২৭তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন।
27th BCS written question of Bangla 2nd paper.
১. যে-কোন একটি বিষয়ে প্রবন্ধ লিখুন
খ. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিক জাতীয়তাবাদ বনাম বিশ্বায়নের মতবাদ
গ. জাতীয় সংস্কৃতি ও বিশ্বায়নের সংস্কৃতি
ঘ. আজকের দিনের প্রচার মাধ্যম
ঙ. আইন ও বিচারব্যবস্থাঃ বাংলাদেশের বাস্তবতা
২. প্রদত্ত ইঙ্গিত অবলম্বনে যে কোন একটি বিষয়ে প্রবন্ধ লিখুনঃ
ক. বাংলা ভাষার ভবিষ্যৎ( বাংলাদেশের ঐতিহ্য, বর্তমান অবস্থা, বিশ্বায়নের অভিঘাত, লেখকদের ও রাজনীতিবিদদের মনোভাব, আন্তর্জাতিক ভাষা পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা।)খ. বাংলাদেশে উচ্চ শিক্ষা(বাংলাদেশে আধুনিক উচ্চ শিক্ষার ইতিহাস, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রভেট বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় নীতি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাম্প্রতিক উচ্চশিক্ষার উন্নতির জন্য কী দরকার। )
গ. বাংলাদেশের প্রাথমিক শিক্ষা(আধুনিক প্রাথমিক শিক্ষার ইতিহাস, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থাঃ সরকারি বিদ্যালয় – বেসরকারি বিদ্যালয়-মাদ্রাসা-ইংলিশ মিডিয়াম স্কুল-জাতীয় মানস গঠনে প্রাথমিক শিক্ষা, পাঠ্যপুস্তকের অবস্থা, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার সংস্কারের প্রয়োজন)।
ঘ. আমাদের এই বাংলাদেশ (বাংলাদেশের ভৌগোলিক পরিচয় ও প্রকৃতি, জলপ্রবাহ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা, বাংলাদেশের তেত্রিশ বছরের অগ্রগতি-রাজনীতি, অর্থনীতি-সংস্কৃতি, এনজিওসমূহের ভূমিকা- সার্বিক উন্নতির উপায়)।
ঙ. বাংলা বর্ণমালা ও বানান (বাংলা বর্ণমালার বৈশিষ্ট্য, বানানের সমস্যা, বর্তমান বাংলাভাষা ও বানানের সমস্যা, বানান-সংস্কার বিষয়ে বিভিন্ন মত, বানান-সংস্কারের সংগে বর্ণমালা সংস্কার ও কি বিবেচ্য)?
৩. যে-কোন একটির উত্তর লিখুন ২০
ক. নববর্ষের দিন দেশের সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে নিউইয়র্কে প্রবাসী ভাইয়ের কাছে একটি পত্র লিখুন।
খ. বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজের আর্থিক দুরবস্থার বর্ণনা দিয়ে অর্থ সাহায্যের জন্য উপাচার্য সমীপে একটি পত্র লিখুন।
গ. আপনার এলাকায় শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষ্যে এলাকার শিক্ষার সম্ভাব্য উন্নতির আবেদন সংবলিত একটি স্মারকপত্র রচনা করুন।