বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি – সৌরজগৎ (ভূগোল বিষয়ক প্রশ্ন ও উত্তর)
BCS, Banks, Government Jobs and University Admission Preparation – Solar System (Geography Questions and Answers)
১. সূর্য একটি নক্ষত্র ।
পৃথিবী একটি গ্রহ ।
চাঁদ একটি উপগ্রহ ।
সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র ।
গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা – ছায়াপথ
সৌর জগতে ৮ টি গ্রহ রয়েছে ।
২. সৌরজগতের সবচেয়ে উজ্জল ও উত্তপ্ত গ্রহ হল – শুক্র
৩. একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায় – শুক্র গ্রহ
৪. শনির ভূত্বক – বরফে ঢাকা
৫. পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ – ৩৬০ ডিগ্রী
৬. নিরক্ষরেখার অপর নাম – বিষুবরেখা
৭.পৃথিবীর নিকটতম গ্রহ– শুক্র
৮.সূর্যের নিকটতম গ্রহ– বুধ
৯.সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ– বৃহস্পতি
১০.সবচেয়ে ছোট গ্রহ– বুধ
১১.সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে– ৮.৩২মিনিট/ ৮.১৯মিনিট ( মাধ্যমিক ভূগোল)
১২.দিবা–রাত্রি সংঘটিত হয়– আহ্নিক গতির জন্য
১৩.পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক– পশ্চিম হতে পূর্ব
১৪.প্রতিপাদ স্থান দুটির সময়ের পার্থক্য– ১২ ঘন্টা
১৫.জোয়ার–ভাটার তেজ কটাল হয়– অমাবস্যায়
১৬.পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যর চেয়ে –প্রায় দ্বিগুণ৷(কারণ চাঁদ পৃথিবীর কাছে)
১৭.পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
১৬। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
১৭।পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ
১৮। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী?
প্রক্সিমা সেন্টারাই
১৯) হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
=৭৬ বছর পর
২০) সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
বুধ
২১) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? – শুক্র
২২) সবচেয়ে বেশী উপগ্রহ আছে কোন গ্রহের? – বৃহস্পতি
২৩) শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? – টাইটান
২৪) পৃথিবীকে প্রথম প্রদক্ষিণ করেন কোন মহাকাশচারী? – ইউরি গ্যাগারিন
২৫। বৃহস্পতির আয়তন পৃথিবীর কত গুন?
=প্রায় ১৩০০ গুণ
২৬। বিগ ব্যাং থিউরির জনক বেলজিয়ামের জোত্যিবিদ জর্জ লেইমাইটার গ্যাসো। এবং ব্যাখাকারী বিজ্ঞানী স্টিফেন হকিংস।
২৭। পৃথিবীর ৭১% পানি ও ২৯% মাটি।.
২৮। পৃথিবী থেকে সূর্যের দুরত্ব–১৪ কোটি ৮৮ লক্ষ কি.মি. (প্রায়)।
২৯। সৌরজগতের উপগ্রহ নেই –বুধ ও শুক্র।
৩০। “পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুক্র
৩১। সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
৩২। কোন গ্রহের উপগ্রহ বেশি
= বৃহস্পতি
৩৩। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে ।
৩৪। বুধ বা Mercury সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকতম গ্রহ ।
৩৫। বুধ ও শুক্র গ্রহ কে ভোরের আকাশে শুকতারা আর সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা বলে ।
৩৬। সূর্যের প্রখর আলোর জন্য অন্যান্য নক্ষত্র দিনের বেলায় দেখা যায়না ।
৩৭। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব আলোক বর্ষ এককে মাপা হয়
৩৮। গ্রহ মহাকর্ষ বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়
৩৯। বৃহস্পতি উপগ্রহের সংখা সবচেয়ে বেশি ।
৪০। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
উঃ বুধ।
৪১। পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
৪২। কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও
রাত্রি সবচেয়ে ছোট থাকে?
উঃ ২১ জুন।
৪৪।কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত
সবচেয়ে বড় থাকে?
উঃ ২২ ডিসেম্বর।
৪৫।কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা–রাত্রি
সমান থাকে?
উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
৪৬। সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে
উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ পিস্টল স্টার।
৪৭। –শান্ত সাগর কোথায় অবস্থিত?
উঃ চাঁদে।
৪৮। পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উঃ সাড়ে ২৯ দিন।
৪৯।সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
উঃ ২৮ গুণ।
৫০।পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
উঃ ছয় ভাগের এক ভাগ।
৫১। –শুক্রের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
উঃ দুবার।
৫২। বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
উঃ ৫ ঘন্টা।
৫৩। লাল গ্রহ কাকে বলা হয়?
উঃ মঙ্গল গ্রহকে।
৫৪। সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
উঃ মিউ সাকাই।
৫৫। সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
উঃ ইটা ক্যারিনি।
৫৬। সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
উঃ ১৭৫৯ সালে।
৫৭। হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
উঃ ১৯৮৬ সালে।
৫৮। কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
উঃ ৭৬ বছর।
৫৯। ইউরেনাসকে বলা হয় – সবুজ গ্রহ
৬০। . সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ – নেপচুন
৬১। সূর্যগ্রহণ হয় – অম্যাবস্যা তিথিতে যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে ফলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে
৬২।.চন্দ্রগ্রহণ হয় >
পূর্ণিমা তিথিতে যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী থাকে ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে
৬৩। গ্যালিলও একটি – কৃত্রিম উপগ্রহ ।
৬৪) ভূ–পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে – ছায়াবৃত্ত ।
৬৫) সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক চাপ – ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি
৬৬। সূর্য–পৃষ্ঠের উত্তাপ প্রায় – ৬০০০০ সেন্টিগ্রেড