বিসিএস প্রস্তুতি – বঙ্গবন্ধু স্যাটেলাইট

বিসিএস প্রস্তুতি - বঙ্গবন্ধু স্যাটেলাইট

বিসিএস প্রিলি প্রস্তুতি – বঙ্গবন্ধু স্যাটেলাইট।

BCS Preparation – Bangabandhu Satellite.

বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১
* উৎক্ষেপন তারিখ : ১২\৫\২০১৮
* উৎক্ষেপন স্থান- কেফ কেনেডি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
* গ্রাউন্ড স্টেশন- গাজীপুর ও বেতবুনিয়া
* কক্ষপথে পৌছার সময়:- ৮ থেকে ১১ দিন
* কক্ষপথ দূরত্ব:- আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার
* বাজেট: ২৯৬৭.৯৫ কোটি টাকা
* প্রকল্প ব্যায়:- ২৭৬৫ কোটি টাকা
* বাংলাদেশি অর্থায়ন:- ১৩১৫ কোটি টাকা
* আয়ু:- ১৫ বছর
* ওজন:-৩.৭ টন
* ডিজাইন ও তৈরি:- থ্যালাস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স
* রকেট:- যুক্তরাষ্ট্রের স্পেসএক্স এর ফ্যালকন ৯
* অবস্থান:- ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে
* ট্রান্সপন্ডার:- ৪০টি
* ব্যান্ডউইথ:- ১৬০০ মেগাহার্জ
* ফুটপ্রিন্ট/কভারেজ:- ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত
* ভাড়া দিয়ে বছরে আয়:- ১.৪০ কোটি ডলার
* প্রধান কাজ:- টিভি চ্যানেলগুলোর স্যাটেলাইট সেবা নিশ্চিত করা।
* এই স্যাটেলাইট কাজ করবে – ৩ ধরনের
* ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে নেয়া হয় – ৩০ মার্চ ২০১৮
__________________________________
জেনে রাখা ভালো………
১) মহাকাশে দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ কততম?
__৫৭তম
২) বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশ ভ্রমণে যায় কে?
__যুক্তরাষ্ট্রের ডেনিস টিটো।
৩) এ পর্যন্ত বিশ্বে কতটি দেশ ও সংস্থা
মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে?
__৭৯টি।
৪) ভারতের প্রথম উপগ্রহের নাম কী?
__আর্যভট্ট (উৎক্ষেপন করা হয়-১৯৭৫ সালে।)
৫) মহাকাশে বর্তমানে সক্রিয় স্যাটেলাইট এর সংখ্যা কত?
__২২৭১টি
৬) মহাকাশে যুক্তরাষ্ট্র কতটি স্যাটেলাইট পাঠিয়েছে ও সক্রিয় আছে?
__১৬১৮টি, সক্রিয় ৮০৩টি।
৭) মহাকাশে রাশিয়া কতটি স্যাটেলাইট পাঠিয়েছে ও সক্রিয় আছে?
__১৫০৪টি,সক্রিয় ১৪২টি।
৮) মহাকাশে চীন কতটি স্যাটেলাইট পাঠিয়েছে ও সক্রিয় আছে?
__২৯৮টি,সক্রিয় ২০৪টি।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!