বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মডেল টেস্ট – ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মডেল টেস্ট – ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মডেল টেস্ট।
বিষয়ঃ ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা।
Model Test for BCS, Bank, Govt Job and University Admission Test.
Subject: Geography, Environment and Disaster Management.


১।বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার?
ক. চার প্রকার খ. পাঁচ প্রকার গ. তিন প্রকার ঘ. সাত প্রকার
উত্তরঃ ক
২।ভূ-পৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ-
ক. ১৭.৭২ পাউণ্ড খ. ২২.১৫ পাউণ্ড গ. ১৪.৭২ পাউণ্ড ঘ. ১২.১৪ পাউণ্ড
উত্তরঃ গ
৩।বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-
ক. শিশির খ. রোদ গ. কুয়াশা ঘ. ক ও গ
উত্তরঃ ঘ
৪। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো-
ক. আহ্নিক গতি খ. নিয়ত বায়ুর প্রভাব গ. বায়ুচাপের তারতম্য ঘ. উত্তর আয়ন ও দক্ষিণ আয়ন
উত্তরঃ ঘ
৫। ব্যরোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে-
ক. বৃষ্টি হওয়ার আভাস পাওয়া যায়
খ. ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
গ. ঝড়ের পূর্বাভাস পাওয়া যয়
ঘ. ক্ষণস্থায়ী ভাল আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়
উত্তরঃ গ
৬। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয়–
ক. অয়ন বায়ু খ. প্রত্যয়ন বায়ু গ. মৌসুমী বায়ু ঘ. নিয়ত বায়ু
উত্তরঃ ঘ
৭। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?
ক. প্রথমটি খ. দ্বিতীয়টি গ. একই রকম হবে ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৮।কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে?
ক. বিষুবরেখা হতে এর দূরত্ব
খ. সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব
গ. সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ
৯।কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়?
ক. বায়ুপ্রবাহ কমে যায় খ. বায়ু প্রবাহ বেড়ে যায় গ. বায়ুপ্রবাহ থেমে যায় ঘ. বায়ু প্রবাহ অপরিবর্তিত থাকে
উত্তরঃ খ

১০।বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত কিলোমিটার?
(A) ২০০ নটিক্যাল মাইল
(B) ১২ নটিক্যাল মাইল
(C) ১৩০ নটিক্যাল মাইল
(D) ২৭১নটিক্যাল মাইল
১১।. কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়?
ক. ফাল্গুন- চৈত্র
খ. চৈত্র-বৈশাখ
গ. বৈশাখ-জৈষ্ঠ
ঘ. বৈশাখ
উত্তর :গ
১২. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয়—
ক. উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে
খ. সমুদ্র বায়ুর প্রভাবে
গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে
উত্তর :ক
১৩. বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়—
ক. দক্ষিণ – পশ্চিম
খ. উত্তর-পশ্চিম
গ. উত্তর- পূর্ব
ঘ. পূর্ব-দক্ষিণ
উত্তর :গ
১৪. SPARSO কখন প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৮
খ. ১৯৭৯
গ. ১৯৮০
ঘ. ১৯৮২
উত্তর :গ


১৫. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
ক. লালমাই
খ. লালপুর
গ. লালাখাল
ঘ. শ্রীমঙ্গল
উত্তর : ঘ
১৬. বর্তমানে স্বীকৃত দুর্যোগ কয়টি?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তর :খ
১৭. বাংলাদেশের কোন অংশে ঘূর্ণিঝড় বেশি হয়?
ক. উত্তরাংশে
খ. পূর্বাংশে
গ. দক্ষিণাংশে
ঘ. পশ্চিমাংশে
উত্তর:খ
১৮. বন্যা কত প্রকারের হয়?
ক. ৪
খ. ৩
গ. ২
ঘ. ৫
উত্তর :খ
১৯. ১৯৯৩ সালে বাংলাদেশকে কয়টি ভূমিকম্প অঞ্চল ভাগ করা হয়?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ২
উত্তর : ক
২০. বাংলাদেশে ১ম সুনামি হয় কবে?
ক. ২ এপ্রিল, ১৭৬১
খ. ১ এপ্রিল, ১৭৬১
গ. ২ এপ্রিল, ১৭৬২
গ. ১ এপ্রিল, ১৭৬২
উত্তর :গ
২১।বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়?
