বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BRDB)-এর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৯

Upazila Rural Development Officer at Bangladesh Rural Development Board Recruitment exam Question and Solution 2009

বাংলা অংশ 
১. ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলোঃ

পাকা আম

কপটচারী

কপটহীন ব্যক্তি

ভণ্ডসাধু

২. জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ

রূপসী বাংলা

বনলতা সেন

ছাড়পত্র

সারাদুপুর

৩. ‘ডাক্তার সাহেবের হাতযশ ভালো’ এ বাক্যে ‘হাত’ ব্যবহৃত হয়েছেঃ

অধিকার অর্থে

বশ অর্থে

অভ্যাস অর্থে

নিপুণতা

৪. কখনও উপন্যাস লেখেননিঃ

কাজী নজরুল ইসলাম

জীবনানন্দ দাশ

সুধীন্দ্রনাথ দত্ত

বুদ্ধদেব বসু

৫. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এ প্রার্থনাটি করেছেঃ

ভাঁড়ু দত্ত

চাঁদ সওদাগর

ঈশ্বরী পাটনী

নলকুবের

৬. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থঃ

তীরে পৌঁছার ঝাক্কি

সঞ্চয়ের প্রবৃত্তি

মুমূর্ষু অবস্থা

আসন্ন বিপদ

৭. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

কর্তৃবাচ্য

কর্মবাচ্য

ভাব ভাচ্য

ক্রিয়া বাচ্য

৮. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কি?

নীরদ

উদধি

মার্তন্ড

অবনী

৯. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ এখানে নিশীথ কোন পদ?

ক্রিয়া বিশেষণ

বিশেষণ

বিশেষ্যর বিশেষণ

ক্রিয়া

১০. ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ হলোঃ

কুয়াশা

অনুকার

প্রভাকর

শৈল

১১. ‘শকুনি মামা’ এর অর্থ কি?

কুৎসিত মামা

সৎ মামা

কুচক্রী লোক

পাতানো মামা

১২. ‘পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?

পার হয়ে

পারায়ে

পেরিয়ে

পার হইয়ে

১৩. ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে’ বলেছেনঃ

রবীন্দ্রনাথে ঠাকুর

প্রমথ চৌধুরী

মীর মোশাররফ হোসেন

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

১৪. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?

ষষ্ঠী তৎপুরুষ

মধ্যপদলোপী কর্মধারয়

নিমিত্তার্থে চতুর্থী

নিত্য সমাস

১৫. ‘খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলোঃ

নিঃস্ব ব্যক্তি

সৎ ব্যক্তি

তোষামোদকারী

খুব অনুগত ব্যক্তি

১৬. নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ

১৭. সাধুরীতির শব্দ কোনটি?

গ্রহ

গিন্নী

কলেজ

কেতাব

১৮. নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেঁকেছে

কুকুর লোকটিকে কামড়ালো

১৯. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রমথ চৌধুরী

প্যারীচাঁদ মিত্র

সমরেশ মজুমদার

২০. ‘ব্যর্থ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হলোঃ

বি + আর্থ

ব্য + অর্থ

বি + অর্থ

ব্যা + অর্থ

ইংরেজী অংশ  

1. Doctors encourage their patients not to get upset about ‘trivial’ matters. (Match the best alternative that correspond to the quotations word)

unexpected

unimportant

unusual

uncertain

2. Municipal taxes are based on an “estimate of the value” of one’s property. (Match the best alternative that correspond to the quotations word)

appraisal

forcast

diagnosis

outline

3. Library cards will “expire” when they are not used. (Match the best alternative that correspond to the quotations word)

cost more money

cease to be effective

return to the office

be renewed automatically

4. The line is busy; someone “should be using” the telephone now. (Match the best alternative that correspond to the quotations word)

must be using

should be using

must have used

should have used

5. You “had better to hurry” if you don’t want to miss the bus. (Match the best alternative that correspond to the quotations word)

had better hurry

were in a hurry

had to hurry

had better hurry

6. Most white people don’t object _____ them by their first name. (Fill in the blank)

that I call

to my calling

for calling

being called

7. A degree in economics ____ his door to many jobs. (Fill in the blank)

key to

basis of

has

opens

8. I am looking forward _____ you. (Fill in the blank)

to see

meeting

to seeing

meet

9. He advised us to desist _____ that attempt. (Fill in the blank)

at

to

from

for

10. I was advised to turn _____ the money which I had found hidden behind the bushes. (Fill in the blank)

in

aside

away

out

11. Choose the correct sentence….

He died of the country.

