প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান (সেট -মেঘনা)- ২০১২

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান(সেট -মেঘনা)-২০১২

Questions and Solutions for Primary School Assistant Teacher Recruitment Examination (Set – Meghna) 2012.

বাংলা অংশ 
১. ‘শিব মন্দির’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

মাইকেল মধুসূদন দত্ত

কৃষ্ণচন্দ্র মজুমদার

গোবিন্দচন্দ্র দাস

কায়কোবাদ

২. ‘দেবী চৌধুরানী’ উপন্যাসটির রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

কাজী ইমদাদুল হক

৩. ‘তাসের দেশ’ নাটকটির রচয়িতা কে?

রবীন্দ্রনাথ ঠাকুর

দ্বিজেন্দ্রলাল রায়

অমৃতলাল বসু

আকবর উদ্দীন

৪. কোনটি শুদ্ধ বানান?

গনণা

গণনা

গণণা

গণনা

৫. কোনটি শুদ্ধ বানান?

গৃহিনী

গৃহিনি

গৃহীণী

গৃহিণী

৬. সে “তোমাকে” ভয় পায় — বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

কর্ম শূন্য

অধিকরণে ২য়া

অপাদানে ২য়া

অপাদানে ৩য়া

৭. “তোমার” পূজার ছলে তোমায় ভুলেই থাকি — বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

সম্প্রদানে ৬ষ্ঠী

কর্মে ৭মী

সম্প্রদানে ৭মী

অপাদানে ৬ষ্ঠী

৮. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?

প্রাদি সমাস

নিত্য সমাস

দ্বন্দ্ব সমাস

অলুক সমাস

৯. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

অলুক সমাস

নিত্য সমাস

প্রাদি সমাস

উপপদ

১০. ‘কেশ’ এর সমার্থক শব্দ নয় —

কুন্তল

চুল

ললাট

অলক

 

১১. ‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ —

সাকার

আকার

অদৃশ্য

দৃশ্যমান

১২. কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’ বোঝানো হয়?

গনেশ উল্টান

গৌরচন্দ্রিকা

কুপমণ্ডুক

টইটুম্বুর

১৩. ‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ —

অ + আর্চ

অতি + চার্য

আশ + চর্য

আ + চর্য

১৪. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে —

ধাতু প্রত্যয়

শব্দ প্রত্যয়

কৃৎ প্রত্যয়

তদ্ধিত প্রত্যয়

১৫. ‘কুল কাঠের আগুন’ -এর প্রকৃত অর্থ কি?

তীব্র জ্বালা

কাঠের পুতুল

কুপমণ্ডুক

এলাহী কাণ্ড

ইংরেজী অংশ  
1. Noun of the word ‘poor’ is —-

Poority

Poverty

Poorify

Poorness

2. Verb of the word ‘new’ is —-

Anew

Newness

Newly

Renew

3. কোন বানানটি শুদ্ধ?

Achievment

Acheivment

Achievement

Acheivement

4. কোন বানানটি শুদ্ধ?

Commission

Comision

Comission

Commision

5. He is beating the thief -এর পরিবর্তিত voice form হচ্ছে —-

The thief was being beaten by him.

The thief is being beat by him.

The thief is beaten by him.

The thief is being beaten by him.

6. Who opened the door?- এর পরিবর্তিত voice হচ্ছে —-

By whom was the door be opened?

By whom was the door opened?

By whom is he door opened?

By whom has the door opened?

7. My father said to me, “We are going there tomorrow.” বাক্যের Indirect speech হচ্ছে —

My father told me that they would be going there the next day.

My father said to me that they are going there the next day.

My father told me that they were going there the next day.

My father told me that they are going there the next day.

8. He said, “What a pity!” বাক্যের Indirect speech হচ্ছে —

He said that it was a great pity.

He exclaimed that it is a great pity.

He exclaimed that it was a great pity.

He said that it is a great pity.

9. “The disgruntled man grumbled —-his fate.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

on

to

against

at

10. “You are not amenable —–reason.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —

from

to

of

into

 

11. ‘Bag and baggage’ idiom এর অর্থ হচ্ছে—-

Properly

Heavy things

Leaving nothing behind

Costly things

12. ‘Loaves and fishes’ idiom টির অর্থ হচ্ছে—-

Personal gains

Beautiful bread

Tasty fishes

None

13. কোনটি শুদ্ধ বাক্য?

I suffered from fever for a week.

She found the boy crying.

Let you and he be the witness.

Rahim play everyday.

14. কোনটি শুদ্ধ বাক্য?

Matin is good than his brother.

Why you have done this?

He was too clever to miss the point.

Your conduct admits at no excuses.

15. ‘Abolish’ শব্দের Synonym হচ্ছে —

Perform

Create

Cancel

Generate

গণিত অংশ 
১. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

৫৬ বছর এবং ১৪ বছর

৩৬ বছর এবং ৯ বছর

৪০ বছর এবং ১০ বছর

৩২ বছর এবং ৮ বছর

২. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?

৭ ও ১১

১২ ও ১৮

১০ ও ২৪

১০ ও ১৬

৩. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

৭৭৫ জন

৬৫০ জন

৫০০ জন

৩৭৫ জন

৪. ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?

১৬০ টাকা

১৭০ টাকা

১৮৫ টাকা

১৯৫ টাকা

৫. প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

লাভ লোকসান কিছুই হয়নি

৯০০ টাকা

৩০০ টাকা

৬০০ টাকা

৬. একট বানর ১৩ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে?

১১ সেকেন্ড

১০ সেকেন্ড

৯ সেকেন্ড

৮ সেকেন্ড

৭. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

১৫ দিন

২০ দিন

২৫ দিন

২৮ দিন

৮. ১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?

২০

১৫

৩০

৪০

৯. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে?