ক. বায়ুচাপ বেড়ে যায়
খ. বায়ুচাপ কমে যায়
গ. বায়ুচাপ স্থির থাকে
ঘ. বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে
উত্তরঃ খ
২২। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
ক. সরল রেখার উত্তর দিকে
খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
গ. সরল রেখার দক্ষিণ দিকে
ঘ. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে
উত্তরঃ খ
২৩। জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?
ক. অক্ষরেখা খ. স্থানীয় উচ্চতা গ. তুষার রেখা ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ গ
২৪।বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা
ক. বাড়ে খ. কমে গ. অপরিবর্তিত থাকে ঘ. প্রথমে বাড়ে ও পরে কমে
উত্তরঃ ক
২৫। পলি দ্বারা গঠিত কোন শিলা?
ক. ভূ-ত্বক খ. পাললিক শিলা গ. আগ্নেয়শিলা ঘ. রূপান্তরিত শিলা
উত্তরঃ খ
২৬।মার্বেল পাথর কোন শ্রেণীর পাথর?
ক. আগ্নেয় শিলা খ. পাললিক শিলা গ. রূপান্তরিত শিলা ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ গ
২৭। লাভা গঠিত মালভূমি কোনটি?
ক. তিব্বত খ. দাক্ষিণাত্য গ. কিলোরেডে ঘ. মেক্সিকো
উত্তরঃ খ
২৮ ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-
ক. কার্বন খ. নাইট্রোজেন গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন
উত্তরঃ গ
২৯।গ্রাফাইট কোন ধরনের শিলা?
ক. রূপান্তরিত শিলা খ. আগ্নেয় শিলা গ. পাললিক শিলা ঘ. জৈব শিলা
উত্তরঃ ক
৩০। Highest amount in volcanic gas is
ক. CO2 খ. H2S গ. H2O ঘ. SO2
উত্তরঃ ক
৩১। কোনটি সুপ্ত আগ্নেগিরি?
ক. লিপারি খ. স্ট্রম্বলি গ. ফুজিয়ামা ঘ. এটনা
উত্তরঃ গ
৩২। ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
ক. অ্যালুমিনিয়াম খ. তামা গ. দস্তা ঘ. সীসা
উত্তরঃ ক
৩৩। ভূ-ত্বকের গভীরতা প্রায়
ক. ১০ কিলোমিটার খ. ১৬ কিলোমিটার গ. ১২ কিলোমিটার ঘ. ৬১ কিলোমিটার
উত্তরঃ খ
৩৪। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
ক. আর্লিবাড হল খ. এস্ট্রোলার হল গ. ওবেরী হল ঘ. কসমস
উত্তরঃ ক
৩৫। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
ক. ১৮.৭৮% খ. ১.৫৯% গ. ২২.৮৯% ঘ. ২০.৯৯%
উত্তরঃ ঘ
৩৬। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে-
ক. ট্রপোমণ্ডল খ. স্ট্র্যাটোমণ্ডল গ. আয়নমণ্ডল ঘ. ট্রপোবিরতি
উত্তরঃ খ
৩৭। উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-
ক. স্ট্র্যাটোমণ্ডলের উর্দ্ধস্তরে খ. আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে গ. ট্রাপোমণ্ডলের উর্দ্ধস্তরে ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ
৩৮। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
ক. স্ট্রাটোস্ফিয়ার খ. ট্রাপোস্ফিয়ার গ. আয়নোস্ফিয়ার ঘ. ওজোনস্তর
উত্তরঃ গ
৩৯।প্রবল জোয়ারের কারণ, এ সময়-
ক. সুর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
গ. পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে
ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
উত্তরঃ ঘ
৪০। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
ক. চন্দ্রগ্রহণ খ. সূর্যগ্রহণ গ. অমাবস্যা ঘ. পূর্ণিমা
উত্তরঃ খ
৪১। সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
ক. বায়ু প্রবাহের প্রভাব
খ. সমুদ্রের পানিতে তাপের পরিচলন
গ. সমুদ্রের ঘূর্ণিঝড়
ঘ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
উত্তরঃ ক
৪২। জোয়ার ভাটার তেজকটাল কখন হয়?
