ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর উপজেলা পোস্ট মাস্টার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এর ডাক অধিদপ্তর এর উপজেলা পোস্ট মাস্টার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

Upzila Post Master at the Ministry of Posts, Telecommunications and Information Technology Job exam Question and Solution 2010

পরীক্ষার তারিখঃ ০১/০১/২০১০
Exam Date: 01/01/2010

 

বাংলা অংশ 
১. “রোহিণী” চরিত্রটি কোন উপন্যাসের?

পল্লীসমাজ

মৃত্যুক্ষুদা

সংশপ্তক

কৃষ্ণকান্তের উইল

২. বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?

খরোষ্ঠী লিপি

ব্রাক্ষী লিপি

অশোক লিপি

প্রকৃত লিপি

৩. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?

বেদ

শূন্যপূরাণ

মঙ্গলকাব্য

চর্যাপদ

৪. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ

৬০০-৯৫০ খ্রিষ্টাব্দ

১৩৫১-১৫০০ খ্রিষ্টাব্দ

৬০০-৭৫০ খ্রিষ্টাব্দ

৫. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

পাল

সেন

মুঘল

তুর্কী

৬. “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য কে রচনা করেন?

রামাই পণ্ডিত

হলায়ুধ মিশ্র

বড়ু চণ্ডীদাস

খনা

৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

১৭৯৫

১৭৯৯

১৮০০

১৮০১

৮. কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?

যাযাবর

অবধূত

ভানুসিংহ

হুতোম প্যাঁচা

৯. “পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?

সত্যেন সেন

আবুল ফজল

সৈয়দ মুজতবা আলী

সমরেশ বসু

১০. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?

কপালকুন্তলা

নীলদর্পণ

মরুশিখা

মেঘনাদ বধ

১১. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?

৭ টি

৮ টি

৯ টি

১০ টি

১২. এক কথায় প্রকাশ করুনঃ “একবার ফল দিয়ে মারা যায়”-

ঔষধি

ওষধি

ঔষধী

একবর্ষী

১৩. কোনটি দ্বন্দ্ব সমাস?

কোকিলকণ্ঠী

রাতজাগা

হাটেবাজারে

মেনিমুখো

১৪. “অন্যপুষ্ট” কোন পাখিকে বলা হয়?

কোকিল

দোয়েল

ময়ূর

কাক

১৫. “অর্বাচীন” এর বিপরীত শব্দ কোনটি?

বাচীন

প্রাচীন

নবীন

চেনা

১৬. “তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি”- এটি কোন শ্রেণীর বাক্য?

সরল বাক্য

জটিল বাক্য

যৌগিক বাক্য

ব্যাসবাক্য

১৭. পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?

সমাস

ধ্বনি বিপর্যয়

অপিনিহিতি

সন্ধি

১৮. নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?

কবিরাজ

কুলটা

ননদ

নবীন

১৯. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?

১৮

১৯

২০

২১

২০. সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে?

সমস্ত পদ

ব্যাসবাক্য

উত্তর পদ

সমস্যমান পদ

ইংরেজী অংশ  
1. As this is his first job he will have to “put up with” the inconvenience. (Meaning of the quotations word/phrase)

endure

adapt

overcome

avoid

2. Rana decided to pursue his career in developmental field “in lieu of” sitting in his father’s business. (Meaning of the quotations word/phrase)

in accordance

undermining

in stead of

along with

3. Every relation is measured and evaluated on the basis of “reciprocity” at one point of time. (Meaning of the quotations word/phrase)

reception

mutual

reactivity

sacrifice

4. The supervisor showed great enthusiasm and appreciation “country to” what the labors had expected. (Meaning of the quotations word/phrase)

in support of

objection

opposition

complement

5. Those “antiquated” machineries have huge impact on the current productivity of the firm. (Meaning of the quotations word/phrase)

outdated

modern

simple to run

complex

6. Will you mind _____ the accounts one more time? (Fill in the blank with appropriate word or phrase)

checking

to check

checked

check

7. I stretched for tissue but the box of tissues _____ nearly empty. (Fill in the blank with appropriate word or phrase)

was

were

has

have

8. None of the students in the class left any doubt _____ enjoyed this class. (Fill in the blank with appropriate word or phrase)

as to whether or not he/she

whether or not he/she

as to whether or not they

to whether he/she

9. Susan’s sell-confidence was _____ as she had scored poorly in the exam. (Fill in the blank with appropriate word or phrase)

boosted

destroyed

demoralized

elevated

10. The students have submitted the report today which they _____ to bring yesterday. (Fill in the blank with appropriate word or phrase)

was supposed

were supposed

was suppose

were supposed

11. Last Monday it has been raining in torrents. (Sentence Correction “word missing)

till

when

from

since

12. Have you ever been the longest sea beach of the world. (Sentence Correction “word missing)

to

in

on

up

13. We saw several haunted house were fire while coming from border areas. (Sentence Correction “word missing)

in

on

with

under

14. We have been working hard we can win this year’s challenge. (Sentence Correction “word missing)

so that

so

that

because

15. I always listen radio while going to office. (Sentence Correction “word missing)

to

in

on

up

তথ্য প্রযুক্তি অংশ  
১. কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?

বাইনারী

ডেসিম্যাল

হেক্সা ডেসিম্যাল

অক্টাল

২. কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?

এমএস ওয়ার্ড

এমএস পাওয়ার পয়েন্ট

নোটপ্যাড

এমএস এক্সেল

৩. কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?

কো এক্সিয়াল কেবল

ফাইবার অপটিক কেবল

টুইস্টেড পেয়ার কেবল

আর জে ৪৫ কানেক্টর

৪. নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?

