প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান (সেট- ভলগা) – ২০১৩
Pre-Primary Assistant Teacher recruitment Exam Question and answers-2013 Set-Volga
বাংলা অংশ
১. সামাজিক নাটক কোনটি?
ডাকঘর
সধবার একাদশী
নূরজাহান
রাবন বধ
২. বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন-
কাজী নজরুল ইসলাম
আব্দুল করিম সাহিত্য বিশারদ
মুহম্মদ শহীদুল্লাহ
মোহিতলাল মজুমদার
৩. ”গৃহদাহ”উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
সুরেশ ও অচলা
নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
মধুসূদন ও কুমুদিনী
গোবিন্দলাল ও রোহিনী
৪. বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫. বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-
বহ্ন্য + উৎসব
বহ্ন্যু + সব
বহ্ন্য + উৎসব
বহ্নি + উৎসব
৬. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল–
নৌ + ইক
নবৌ + ইক
নবো + ইক
ন + ইক
৭. সাপের খোলসকে এক কথায় বলা হয়?
অজিন
নির্মোক
আঁইস
ছলম
৮. খেয়াপার করে যে তাকে বলা হয়–
মাঝি
ঘাটাল
পাটনী
কর্ণধার
৯. ”পলাতক দাসে দাও স্বাধীনতা”- এখানে “দাসে” কোন কারকে কোন বিভক্তি?
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অধিকরণে পঞ্চমী
সম্প্রদানে সপ্তমী
১০. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে-
করণ কারক
কর্ম কারক
অপাদান কারক
কর্তৃ কারক
১১. কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
আজীবন
আলুনী
আরক্তিম
আগাছা
১২. ক্ষুধিত পাষাণ কোন সমাস?
বহুব্রীহি
কর্মধারয়
তৎপুরুষ
দ্বন্দ্ব
১৩. ”শীকর” শব্দের অর্থ কি?
শিশির
নীহারিকা
জলকণা
পদ্মফুল
১৪. ”ইনকিলাব” শব্দের অর্থ কি?
বিপ্লব
চিরজীবী
সন্ত্রাস
আন্দোলন
১৫. ”চপল” এর বিপরীত শব্দ-
স্তব্ধ
রাশভারী
ঠান্ডা
গম্ভীর
১৬. ”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?
কাকের নিদ্রার ন্যায়
অগভীর সতর্ক নিদ্রা
অনিষ্ট চিন্তা
কপট নিদ্রা
১৭. ”নিরানব্বইয়ের ধাক্কা” বাগধারাটির অর্থ–
তীরে পৌছোর ঝুঁকি
আসন্ন বিপদ
সঞ্চয়ের প্রবৃত্তি
মুমূর্ষু অবস্থা
১৮. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?
হাতি/হাতী
নারি/নারী
জাতি/জাতী
দাদি/দাদী
১৯. কোন বানানটি শুদ্ধ?
সংসপ্তক
সংশপ্তক
শংসপ্তক
শংশপ্তক
২০. শওকত ওসমানের রচনা কোনটি?
উত্তম পুরুষ
শেষ রজনীর চাঁদ
জননী
চৌচির
ইংরেজী অংশ
1. Adjective of the word “Ox’ is–
Cowly
Bovine
Oxen
Oxy
2. Which is the noun of the word “Try”?
Trying
Triable
Trial
None of them
3. The correct form of “She found the boy (to cry)”—
She found the boy cry
She found the boy crying
She found the boy cried
She found the boy crys
4. They count— your help বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে–
for
with
upon
after
5. “To meet trouble halfway” means–
To get nervous
To be disappointed
To bear up
To be puzzled
6. “He has assured me — safety”.
of
with
for
at
7. What is the meaning of “soft soap”?
To speak ill of others
Flattery for self motives
To speak high of others
To recognize others good deed
8. The synonym for “efface” is—
Improve
Exhaust
Rub out
Cut out
9. The opposite word of “sluggish” is—
Slow
Heavy
Dull
Animated
10. “Boat leg” means–
Distribute
Export
Import
Smuggle
11. What is the synonym of “jovial”?
Jolly
Happy
Gay
None of these
12. কোনটি শুদ্ধ বানান?
Addulatration
Adultration
Adultaration
Adulteration
13. Choose the correct sentence?
A new cabinet has been sworn in in Dhaka
A new cabinet has been sworn in Dhaka
A new cabinet has been sworn by in Dhaka
A new cabinet has sworn in Dhaka
14. Which of the following is a correct sentence?
He was too clever not to miss the point.
He was so clever to miss the point
He was too clever to miss the point
he was too clever to grasp the point
15. What is the indirect speech of the sentence: He said, “Good morning sir”?
He respectfully wished good morning to the person spoken to
He respectfully wishes good morning to the person spoken to
He respectfully wish good morning to the person spoken to
He respectfully wished good morning to the person spoke to
16. What is the indirect speech of the sentence: He said, “What a pity!”
He said that it was a great pity
He exclaimed that it is a great pity
Hew exclaimed that it is great pity
He exclaimed that it was a great pity
17. What is the passive voice of ” Fortune favours the brave”
The brave is favoured by fortune
The brave was favoured by fortune
The brave are favoured by fortune
The brave were favoured by fortune
18. “Mishap” means-
Danger
Disease
Accident
Theft
19. কোনটি শুদ্ধ বানান?
Griveance
Grievence
Grievance
Greivance
গণিত অংশ
১. ৯, ৩৬, ৮১, ১৪৪, —– ধারাটির পরবর্তী সংখ্যা কত?
১৬৯
২২৫
২৫৬
২৭২
২. ১, ১, ২, ৩, ৫, ৮ এ সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?
