সাব-রেজিস্টার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০৩
Sub-Registrar Job Exam Question and Solution 2003 under Land Registration Office.
বাংলা অংশ
১. কায়কোবাদের ‘মহাশ্মাশান’ গ্রন্থটি কোন ধরনের রচনা?
ইতিহাস
গীতিকাব্য
মহাকাব্য
উপন্যাস
২. ‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
মন + যোগ
মন + উ +যোগ
মনঃ + যোগ
মনো +যোগ
৩. ‘বাঁশি বাজে ওই দূরে ‘ — কোন বাচ্যের উদাহরণ?
ভাববাচ্যের
কর্তৃবাচ্যের
কর্ম-কর্তৃবাচ্যের
কর্মবাচ্যের
৪. ব্যাকরণে পুরূষ কাকে বলে?
বিশেষ্য ও অবয়্যের বিভিন্ন প্রকৃতিকে
বিশেষ্যের বিভিন্ন প্রকৃতিকে
বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে
৫. কোন বানানটি শুদ্ধ?
বুদ্ধিজীবি
বুদ্ধিজীবী
বুুদ্ধিজিবি
বুদ্ধিজিবী
৬. ‘বুলবুলিতে ধান খেয়েছে’ — এই বাক্যের ‘বুলবুলিতে’ পদে কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে?
করণকারকে সপ্তমী
অধিকরণে সপ্তমী
কর্তৃকারকে সপ্তমী
অপাদানে সপ্তমী
৭. নিচের কোন শব্দটি তদ্ভব?
হাত
কর্ণ
মৎস্য
কার্য
৮. ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ — এই সঙ্গীতটির রচয়িতা কে?
দ্বিজেন্দ্রেলাল রায়
অতুল প্রসাদ সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
রজনীকান্ত সেন
৯. ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা–
আলাওল
দৌলত কাজী
মাগন ঠাকুর
মরদান
১০. সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
সূবচন নির্বাসনে
রক্তাক্ত প্রান্তর
ওরা কদম আলী
পায়ের আওয়াজ পাওয়া যায়
১১. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত?
১২
২০
২৪
৩২
১২. বাংলালিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
কুটীললিপি
দেবনাগরী
খরোষ্টী
ব্রাহ্মী
১৩. জসীমউদ্দীনের ‘চলে মুসাফির ‘ কি ধরনের রচনা?
কবিতা
উপন্যাস
ভ্রমণ কাহিনী
আত্মজীবনী
১৪. কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
প্রবাসী
লাঙ্গল
ভারতবর্ষ
১৫. মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা কে?
চন্দ্রবতী
দ্বিজ কানাই
মনসুর রয়তি
দ্বিজ ঈশান
১৬. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
অদ্রি
অশ্ম
চর্যাপদ
অংশু
১৭. নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি ‘র উদাহরণ?
দশহাতি
হাতাহাতি
দশানন
দ্বিপদ
১৮. ‘প্রকৃতি’ বলতে কী বোঝায়?
ধাতুর মূল
শব্দের মূল
প্রত্যয়যুক্ত শব্দ
শব্দ ও ধাতুর মূল
ইংরেজী অংশ
1. It is somewhat paradoxical that, nine times out of ten, the coarse word is the word that— an evil and the —- word is the word that excuses it.