মনিটর

স্পিকার

প্রিন্টার

মাউস

৫. নিচের কোনটি ডাটা(data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?

পেন ড্রাইভ

প্রসেসর

ভিজিএ

পাওয়ার সাপ্লাই

৬. নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?

সি-মস

ওয়াই ম্যাক্স

ব্রডব্যান্ড

ব্লু টুথ

৭. নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?

পাওয়ার পয়েন্ট

এমএস এক্সেল

সি

উইন্ডোজ

৮. নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?

ইয়াহু

গুগল

স্কাইপ

বিং

৯. কোন ওয়েবসাইটের নামের শুরুতে “www” এর অর্থ কি?

worldwide wireless windows

world wide web

world wide wan

worldwide write-free woofer

১০. নিচের কোন মাধ্যমটির ডাটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি?

ফ্লপি ডিস্ক

কমপ্যাক্ট ডিস্ক

ডিজিটাল ভিডিও ডিস্ক

মডেম

১১. নিচের কোনটি আউটপুট যন্ত্র?

মাউস

ট্রাকার বল

স্ক্যানার

প্রিন্টার

১২. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে বেশি দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?

লেজার প্রিন্টার

ইনকজেট প্রিন্টার

ডটমেট্রিক্স প্রিন্টার

বাবল জেট প্রিন্টার

১৩. আধুনিক কম্পিউটারের জনক কে?

উইলবার রাইট

চার্লস ব্যাবেজ

টিম বার্নার্স লী

জন বেয়ার্ড

১৪. কোনো ই-মেইলে “CC” এর অর্থ কি?

Close Circuit

Carbon Copy

Close Contact

Contract Center

১৫. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?

উইন্ডোজ ভিস্তা

এমএস এক্সেল

ওরাকল

নোটপ্যাড

১৬. CPU এর পূর্ণরূপ কোনটি?

Core Performance Unit

Central Processing Unit

Core Programming Unit

Cyber Programming Unit

১৭. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

বিজয়

সুলেখা

সুতনী

রূপসা

১৮. কম্পিউটার ভাইরাস কি?

একটি ক্ষতিকারক জীবাণু

একটি ক্ষতিকারক প্রোগ্রাম

একটি ক্ষতিকারক বর্তনী

একটি ক্ষতিকারক চৌম্বক ক্ষেত্র

১৯. নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?

গ্রাফিক্স কার্ড

হার্ডডিস্ক

রম

প্রসেসর

২০. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?

ডিভিডি রম ড্রাইভ

মডেম

পেনড্রাইভ

কোনটি নয়

সাধারণ জ্ঞান  অংশ 

১. দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?

জুন ‘১০-জুন ‘১২

জুন ‘১০-জুন ‘১৪

জুন ‘০৯-জুন ‘১১

জুন ‘০৯-জুন ‘১৩

২. বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়?

১ নভেম্বর ‘০৭

১১ নভেম্বর ‘১১

৮ নভেম্বর ‘০৮

১১ নভেম্বর ‘০৮

৩. কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?

২ মার্চ ১৯৭১

৭ মার্চ ১৯৭১

২৫ মার্চ ১৯৭১

২৬ মার্চ ১৯৭১

৪. ঐতিহাসিক ৬ দফা কবে ঘোষণা করা হয়?

১ ফেব্রুয়ারি

৫ ফেব্রুয়ারি

৭ ফেব্রুয়ারি

৭ মার্চ

৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?

১৬ ডিসেম্বর

২৩ অক্টোবর

৭ মার্চ

৪ নভেম্বর

৬. কোন বিদেশী রাষ্ট্রপধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন?

পণ্ডিত জওহরলাল নেহেরু

মার্শাল জোসেফ টিটো

লালবাহাদুর শাস্ত্রী

রচার্ড নিক্সন

৭. বর্তমান গ্রামীণ ব্যাংক “গ্রামীণ ব্যাংক প্রকল্প” রূপে কবে কাজ শুরু করে?

১৯৮৩ সালে

১৯৭২ সালে

১৯৭৩ সালে

১৯৭৬ সালে

৮. বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত?

৩০০

৩৩০

৩৪৫

৩৫০

৯. অক্সফাম(Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

জেনেভা

প্যারিস

নিউইয়র্ক

লন্ডন

১০. বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?

৬ষ্ঠ

৭ম

৮ম

৯ম

১১. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?

রূপা

তামা

এলুমিনিয়াম

টাংস্টেন

১২. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

অক্সিজেন

নাইট্রোজেন

হাইড্রোজেন

কার্বন ডাই অক্সাইড

১৩. মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত?

২১ জোড়া

২২ জোড়া

২৩ জোড়া

২৪ জোড়া

১৪. উপকূলে পর পর ২টি জোয়ার এর মধ্যে কত সময়ের ব্যবধান থাকে?

৬ ঘন্টা

১২ ঘন্টা

২৪ ঘন্টা

৪৮ ঘন্টা

১৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

কঠিন

তরল

বায়বীয়

শূন্য মাধ্যম

১৬. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?

ইউরোনিয়াম

সোডিয়াম

লিথিয়াম

পারদ

১৭. মানবদেহে কতটি হাড় আছে?

২০০

২০৮

২০৬

৩০৬

১৮. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?

৭ দিন

৩০ দিন

১২০ দিন

১৮০ দিন

১৯. কোনটি উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে?

জ্যান্থোফিল

জাইলেম

ক্রোমোপ্লাস্ট

ক্লোরোফিল

২০. পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?

অ্যামিবা

ঈস্ট

টি-২ ফাজ

H1N5

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!