সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা  এবং উভয পাশে দুটি করে তারকা।
প্রশ্ন: জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।
প্রশ্ন: জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?
উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫:৩
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উঃ আমার সোনার বাংলা প্রথম ১০ চরন।
প্রশ্ন: আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?
উঃ ২৫টি।
প্রশ্ন: আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ গীতবিতান এর অর্ন্তগত।
প্রশ্ন: আমার সোনার বাংলা-র সুরকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উঃ বঙ্গদর্শন।
প্রশ্ন: আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন সালে?
উঃ ১৯০৫ সালে।
প্রশ্ন: বাংলাদেশের রণ সংগীত কোনটি?
উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।
প্রশ্ন: বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?
উঃ প্রথম ২১ চরন।
প্রশ্ন: বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের রণ সংগীত চল্‌ চল্‌ চল্‌ কোন কাব্যর অর্ন্তগত?
উঃ সন্ধ্যা কাব্য।
প্রশ্ন: রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৩৩৫ সালে।
প্রশ্ন: রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ শিখায় ।
প্রশ্ন: বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
উঃ সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!