৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) ২০১৯

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) ২০১৯

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৯।

পরীক্ষা অনুষ্ঠিতঃ ০৩/০৫/২০১৯

40th BCS Preliminary Exam Question and Solution 2019

আজ ৩রা মে, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সারাদেশে একযোগে ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় এবারের বিসিএস পরীক্ষা। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলেছে উক্ত পরীক্ষা।


দেশের প্রথম শ্রেনীর চাকরি প্রত্যাশীদের সবচেয়ে বড় পরীক্ষা বিসিএস। এবারের ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনপ্রার্থীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগের বিপরীতে আবেদন করেছে এই বিশাল সংখ্যক চাকরিপ্রার্থীরা। ৪০তম বিসিএস সার্কুলার সূত্রমতে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন নিচে

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) 1


৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) 2

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) 3

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) 4

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) 5

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) 6

৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (প্রিলিমিনারি) 7

১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? – কারক
২. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? – পর্তুগিজ
৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? – ঐচ্ছিক-অনাবশ্যিক
৪. দ্বারা, দিয়া ,কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? – তৃতীয়া বিভক্তি
৫. অভিরাম শব্দের অর্থ কি? – সুন্দর
৬. শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি? – সুসময়ের বন্ধু
৭. শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কি? – একমাত্র সন্তান
৮. প্রোষিতভর্তৃকা শব্দটির অর্থ কি? – যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
৯. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? – খেলনা
১০. ATTESTED এর বাংলা পরিভাষা কোনটি? – প্রতায়িত
১১. কোনটি শুদ্ধ বানান? – প্রজ্বল
১২.’জোছনা’ কোন শ্রেণীর শব্দ? – অর্ধ-তৎসম
১৩.’জিজীবিষা’ শব্দটি দিয়ে বুঝায় – বেঁচে থাকার ইচ্ছা
১৪.’সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় –
১৫ অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয় – কুম্ভীলকবৃত্তি
১৬.’ঊর্ণনাভ’- শব্দটি দিয়ে বুঝায় – মাকড়সা
১৭. চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে? – বৌদ্ধ ধর্ম
১৮. উল্লিখিত দের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? – রমনী পাদ
১৯. উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? –

২০. জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত: –
২১. বৈষ্ণব পদাবলী সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? – ব্রজবুলি
২২. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৩. ‘কিন্তু আরম্ভের পূর্বে ও আছে। সন্ধ্যা বেলার দীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো’-বাক্য দোয়ায় কোন রচনা থেকে উদ্ধৃত? –
২৪. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? – একটি কালো মেয়ের কথা
২৫.’কালো বরফ’ উপন্যাসটির বিষয় – দেশ ভাগ
২৬.’ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে? – কৃষ্ণচন্দ্র মজুমদার
২৭.’জীবনস্মৃতি’ কার রচনা? – রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করে – মাইকেল মধুসূদন দত্ত
২৯.’সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’ চরণ দুটির রচয়িতা কে? – মদনমোহন তর্কালঙ্কার
৩০. জসিম উদ্দিনের রচনা কোনটি? – যাদের দেখেছি
৩১.’কিন্তু কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের? –
৩২.ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? –
৩৩. বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? – ১৯২১
৩৪.’আগুন পাখি’- উপন্যাসটির রচয়িতা কে? – হাসান আজিজুল হক
৩৫.একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? – আলতাফ মাহমুদ

৩৭. In which sentence is the word ‘past’ used as a preposition? – Tania was a wonderful singer, but she’s past.

ব্যাখ্যা: Past can be used as a preposition (followed by a noun): past + NP.

৩৮. The word ‘sibling’ means – a brother or sister

৩৯. Fill in the blank: As she was talking, he suddenly broke____, saying, ‘That’s a fie!” – in

ব্যাখ্যা: break in = to interrupt someone’s conversation.

৪০. Fill in the blank: You may go for a walk if you feel _____ it. – like

ব্যাখ্যা: Feel like = To have the urge or desire to do something.

৪১. Identify the word which is spelt incorrectly – consciencious

ব্যাখ্যা: Consciencious > conscientious

৪২. “You look terrific in that dress!” The word ‘terrific’ in the above sentence means– excellent

ব্যাখ্যা: এখানে terrific তার আভিধানিক অর্থের পরিবর্তে Figurative Language হিসেবে ব্যবহৃত হয়েছে। যা সম্পূর্ণ উল্টো অর্থ দিচ্ছে।

৪৩. Someone who is capricious is ______. – known for sudden changes in attitude or behavior

ব্যাখ্যা: Someone who is capricious is known for sudden changes in attitude or behavior. Capricious = অস্হিরচিত্তের মানুষ

৪৪. Which one of the following Words is masculine?- lad

ব্যাখ্যা: Lad (masculine) – Lass (feminine)