১৩
১৬
১৯
২১
৩. কোন মূলধন ৬ বছরের জন্য ধার দেয়া হয়। লাভের হার প্রথম ৩ বছরের জন্য ৫% এবং শেষ ৩ বছরের জন্য ৪% নির্দিষ্ট করা হয়। ৬ বছর পর লাভসহ টাকার পরিমাণ ১২৭ টাকা হলে মূলধন কত?
১০০ টাকা
৯০ টাকা
৮০ টাকা
৭০ টাকা
৪. বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
৭২৫ টাকা
৭০০ টাকা
৬৫০ টাকা
৪৫৮ টাকা
৫. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি. মি.। নদীপথে ৪৫ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
১৮ ঘণ্টা
১৬ ঘণ্টা
১২ ঘণ্টা
১০ ঘণ্টা
৬. একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে?
৬০ হাত, ২০ হাত
২১ হাত, ৭ হাত
৫১ হাত, ১৭ হাত
৯০ হাত, ৩০ হাত
৭. ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A-এর ১৭ ভাগ, B-এর ৩ ভাগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
৯ কেজি
১২ কেজি
১৭ কেজি
১৫ কেজি
৮. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
৭ ও ১১
১২ ও ১৮
১০ ও ২৪
১০ ও ১৬
৯. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
১২৫%
১২০%
১৫০%
১৪০%
১০. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
লাভ-লোকসান কিছুই হয়নি
৯০০ টাকা
৩০০ টাকা
৬০০ টাকা
১১. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?
৪%
৫%
৬%
৭%
১২. পর পর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?
৫৮৫
৫৮০
৫৭৫
৫৭০
১৩. ৩ জন পুরুষ ও ৬ জন বালকের আয়ের গড় ১২ টাকা। ১ জন পুরুষের আয় ২ জন বালকের আয়ের সমান হলে ১ জন পুরুষের আয় কত?
১৪ টাকা
১৬ টাকা
১৮ টাকা
২০ টাকা
১৪. একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে?
২
৪
৮
১৬
সাধারণ জ্ঞান অংশ
১. পারমানবিক বোমার আবিষ্কারক কে?
আইনস্টাইন
অটোহ্যান
রোজেনবার্গ
ওপেন হাইমার
২. Natural protien এর কোড নাম
Protien P-53
Protien-51
Protien P-49
Protien-54
৩. কোনটি রক্তের কাজ নয়-
কলা থেকে ফুসফুসে বর্জ পদার্থ গ্রহণ করা
ক্ষুদ্রান্ত থেকে কলাতে কাদ্যের সারবস্তু বহন করা
হরমোন বিতরণ করা
জারক রস বিতরণ করা
৪. IUCN এর কাজ হল বিশ্বব্যাপী–
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
মানবাধিকার সংরক্ষণ করা
পানি সম্পদ সংরক্ষণ করা
আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
৫. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ধ্রুবতারা
প্রক্সিমা সেন্টারাই
লুব্ধক
জুলহ
৬. উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল–
প্রায় ৬ ঘন্টা
প্রায় ১২ ঘন্টা
প্রায় ২৪ ঘন্টা
চাঁদের তিথি অনুসারে ভিন্ন
৭. কোথায় দিন রাত্রি সর্বদা সমান?
উত্তর গোলার্ধে
দক্ষিণ গোলার্ধে
নিরক্ষ রেখায়
মেরু অঞ্চলে
৮. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম—
রাজ কাঁকড়া
গন্ডার
পিপীলিকাভুক ম্যানিস
স্লো লোরিস
৯. রেকটিফাইড স্পিরিট হল–
৯০% ইথানল + ১০% পানি
৮০% ইথানল + ২০% পানি
৯৫% ইথানল + ৫% পানি
৯৮% ইথানল + ২% পানি
১০. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
পারদ
ব্রোমিন
আয়োডিন
জেনন
১১. ভাঙ্গা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয়-
গামা রশ্মি
আলফা রশ্মি
বিটা রশ্মি
রঞ্জন রশ্মি
১২. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
মেমোরি চিপ হিসেবে
চুম্বক ক্ষেত্র হিসেবে
কার্বন ক্ষেত্র হিসেবে
১৩. শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি?
লি ডাক থো
মার্টিন লুথার কিং জুনিয়র
স্যার স্যামুয়েলসন
হেরগোবিন্দ খোরানা
১৪. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
রাঙামাটি
দিনাজপুর
জয়পুরহাট
কুমিল্লা
১৫. স্বাধীনতার পর প্রকাশিত প্রথশ ডাকটিকিটে কোন ছবি ছিল?
জাতীয় স্মৃতিসৌধ
লালবাগের কেল্লাহ
সোনা মসজিদ
শহীদ মিনার
১৬. উপমাহদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মিন্টো
লর্ড কার্জন
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ওয়াভেল
১৭. বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহীউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
চাঁপাইনবাবগঞ্জ
নওগাঁ
জয়পুরহাট
সিলেট
১৮. ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়?
কায়রো
জেদ্দা
তেহরান
ইসলামাবাদ
১৯. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
ব্যাডেন পাওয়েল
পল পি হ্যারিস
আলফ্রেড নোবেল
হিনরি ডুনান্ট
২০. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষ কখন থেকে চালু করা হয়?
১ জানুয়ারি ১৯৮৯
১ জানুয়ারি ১৯৯০
১ জানুয়ারি ১৯৯১
১ জানুয়ারি ১৯৯২
২১. বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারী হয় কোন সালে?
১৯৭৩
১৯৭৪
১৯৭৫
১৯৭৬