He died for the country.

He died from the country.

He died to the country.

12. Choose the correct sentence….

One of my best friend’s are getting married today.

One of my best friend is getting married today.

One of my best friends are getting married today.

One of my best friends is getting married today.

13. Choose the correct sentence….

The can of beans were opened by Josh.

The can of beans is opened by Josh.

The can of beans was opened by Josh.

The can of beans have been opened by Josh.

14. Choose the antonym of “Fertile”

Useful

Barren

Strong

Unfavorable

15. Choose the antonym of “Soothe”

Acknowledge

Irritate

Charm

Fake

16. Choose the antonym of “Segregation”

Integration

Separation

Depression

Suppression

17. Choose the synonym of “Rudimentary”

Elementary

Ordinary

Insincere

Controlled

18. Choose the synonym of “Capture”

Apprehend

Mismanage

Confrontation

Unshakable

19. Choose the synonym of “Magnanimous”

Generous

Unkind

Revengeful

Friendly

20. The phrase “an apple of discord” means–

a sweet apple

a bitter apple

an unexpected gift

an object of quarrel

সাধারণ জ্ঞান অংশ  

১. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে —

সেন্টিগ্রেড

কেলভিন

সেলসিয়াস

ফারেনহাইট

২. ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?

নিম্ন শ্রেণীর

অ্যালবুমিন

কেসিয়িন

বায়োটিন

৩. খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নামঃ

কোর্ট অব ডিসিপ্লিন

কোর্ট অব প্লে

কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স

কোর্ট অব আরবিট্রেশন

৪. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?

বর্ধমান হাউজ

বাংলা ভবন

আহসান মঞ্জিল

চামেলী হাউজ

৫. পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রের পরিচালক কে?

মানিক বন্দ্যোপাধ্যায়

মৃণাল সেন

গৌতম ঘোষ

সত্যজিৎ রায়

৬. গুয়ান্তানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?

কিউবা

মালয়েশিয়া

যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য

৭. বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?

নিউইয়র্ক

মুম্বাই

সাংহাই

ঢাকা

৮. সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম হলো–

নারিকেল জিঞ্জিরা

ছেড়া দ্বীপ

নিঝুম দ্বীপ

সাংখ্যায়ন চিরি

৯. নিম্নের কোন দেশটি জি-সেভেন (Group of Seven) এর সদস্য নয়?

জাপান

চীন

ইউএসএ

কানাডা

১০. কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুন বেশি ওজন বহন করতে পারে?

প্রজাপতি

পিঁপড়া

মশা

মাকড়শা

১১. বাংলাদেশ কতো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

১৯৭৫

১৯৭১

১৯৭৩

১৯৭৪

১২. বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি?

মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদন্ড

সশ্রম কারাদন্ড

যাবজ্জীবন কারাদণ্ড

জরিমানা

১৩. সোয়াইন ফ্লুর ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কি নামে পরিচিত?

এইচ১ এন১

এস১ এফ১

কে এম ১ এইচ১

এইচ১ এস১

১৪. “Let there be light” কার বিখ্যাত চলচ্চিত্র?

সত্যজিৎ রায়

জহির রায়হান

চাষী নজরুল ইসলাম

খান আতাউর রহমান

১৫. জাপানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি?

আলবার্তো ফুজিমোরি

কোসুকে মোরি

সুগি হাকিহারা

সিনজে আবে

১৬. টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০০৯ তে চ্যাম্পিয়ন দল কোনটি?

পাকিস্তান

বাংলাদেশ

ভারত

অস্ট্রেলিয়া

১৭. ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?

পাকিস্তান

বাংলাদেশ

ভারত

সৌদি আরব

১৮. মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে?

জর্জ বুশ

আবরাহাম লিংকন

জর্জ ওয়াশিংটন

থিউডর রুজভেল্ট

১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যে কমিশনটি গঠিত হয়েছিল তার নাম কি?

খুদা কমিশন

নাথান কমিশন

ম্যাকলি কমিশন

মেটকাফ কমিশন

২০. বাংলদেশ বিদেশী বিনিয়োগের পরিমান সবচেয়ে বেশি কোন দেশের?

