প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০১০

Primary School Assistant Teacher (Freedom Fighter Quota) Recruitment Exam Question and Answers – 2010

সেট – বসন্ত               (  Set – Boshonto )

বাংলা অংশ
১. হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?

মাইকেল মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

নবীনচন্দ্র সেন

কাজী নজরুল ইসলাম

২. ‘শ্রীকান্ত’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি —

ছোট গল্প

নাটক

উপন্যাস

ভ্রমণ কাহিনী

৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

মামুনুর রশীদ

সৈয়দ শামসুল হক

জিয়া হায়দার

মুনীর চৌধুরী

৪. “বুলবুলিতে” ধান খেয়েছে —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্তৃকারকে পঞ্চমী

কর্তৃকারকে সপ্তমী

কর্মকারকে পঞ্চমী

কর্মকারকে সপ্তমী

৫. “ডাক্তার” ডাক —বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্তৃকারকে শূন্য

কর্তৃকারকে দ্বিতীয়া

কর্মকারকে শূন্য

অপাদান কারকে শূন্য

৬. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

কর্মধারয়

তৎপুরুষ

বহুব্রীহি

অব্যয়ীভাব

৭. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?

কর্মধারয়

বহুব্রীহি

দ্বিগু

দ্বন্দ্ব

৮. ‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

সড় + শ

ষোড় + শ

ষোড় + অশ

ষট্‌ + দশ

৯. ‘অধোগতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

অধ + গতি

অধঃ + গতি

অধ + অগতি

অধঃ + অগতি

১০. কোন বানানটি শুদ্ধ?

মরিচীকা

মরীচিকা

মরিচিকা

মরীচীকা

১১. কোনটি শুদ্ধ বানান?

নিপিড়িত

নীপিড়িত

নিপীড়িত

নিপীড়িত

১২. ‘পালের গোদা’– অর্থ কী?

নৌকার পাল

সচল ব্যক্তি

সর্দার

দলের শক্তিশালী লোক

১৩. ‘যে উপকারীর উপকার স্বীকার করে’ —এক কোথায় কী হবে?

অকৃতজ্ঞ

কৃতজ্ঞ

কৃতঘ্ন

অকৃতার্থ

১৪. ‘শিষ্টাচার’ –এর সমার্থক শব্দ কোনটি?

নিষ্ঠা

সংযম

সততা

সদাচার

১৫. ‘সূর্য’ –এর সমার্থক শব্দ কোনটি?

শশাঙ্ক

আদিত্য

বিধু

সুধাংশু

ইংরেজী অংশ 
1. Truth must prevail in the long run–বাক্য ‘ truth’ শব্দটি কোন প্রকারের Noun?

Common noun

Collective noun

Material noun

Abstract noun

2. ‘The police dispersed the crowd’–বাক্য ‘ crowd’ শব্দটি কোন প্রকারের Noun?

Common noun

Collective noun

Material noun

Abstract noun

3. কোন বানানটি শুদ্ধ ?

Occasion

Ocasion

Ocassion

Occassion

4. কোন বানানটি শুদ্ধ ?

Disentery

Dysentery

Disentary

Disentry

5. কোন বানানটি শুদ্ধ ?

Accesible

Accessible

Accesibal

Acsecible

6. ‘Tell him to do it’ বাক্যটির Passive form হবে —-

Let him be told to do it

He may be told to do it

Let him told to do it

Let him tell to do it

7. ‘I shall do the work’ বাক্যটির Passive form হবে —-

I shall be doing the work

The work may be done by me

I may be doing the work

The work will be done by me

8. He said, ‘ I am well’ বাক্যটির Indirect speech হবে —-

He said that I am well

He said that I was well

He said that he was well

He said that he is well

9. Amin said, “I shall go to school.” বাক্যটির Indirect speech হবে —-

Amin said that he will go to school

Amin said that he would go to school

Amin said that I shall go to school

Amin said that I would go to school

10. কোন বাক্যটি শুদ্ধ?

Everybody have gone there.

Everybody has gone there.

Everybody are gone there.

Everybody has went there.

11. কোনটি শুদ্ধ বাক্য?

There is book and pen on the table

There are a book and a pen on the table

There are a book on the table

There is a book and a pen on the table

12. I was admitted——Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

in

to

from

on

13. I beg mercy ——the principal বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

of

to

on

from

14. ‘Abolish’ –এর সমার্থক শব্দ কোনটি?

Cancel

General

Perform

Create

15. ‘Gain’ –এর সমার্থক শব্দ কোনটি?

Promote

Advantage

Fulfil

Trouble

16. ‘Null and void’— phrase –টির অর্থ কি?

Good and bad

Light and dark

Advantage and disadvantage

এর কোনটিই নয়

17. ‘Blue blood’— phrase –টির অর্থ কি?

Scoundrel

Sound health

Aristrocratic birth

Blood of blue colour

গণিত অংশ 
১. 3x+7y =10 এবং 4x-y=3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে —

1, 1

1, 1/2

2, 1

1/2, 1

২. 2x+y =7 এবং 3x+y=10 হলে, x ও y এর মান হবে যথাক্রমে —

2, 3

3, 1

4, -1

5, -3

৩. একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগবে ৮ জন শ্রমিকের কত দিন লাগবে?

১৬ দিন

১৮ দিন

২০ দিন

২৪ দিন

৪. কোন পরিবারে ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। ৪ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

১২ দিন

১৪ দিন

১৬ দিন

১৮ দিন

৫. পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা , মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?