৪৫. A man whose wife has died is called a– widower

ব্যাখ্যা: A man whose wife has died is called a- widower. spinster- অবিবাহিত মহিলা; Bachelor- অবিবাহিত পুরুষ ।

৪৬. Which word is similar to appal? – dismay

ব্যাখ্যা: Appal- Dismay; হতাশ করা, মর্মাহত করা, আতঙ্কিত করা

৪৭. Which word means the opposite of dearth? – abundance

ব্যাখ্যা: Dearth (অভাব/ আকাল)- Abundance (প্রাচুর্য);

৪৮. Identify the word which remains the same in its plural form? – aircraft

৪৯. Identify the determiner in the following sentence ‘I have no news for you.’ – no

৫০. ‘A lost opportunity never returns. Here lost’ is-  participle

৫১. The saying ‘enough is enough’ is used when you want – something to stop

৫২. ‘He ran with great speed.’ The underlined part of the sentence is a– adverb phrase

৫৩. ‘We must not be late, else we will miss the train. This is a- compound sentence

৫৪. Change the voice ‘Who is calling me’? – By whom am I being called?

ব্যাখ্যা: Passive: By whom+am+ Subject (I)+being + v3+ ?

৫৫. An extra message added at the end of a letter after it is signed is called–postscript

৫৬. ‘The Rape of the Lock by Alexander Pope is a/an – mock-heroic poem

৫৭. Which of the following is not an American poet? – W. B. Yeats

ব্যাখ্যা: William Butler Yeats (13 June 1865 – 28 January 1939) was an Irish poet and one of the foremost figures of 20th-century literature.

৫৮. William Shakespeare was born in– 1564

৫৯. Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of – Arthur Henry Hallam

ব্যাখ্যা: Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of- Arthur Henry Hallam.n elegy মানে শোক কবিতা । প্রিয় ক্যামব্রিজ বন্ধুর মৃত্যুর শোকে কবিতাটি লিখেন।

৬০. ‘Sweet Helen’ make me immortal with a kiss. The sentence has been taken from the play – Doctor Faustus

ব্যাখ্যা: Doctor Faustus (Marlowe)

৬১. “What’s in a name? That which we call a rose. By any other name would smell as sweet – Who said this? – Juliet

৬২. ‘Man’s love is of man’s life a thing apart, `Tis woman’s whole existence.’- This is taken from the poem of’- Lord Byron

ব্যাখ্যা: Extracts from Don Juan: Donna Julia’s Letter By Lord Byron (1788–1824)[From Canto I.]

৬৩. Boi Who translated the ‘Rubaiyát of Omar Khayyam into English? – Edward Fitzgerald

৬৪. ‘Ulysses’ is a novel Written by – James Joyce

৬৫. The short story ‘The Diamond Necklace’ was written by – Guy de Maupassant

ব্যাখ্যা: The Necklace” or “The Diamond Necklace” (French: La Parure) is an 1884 short story by French writer Guy de Maupassant.

৬৬. All the perfumes of Arabia will not sweeten this little hand.’ – Who said this? – Lady Macbeth

৬৭. ‘Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.’ – Who wrote this? – John Keats

ব্যাখ্যা: In poem- To Autumn.

৬৮. Who is the central character of ‘Wuthering Heights’, – Heathcliff

ব্যাখ্যা: Wuthering Heights, Emily Brontë’s only novel, was published in 1847 under the pseudonym “Ellis Bell”.

৬৯. The old order changeth, yielding place to new.’- This line is extracted from Tennyson’s poem – Morte d’ Arthur

৭০. Who wrote the poem ‘The Good-Morrow? – John Donne

৭১.আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?- ১৪৯৪-১৫১৯
৭২. প্রাচীন বাংলা মৌর্য শাসন এর প্রতিষ্ঠাতা কে?- চন্দ্রগুপ্তমৌর্য্য
৭৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন – পর্তুগীজরা
৭৪.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশকে ভেটো প্রদান করেছিল? – যুক্তরাষ্ট্র
৭৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে? – পঞ্চম তফসিল


৭৬.‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? – লর্ড কার্জন
৭৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? – ভাওয়াল ও মধুপুরের
৭৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? – ফরিদপুর
৭৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ –
৮০.‘ গারো উপজাতি’ কোন জেলায় বাস করে? – ময়মনসিংহ
৮১.২০১৮ সালে বাংলাদেশের per capital GDP – ১৭৫১ ডলার
৮২.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় – ১৯৭৪
৮৩. INCLUSIVE DEVELOPMENT INDEX এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশর অবস্থান – প্রথম স্থান
৮৪. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় –
৮৫. Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্যান্ডগুলোর সংগঠন – যুক্তরাষ্ট্র
৮৬.২০১৮ সালে বাংলাদেশ জিটিভিতে শিল্প খাতের অবদান ছিল – 33.66 %

