গণপূর্ত অধিদপ্তর এ কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৬

গণপূর্ত অধিদপ্তর

গণপূর্ত অধিদপ্তর এ কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৬

Question and Solution of the appointment of Computer Operator post of Public Works Department – 016
পরীক্ষার তারিখঃ ১৮/১১/২০১৬

বাংলা অংশ 
১. গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ?

মাইকেল মধুসূদন দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

২. ফল পাকলে মরে যায় এমন গাছ-

বনস্পতি

আগাছা

ঔষদি

পরগাছা

৩. কোন শব্দটি ‘ অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ?

মৃত

গরল

তিক্ত

সরল

৪. কোনটি অশ্বের ডাক?

ক্রেঙ্কার

বৃংহতি

বুক্কন

হ্রেষা

৫. কোন লেখক মুসলিম নারী জাগরনের অগ্রদুত?

সুফিয়া কামাল

বেগম রোকেয়া

সেলিনা হোসেন

বেগম শামসুন্নাহার

৬. ‘হাতে আসা’ এর যথার্থ-

আয়ত্তে আসা

প্রভাবাধীন

দক্ষতা

বোধগম্যতা

৭. ‘ একাদশে বৃহস্পতি’ বলতে কি বোঝায়?

বিরাট আয়োজন

গুরুত্বহীন কথা

হঠাৎ গরিব হওয়া

সৌভাগ্যের বিষয়

৮. ‘ আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

অম্বর

অবনি

পাবক

ভূধর

৯. শুদ্ধ বানান কোনটি?

শুশ্রষা

শূন্য

প্রণয়ন

মূহুর্ত

১০. Civil Society এর পরিভাষা কী?

সভ্যসমাজ

বেসামরিক সমাজ

সিন্ধু

সমুদ্র

১১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি?

১১ টি

৩৯ টি

৫১ টি

৫০ টি

১২. নিচের কণ শব্দটি ভিন্নার্থক?

জলধি

প্রবাহিণী

সিন্ধু

সমুদ্র

১৩. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?

গিন্নি

গঞ্জ

হস্ত

তসবি

১৪. ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মানিক বন্দ্যোপাধ্যায়

সত্যেন সেন

সুকান্ত ভট্টাচার্য

১৫. ‘গৃহী’

সংসারী

সঞ্চয়ী

সংস্কৃতি

সন্ন্যাসী

১৬. নিচের কোন বানান টি শুদ্ধ?

পিপিলিকা

পিপীলিকা

পীপিলিকা

পিপিলিকা

১৭. ভাষা- আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?

আরেক ফাল্গুন

জীবন ঘষে আগুন

নন্দিত নরক

পিঙ্গল আকাশ

১৮. ‘পার হইয়া’ এর চলিত রুপ কোনটি?

পেরিয়ে

পার হয়ে

পার হইয়্যা

পারিয়ে

১৯. ‘ কোমল’ এর বিপরীত শব্দ কোনটি?

নম্র

কর্কশ

মদন

ভালো

২০. ‘বায়স’ শব্দের অর্থ কী?

বয়স

কাক

কোকিল

বৃদ্ধ

ইংরেজী অংশ  
1. do you know_____ her name is?

why

what

how

whean

2. An Adjective is a________

naming word.

substituting word.

modifying word

qualifying word.

3. What is the translation of’ আমি তোমাকে খাওয়াই’?

I eat you.

I have eat you.

I fed you.

I feed you.

4. The work is _____ by me.

do

done

did

doing

5. physics ____ a difficult subject.

are

is

will

to be

6. put the book______ the table.

above

on

in

up

7. His opinion is different____ yours.

to

from

with

than

8. The poet and novelist_____ come.

have

has

was

were

9. I will carry an umbrella in case____

It will rain.

it rains.

it would rain.

it rained.

10. ‘May you be happy in life,’_____ what kind of sentence?

Imperative

Optative

Assertive

Exclamatory

11. The boy said,”I shall go to school tomorrow”- change this into in direct speech.

The boy said that he shall go to school the next day.

The boy said that he should go to school the next day.

The boy said that he will go to school the next day.

The boy said that he would go to school the next day.

12. ‘ I have a few friends.’- which one is the correct negative from of this sentensce?

I can’t get any friends

I have got many friends

I have many friends

I have a lot friends

13. Choose the correctly spelled word.

Nomini

Nominee

Nominy

Nomeeni

14. Which the correctly following statement is correct?

The patient died before the doctor come.

The patient died before the doctor came.

The patient died after the doctor come.

The patient died after the doctor had come.

15. Choose the correctly spelled word.

Radious

Redious

Radius

Redius

গণিত অংশ  
১. একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিমি পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

১৬

১৬০

১৬০০

১৬০০০

২. ৭৫ টাকায় ১৫টি বলপেত কিনে ৯০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্যের ওপর শতকরা কত লাভ হবে?

১৬%

১৮%

২০%

২৫%

৩. একটি মেশিন ১ ঘন্টায় ৩০টি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ৬ মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে?

৩টি

৫টি

১৫টি

২০টি

৪. একজন ঠিকাদার একটি কাজের ৯ ভাগের ৫ অংশ সমাপ্ত করল। অপর ঠিকাদার আরও এক-তৃতীয়াংশ কাজ করল। আর কত অংশ কাজ বাকি রইল?

