৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (সাধারণ জ্ঞান – বাংলাদেশ)

৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি (সাধারণ জ্ঞান - বাংলাদেশ)

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি ( সাধারণ জ্ঞান – বাংলাদেশ বিষয়াবলী)

38th BCS Preliminary Preparation (General knowledge – Bangaledesh)

* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালে সরকারি গেজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন?
= ১৫ ডিসেম্বর ১৯৭৩
* জাতীয় সংসদ এ স্থায়ী কমিটি কয়টি??
=৫০
* শ্রম জরিপ -২০১৩ অনুযায়ী বাংলাদেশের মোট শ্রম শক্তির কত % কৃষি এ খাতে জড়িত?
=৪৫%
* “জাতীয় বীজ পরীক্ষাগার” কোথায় অবস্থিত?
=গাজীপুর ( নোট:বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।)
* খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ?
=১০ম।
* “রাষ্ট্রপতি কৃষি পুরস্কার” / বঙ্গবন্ধু কৃষি পুরস্কার কবে প্রবর্তন করা হয়?
= ১৯৭৩ । নোট : দেয়া হয় ১৯৭৬।
* দেশের বাইরে বাংলাদেশ প্রথম কোথায় জমি লিজ নিয়ে কৃষি কাজ শুরু করেছে ?
= সেনেগালে
* কত সে. মি. র নিচে ইলিশ ধরা নিষিদ্ধ ?
= ২৫ সে.মি. ( নোট : কার্প জাতীয় মাছ ২৩ সে. মি.)
* ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম কখন ?
=আশ্বিন মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথি(২য় সর্বোচ্চ প্রজনন মৌসুম-জানুয়ারি-ফেব্রুয়ারি)।
* ইলিশের নিরাপদ প্রজননের জন্য এবছর ইলিশ শিকার নিষিদ্ধ ছিল
=১-২২ অক্টোবর পর্যন্ত।
* ম্যাডোনা-৪৩, জীবন (১৯৫৪), গাঁয়ের বধূ, বেদেনি, নবান্ন, মনপুরা-৭০, কলসী কাঁখে বধূ, মুক্তিযুদ্ধ ১৯৭১, মইটানা, পাইন্যার মা প্রভৃতি চিত্রকর্মগুলো কার ?
= জয়নাল আবেদিনের
* তিনকন্যা , নাইওর , দেশ আজ বিশ্ব বেহায়াদের খপ্পরে নামক স্কেচ শিল্পকর্ম গুলো কার ?
= কামরুল হাসান
* বাংলাদশেরে শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সংগীত শিল্পী কে ?
=বারিন মজুমদার।


* টি-টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
–ডেবিড মিলার (দক্ষিন আফ্রিকা)–৩৫ বলে সেঞ্চুরি করেন৷
* সম্প্রতি কোন জেলায় ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
–বোরহান উদ্দিন, ভোলা ৷
* বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম আনুষ্ঠানিকভাবে চালু হয়?
–১৯ অক্টোবর, ২০১৭
* পদ্মা সেতু দৃশ্যমান হয় কত তারিখে?
–৩০ সেপ্টেম্বর,২০১৭(৩৭ ও ৩৮ নম্বর স্পেনের উপর স্টিলের স্ট্রাকচার বসানো হয়)
* পদ্মা সেতুর(বাংলাদেশের বৃহত্তম ও দক্ষিন এশিয়ায় ২য়) দৈর্ঘ্য- ৬.১৫ কিমি৷
* পদ্মা সেতুর পিলার-৪২টি এবং স্প্যান-৪১টি
* পদ্মা সেতু জনগণের জন্য উন্মোক্ত হলে বাংলাদেশের জিডিপি কত শতাংশ বেড়ে যাবে?
–১.২%
* খানা আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে দারিদ্র্যের হার বেশি কোন জেলায়?
— কুড়িগ্রামে(৭০.৮%)
*১ নিঝুম দ্বীপের দেশ– নোয়াখালি ৷
* সুন্দরবনের প্রবেশদ্বার- বাগেরহাট ৷
* হাওরকন্যা বলা হয়– সুনামগঞ্জ
* ৯০তম অস্কারে বাংলাদেশের কোন ছবি বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে?
–আকরাম খান পরিচালিত-খাঁচা
* প্রথমবারের মতো বিশ্বকাপের চুড়ান্ত পর্বে সুযোগ লাভ করে কোন দেশ?
–আইসল্যান্ড ও পানামা

* জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহরের নাম কি?
–টোকিও
* প্রথমবারের মতো ক্রিকেটে ৯ দলের সমন্বয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হবে কত সালে?
–২০১৯
* প্রথমবারের মতো ক্রিকেটে ১৩ দলের সমন্বয়ে ওয়ানডে লীগ শুরু হবে কত সালে?
–২০২০ সালে
* ‘বিএন নিশান’ ও ‘বিএন দুর্গম’ কি?
–বাংলাদেশে নির্মিত যুদ্ধজাহাজ
* মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
–৮.৭০ কিলোমিটার ৷
* ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
–২৪ কিমি
* দেশের প্রথম ও একমাত্র ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মিত হচ্ছে কোথায়?
— ফেনীর মহিপালে
* ভাসানচর কোথায় অবস্থিত?
–হাতিয়া, নোয়াখালী৷
* ২০১৭ সালের ফিফা’র বর্ষসেরা ফুটবলার–
**পুরুষ: ক্রিশ্চিয়ানো রোনালদো(রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)
**মহিল: লিকা মার্টেনস(বার্সেলোনা/নেদারল্যান্ডস)
* খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুযায়ী বাংলাদেশে দারিদ্র্যের হার কত?
–২৪.৩%
* খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুযায়ী বাংলাদেশে স্বাক্ষরতার হার কত?
–৬৫.৬%
* MCC কমিটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পায়-
— সাকিব আল হাসান
* বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) এর উদ্ভাবিত মোট ধানের জাত কয়টি?
— ৮৬টি
–হাইব্রিড ধানের জাত-৬টি
* বাংলাদেশ বিশ্ব পরমানু ক্লাবের কততম সদস্য?
–৩২তম ।
* ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য — অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।
* তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ।
* দেশের ১১তম শিক্ষা বোর্ড — ময়মনসিংহ।
* সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘Mother of Humanity’ বা ‘মানবতার মা’ আখ্যা দিয়েছে — ব্রিটিশ মিডিয়া ।
* রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে — ৮ম ।

* ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝঁকি সূচকে বাংলাদেশের অবস্হান — ৬ষ্ঠ ।
* বাংলাদেশে বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ — সিঙ্গাপুর ।
* সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ‘ভৌগোলিক নির্দেশক পণ্যের’ স্বীকৃতি পেয়েছে — ইলিশ ।
* যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্হান — ৩য় । শীর্ষে চীন।
* বাংলাদেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে – — ২০ সেপ্টেম্বর ২০১৭।
* প্রথম দেশ হিসেবে পেপারলেস ট্রেড চুক্তিতে স্বাক্ষর করে — বাংলাদেশ। ২৯ আগস্ট ২০১৭।
* দেশে বর্তমানে সাক্ষরতার হার — ৭২.৩ শতাংশ ।
* দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা — ১৮৮ জন । সেপ্টেম্বর ২০১৭ ।
* বৈশ্বিক মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্হান — ১১১তম।
* ট্রান্সফার ফি বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব — ম্যানচেস্টার সিটি ।
* ২০১৭ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন — রাফায়েল নাদাল (স্পেন ) । মহিলা এককে চ্যাম্পিয়ন — স্লোয়ানে স্টিফেন্স ( যুক্তরাষ্ট্র)।
* কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে — বাংলাদেশ , ২৯ আগস্ট ২০১৭।
* সবকটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ৪র্থ বোলার — সাকিব আল হাসান ।
* আইএস ঘোষিত রাজধানী — রাক্কা, ইরাক।
* মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে — ১৯৮২ সালে ।
* হারাকাহ আল ইয়াকিন — রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন।
* আরশাল শহরটি — লেবাননে অবস্হিত।
* ভারতের বিতর্কিত ধর্মগুরু — রাম রহিম সিং ।

* কন্ঠসৈনিক আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন — ৩০ আগস্ট , ২০১৭ ।
* আব্দুল জব্বারের গাওয়া তিনটি বিখ্যাত গান
১৷ ওরে নীল দরিয়া…..
–গীতিকার-মুকুল চৌধুরী
–সুরকার-আলম খান
২৷ সালাম সালাম হাজার সালাম…..
–সুরকার-আব্দুল জব্বার
–গীতিকার- ফজল-এ-খোদা
৩৷ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়….. –গীতিকার- মোহাম্মদ মনিরুজ্জামান –সুরকার– সত্য সাহা
* সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেয় — ০১ আগস্ট,২০১৭ ।
* এই রায়ের ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২,৩,৪,৫,৬ ও ৭ ধারা পুনঃস্হাপিত হয়েছে ।
* সম্প্রতি ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী হিসেবে বিচারপতি হয়েছেন– আখলাকুর রহমান চৌধুরী।
* জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হবে — প্রতি বছর ২ ফেব্রুয়ারি ।
* ‘হাম্বানটোটা’ — গভীর সমুদ্রবন্দর শ্রীলংকায় অবস্হিত
* ‘হামফ্রেইস’ কী — দক্ষিণ কোরিয়ার একটি সামরিক ঘাঁটি ।
* জামদানি — বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য ।
* বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য — ইলিশ মাছ ।
* WIPO — জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্হা , যা ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন দেয়।
* ঢাকা উত্তর সিটি করপোরেশন ( DNCC)এর বর্তমান ওয়ার্ড সংখ্যা — ৫৪ টি । ঢা. দক্ষিণ সিটি কর. (DSCC) ওয়ার্ড সংখ্যা — ৭৫টি ।
* সম্প্রতি যুক্তরাষ্ট্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে — ২১ আগস্ট ২০১৭ । বাংলাদেশে সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় ২০০৯ সালে।বাংলাদেশে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১০৫ পর ।