৮৭. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণােদনা রাখা হয়েছে –
উত্তর: (ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা

ব্যাখ্যা: ২০১৮-২০১৯ অর্থ বছরে রপ্তানি প্রনোদনা রাখা হয়েছে ৪ হাজার ৫০০ কোটি টাকা। ২০১৯-২০২০ অর্থবছরে তা ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। সূত্র: অর্থ মন্ত্রণায়।

৮৮. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় –
উত্তর: (ক) ১৯৯১ সালে

ব্যাখ্যা: মূল্য সংযোজন কর (ইংরেজি: Value Added Tax, বা VAT), সংক্ষেপে মূসক। বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই প্রথম মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। এই উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।

৮৯. সংবিধানের কোন সংশােধনীকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়?
উত্তর: (ক) ৫ম সংশােধন

ব্যাখ্যা: জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। পঞ্চম সংশোধনী সংবিধানে কোন বিধান সংশোধন করেনি। এ সংশোধনী ১৯৭৫-এর ১৫ আগস্টে সামরিক শাসন জারির পর থেকে ৬ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনামলের সব আদেশ, ঘোষণা ও দণ্ডাদেশ বৈধ বলে অনুমোদন করে। সংবিধানের এই সংশোধনীকে First Distortion of Constitution বা সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করা হয় ।

৯০. স্বাধীনতার ঘােষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযােজন করা হয়েছে?
উত্তর: (ঘ) সপ্তম

ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল –
প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন।
তৃতীয় তফসিল- শপথ ঘোষণা।
চতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা।
পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
ষষ্ঠ তফসিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।
সপ্তম তফসিল- ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

৯১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
উত্তর: (খ) ১৬ ডিসেম্বর ১৯৭২

ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে এগারোটি ভাগ ও চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

৯২. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে?
উত্তর: (ক) ১৩৭ নং অনুচ্ছেদে

ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের নবম ভাগে রয়েছে বাংলাদেশের কর্মবিভাগ। এর ২য় পরিচ্ছেদে রয়েছে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠা যা সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ: “ আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।”

৯৩. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-
উত্তর: (ক) ১৯৬৬ সালে

ব্যাখ্যা: ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে ২৩ মার্চ। ছয় দফা দাবির মূল উদ্দেশ্য- পাকিস্তান হবে একটি ফেডারেলরাষ্ট্র।

৯৪. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মােট আসামী সংখ্যা ছিল কত জন?
উত্তর: (খ) ৩৫ জন

ব্যাখ্যা: ৬ জানুয়ারি, ১৯৬৮ সালে ২ জন সি. এস. পি অফিসারসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার সম্পর্কে সরকারী প্রেসনোটে উল্লেখ করা হয় যে, “ গত মাসে (অর্থাৎ ডিসেম্বর, ১৯৬৭) পূর্ব-পাকিস্তানে উদ্‌ঘাঁটিত জাতীয় স্বার্থবিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এঁদের গ্রেফতার করা হয়েছে। ” তৎকালীন পাকিস্তান সরকার এই ষড়যন্ত্রকে “আগরতলা ষড়যন্ত্র” নামে অভিহিত করে। এই একই অভিযোগে ১৭ জানুয়ারি, ১৯৬৮ সালে বিশিষ্ট রাজনীতিবিদ ও স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়। ৩৫ জনকে আসামী করে সরকার পক্ষ মামলা দায়ের করে।উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই মামলায় প্রধান আসামি করা হয় ।

৯৫. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
উত্তর: (খ) মানবাধিকার

ব্যাখ্যা: আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশের একটি বেসরকারী সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করার পাশাপাশি আইনগত সহায়তাও দিয়ে থাকে। এটি বাংলাদেশের প্রথম সারির একটি মানবাধিকার সংগঠন যারা বিশেষভাবে শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করেন।

40th BCS Preliminary Question Full Solution

৯৬. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গােষ্ঠীকে বিভক্ত করেছেন –
উত্তর: (খ) ৪ ভাগে

ব্যাখ্যা: যে গোষ্ঠীর সদস্যগণ একই মনোভাব ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হয় তাকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে। এলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ৪ ভাগে ভাগ করেছেন। যথাঃ
1. Institutional interest groups (army and business associations).
2. Non-associational interest groups.
3. Associational interest groups.
4. Anomic interest groups (terrorist organization, criminal gang).