condemns — refined
admits — clever
exonerates— vulgar
condones — genteel
2. Not only the — are fooled by propaganda. we can all be misled if we are not—–.
ignorant — cynical
gullible — wary
illiterate—- mature
credulous—- headstrong
3. Ranu’s “important ” speech given at the state competition won her the first prize.
interesting
informative
expressive
extemporaneous
4. The speaker walked ” confidently” and quickly to the podium .
carefully
thoughtfully
assuredly
clumsily
5. If the crops are not ” irrigated soon” the harvest will be sparse.
watered
planted
plowed
fertilized
6. The principle ” congratulated” the student on his outstanding display of leadership.
praised
alluded
scolded
contacted
7. The antonym for ” Devoid” —
latent
full of
evident
suspecting
8. The synonym for ‘ Abortive’–
fruitful
familiar
unsuccessful
consuming
9. What is the correct meaning of the phrase “At daggers drawn” ?
In a state of violent enmity
Without any delay
Crack brain
Very poor
10. Find out the parts of speech of the following word Equity.
Pronoun
Noun
Adjective
Adverb
11. There’s — dust on these books. Fetch me a duster.
a lot of
plenty of
a good deal of
lots of
12. The more she learnt — the American civil war, the more fascinated with it she became.
of
about
in
into
13. Julian spent most of his holiday in the bathroom. He ate some seafood that did not agree– him.
on
to
with
about
14. ‘Plebiscite’ is a term related to–
Medicine
Politics
Technology
Law
15. A compound sentence has–
a subject and a finite verb
one principle clause and one sub- ordinate clause
two or more co-ordinate clauses
two or more sub-ordinate clauses
16. which one is the adjective of the word ‘Tax” ?
Taxable
Taxation
Taxability
Taxi
17. Debut.
conclusion
contradiction
gracious response
first appearance
18. Collage.
part of a university
meeting of professionals
art form
chorus
19. SONG: CYCLE
agenda : meeting
sonnet : sequence
waltz : dance
tune : arrangement
20. GLOSSARY : WORDS
lexicon : numbers
atlas : maps
thesaurus : rhymes
catalog : dates
গণিত অংশ
১. x4+x2+1
এর উৎপাদক
x2+x+1
, অপর উৎপাদকটি কত?
x2-x+1
x2+1
x+1
x2+x+1
২. সাগরের পানিতে লবণের পরিমাণ ৪.৫% । ৫০ কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে?
১১২.২২ কেজি
১২.১২ কেজি
১১.১১ কেজি
১১১১.১১ কেজি
৩. দুই সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ঃ৫ হলে সংখ্যাদ্বয় কত?
২৩১,১৬৫
২২৩,১১৬
২২২,১২০
১৯০,১২৪
৪. এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
১৪০৩
১৪৩০
১৪৩২
১৪৩২০
৫. এক সের সমান কত কিলোগ্রাম?
০.৯৭ কিলোগ্রমা (প্রায়)
০.৯৩ কিলোগ্রমা (প্রায়)
১.০৭ কিলোগ্রাম (প্রায়)
১.০৯ কিলোগ্রমা (প্রায়)
৬. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে , ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগলে একটি ও কম বা বেশি হবে না?
২০০
২২০
৩০০
২১০
৭. শামিমের নিকট ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত?
৯০ জন
৯৫ জন
১০০ জন
১৫০ জন
৮. দুইটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুটি কত?
৪,৩
৭,৬
৮,৬
১০,৮
৯. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে তার আয়তন –
২০% কমবে
৪% কমবে
২৫% কমবে
পরিবর্তন হবে না
১০. সাগরের পানিতে লবণের পরিমাণ ৪.৫% । ৫০ কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে?
১১২.২২ কেজি
১২.১২ কেজি
১১.১১ কেজি
১১১১.১১ কেজি
১১. দুই সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ঃ৫ হলে সংখ্যাদ্বয় কত?
২৩১,১৬৫
২২৩,১১৬
২২২,১২০
১৯০,১২৪
১২. এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা রেখে গেলেন। স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ এবং বাকি প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার অংশের মূল্য ২৫০৬ টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত?
১৪০৩
১৪৩০
১৪৩২
১৪৩২০
১৩. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে , ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগলে একটি ও কম বা বেশি হবে না?
২০০
২২০
৩০০
২১০
১৪. শামিমের নিকট ৮০০ টাকা আছে। কিছু সংখ্যক লোককে ৬ টাকা করে দিলে ১০০ টাকা কম পড়ে। লোকসংখ্যা কত?
৯০ জন
৯৫ জন
১০০ জন
১৫০ জন
সাধারণ জ্ঞান অংশ
১. পরবর্তী কমনওেয়লথ গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
২০০৬ অস্ট্রেলিয়া
২০১৪ সালে স্কটল্যান্ডে
২০৭ আমেরিকা
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ
২. ‘রয়টার্স’ কি?