এক-নবমাং

চার-নবমাংশ

আট-নবমাংশ

দুই-তৃতীয়াংশ

৫. একটি ঘড়ি দুপুর ১ টার সময় একবার বাজে, ২টার সময় দুইবার বাজে, ৩টার সময় তিনবার বাজে এবং এই নিয়মে বাজতে থাকে। ঘড়িটি ২৪ ঘন্টায় মোট কতবার বাজবে?

৭৮

১৩৬

১৫৬

১৯৬

৬. একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ২৩ মিটার এবং প্রস্থ ১৭ মিটার হলে বাগানটির পরিসীমা কত?

৪০ মিটার

৮০ মিটার

৩৯১ মিটার

৪০০ মিটার

৭. নিচের কোন সংখ্যাটি ৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়?

৭৪৪

৬৪৮

৪৭২

১৫৬

৮. ১৫ জন লোক একটি কাজ ৪২ দিনে করতে পারে। ঐ কাজটি ১৮ দিনে শেষ করতে কত জন লোক লাগবে?

৩০ জন

৩২ জন

৩৩ জন

৩৫ জন

৯. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

১৩

২৩

২৯

৩৯

১০. একটি গাড়ি ৩ ঘন্টায় ১২ কিমি গেলে ২ ঘন্টায় কত মিটার যাবে?

৪০০০

৮০০০

১১. একটি গাড়ি ২৭০ টাকায় বিক্রি করাতে ক্রয়মূল্যের ওপর ১০% ক্ষতি হতে ক্রয়মূ্যে কত?

২৯৭ টাকা

২৪৩ টাকা

২৭৩ টাকা

৩০০ টাকা

১২. দুটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্বরাশি কত?

৪৯

৫৪

৫৬

৬০

১৩. ত্রিভুজের তিন কোণের সমষ্টি =?

এক সমকোণ

দুই সমকোণ

তিন সমকোণ

চার সমকোণ

১৪. কবির সাহেব ১০% সরল সুদে ৭০০ টাকা এবং ৫% সরল সুদে ১৩০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি মোট কত সুদ পাবেন?

১৩৫ টাকা

১৫০ টাকা

২২৫ টাকা

৯০ টাকা

সাধারণ জ্ঞান  অংশ 
১. কোন দুই মাস নিয়ে হেমন্তকাল হয়?

ভাদ্র- আশ্বিন

আশ্বিন-কার্তিক

কার্তিক-অগ্রহায়ণ

চৈত্র- ফাল্গুন

২. ‘মুজিবনগর দিবস’ কবে পালন করা হয়?

১৫ ডিসেম্বর

১৪ ডিসেম্বর

১৫ আগস্ট

১৭ এপ্রিল

৩. বাংলাদেশে একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত?

ঢাকা

রাজশাহীতে

চট্টগ্রাম

সিলেট

৪. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?

দীনবন্ধু মিত্র

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরী

জীবনানন্দ দাশ

৫. ২০১৯ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?

ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড

দক্ষিণ আফিকা

ভারত

৬. বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি?

চীন

ভারত

মার্কিন যুক্তরাষ্ট্র

জাপান

৭. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানটির সুরকার কে?

আপেল মাহমুদ

আবদুল গাফ্ফার চৌধুরী

আলতাফ মাহমুদ

দেবু ভট্টাচার্য

৮. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?

ফুটবল

কাবাডি

ক্রিকেট

বৌচি

৯. নিচের কোনটি দ্বীপদেশ?

আফগানিস্তান

লিবিয়া

শ্রিলঙ্কা

নেপাল

১০. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

দিল্লি

ঢাকা

কলম্বো

কাঠমান্ডু

১১. মুক্তিযুদ্ধে ‘ ঢাকা’ কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল?

১২. বাঙালী জাতিয়তাবাদের ভিত্তি কোনটি?

ধর্মীয় ঐক্য

ভ্রাতৃত্ববোধ

ঐক্যও সংহতি

শৃঙ্খলাবোধ

১৩. ‘তিস্তা বাঁধ’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

পঞ্চগাঁও

ঠাকুরগাঁও

লালমনিরহাট

দিনাজপুর

১৪. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ ও প্রস্থের অনুপাত কত?

৩ঃ২

৪ঃ৩

৫ঃ৩

৫ঃ৪

১৫. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?

ঢাকায়

রাজশাহীতে

ময়মনসিংহে

চট্টগ্রামে

১৬. বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়?

রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী

প্রধান বিচারপতি

স্পিকার

১৭. ‘BRICS’ এর সদস্য নয় কোন দেশ?

রাশিয়া

দক্ষিণ কোরিয়া

চীন

ভারত

১৮. বাংলাদেশের খরস্রোতা নদী-

পদ্মা

মেঘনা

কর্ণফুলি

যমুনা

১৯. মাদের তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

ভারত

আলজেরিয়া

আলবেনিয়া

ফ্রান্স

২০. ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন?

ইংরেজ

ওলন্দাজ

ফরাসি

পর্তুগিজ

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!