৯৭. বাংলাদেশ জাতিসংঘের –
উত্তর: (খ) ১৩৬তম সদস্য

ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ৩টি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।এগুলো হচ্ছে- বাংলাদেশ, গ্রানাডা, গিনি বিসাউ। ইংরেজি বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬ তম,গ্রানাডা ১৩৭ তম,গিনি বিসাউ ১৩৮ তম সদস্যপদ লাভ করে।

৯৮. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় –
উত্তর: (গ) ৭ মার্চ, ১৯৭৩

ব্যাখ্যা: প্রথম জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়৷ আর সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি৷ ঐ সংসদের প্রথম অধিবেশন বসেছিল ৭ এপ্রিল, তেজগাঁওয়ে অবস্থিত তখনকার জাতীয় সংসদ ভবনে৷ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে৷ বঙ্গবন্ধু সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন৷

৯৯. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
উত্তর: (গ) ১৩ হাজার ১৩৬টি

১০০. ‘Let there be Light’—বিখ্যাত ছবিটি পরিচালনা করেন –
উত্তর: (খ) জহির রায়হান

International Affairs 20

১০১. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
উত্তর: (গ) কিউবা

১০২. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The Sustainable Development)-তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?
উত্তর: (খ) ১৭

ব্যাখ্যা: টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে ১৭ টি লক্ষ্য ( goals) রয়েছে ।

১০৩. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘােষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
উত্তর: (ক) ১৯৪৮

ব্যাখ্যা: জাতিসংঘ মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে- ১৯৪৮ সালে।

১০৪. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
উত্তর: (ঘ) বেলারুশ

১০৫. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: (গ) ফেব্রুয়ারি, ২০১৯

ব্যাখ্যা: জার্মানিতে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ অনুষ্ঠিত হয়েছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি)। বিশ্বের প্রায় ৪৫০ জন নীতি-নির্ধারক ও চিন্তাবিদের অংশগ্রহণে এই সম্মেলনে মানুষের নিরাপত্তার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে।

40th BCS Preliminary Question Full Solution

১০৬. V-20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: (গ) জলবায়ু পরিবর্তন

ব্যাখ্যা: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate Vulnerable Forum এর সাথে জড়িত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০ টি দেশ Vulnerable Twenty বা V-20 নামে একটা জোটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আরও ২৩ টি দেশ যুক্ত হয়।

১০৭. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: (খ) ১৯৮২ সালে

ব্যাখ্যা: বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক সমুদ্র আইন পাস করা হয় যা আঞ্চলিক পানি ও সামুদ্রিক এলাকা আইন ১৯৭৪ (The Territorial Waters And Meritime Zones Act, 1974) নামে পরিচিত। এছাড়া জাতিসংঘের “সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন, ১৯৮২” একটি আন্তর্জাতিক সমুদ্র আইন যা বিশ্বব্যাপি স্বীকৃত।

১০৮. বিশ্বের সর্বশেষ জলবাযূ সম্মেলন (ডিসেম্বর ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: (ক) কাটোউইস, পোল্যান্ড

ব্যাখ্যা: বিশ্ব এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাকে বাঁচাও, এটাই শেষ সময়!’ এমনই আকুতি, উৎকন্ঠা ও আর্তনাদে পোল্যান্ডের ক্যাটওয়াইচ শহরে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন-২০১৮’ বা ‘কপ-২৪’ অনুষ্ঠিত হয়েছিল।গত ১৫ ডিসেম্বর ২০১৯ স্পেনের মাদ্রিদে শেষ হলো পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ-২৫।

১০৯. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উত্তর: (খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া

ব্যাখ্যা: সানশাইন পলিসি” হল দক্ষিণ কোরিয়া কর্তৃক উত্তর কোরিয়ার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার নীতি। ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডা যুদ্ধের ফলাফল হিসেবে ১৯৪৫ সালে কোরিয়া ভেঙ্গে যাওয়ার পর তাদের আর এক হওয়া সম্ভব হয় নি। দীর্ঘ বিচ্ছিন্নতা, সম্পর্কের টানাপোড়েন আর উত্তেজনাকে নিরসনে গেল শতকের ‘৯০ এর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং এক নীতি গ্রহণ করেন যা সানশাইন পলিসি । কিম দায়ে জং এর এই নীতির ফলশ্রুতিতে ২০০১ সালের ১৩ জুন দু দেশের প্রেসিডেন্টের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

১১০. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে –
উত্তর: (ক) New Development Bank (NDB)

ব্যাখ্যা: নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিক্স দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।

১১১. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উত্তর: (ঘ) জিবুতি

ব্যাখ্যা: চীন জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে।

১১২. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
উত্তর: (খ) বালাকোট

ব্যাখ্যা: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ সালে ভারতীয় বিমান বাহিনীর বারোটি মিরাজ ২০০০ জেট বিমান কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিল এবং পুলওয়ামার আক্রমণের প্রতিশোধ হিসাবে একটি বিমান হামলা চালানো হয়েছিল, যা বিমান হামলার দুই সপ্তাহ আগে ঘটেছিল। ভারতীয় গণমাধ্যম অনুসারে, জেটগুলি বালাকোটে একটি জাইশ-ই-মোহাম্মদ পরিচালিত জঙ্গি ক্যাম্প আক্রমণ করে এবং বিমান হামলা চলাকালে প্রায় ২০০ থেকে ৩০০ জঙ্গি নিহত হয়। পাকিস্তানের মতে, ভারতীয় সামরিক বিমান মুজফফরাবাদ কাছে তাদের আকাশ সীমা লঙ্ঘন করে, পাকিস্তান বাহিনী জেট বিমানগুলোকে প্রতিক্রিয়া জানায়, ফলে ভারতীয় জেটগুলি ফিরে যায় এবং ফিরে আসার সময় পেলোড ফেলে দেয়। পাকিস্তান দাবি করে যে কোনও প্রাণহানি বা ক্ষতি করা হয়নি।