৯ বছর

১১ বছর

১২ বছর

১৪ বছর

৬. পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত দুই পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত?

২০ বছর

২২ বছর

২৪ বছর

২৫ বছর

৭. পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ঐ তিন পুত্রের বয়সের গড় ২ বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

২১ বছর

২৪ বছর

২৬ বছর

২৭ বছর

৮. একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মুল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?

৭২ টাকা

৭৬ টাকা

৮০ টাকা

৮৫ টাকা

৯. একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

১০%

১২%

১৪%

১৫%

১০. ১, ২, ৪, ৭——-ক্রমটির পরবর্তী পদ কত?

১১

১২

১৪

১৫

১১. ১, ২, ৩, ৫, ৮——-ক্রমটির পরবর্তী পদ কত?

১৩

১৫

১২. ৪ঃ ৫= ১২ঃ x হলে x -এর মান কত হবে?

১২

১৩

১৪

১৫

১৩. দুইটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?

১৫

৪৫

৭৫

১০০

১৪. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

৪২ টাকা

৪৫ টাকা

৫০ টাকা

৫২ টাকা

১৫. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির–

পূরক কোণ বলে

সম্পূরক কোণ বলে

সন্নিহিত কোণ বলে

প্রবৃদ্ধ কোণ বলে

১৬. ত্রিভুজের তিন বাহু, এর অন্তর্বৃত্তের —

জ্যা

ব্যাসার্ধ

স্পর্শক

ব্যাস

সাধারণ জ্ঞান অংশ 
১. বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?

২৩ মে ২০১০

২৪ মে ২০১০

২৫ মে ২০১০

২৬ মে ২০১০

২. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

হুমায়ুন

জাহাঙ্গীর

শাহজাহান

আওরঙ্গজেব

৩. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

১১ ডিসেম্বর

১২ ডিসেম্বর

১৩ ডিসেম্বর

১৪ ডিসেম্বর

৪. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

দ্রাঘিমা রেখা

বিষুব রেখা

কর্কটক্রান্তি রেখা

মকর রেখা

৫. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

সম্রাট বাবর

হুমায়ুন

মোহাম্মদ ঘোরী

আলেকজান্ডার

৬. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

পদ্মা

মেঘনা

যমুনা

সুরমা

৭. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবী কি ছিল?

ক্যাপ্টেন

লেফটেন্যান্ট

ল্যান্স নায়েক

সিপাহী

৮. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

৮ঃ ৫

৯ঃ ৫

১০ঃ ৬

১২ঃ ৭

৯. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ এর সুরকার কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

দ্বিজেন্দ্রলাল রায়

সলীল চৌধুরী

১০. মুজিবনগর কোথায় অবস্থিত?

মেহেরপুর

চুয়াডাঙ্গা

সিরাজগঞ্জ

১১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় —-

কালুরঘাট, চট্টগ্রাম

শ্রীমঙ্গল, মৌলভীবাজার

মুজিবনগর, মেহেরপুর

নাটোর, রাজশাহী

১২. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?

নেদারল্যান্ডস

জার্মানি

স্পেন

ইতালি

১৩. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

এশিয়া

আফ্রিকা

উত্তর আমেরিকা

অস্ট্রেলিয়া

১৪. ২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

আর্জেন্টিনা

মেক্সিকো

পেরু

কলাম্বিয়া

১৫. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন —-

ইউরি গ্যাগারিন

মাইকেল কলিন্স

এডউইন-ই-অলড্রিন

নীল আর্মস্ট্রং

১৬. বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

৩ বছর

৪ বছর

৫ বছর

৬ বছর

১৭. ‘রিচার্ড হ্যাডলি’ বিখ্যাত —

ফুটবলার হিসেবে

ক্রিকেটার হিসেবে

দৌড়বিদ হিসেবে

টেনিস খেলোয়াড় হিসেবে

১৮. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

লাল

নীল

কালো

বেগুনি

১৯. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

পটাস

ইউরিয়া

টিএসপি

এর কোনোটিই নয়

২০. পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?

ওডোমিটার

ম্যানোমিটার

ল্যাকটোমিটার

এর কোনোটিই নয়

 

২১. বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে —

ভোল্ট

ওহম

অ্যাম্পিয়ার

ওয়াট

২২. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

অক্সিজেন

ওজোন

নাইট্রোজেন

হিলিয়াম

২৩. উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?

২১ মার্চ

২১ জুন

২৩ সেপ্টেম্বর

২২ ডিসেম্বর

২৪. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

১০৬

১৫৬

২০৬

২৬০

২৫. পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

পটাশিয়াম

ম্যাগনেশিয়াম

নাইট্রোজেন

আয়রন

২৬. বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

পাখি

পানি

বাতাস

এর কোনোটিই নয়

২৭. হাড় ও দাঁতকে মজবুত করে —

ফসফরাস

আয়রন

আয়োডিন

ম্যাগনেশিয়াম

২৮. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের —

কিডনি

ফুসফুস

যকৃত

হৃৎপিণ্ড

২৯. দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?

০ ডিগ্রী

৯০ ডিগ্রী

১২০ ডিগ্রী

১৮০ ডিগ্রী

৩০. দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে?

১ মিনিট

২ মিনিট

৪ মিনিট

১০ মিনিট

৩১. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

শুক্র

মঙ্গল

বৃহস্পতি

বুধ

৩২. সমুদ্রে পানির গভীরতা মাপার একক —

মিটার

ফুট

কিলোমিটার

ফ্যাদোমিটার

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!