একটি সংবাদপত্র
সংবাদ সংস্থা
ক্লাব
গণমাধ্যম
৩. সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ কে হন?
শচীন টেন্ডুলকার
জেমস ফকনার
রিকি পন্টিং
জহির খান
৪. সাহিত্যে নোবেল পুরস্কার ‘ ০২ কে পান?
ইমরে কারতেজ
ড্যানিয়েল কাহতেমান
ভারণ এল স্মিথ
ভি এস নাইপল
৫. বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র
জাপান
কানাডা
ডেনমার্ক
৬. লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
ব্রাজিল
দক্ষিণ আফ্রিকা
ভারত
চীন
৭. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
নাউরু
ভ্যাটিকান
মোনাকো
টুভ্যালু
৮. জাপানের জাতীয় প্রতীক কি?
শ্বেতপদ্ম
গোলাপ
ক্রিসেনথিমাম
শাপলা
৯. ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
রিয়াদ
জেদ্দা
দুবাই
দোহা
১০. ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে?
পিটার হ্যারি টমাস
টমি ফ্রাংক
জেনারেল গার্নার
পল ব্রেমার
১১. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচাইতে বেশি কোন দেশের?
মালদ্বীপ
ভুটান
পাকিস্তান
শ্রীলংকা
১২. ২০০৩ সালের আগস্ট মাস থেকে অস্ট্রেলিয়া সন্ত্রাস দমনের জন্য যে রবোটটি নিযুক্ত করেছে সেটি কোন দেশের তৈরি?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জাপান
জার্মানি
১৩. বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত?
ভেনিজুয়েলা
গায়ানা
প্যারাগুয়ে
ক্যালিফোর্নিয়া
১৪. UNDP- এর মানব উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্নে অবস্থানকারী দেশ কোনটি?
কিউবা
ডিআর কিউবা
শ্রীলংকা
জাপান
১৫. জাতিসংঘ কবে ইরাকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়?
২২ মে, ২০০৩
২২ মার্চ , ২০০৩
২৩ মে, ২০০৩
২৩ মার্চ , ২০০৩
১৬. পশ্চিম বাগদাদে যৌথ সেনাবাহিনীর গুলিতে নিহত রয়টার্সের ক্যামেরাম্যান মাজেনডানা কোন দেশের নাগরিক?
প্যালেস্টাইন
জর্ডান
ফ্রান্স
ইতালি
১৭. ‘লিভিং হিস্ট্রি’ — এ গ্রন্থটির রচয়িতা কে?
স্টিফেন হকিং
হিলারি রডহ্যাম ক্লিনটন
জন জেক্স
হ্যারল্ড রবিন্স
১৮. বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
হিমায়িত খাদ্য
পাট ও পাটজাত দ্রব্য
তৈরি পোশাক
চা
১৯. বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি?
বৈলাম
ইউক্যালিপটাস
অর্জুন
মেহগনি
২০. বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা কোনটি?
জিয়া সার কারখানা, আশুগঞ্জ
ঘোড়াশাল সার কারখানা
ফেঞ্চুগঞ্জ সার কারখানা
যমুনা সার কারখানা, তারাকান্দি
২১. সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইবুন্যাল অধ্যাদেশ ২০০২ করা হয়েছে?
৫৫ (৬)
৯৩ (১)
৯৩ (২ক)
৫৬ (৩)
২২. বাংলাদেশ সরকার কত সালের মধ্যে দেশের মোট ভূ – খন্ডের ২০ ভাগ বনায়নের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে?
২০২০
২০০৫
২০১০
২০১৫
২৩. ২০০২-২০০৩ অর্থবছরের সর্বোচ্চ বরাদ্দ দেয়া কোন খাতে?
শিক্ষা
কৃষি
প্রতিরক্ষা
যোগাযোগ
২৪. সংবিধানের কোন অনুচ্ছেদে নারী -পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে?
২৬ (১)
২৭
২৮
২৯(৩)
২৫. বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত?