১১৩. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাত্সরিক সম্মেলন অনুষ্ঠিত হবে-
উত্তর: (গ) ভারত

ব্যাখ্যা: ২০২২ সালে জি-২০ সম্মেলনের আয়োজক দেশ হবে ভারত। আর্জেন্টিনায় আয়োজিত ১৩ তম জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেছেন, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী। সেই বিশেষ বছরে জি-২০ সম্মেলনের আয়োজক হতে চাই আমরা। তাই আমরা ইতালিকে ২০২২ সালের পরিবর্তে ২০২১ সালের জি-২০ আয়োজক দেশ হওয়ার আবেদন জানাই।

১১৪. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’-গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: (গ) অমর্ত্য সেন

ব্যাখ্যা: আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বইটি ২০০৯ সালে প্রকাশিত হয়। এটি দার্শনিক জন রোলসের ‘থিওরি অফ জাস্টিস’ এর একটি সমালোচনাধর্মী বই।

১১৫. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯১ বছরের জন্য লীজ দেয়া হয়েছে-
উত্তর: (খ) হাম্বানটোটা

ব্যাখ্যা: শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটায় ১১০ কোটি ডলারের বিনিময়ে গভীর সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য চীনের সাথে একটি চুক্তি করেছে দেশটির সরকার।এটি শ্রীলংকার ২য় বৃহত্তম সমুদ্রবন্দর।

১১৬. নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
উত্তর: (ক) BIMSTEC

১১৭. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উত্তর: (খ) NAM

ব্যাখ্যা: জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non-Aligned Movement (NAM) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।

১১৮. জাতিসংঘ বিষয়ক আলােচনায় পি৫ (P5) কলতে কি বুঝায়?
উত্তর: (ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র

ব্যাখ্যা: জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে বুঝায়- Permanent 5 countries of the Security Council. দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া।

১১৯. কোন দেশটি ইউরােপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
উত্তর: (গ) অস্ট্রিয়া

১২০. OIC-এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উত্তর: (ক) ২য় শীর্ষ সম্মেলন

ব্যাখ্যা: ২২-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর ২য় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এবং বাংলাদেশ ৩২ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

Geography, Environment and Disaster Management 10

১২১. নিম্নের কোনটি পাললিক শিলা?
উত্তর: (খ) কয়লা

ব্যাখ্যা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে।পাললিক শিলা ভূত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। যেমন- বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম,ডলোমাইট পাললিক শিলার উদাহরণ।

১২২. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
উত্তর: (ক) ১ : ১০,০০০

ব্যাখ্যা: স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকারের- (ক)বৃহৎ স্কেলের মানচিত্র এবং (খ)ক্ষুদ্র স্কেলের মানচিত্র। নৌচলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃত বৃহৎ স্কেলের মানচিত্র ।একটি ছোট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছুর তথ্য এরূপ মানচিত্রে ভালভাবে দেখানো যায়। ভূচিত্রাবলি মানচিত্র, দেয়াল মানচত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। সমগ্র প্রথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট কাগজে দেখানো হয় বলে এ প্রকার মানচিত্রে বেশি জায়গা থাকে না। ফলে এ মানচিত্রে বেশি কিছু দেখানো যায় না। প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে ১:১০,০০০ বৃহৎ স্কেলের মানচিত্র। উৎস: ভূগোল ও পরিবেশ, ৯ম-১০ম শ্রেণি; এন.সি.টি.বি

১২৩. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যােগকারী রেখাকে বলা হয়–
উত্তর: (গ) আইসােহাইট