ক. অমাবস্যায় খ. একাদশীতে গ. অষ্টমীতে ঘ. পঞ্চমীতে
উত্তরঃ ক
৪৩। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে?
ক. সমুদ্রস্রোত খ. ধ্রুব নক্ষত্র গ. বায়ু প্রবাহের দিক ঘ. অক্ষাংশ
উত্তরঃ ক
৪৪। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর আবর্তন করতে সময় নেয়
ক) ২৪ ঘণ্টা
খ) ২৩ ঘণ্টা
গ) ২৩ ঘণ্টা ৫৬ মি. ৪ সে.
ঘ) ২৩ ঘণ্টা ৪ মি. ৫৬ সে.
উত্তর : গ
৪৫। দিবারাত্রি উভয়ই সমান হয় আর কোন তারিখে?
ক) ২৩ মার্চ খ) ২৩ সেপ্টেম্বর গ) ২৫ ডিসেম্বর ঘ) ৩০ ডিসেম্বর
উত্তরঃ খ
৪৬। নিজ অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায় একমাত্র কোন গ্রহটি?
খ) মঙ্গল খ) পৃথিবী গ) বৃহস্পতি ঘ) শুক্র
উত্তর : ঘ
৪৭। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত ?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তর : ঘ
৪৮।ভূ – প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কতটি অন্চলে ভাগ করা হয় ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর : খ
৪৯। বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কোন কালে ?
ক. শীতকালে
খ. গ্রীষ্মকালে
গ. শরৎকালে
ঘ. বর্ষাকালে
উত্তর : ক
৫০।বরেন্দ্র ভূমি হলো
ক. সাম্প্রতিকতালের প্লাবন সমভূমি
খ. প্লাইস্টোসিন কালের সোপান
গ. টারশিয়ারি যুগের পাহাড
ঘ. পললদেশীয়
উত্তর : খ

৫১। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা হয়?
a.) তিস্তা
b.) করতোয়া
c.) তিতাস
d.) হালদা ✓
৫২। কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
a.) পদ্মা
b.) যমুনা
c.) মেঘনা ✓
d.) কর্ণফুলী
৫৩। পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
a.) মহানন্দা ✓
b.) ভৈরব
c.) কুমার
d.) বরাল
৫৪।১৯৭২ সালে অনুষ্ঠিত প্রথম পরিবেশ সম্মেলনের নাম
(A) রিও কনফারেন্স
(B) স্টকহােম সামিট√
(C) জোহানেসবার্গ সামিট
(D) বেইজিং কনফারেন্স
৫৫। একবিংশ শতককে পরিবেশ দূষণ মুক্ত রাখতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর নাম
(A) কপ-২১
(B) এজেণ্ডা-২০২১√√
(C) রি+২০
(D) রিও-২০২১
৫৬। ধলেশ্বরী কোন নদীর শাখা নদী?
a.) পদ্মা
b.) বুড়িগঙ্গা
c.) যমুনা ✓
d.) মেঘনা
৫৭। ভারতের দীর্ঘ সীমান্তবর্তী দেশ কোনটি?
ক.নেপাল
খ.বাংলাদেশ ✓
গ.পাকিস্তান
ঘ.ভুটান
৫৮। বাংলাদেশে কত প্রজাতির বন্যপ্রাণী র অস্তিত্ব হুমকির সম্মুখীন ?
ক. ২৩ প্রজাতির
খ. ২ ৪প্রজাতির
গ. ২৭ প্রজাতির
ঘ. ২৮ প্রজাতির
উত্তর : ক
৫৯।বাংলাদেশে স্রোতজ সমভূমি হচ্ছে
ক. খুলনা
খ. পটুয়াখালী
গ. বরগুনা জেলায়
ঘ. সবগুলোই
উত্তর : ঘ
৬০। বাংলাদেশে পাদদেশীয় সমভূমি হচ্ছে
ক. রংপুর ও দিনাজপুর
খ. বগুড়া ও রাজশাহী
গ. সিলেট ও ময়মনসিংহ
ঘ. চট্টগ্রাম
উত্তর : ক
৬১।প্রতি বছর প্রায় কতটি ছোট বড় নদীতে নদীভাঙন দেখা যায় ?
