কার?
ক) ব্রিটেন ★
খ) ফ্রান্স
গ) মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ) জাপান
৫৮। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন?
ক) ডুরান্ড লাইন ★
খ) রেডক্লিফ লাইন
গ) এলওসি
ঘ) ম্যাজিনো লাইন
৫৯। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর ★
গ) আটলান্টিক মহাসাগর
ঘ) আর্কটিক মহাসাগর
৬০। মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক) ২৬ জুন
খ) ১ আগষ্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর ★
৬১। একটি ফলের রসে হাইড্রোজেন আয়নের ঘনত্ব 3.3×10-2 M হলে ঐ রসের PH কত?
ক) 2.00
খ) 1.48 ★
গ) 4.48
ঘ) 2.18
৬২। H2SO4 দ্রবণে NH4OH দ্রবণ যোগ করা হলে কী পরিবর্তন ঘটে?
ক) তাপ নির্গত হয় ★
খ) তাপ শোষিত হয়
গ) তাপের কোন পরিবর্তন ঘটে না
ঘ) কোনটিই নয়
৬৩। যে পরিমাণ বল 1 Kg ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার / সে. 2 ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলা হয়?
ক) ১ নিউটন ★
খ) ডাইন
গ) ১ নিউটন /মিটার
ঘ) কিলোগ্রাম /মিটার
৬৪। জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে?
ক) রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি ★
খ) কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি
গ) ভরের সংরক্ষণ নীতি
ঘ) শক্তির সংরক্ষণ নীতি
৬৫। তাপমাত্রা পতিমাপের জন্য অর্ধপরিবাহী দ্বারা যে ডিজাইন তৈরি করা হয় তাকে বলা হয়?
ক) পাইরোমিটার
খ) থার্মোকাপল
গ) বিকিরণ থার্মোমিটার
ঘ) থার্মিস্টর ★
৬৬। বেনেলাক্স ( Benelux) বলতে যে দেশগুলোকে বোঝায়?
ক) সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
খ) চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
গ) বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ★
ঘ) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
৬৭। রুদ্ধতাপ প্রসারণে গ্যাস অপেক্ষাকৃত শীতল হয়। কারণ —
ক) অন্তঃস্থ শক্তি হ্রাস পায় ★
খ) অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
গ) অন্তঃস্থ শক্তি অপরিবর্তিত থাকে
ঘ) তাপমাত্রা অপরিবর্তিত থাকে
৬৮। USB এর পূর্ণরূপ কোনটি?
ক) Unique Serial Bus
খ) Universal Sequential Bus
গ) Universal Serial Bus ★
ঘ) Unique Sequential Bus


৬৯। কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
ক) পাকিস্তান
খ) চীন
গ) যুক্তরাজ্য
ঘ) জার্মানি ★
৭০। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার?
ক) ৩৭.৫০ মিটার ★
খ) ৩৫ মিটার
গ) ৩০ মিটার
ঘ) ২১.৫০ মিটার

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!