ব্যাখ্যা: আইসোথার্ম: আইসো অর্থ একই বা সমান এবং থার্ম অর্থ তামমাত্রা। একটি নির্দিষ্ট সময়ে বা কোন একটি নির্দিষ্ট সময়ে গড়ে মানচিত্রে একই তাপমাত্রার বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোথার্ম বলে।
আইসোবার: আইসো অর্থ একই বা সমান এবং বার অর্থ ভর। যে সকল মৌলের ভরসংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা আলাদা তাদেরকে একে ওপরের আইসোবার বলে। যেমন K আর Ar এদের পারমানবিক সংখ্যা যথাক্রমে ১৮ ও ১৯ এবং ভরসংখ্যা উভয়েরই ৩৯. তাই এরা একে অপরের আইসোবার।
আইসোহাইট: সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহাইট বা সমবর্ষণ রেখা বলে। অর্থাৎ যেসব স্হানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সমান,মানচিত্রে সেসব স্থানকে এ রেখা দ্বারা যুক্ত করা হয়।এ রেখাগুলো সমোষ্ণরেখার মত আঁকাবাঁকা হয়।এরূপ মানচিত্রে দেখার সময় মনে রাখতে হবে যে, এক রেখা হতে অপর রেখা পর্যন্ত বৃষ্টিপাত হঠাৎ কমে বা বেড়ে যায়না,তা ধীরে ধীরে কমে বা বাড়ে।
আইসোহেলাইন: আইসো অর্থ একই বা সমান এবং হেলাইন অর্থ লবণাক্ততা।কোন জলীয় সিস্টেমে সমলবণাক্ততা বিশিষ্ট বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহেলাইন বলে।

১২৪. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি?
উত্তর: (ক) ক্রান্তিয় চিরহরিৎ, আধা-চিরহৰিৎ জাতীয়

ব্যাখ্যা: লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য্যে অন্যন্য তা নয়, বরং দেশে যেটুকু বন এখনও অবশিষ্ট রয়েছে তার মধ্যে অন্যতম। ১৯২৫ সালে বনায়ন করে সৃষ্ট বনরাজি এখন ঘন প্রাকৃতিক বনের আকার ধারণ করেছে। এর আয়তন ১২৫০ হেক্টর। জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মেলে নানা বিরল প্রজাতির পশু পাখির। সারা দুনিয়ার পাখি প্রেমিকরা দূর দূরান্ত হতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাখি দেখতে ছুটে আসেন। এ বনের মধ্যে এবং আশেপাশে খাসিয়া ও টিপরা আদিবাসীরা বাস করেন। দূরত্ব: ঢাকা থেকে ১৬০ কিঃ মিঃ উত্তর পূর্বে দিকে অবস্থিত। রেল বা সড়ক পথে শ্রীমঙ্গল পৌঁছে গাড়িতে করে যেতে ১৫-২০ মিনিট লাগে। লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয় বনভূমি।

১২৫. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়?
উত্তর: (গ) ১৯৯৮

ব্যাখ্যা: ১৯৭৪ সালে ময়মনসিংহের প্রায় ১০,৩৬০ বর্গ কিলোমিটার অঞ্চল বন্যা কবলিত হয়। ১৯৮৮ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসের বন্যায় ভয়ংকর বিপর্যয় দেখা দেয়। প্রায় ৮২,০০০ বর্গ কিমি এলাকা (সমগ্র দেশের ৬০% এরও অধিক এলাকা) ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের বন্যা ৫০-১০০ বছরে একবার ঘটে। বৃষ্টিপাত এবং একই সময়ে (তিন দিনের মধ্যে) দেশের তিনটি প্রধান নদীর প্রবাহ একই সময় ঘটার (synchronize) ফলে বন্যার আরও ব্যাপ্তি ঘটে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরও প্লাবিত হয়। বন্যা স্থায়িত্ব ছিল ১৫ থেকে ২০ দিন। ১৯৯৮ সালের বন্যায় সমগ্র দেশের দুই-তৃতীয়াংশের বেশি এলাকা দুই মাসের অধিক সময় বন্যা কবলিত হয়। বন্যার ব্যাপ্তি অনুযায়ী এটি ১৯৮৮ সালের বন্যার সাথে তুলনীয়। ব্যাপক বৃষ্টিপাত, একই সময়ে দেশের তিনটি প্রধান নদীর প্রবাহ ঘটার ফলে ও ব্যাক ওয়াটার এ্যাফেক্টের কারণে এই বন্যা ঘটে। ২০০৭ সালের বন্যাকে “মহাবন্যা” বলা হয়। ২০০৭ সালের বন্যা হয় সেপ্টেম্বর মাসে। এতে দেশের ৪২ শতাংশ এলাকার ৬২ হাজার ৩০০ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়।

১২৬. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: (ক) নয়া দিল্লি

ব্যাখ্যা: সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত । সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষা ও এইচ.আই.ভি/এইডস কেন্দ্র নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত।

১২৭. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
উত্তর: (ঘ) গজারী

ব্যাখ্যা: যে সমস্ত উদ্ভিদ পানিতে বা পানি যুক্ত স্থানে জন্মে তাদেরকে জলজ উদ্ভিদ বলে। এসব জলজ উদ্ভিদ নদী-নালা, খাল-বিল, ডোবা-পুকুর, হ্রদ-জলাশয় ইত্যাদিতে প্রচুর পরিমাণে জন্মে। যেমন- করচ, হিজল, ডুমুর, বরুণ,পিঠালি,অর্জুন,ছাতিম,গুটিজাম,কলমি, কচুরিপানা,বট বৃক্ষ ইত্যাদি । গজারি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ।এর অপর নাম শাল। গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়। বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের গাজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে।