* দেশের প্রথম ইলেকট্রনিক বই — একুশ ই বুক ।
* পিঁপড়ার কামড়ে থাকে — ফরমিক এসিড ।
* চিকুনগুনিয়া রোগটি — পতঙ্গবাহিত ।
* হট – মেইল — ওয়েবভিত্তিক ই-মেইল সেবা ।
* দেশে নৌ থানা সংখ্যা — ১৭টি ।
* বর্তমানে মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে বেশি — নরওয়ে ।
* ২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে ঝুঁকিপূর্ণ দেশ — ইরান । বাংলাদেশের অবস্হান — ৮২ তম ।

* নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন — ২১ আগস্ট , ২০১৭।
* ঢালিউডে নায়ক হিসেবে নায়করাজ রাজ্জাকের প্রথম চলচ্চিত্র — জহির রায়হানের ‘বেহুলা’ ( ১৯৬৬)।
• বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ কত তম ?
— ২য় । প্রথম চীন ।
• কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে ?
— ১৩ টি ।
• সম্প্রতি সেরা বাঙ্গালি পুরস্কার ২০১৭ লাভ করে কে?
— মাশরাফি বিন মর্তুজা । ক্রীড়া সংক্রান্ত ।
• আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস কত তারিখে ?
— ৩০ জুলাই ।
• ২৯ – ৩১ জুলাই ৩ দিন ব্যাপী পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
— ঢাকা , বাংলাদেশ ।
• চর্যাপদের ইংরেজি অনুবাদকৃত বইয়ের নাম কী?
— মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ ।
• বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম চিকুনগুনিয়ার আবির্ভাব ঘটে ?
— রাজশাহী । ২০০৮ সালে ।
• বর্তমানে বাংলাদেশে মোট আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কয়টি ?
— ৩৪ টি ।
• নতুন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কে প্রদান করে ?
— বাংলাদেশ ব্যাংক ।
• • আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
— রাজশাহী ।
• আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
— মুন্সিগঞ্জ ।
• বাংলাদেশে বর্তমানে স্হলবন্দর কয়টি ?
— ২৩ টি । বাল্লা , হবিগঞ্জ ।

• পাট আইন ২০১৭ কার্যকর হয় কবে ?
— ৫ জুন ২০১৭ ।

• সম্প্রতি কোন দুটি দেশ টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে ?
— আফগানিস্তান ও আয়ারল্যান্ড ।
• টেস্ট ক্রিকেটে বর্তমান সদস্য সংখ্যা কত?
— ১২ টি ।
• ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আইসিসি’র পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়া প্রথম দেশ কোনটি ?
— আফগানিস্তান ।
• উইম্বলডন চ্যাম্পিয়নশীপ ২০১৭ জয় লাভ করে  কে কে ?
— পুরুষ — রজার ফেদেরার ( সুইজারল্যান্ড )
— মহিলা — গারবিনে মুখুরুজা ( স্পেন )
• ফিফা কনফেডারেশন কাপ ২০১৭ চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
— জার্মানি ।
• জনসংখ্যায় বাংলাদেশের অবস্হান বিশ্বে কততম ?
— অষ্টম ।
• সম্প্রতি আন্তর্জাতিক কোন বইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচ্ছদ হিসেবে এবং বিশ্বের শক্তিশালী ১৮ নারী নেতৃত্বের মধ্যে স্হান পেয়েছেন ?
— উইমেন প্রেসিডেন্টস এন্ড প্রাইম মিনিস্টার , লেখক – রিচার্ড ওব্রায়েন ।
* সোনাবন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা গানটির গীতিকার কে?-
➪ আবদুল গফুর আলী
* বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নৌযুদ্ধ নিয়ে নির্মিতব্য ভারতীয় চলচ্চিত্রের নাম কী?
➪দ্য গাজী অ্যাটাক
* স্বাধীনতার পর বাংলাদেশ ব্যাংক একবারই মাত্র একটি নোট বাতিল করে। নোটটি কত মূল্যমানের এবং কত?
➪ ১০০ টাকা মূল্যমানের ; ১৯৭৪
* বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে Lady Justice -এর আদলে স্থাপিত ভাস্কর্যের স্থপতি কে?
➪ মৃণাল হক
* জাতীয় পাট দিবস কবে?
➪ ৬ মার্চ
* বর্তমানে বাংলাদেশে কতটি ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ রয়েছে?
➪ ৩টি (বাউল সংগীত, জামদানি ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা)