জাপান

যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র

চীন

অর্থনীতি অংশ  

১. সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?

সিলিকা বালু

চীনা মাটি

চুনা পাথর

খনিজ বালি

২. সুদের হার ও শেয়ার বাজারের সম্পর্ক কোন ধরনের?

ধনাত্মক

ঋণাত্মক

কোন সম্পর্ক নেই

ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল

৩. সাধারন শেয়ার হোল্ডারদের কোন অধিকার আছে?

তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে।

তারা অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে দেয় নির্দিষ্ট লভ্যাংশ বাতিল করতে পারে।

তারা ঋণপত্রের সুদ বাতিল করতে পারে।

তারা কোম্পানির সম্পত্তি বিক্রি করতে পারে।

৪. ব্যবসার হার(Terms of Trade) হচ্ছে-

আমদানি ও রপ্তানির মূল্যের হার

আমদানি ও রপ্তানির ভলিউম এর হার

রপ্তানি ও আমদানি দামের হার

দৃশ্যত আমদানির উপর দৃশ্যত রপ্তানির অতিরিক্ত

৫. নিম্নের কোন স্থানটি ‘অফ-শোর’ (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?

জার্মানি

কেম্যান আইল্যান্ড

ইন্ডিয়া

ইসরাইল

৬. নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?

ব্যাংক হার বৃদ্ধি

নগদ জমার অনুপাত বৃদ্ধি

খোলাবাজারে ঋণপত্র বিক্রয়

মুদ্রা সরবরাহ বৃদ্ধি

৭. বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত কোনটি?

নীট বস্ত্র

বুনন পন্য

পাট

জনশক্তি

৮. বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারন কোনটি?

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ

প্রেসিডেন্ট জর্জ বুশের ভ্রান্ত বিশ্ব রাজনৈতিক কর্মকাণ্ড

লেহম্যান ব্রাদার্স কোম্পানির পতন

শেয়ার বাজারে ব্যাপক ধস

৯. মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কোনটি?

রপ্তানি বৃদ্ধি করা

আমদানি বৃদ্ধি করা

অর্থনৈতিক মন্দা দূর করা

রেমিট্যান্স বৃদ্ধি করা

১০. যখন অর্থনীতিতে পন্যসমূহের মূল্য সূচক বেড়ে যায়, তখন কি সৃষ্টি হয়?

অর্থনৈতিক প্রবৃদ্ধি

বেকারত্ব

মুদ্রাস্ফীতি

স্থবিরবস্থা

১১. যদি নমিনাল সুদের হার হয় ১০% এবং মুদ্রাস্ফীতির হার ১৫% তবে রিয়েল সুদের হার কত?

৫%

২৫%

১৫০%

– ৫%

১২. বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?

বাংলাদেশ ব্যাংক

অর্থ মন্ত্রণালয়

বাণিজ্যিক ব্যাংকসমূহ

বীমা কোম্পানিসমূহ

১৩. বিক্রয় কর একটি –

প্রত্যক্ষ কর

পরোক্ষ কর

আয়কর

মূল্য সংযোজন কর

১৪. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ-

বৃদ্ধি পায়

হ্রাস পায়

অপরিবর্তিত থাকে

বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়

১৫. নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?

অর্থনৈতিক মন্দা

মুদ্রাস্ফীতি

মূল্যহ্রাস

বাজেট ঘাটতি

১৬. কোনটি মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয়?

সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রন

যে কোনো উদ্যোক্তা কর্তৃক বাজারে মূলধন সরবরাহ

চাহিদা ও যোগানের অনিয়ন্ত্রিত হ্রাস-বৃদ্ধি

আমদানি রপ্তানির অবাধ প্রবাহ

১৭. কোনটি সুদের হার বাড়ায় না?

বাজারে অর্থের যোগান বৃদ্ধি

পন্যের হার হ্রাস

সরকারি বাজেটের উদ্বৃত বৃদ্ধি

অর্থনৈতিক মন্দা

১৮. মুদ্রাস্ফীতির কারন কি?

উৎপাদন বৃদ্ধি

টাকার সরবরাহ বৃদ্ধি

আমদানি বৃদ্ধি

সরকারি কর হ্রাস

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!