১২৮. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
উত্তর: (ঘ) কালবৈশাখী (Norwester)

ব্যাখ্যা: আপদ (Hazard) এর প্রকারভেদ: পৃথিবীব্যাপী যে সকল আপদ সংগঠিত হয় সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা- প্রাকৃতিক আপদ এবং মানবসৃষ্ট আপদ।
প্রাকৃতিক আপদ: প্রাকৃতিক কারণে যে সকল আপদ সৃষ্টি হয়, সেগুলোকে প্রাকৃতিক আপদ বলে। এ ধরণের আপদের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, কালবৈশাখী, বন্যা, খরা, নদীভাঙন, লবণাক্ততা, তুষারপাত ইত্যাদি।
মানবসৃষ্ট আপদ: মানবসৃষ্ট আপদ বলতে মানুষের অবহেলা, ভুলভ্রান্তি বা কোনো বিশেষ অভিপ্রায়ের ফলে সৃষ্ট দুর্যোগকে বুঝায়। অর্থাৎ এ ধরনের আপদ মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্টি হয়। যুদ্ধ, পারমাণবিক বোমার বিস্ফোরণ, রাসায়নিক দূষণ, খাদ্যে কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ স্থাপনা নির্মাণ ইত্যাদি।

১২৯. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলাের মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?
উত্তর: (খ) কৃষি খাত

১৩০. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগােষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম –
উত্তর: (ঘ) জলােচ্ছাসজনিত বন্যা

ব্যাখ্যা: আকস্মিক বন্যা: বর্ষা মৌসুম ব্যতীত যেকোন মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢালের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে আকস্মিক বন্যা বলে। বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় আকাস্মিক বন্যা হতে দেখা দেয়। বোরো মৌসুমে এ ধরনের বন্যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাসজনিত বন্যা: উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি বা জোয়ার-ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয় তাকে উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাসজনিত বন্যা বলে।তাই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী সাধারণত জলোচ্ছ্বাসজনিত বন্যায় কবলিত হয়।

General Science 15

১৩১. 3517Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
উত্তর: (খ) 18

সমাধান: 3517Cl মৌলে প্রোটন সংখ্যা, Z = 17
ভর সংখ্যা , A = 35
অতএব,নিউট্রন সংখ্যা, N = A – Z
=35-17
= 18

১৩২. কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?
উত্তর: (গ) গলনাংক

ব্যাখ্যা: কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা গলনাঙ্কের মাধ্যমে নির্ণয় করা যায়। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাংক থাকে ।

১৩৩. অ্যানােডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
উত্তর: (ক) জারণ

ব্যাখ্যা: অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়।

১৩৪. একটি বাল্বে “60w-220v” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
উত্তর: (ঘ) 806.67

ব্যাখ্যা: একটি বাল্বে “60W-220V” লেখা আছে। রোধ বের করতে হবে- এখানে, বিভব পার্থক্য, V= 220volt ক্ষমতা, P = 60 watt রোধ , R =? আমরা জানি, P = V2 ÷ R R =V2 ÷ P R = {(220×220) ÷ 60} R= 806.67 ohm

১৩৫. নবায়নযােগ্য জ্বালানীর উৎস –
উত্তর: (ঘ) বায়োগ্যাস

১৩৬ কার্বোহাইড্রেডে C, H এবং 0-এর অনুপাত কত?
উত্তর: (খ) ১: ২: ১

ব্যাখ্যা: কার্বোহাইড্রেট C, H এবং O-এর সম্বন্বয়ে গঠিত এক প্রকার জেব রাসায়নিক পদার্থ। কার্বোহাইড্রেট জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে।

১৩৭. AC কে DC করার যন্ত্র –
উত্তর: (ক) রেকটিফায়ার

১৩৮. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন্ যন্ত্রের মাধ্যমে –
উত্তর: (ক) লাউড স্পিকার

১৩৯ বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তর: (খ) হাইগ্রোমিটার

ব্যাখ্যা: ১। হাইগ্রোমিটার- বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র
২। হাইড্রোমিটার- তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক।
৩। ল্যাক্টোমিটার- দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র
৪। ব্যারোমিটার- বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র

১৪০. কোথায় সাঁতার কাটা সহজ?
উত্তর: (ঘ) সাগরে

ব্যাখ্যা: সাগরের পানির ঘনত্ব বেশি তাই সাগরে সাতার কাটা সহজ। সমুদ্রের পানিতে লবন দ্রবীভূত অবস্থায় থাকে তাই এই পানির ঘনত্ব বেশি হয় নদীর পানির তুলনায়। আর তাই সাগরে সাঁতার কাটা সহজ হয়।