৪৫ বছর, ৯ বছর

২৫ বছর, ৫ বছর

৫০ বছর, ১০ বছর

৩৫ বছর, ৭ বছর

১০. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ —

এক সমকোণের অর্ধেক

সরলকোণ

এক সমকোণ

কোনোটিই নয়

 

১১. তিন কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলে?

সদৃশ ত্রিভুজ

সমান ত্রিভুজ

সর্বসম ত্রিভুজ

সমানুপাতিক ত্রিভুজ

১২. ১১, ১৫, ২৩, ৩৯ ——- ধারাটির পরবর্তী সংখ্যা কত?

৫২

৫৮

৬৫

৭১

১৩. (০.০০৫)২ = কত?

০.০২৫

০.০০২৫

০.০০০০২৫

০.০০০০০২৫

সাধারণ জ্ঞান অংশ  
১. ‘সিএফসি’ কি ক্ষতি করে?

বায়ুর তাপ বৃদ্ধি করে

ওজোন স্তর ধ্বংস করে

এসিড বৃষ্টিপাত ঘটায়

রক্তের অক্সিজেন পরিবহণ ক্ষমতা হ্রাস করে

২. নিচের কোন উক্তিটি সঠিক?

বায়ু একটি মিশ্র পদার্থ

বায়ু একটি যৌগিক পদার্থ

বায়ু একটি মৌলিক পদার্থ

বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

৩. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন—

শর্করা

স্নেহ জাতীয় পদার্থ

ভিটামিন

প্রোটিন

৪. পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?

বাড়তে থাকে

কমতে থাকে

একই থাকে

কম-বেশি হয়

৫. শূন্য মাধ্যমে নিচের ৩টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?

পাথর

সবকটি একসঙ্গে

কাঠ

পালক

৬. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে —

সেক্সট্যান্ট

ম্যানোমিটার

সিসমোগ্রাফ

ব্যারোমিটার

৭. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

কৈলাস

বরাইল

কাঞ্চন জঙ্গা

গডউইন অস্টিন

৮. সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে —

২৫ ঘণ্টা

২৮ ঘণ্টা

২৫ বছর

২৫ দিন

৯. দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় —

১ ডিসেম্বর

১ জুলাই

২১ জুন

২৩ মার্চ

১০. পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় —

২৩ জুন ও ২২ ডিসেম্বর

২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর

২৩ মার্চ ও ২২ সেপ্টেম্বর

২২ এপ্রিল ও ২৩ অক্টোবর

১১. বন্দর ‘আব্বাস’ কোন দেশের সমুদ্র বন্দর?

মিশর

ইরান

জর্দান

ইরাক

১২. ‘ম্যাকমোহন’ লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?

পাকিস্তান -আফগানিস্তান

চীন-তিব্বত

ভারত-নেপাল

ভারত-চীন

১৩. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী

বগুড়া

কুমিল্লা

১৪. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

টোকিও

ব্যাংকক

ম্যানিলা

সিঙ্গাপুর

১৫. শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?

ইতালী

স্পেন

ফ্রান্স

পর্তুগাল

১৬. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

১৯৫০ সালে

১৯৪৮ সালে

১৯৪৭ সালে

১৯৫৪ সালে

১৭. বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?

১৯৮৬ সালে

১৯৮৩ সালে

১৯৮৪ সালে

১৯৮৫ সালে

১৮. কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?

ইলিয়াস শাহী

হোসেন শাহী

মোগল

সুলতানি

১৯. বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?

অশোক

শের শাহ

আকবর

মুহম্মদ বিন তুঘলক

২০. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?

এ কে ফজলুল হক

মুহাম্মদ আলী

ইস্কান্দার মীর্জা

খাজা নাজীমউদ্দীন

 

২১. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় —

সূর্যগ্রহণ

চন্দ্র গ্রহণ

অমাবস্যা

কোনটিই নয়

২২. ‘কম্পিউটার বাগ’ হলো —

হার্ডওয়্যার ও হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল

সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল

হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল

উপরের কোনোটিই নয়

২৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?

১৯৫৫ সালে

১৯৫৪ সালে

১৯৫২ সালে

১৯৫৩ সালে

২৪. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল —

তিনবার

চারবার

দুইবার

একবার

২৫. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে —-

বেরিং প্রণালী

সান্দা প্রণালী

মালাক্কা প্রণালী

মেসিনা প্রণালী

২৬. খন্দকের যুদ্ধ সংঘটিত হয় —

৬২৪ সালে

৬২৭ সালে

৬২৮ সালে

৬৩১ সালে

২৭. ‘এন্টোমোলোজী’ হচ্ছে —

রসায়ন বিদ্যা

উদ্ভিদ বিদ্যা

প্রাণী বিদ্যা

কীটপতঙ্গ বিদ্যা

২৮. ২০১৬ সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হবে —

রিও ডি জেনিরো

শিকাগো

লন্ডন

বেইজিং

২৯. বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত?

কুমিল্লা

গাজীপুর

কুষ্টিয়া

রংপুর

৩০. জাতীয় স্মৃতিসৌধের নক্সা প্রণয়নকারী —-

কামরুল হাসান

মৃণাল হক

সৈয়দ মঈনুল হোসেন

রফিকুন নবী

৩১. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?

ভিটামিন সি

ভিটামিন কে

ভিটামিন ই

ভিটামিন বি

৩২. কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?

এবি

বি

৩৩. সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার ডাকা বাধ্যতামূলক?

৯০ দিন

৬০ দিন

৭০ দিন

৮০ দিন

৩৪. কোন সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয়?

১৭৯৩

১৭৫৭

১৭৮৯

১৮৯৯

৩৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?

১৮৭৭

১৯০৫

১৯২২

১৯২১

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!