ক . ৪০ টি
খ. ৩০
গ. ৫০
ঘ. ৬০
উত্তর : ক
৬২।মেরু অন্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষ দূর্যোগে পড়বে ?
ক. ৯০
খ. ৫০
গ. ৪০
গ. ৭৫%
উত্তর : গ
৬৩। টাইগার হিল কোথায় অবস্থিত ?
ক. নেপালে
খ. দার্জিলিংয়ে
গ. ভুটান
ঘ. খাগড়াছড়ি
উত্তর : খ
৬৪। ধান চাষের উপযোগী তাপমাত্রা কত ?
ক. ১০-৩০
খ.১৫-৩৫
গ.১৬-৩০
ঘ. ১৬-৩৫
উত্তর : গ
৬৫। অমাবস্যা ও পূর্ণিমার কোন ধরনের ভয়াবহ রুপ ধারণ করে ?
ক. মৌসুমী বন্যা
খ. আকস্মিক বন্যা
গ. প্রবল বর্ষণজনিত বন্যা
ঘ. জোয়ার ভাটা জনিত বন্যা
উত্তর : ঘ
৬৬। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে ?
ক. পুনর্বাসন
খ. দুর্যোগ প্রস্তুতি
গ. ঝুঁকি চিহ্নিতকরণ
ঘ. দুর্যোগ প্রশমন
উত্তর : গ
৬৭। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?
ক. বরাইল
খ. কৈলাস
গ. কান্চনজঙ্ঘা
ঘ. গডউইন অস্টিন
উত্তর : খ
৬৮। চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অন্চলের প্রাচীন নাম ?
ক. কুমিল্লা
খ. চট্টগ্রাম
গ. বরিশাল
ঘ. নোয়াখালি
উত্তর : গ
৬৯। বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়?
ক. উত্তর – পশ্চিম মৌসুমী বায়ু
খ. দক্ষিণ – পূর্ব মৌসুমী বায়ু
গ. দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ু
ঘ. উত্তর – পূর্ব মৌসুমী বায়ু
উত্তর : গ
৭০। চা চাষের জন্য কত সেন্টিমিটাপ বৃষ্টিপাতের প্রয়োজন ?
ক. ১৫০-২৫০
খ. ২৫১-৩৫০
গ. ৪০০-৫০০
ঘ. ৩০০-৪০০
উত্তর : ক
৭১। সেন্ট মার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় ?
ক. সিলিকন
খ. চীনা মাটি
গ. চুনাপাথর
ঘ. খনিজ বালি
উত্তর : গ
৭২। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কী ধরনের প্রতিষ্ঠান ?
ক. সামাজিক দপ্তর
খ. বিশেষজ্ঞ দপ্তর
গ. পেশাদার
ঘ. রাজনৈতিক
উত্তর : গ
৭৩। কট্টলী বিল কোথায় অবস্থিত ?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি
ঘ)যশোর
উত্তর : ক
৭৫। শৈল প্রপাত কোথায় অবস্থিত ?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি
ঘ)সিলেট
উত্তর :খ
৭৬।দীঘিনালা বনাঞ্চল কোথায় অবস্থিত ?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি
ঘ)যশোর
উত্তর : গ
৭৭। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত ?
ক) রাঙামাটি
খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি
ঘ)চট্টগ্রাম
উত্তর : ক
৭৮।নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
ক. খেজুর পাম
খ. সাগু পাম
গ. নিপা পাম
ঘ. তাল পাম
উত্তরঃ গ
৭৯।। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ?
ক. সিলেট বনভূমি
খ. পার্বত্য চট্টগ্রাম বনভূমি
গ. ভাওয়াল ও মধুপুর বনভূমি
ঘ. খূলনা,বরিশাল ও পটুয়াখালী বনভূমি
উত্তর: গ
৮০। কোনটির কারণে দিবারাত্রি সংঘটিত হয়?
ক) আহ্নিক গতি
খ) বার্ষিক গতি
গ) জোয়ার ভাটা
ঘ) অমাবস্যা
উত্তর : ক
৮১।কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে?