৩ কোটি ৬৬ লক্ষ ৭০ হাজার একর
২ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার একর
২ কোটি ৫৫ লক্ষ ২ হাজার একর
২ কোটি ১ লক্ষ ৯৮ হাজার একর
২৬. ‘কেয়ার’ একটি–
বাংলাদেশী এনজিও
আমেরিকার এনজিও
কানাডিয়ান এনজিও
ড্যানিশ এনজিও
২৭. এনটিভি কবে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে?
৩ জুলাই, ২০০৩
৩ জুন, ২০০৩
৯ জুলাই, ২০০৩
৯ জুন, ২০০৩
২৮. কুয়াকাটা সমুদ্র সৈকতের আয়তন কত?
১২ কিমি
১৪ কিমি
১৮ কিমি
২৪ কিমি
২৯. বাংলাদেশের কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
মধুপুরের শালবন
পার্বত্য চট্রগ্রামের কাপ্তাই বনাঞ্চল
সুন্দরবন
সিলেটের লাউয়াছড়া বনাঞ্চল
৩০. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
যমুনা
পদ্মা
সুরমা
মেঘনা
৩১. বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?
সায়েদাবাদ
সোনাকান্দা
চাঁদনিঘাট
গোদনাইল
৩২. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার–
১.৫%
১.৩৭%
১.৮%
২.৩%
৩৩. বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘কলিঙ্গ পুরস্কার’ লাভের গৌরব অর্জন করেন?
ড. জগদীশ চন্দ্র বসু
ড. কুদরাত – ই- খুদা
ড. কামালুদ্দিন আহমদ
ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন
৩৪. সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ কোন সাল থেকে চালু হয়?
১৯৭৪ সালে
১৯৭৬ সালে
১৯৭৭ সালে
১৯৮৯ সালে
৩৫. সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলে যে সংশোধনী যুক্ত করা হয়, তা হলো–
তত্ত্বাবধায়ক সরকার গঠন
সংসদীয় পদ্ধতির সরকার গঠন
রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতিদান
ঢাকার বাইরে ছয়টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন
৩৬. বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে ?
পাহাড়পুর
ময়নামতি
মহাস্থানগড়
রাজশাহী
৩৭. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
অ্যালপাইন
আদি -অস্ট্রেলীয়
নার্কিড
মোঙ্গলীয়
বিজ্ঞান অংশ
১. ‘থিওরি অব রিলেটিভিটি’র প্রণেতা–
আলবার্ট আইনস্টাইন
আইজ্যাক নিউটন
চার্লস ডারউইন
আঁদ্রে শাখারভ
২. ‘স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে’– এটি কার উক্তি?
মেজর রোনান্ড রস
টটি
ল্যাবেরন
স্যার প্যাট্রিক ম্যানসন
৩. সুষমখাদ্য শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
৬ঃ৪ঃ১
৫ঃ৩ঃ১
৪ঃ১ঃ১
৩ঃ৩ঃ১
৪. মানবদেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে–
স্নায়ুতন্ত্র
হরমোন
পেশী
উৎসেচক
৫. খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে?
পিত্তথলি
অগ্ন্যাশয়
যকৃত
ডিওডেনাম
৬. ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি?
সোডিয়াম
সেলিনিয়াম
মলিবডেনাম
রুবিয়াম
৭. ক্রনোমিটার কি?
সময় মাপার যন্ত্র
রাস্তা মাপার যন্ত্র
পানি মাপার যন্ত্র
উত্তাপ মাপার যন্ত্র
৮. সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?
লাল, আকাশী ও সবুজ
লাল, কমলা ও হলুদ
কমলা, হলুদ ও আকাশী
লাল, আকাশী ও হলুদ
৯. কিসের সাহয্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায় ?
প্রতিফলন
প্রতিধ্বনি
প্রতিসরণ
প্রতিসরাঙ্ক
১০. চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
অ্যাকুয়াম হিউমার
পিউপিল
কর্নিয়া
রেটিনা
১১. কংক্রিটের মধ্যে ইস্পাতের রড দেওয়া হয় কেন?
ঘনত্ব বাড়াবার জন্য
মজবুত করার জন্য
সামগ্রিক খরচ কমাবার জন্য
পানি শোষণ কমাবার জন্য