১৪ তম বেসরকারী শিক্ষক নিবন্ধনের (NTRCA) প্রশ্নপত্র সমাধান সহ- ২০১৭ (স্কুল পর্যায়)

১৪ তম বেসরকারী শিক্ষক নিবন্ধন

১৪ তম বেসরকারী শিক্ষক নিবন্ধনের সমাধান সহ প্রশ্নপত্র – স্কুল পর্যায় – ২০১৭।

পরীক্ষা অনুষ্ঠিতঃ ২৫/০৮/২০১৭ (সকাল)

14th NTRCA exam question with solution – (School Level) – 2017.

ইংরেজি :

1. Come by means
= Get
2. The children who play near garden water the saplings . here ‘water’ is
= verb
3. Ambiguous ‘s synonym
= dubious
4. Dishearten ‘s antonym
= encourage
5. What is the synonyms of ‘Augment’
= Increase
6. I Saw him going to market ( make it compound )
= I saw him and he was going to market
7. I helped her to solve the problem ( Passive )
= She was helped to solve the problem by me
8. Jerry was only Four years . ( Negative)
= Jerry was not more than four years old
9. Where there is a will , there is —–
= a way
10. To Carry Coal to new ——-
=castle
11. Orthia as well as Obhinesh ((( to be)——- attending the party .
=
12. Alice went the market with a view to —— a dress.
= purchasing
13. Rome was not built in a day ( passive )
= The Romans did not build Rome in a day.
14. Money is sweeter than honey ( Negative )
=Honey is not so sweet as money
15.Upoma came here late . here ‘late’ is
=adverb
16.He gave me a dress which is expensive . (Simple)
= He gave me an expensive dress.
17. A wearer knows where the ……..
= shoe pinches
18. তুমি কি জানো সে কোথায় থাকে?
= Do you know where he lives ?
19. সে সাঁতরাতে জানে না
= He does not know how to swim.
20. তোমার বাবা কি করেন ?
= What is your father ?
21. How Karim has solved the problem ——-?
=astounds us all
22.What is the noun form of ‘include’
= Inclusion
23, The synonym of ‘ Abandon ‘
= leave
24. A ………..in time save nine .
= stitch
25. A man known by the ……. he keeps .
= company

সাধারণ জ্ঞানঃ

১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিল ?
= উথান্ট
২। চিকুনগুনিয়ার বাহক কে?
= এডিস মশা
৩। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
= এ এন সাহা
৪। দেশের প্রথম ইলেকট্রনিক বুক কোনটি?
= একুশ ই বুক
৫।WIPO এর সদর দপ্তর কোথায় ?
= জেনেভা
৬। ২০১৮ সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
= জাকার্তা, ইন্দোনেশিয়া
৭। বাংলাদেশ স্কয়ার কোথায়?
= সঠিক উত্তর নেই । সঠিক উত্তর হবে : লাইবেরিয়া
৮ । মংডু কোন দেশের সীমান্ত এলাকা ?
= বাংলাদেশ- মিয়ানমার
৯ । দেশের প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোন জেলায় ?
=চট্রগ্রাম
১০ । বর্ণালী ও শুভ্রা কী ?
=উন্নত জাতের ভুট্টা
১১। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় ?
= আইসোটোপ
১২। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?
= ইমানুয়েল মাখোঁ
১৩। জাঙ্ক ফুডে কোন খাদ্য উপাদানের আধিক্য থাকে?
= চর্বি
১৪। অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫ মতে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
= ১৩১৪ মার্কিন ডলার
১৫ ‘। ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত ?
= ২২ গজ ।
১৬ । বাংলায় ছিয়াত্ত্বরের মন্বন্তর কবে হয়েছিল ?
= ১৭৭০
১৭ । স্ক্যানার কী ?
= ইনপুট ডিভাইস
১৮ । ভারত -বাংলাদেশের অভিন্ন নদী কয়টি ?
= ৫৪ টি
১৯ । সমতট জনপদ কোথায় অবস্থিত ?
= কুমিল্লা
২০ । বিখ্যাত তিন কন্যা চিত্রটি কার ?
= কামরুল হাসান
২১। যশোর জেলায় অবস্থিত বিল
= ভবদহ
২২। কোন উপজাতির ধর্ম ইসলাম
= পাঙ্ন
২৩। সংসদ অধিবেশন কে আহ্বান করেন ?
= রাষ্ট্রপতি
২৪। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
= আটলান্টিক ও প্রশান্ত
২৫। ল্যাফিং গ্যাসের সংকেত
=N20

বাংলা :

১। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না ?
= অব্যয়
২। শুদ্ধ বানান
= বাল্মীকি
৩ । শকুনি মামা অর্থ
= কুচক্রী মামা
৪। সংশয় – এর বিপরীত শব্দ
= প্রত্যয়
৫। বক্তব্য – এর প্রকৃতি ও প্রত্যয়
= বচ্ + তব্য
৬ । উপকারীর অপকার করে যে
= কৃতঘ্ন
৭। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচিত হয়েছে?
= রুপতত্ত্বে
৮। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে ?
= কমা
৯। সূর্য- এর প্রতিশব্দ কোনটি ?
= আদিত্য
১০ । ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে , কী যে বিপদ । এই বাক্যে ’কী ‘ এর অর্থ কোনটি?
= বিরক্তি
১১।The Fire is out – বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?
= আগুন ছড়িয়ে পড়েছে
12. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর – বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
= বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৩। অন্তরঙ্গ – এর বিপরীত শব্দ
=
১৪। শুদ্ধ বানান
= মুহূর্ত
১৫। কোন বাংলা পদের সন্ধি হয় না ?
= অব্যয়
১৬। হাতে দূর্বা গজানো – অর্থ
= আলসেমির লক্ষণ
১৭ । কোনটিতে সাধুভাষা সাধারণত অনুযোগী
= নাটকের সংলাপে
১৮ । শুভ ক্ষণে জন্ম যার
=ক্ষণজন্মা
১৯। কোন পদটির পুরুষ বাচক নেই
= ডাইনী
২০ । সৃষ্টি- র প্রকৃতি প্রত্যয়
= সৃজ্ + তি
২১. নীলাম্বর কোন সমাস ?
= কর্মধারয়
২২. তিলে তৈল হয় ? কোন কারক
= অপাদানে ৭মী
২৩. শুদ্ধ
= ষ + ণ
২৪ ।মৌলিক শব্দ
= আকাশ
২৫। পেয়ারা কোন ভাষা
= পর্তুগীজ

গণিত:

14th NTRCA math solution 1  14th NTRCA math solution 314th NTRCA math solution 2

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!