ক) ১০ ডিগ্রি
খ) ১৭ ডিগ্রি
খ) ৩৫ ডিগ্রি
ঘ) ৩৮ ডিগ্রি
উত্তর : ঘ


৮২ পঞ্চম ড্রাগনের দেশ হিসাবে পরিচিত কোন দেশ?
ক) ব্যাংকক
খ) তাইওয়ান
গ) বেলজিয়াম
ঘ) ইতালি
উত্তর : খ
৮৩ ব্লু লাইন কোন দেশের সীমানা রেখা?
ক) ভারত ও তিব্বতের
খ) জার্মান ও ফান্সের
গ) আরব ও ইসরাইলের
ঘ) লেবানন ও ইসরাইলের
উত্তর : ঘ
৮৪ বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গুয়ারিয়া কোথায় অবস্থিত?
ক) ভেনিজুয়েলায়
খ) সুইজারল্যান্ডে
গ) ব্রাজিলে
ঘ) আফ্রিকায়
উত্তর : গ
৮৫ বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
ক) নিউইয়র্ক
খ) লন্ডন
গ) প্যারিস
ঘ) বেইজিং
উত্তর : ক
৮৬. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?ক.নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ.ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
গ.রোম, ইতালি
ঘ.কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ খ
৮৭.নীচের কোনটি মানবসৃষ্ট (hazard) নয়?
ক.বায়ু দূষণ
খ.দুর্ভিক্ষ
গ.মহামারী
ঘ.কালবৈশাখী (Norwester)
উত্তরঃ ঘ
৮৮. প্রাকৃতিক দুর্যোগ ব্যাবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যাবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
ক.কমিউনিটি পর্যায়ে
খ.জাতীয় পর্যায়ে
গ.আঞ্চলিক পর্যায়ে
ঘ.উপজেলা পর্যায়ে
উত্তরঃ ক
৮৯. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক.উদ্ধার পর্যায়ে
খ.প্রভাব পর্যায়ে
গ.সতর্কতা পর্যায়ে
ঘ.পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ ঘ
৯০. সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refuges হবে?
ক.৩ কোটি
খ.৩.৫ কোটি
গ.৪ কোটি
ঘ.৪.৫ কোটি
উত্তরঃ খ
৯১. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক.প্রতিরক্ষা মন্ত্রণালয়
খ.দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়
গ.পরিবেশ ও বন মন্ত্রণালয়
ঘ.বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়
উত্তরঃ ক
৯২.বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
ক.৩০%
খ.৪০%
গ.৫০%
ঘ.৬০%
উত্তরঃ ক
৯৩. ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-
ক.দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
খ.জাপানের উন্নয়ন কৌশল
গ.সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ঘ.ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তরঃ ক
৯৪.দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
ক.১ জানুয়ারী
খ.১১ জানুয়ারী
গ.১৯ জানুয়ারী
ঘ.২১ মার্চ
.
উত্তরঃগ
৯৫. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক.নতুন দিল্লি
খ.কলম্বো
গ.ঢাকা
ঘ.কাঠমান্ডু
উত্তরঃ ক
৯৬. বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কবে?
ক.১৯৯২ সালে
খ.২০০১ সালে
গ.১৯৮৯ সালে
ঘ.২০০০ সালে
উত্তরঃ খ
৯৭.বজ্রপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে?
ক.ভারতে
খ.বাংলাদেশে
গ.মালদ্বীপে
ঘ.নেপালে
উত্তরঃ খ
৯৮.বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় ?
ক.গ্রীষ্ম
খ.বর্ষা
গ.শরৎ
ঘ.শীত
উত্তরঃ খ
৯৯।ঘূর্ণিঝড় আমপান কবে বাংলাদেশ উপকূলে আঘাত হানে ?
ক)১৯ মে, ২০২০
খ)১৮ মে ,২০২০
গ)২১মে ,২০১০
ঘ)২০ মে,২০২০
উত্তরঃ ঘ
১০০.ট্রমা সেন্টার কী?
ক.দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র
খ.খেলাধুলার উন্নয়নকল্পে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্র
গ.শিশুদের জন্য নির্মিত আনন্দ ভুবন কেন্দ্র
ঘ.বয়স্ক বৃদ্ধ ন্র-নারীর জন্য আশ্রয় কেন্দ্র
উত্তরঃ ক

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!