বিসিএস সহ বিভিন্ন চাকরির প্রস্তুতি – ইংরেজি (Preposition – Easy Techniques)

ইংরেজি প্রস্তুতি PREPOSITION

বিসিএস সহ যেকোনো প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য ছন্দে ছন্দে Preposition শিখুন, যা আপনার ইংরেজি বিষয়ের দক্ষতা বাড়াতে সাহায্য করবে। 

Learn Preposition with Shortcut techniques through Rhymes For BCS and any other competitive exams

>>>ছন্দে ছন্দে Preposition শিখুন<<<<<<<<
Preposition- কে করেছি জয়
…………………………………………

শহর, নগর, প্রদেশ ও দেশ
এদের আগে in বসিয়ে করবে বেশ বেশ।

সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অবধি ।


প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে
at বসিয়ে করবে বাজিমাত।

– সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে, মাথা করবে ভন ভন ।

Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।


Person-এ by, পাশে বুঝাতেও by, যানবাহনেও তাই
Article দিলে (যানবাহনের আগে) on হয় কিন্তু in a car
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।

ছোট হলে at, বড় হলে in, কখন হয়?
এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।


বাহির থেকে ভিতরে into ব্যবহার করোরে,
ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off।

লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে above
Since, for বুঝ না, কেন নাও ভাব?


শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under
Preposition আসলেই খুব মজার।

মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition
শিখতে পেরে, আমি আছি খুব ভালো।

On- এ গিয়ে গতি হলে শেষ, হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through (বাধা থাকলে)।


এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,
(বাধা না থাকলে)।

Preposition শিখলে নেই কোনো Loss।
এর বুঝাতে of হয়
Preposition- কে আজ করেছি জয়।


Courtesy – মো. তানভীরুল হক

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!