প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীনে সহকারী পরিচালক ও উপ সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৮

প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর অধীনে সহকারী পরিচালক ও উপ সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার  প্রশ্নপত্র ২০১৮।

Question Paper of  Assistant Director and Deputy Assistant Director exam under the Ministry of Defense 2018.

পদের নামঃ উপ সহকারী পরিচালক ও সহকারী পরিচালক

পরীক্ষা অনুষ্ঠিতঃ ০২/০২/২০১৮

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এর অধীনে সহকারী পরিচালক ও উপ সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র 1

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এর অধীনে সহকারী পরিচালক ও উপ সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র 2

প্রশ্ন সমাধান: (বাংলা) প্রতিরক্ষা মন্ত্রণালয়, সহকারী পরিচালক
——————————————————————

১. শুদ্ধ বানান – সমীচীন
২. শুদ্ধ বাক্য – তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
৩.ফুল ফুটুক আর না ফুটক- সুভাষ মুখোপাধ্যায়
৪. অহরহ এর সন্ধিবিচ্ছেদ = অহ + অহ
৫. মার্তণ্ড শব্দের অর্থ- সূর্য
৬. যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে – অযত্নসম্ভূত
৭. শিরে সংক্রান্তি এর অর্থ – আসন্ন বিপদ
৮. Corrigendum = শুদ্ধিপত্র
৯. পদ্ধতি এর সন্ধিবিচ্ছেদ = পদ + হতি
১০. হজ্বযাত্রা – ৪র্থ তৎপুরুষ সমাস
১১. গাছ হতে ফলটি পড়ল- অপাদানে ৫ মী
১২. কবি কঙ্কণ – মুকুন্দরাম চক্রবর্তী
১৩. অলীক – অবাস্তব
১৪. ব্যাকরণ = বি+আ+কৃ+অন
১৫. Ordnance= সমরাস্ত্র
১৬. মুজিব-লেনিন-ইন্দিরা এর লেখক- নির্মলেন্দু গুণ।
১৭. সুষ্ঠু এটি নিজেই একটি বিশেষণ পদ। প্রশ্নে ভুল ছিল। সুষ্ঠু শব্দের বিশেষ্য পদ – সৌষ্ঠব
১৮. মা ছিলনা বলে কেউ তার চুল বেধে দেয়নি – সরল বাক্য।
১৯. সমাস নিষ্পন্ন সাধিত শব্দ – যোগরূঢ়
২০. Subconscious এর অর্থ – অবচেতন

প্রশ্ন সমাধান: (English) প্রতিরক্ষা মন্ত্রণালয়, সহকারী পরিচালক
—————————————————————————–

21. What is the meaning of stupendous- awesome

22. Time trips — on rosy wings. by

23. Keats poem are instinct — patriotism-to

24. ‘wear your heart on your sleeve’ meaning: Allowing others to see one’s feelings

25. make ends meet means- live within one’s income

26. Synonyms of heckle- disrupt

27. What is the meaning of protrude- to stick out from something

28. Who would have thought Shylock was so unkind” expresses: Wonder

29. Choose the correct answer: I have finished reading the book

30. The verb form of necessity…Necessitate

31. Which sentence is correct? You had better go there.

32. limerick refers to: Funny poem with five lines

33. He found the gold coin ——the floor. As he had cleaned

34. The meaning of dwindle- drop

35. few and far between meaning- in frequent

36. No spelling error- ascertain

37. I was annoyed –his conduct-at

38. Masculine gender- Stag

39. The main character in paradise lost book 1 and book 2 : Satan (Lucifer)

40. It is time he —his bad habits. Changed

প্রশ্ন সমাধান: (গণিত) প্রতিরক্ষা মন্ত্রণালয়, সহকারী পরিচালক
———————————————————————————-

৪১. ৯ গুণ

৪২. ৩ মিটার

৪৩. ৫০ ও ২০ বছর

৪৪. ৫/৬

৪৫. ৭০০ টাকা

৪৬. ৭৬৫০ টাকা

৪৭. ১৯২ লিটার

৪৮. ৪৫০ ঘন সে.মি

৪৯. ৪৮ টাকা

৫০. ২০

৫১. ১৮৫৩.১৮ মিটার

৫২. ৩৬

৫৩. √৫

৫৪. ৩/৭

৫৫. √(ab)

৫৬. ০

৫৭. ১৬

৫৮. সঠিক উত্তর নাই । উত্তর হবে ৮১০

৫৯. ৩

৬০. ৩/২

প্রশ্ন সমাধান: (সাধারন জ্ঞান) প্রতিরক্ষা মন্ত্রণালয়, সহকারী পরিচালক
———————————————————————————-

৬১. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী- মাননীয় প্রধানমন্ত্রী

৬২. বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে- ২১ নভেম্বর

৬৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস কবে পালিত হয়- ১ ডিসেম্বর

৬৪. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে – লস এঞ্জেলস

৬৫. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভাগ কয়টি- ১৮ টি

৬৬. এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা খেতাব পেয়েছেন কতজন নারী-১৮৮ জন

৬৭. ভুটানের আইনসভা- অ্যাসেম্বলি

৬৮. রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান- হ্যানসন রোবটিক্স

৬৯. দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম- বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু

৭০. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন দুটির নাম- ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা

৭১. The Modern State এর লেখক – R.M Maclever

৭২. দেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্রটির নাম- মোবারকপুর গ্যাসক্ষেত্র

৭৩. ঢাকা মুক্তিযুদ্ধের কত নং সেক্টর- ২ নং

৭৪. বঙ্গবন্ধুর স্মৃতিজরিত বেকার হোস্টেলের কত নং রুমকে জাদুঘর করা হয়েছে- ২৪ নং

৭৫. সেনাবাহিনীর কতজন বীর উত্তম পেয়েছেন-

৭৬. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন- ১০ জানুয়ারি

৭৭. fire and fury এর রচিয়তা –Michael Wolff

৭৮. ডোকলাম সীমান্ত কোন কোন দেশের- ভারত-চীন

৭৯. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৮০. জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীতে কত সালে থেকে কাজ করে-১৯৮৮

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!