খেলাধুলা বিষয়ক সাম্প্রতিক তথ্য বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।
Latest Information Important MCQ and Answers for BCS & Any kind of competitive exams
প্রশ্নঃ ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন সালে অনুষ্ঠিত হবে?
ক. ২০২৬ সালে
খ. ২০৩০ সালে
গ. ২০২৮ সালে
ঘ. ২০৩২ সালে
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে (২০১৫) চ্যাম্পিয়ন কোন দেশ?
ক. ভারত
খ. নিউজিল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. দক্ষিন আফ্রিকা
প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর ম্যারাথনে স্বর্ণপদক জয়ী কে?
ক. Yemane Tsegay
খ. Munyo Solomon Mutai
গ. Ghirmay Ghebreslassie
ঘ. Ruggero Pertile
প্রশ্নঃ বাংলাদেশের শততম টেস্টটি ক্রিকেট ইতিহাসে কততম টেস্ট?
ক. ২২৫৬তম
খ. ২২৫০তম
গ. ২২৫৪তম
ঘ. ২২৫২তম
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে পরপর ৪ ম্যাচে সেঞ্চুরিয়ান কে?
ক. ক্রিস গেইল (ওয়েষ্ট ইন্ডিজ)
খ. এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিন আফ্রিকা)
গ. কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা)
ঘ. রহিত শর্মা (ভারত)
প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেন কে?
ক. গ্লেন ম্যাকগ্রা
খ. ব্রেট লি
গ. সাকলাইন মোস্তাক
ঘ. তাইজুল ইসলাম
প্রশ্নঃ ২০১৬ সালের FIFA-এর বর্ষসেরা নারী ফুটবলার কে?
ক. কার্লি লয়েড
খ. মিয়া হাম
গ. মার্তা
ঘ. নাদিন কেসলার
প্রশ্নঃ নিজেদের শততম টেষ্টে বাংলাদেশ কোন দলের বিপক্ষে খেলে?
ক. শ্রীলংকা
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. নিউজিল্যান্ড
প্রশ্নঃ ২০১৬ সালের ফরাসি ওপেনের পুরুষ এককের চ্যাম্পিয়ন কে?
ক. রাফায়েল নাদাল
খ. অ্যান্ডি মারে
গ. রজার ফেদেরার
ঘ. নোভাক জোকোভিচ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে অলিম্পিক মশাল বহনের গৌরবের অধিকারী হন কে?
ক. ড. ফজলে হাসান আবেদ
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. হাসান আলী
ঘ. রোকনুজ্জামান খান