* বাংলাদেশ কোন দেশে সর্বাধিকপাটজাত পন্য রপ্তানি করে?
➪ তুরস্ক
* বাংলাদেশ কোন সালের মধ্যে LDC তালিকা থেকে বের হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবে?
➪ ২০১৮ সালে
* বাংলাদেশ কোন সালের মধ্যে LDC তালিকা থেকে বেরিয়ে আসবে?
➪ ২০২৪ সালে
* বাংলাদেশে শিক্ষাক্রমের পথিকৃৎকে?
➪অধ্যাপক মুহাম্মদ আবদুর জব্বার
* বাংলাদেশের প্রথম ট্যুরিজম পার্ক এর নাম কী ?
➪ জালিয়ার দ্বীপ
* কোথায় রোহিঙ্গা পুনর্বাসন করা হবে?
=নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরে
* সরকারের জেলা ব্র্যান্ডিং কার্যক্রম প্রথম কোথায় থেকে শুরু হয়?
— চাঁদপুর থেকে
* ২০১৫ সালে চাঁদপুরের কি নামকরণ করা হয়?-
➪সিটি অব হিলসা
* ভোলা জেলার ব্র্যান্ডিং নাম কী?
—কুইন আইসল্যান্ড অব বাংলাদেশ
* জামালপুরের ব্র্যান্ডিং নাম কী ?
—নকশীকাঁথার স্বর্গ, জামালপুরের গর্ব
* যশোর জেলার ব্র্যান্ডিং নাম কী ?
–নকশী কাঁথা ফুলের মেলা খেজুর গুড়ের যশোর জেলা
* কুষ্টিয়ার ব্র্যান্ডিং নাম?
—সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়া
* দেশের সমুদ্রসীমা প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রনয়কারী কে?
=ড.সাইদুর রহমান চৌধুরী
* দেশের সবোর্চ্চ চূড়ার নাম কী ?
=ত্লাংময় (৩,৪৫১ফুট)
* বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর কোনটি?
–পানাম নগর, সোনারগাঁ
* বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে শততম টেস্ট ম্যাচ কত উইকেটে জয়লাভ করে ?
=৪
* ঢাকা মেট্রোরেল কত কি.মি. দীর্ঘ?
= ২০.১০ কি.মি. ( ১৬ টি স্টেশন থাকবে)

* বাংলাদেশের প্রথম ডিজিটাল সড়ক
=বনানী- ➪বিমানন্দর(৬কিমি)
*  তেভাগা আন্দোলনের জনক বলা হয় কা কে?
– হাজী মোহাম্মদ দানেশ
*  চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বিলুপ্ত হয় কবে?
– ১৯৫০ সালে
* কবে কোথায় মুসলিম লীগ গঠিত হয়?
– ৩০ ডিসেম্বর, ১৯০৬, ঢাকায়
* ভারত শাসন আইন কার্যকর হয় কবে?
– ১৯৩৭ সালে
* অবিভক্ত বাংলার ১ম মূখ্যমন্ত্রী কে ছিলেন?
– এ কে ফজলুল হক
* নীলবিদ্রোহের সূচনা হয় কোথায়?
– যশোর ও নদীয়া
* কার নির্দেশে কবে কোথায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড সংগঠিত হয়?
– ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে, ১৩ এপ্রিল, ১৯১৯, পাঞ্জাব প্রদেশের অমৃতসরে
* ফ্লাউড কমিশন কবে গঠিত হয়?
– ১৯৩৮ সালে
* চীনা পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
– দ্বিতীয় চন্দ্রগুপ্ত
* বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে?
– বরাহ মিহির

* সম্রাট অশোকের শিলালিপি পাওয়া গেছে কোথায়?
– মহাস্থানগড়ে
* সংশপ্তক ভাস্কর্য এর স্থপতি কে?
– হামিদুজ্জামান খান

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!