১৪১. ডিমে কোন ভিটামিন নেই?
উত্তর: (গ) ভিটামিন-সি

ব্যাখ্যা: ডিমে ভিটামিন-সি নেই। ডিমে ভিটামিন- সি ব্যতীত ভিটামিন- এ, বি, ডি এবং ই রয়েছে।

১৪২. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
উত্তর: (ক) ক্রোমোপ্লাস্ট

ব্যাখ্যা: ক্রোমোপ্লাস্টের জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়।

১৪৩. সােডিয়াম এসিটেটের সংকেত –
উত্তর: (গ) CH3COONa

১৪৪. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?
উত্তর: (খ) আইসােটোপ

ব্যাখ্যা: ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো- আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট-৬০ আইসোটোপ ব্যবহার করা হয় ।

১৪৫. খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে –
উত্তর: (খ) কার্বন ডাই-অক্সাইড

ব্যাখ্যা: খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে- CO2 (কার্বনডাই-অক্সাইড) এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে।

Computer and Information Technology 15

১৪৬. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: (ঘ) Scanner

ব্যাখ্যা: MICR – মুদ্রিত লেখা সরাসরি ইনপুট হিসেবে নেয়ার প্রযুক্ত। বাংলাদেশ এ বেসরকারি ব্যাংকে চেক বা ডকুমেন্ট এর লেখা সরাসরি ইনপুট করতে এই পদ্ধতি ব্যবহৃত হয়।
OCR- মুদ্রিত বা হাতে লেখা টেক্সটকে মেশিন পানযোগ্য টেক্সটেে রূপান্তরিত করে।
OMR- কাগজে দাগানো চিহ্ন শনাক্ত করে৷

১৪৭. নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রােগামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে?
উত্তর: (গ) Compiler

ব্যাখ্যা: কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে। ফলে প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়।

১৪৮. নীচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ কবে?
উত্তর: (গ) Touch Screen

ব্যাখ্যা: একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে- টার্চ স্ক্রিন।

১৪৯. নীচের কোনটি Octal number না?
উত্তর: (ক) 19

১৫০. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
উত্তর: (গ) Tables

ব্যাখ্যা: একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয় ➫ Tables.

১৫১. Bluetooth কিসের উদাহরণ?
উত্তর: (ক) Personal Area Network

ব্যাখ্যা: ব্লুটুথ (ইংরেজি: Bluetooth) ক্ষুদ্র পাল্লার জন্য প্রণীত একটি ওয়্যারলেস প্রোটোকল। এটি ১-১০০ মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের একটি পদ্ধতি। ব্লুটুথ-এর কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ব্লুটুথ ২.৪৫ গিগাহার্টজ-এ কাজ করে। ৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ের ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়েছে। ব্লুটুথ ১.০-এর তথ্য আদান-প্রদান-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১ মেগাবিট। বর্তমানে ব্লুটুথ ৫.০-এর সর্বোচ্চ গতি হল সেকেন্ডে ২ মেগাবাইট ব্লুটুথ প্রোটোকল বাস্তবায়নকারী যন্ত্রাংশ বা ডিভাইসগুলি দ্বিমুখী সংযোগ স্থাপন করে কাজ করে। বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এই প্রযুক্তিতে খুব কম বিদ্যুৎ খরচ হয়। এটি ক্ষুদ্র পাল্লার বেতার তরঙ্গের মাধ্যমে প্রয়োগ করা হয়।

১৫২. মােবাইল ফোনে কোন Mode-এ যােগাযােগ হয়?
উত্তর: (গ) Full-duplex

ব্যাখ্যা: মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড হলো ফুল-ডুপ্লেক্স। এ পদ্ধতিতে ডেটা একই সাথে উভয় দিকে আদান-প্রদান করা যায়। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলোর প্রায় সবগুলোই ফুল-ডুপ্লেক্স ডিভাইস।

১৫৩. Time-shared OS-এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভাল?
উত্তর: (গ) Shortest job first

ব্যাখ্যা: Time-shared OS- এর জন্য scheduling policy সবচেয়ে ভাল- Shortest job first.

১৫৪. নীচের কোনটি ৫২১৬ এর বাইনারী রূপ?
উত্তর: (ক) 010100102

ব্যাখ্যা: 5216 এর বাইনারী রুপ- 010100102

১৫৫. প্রথম Web browser কোনটি?
উত্তর: (খ) World Wide Web

ব্যাখ্যা: স্যার টিম বার্নাস লি একজন ইংরেজ ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার গবেষক। তিনি www এর ফাউন্ডার ও প্রতিষ্ঠাতা ডিরেক্টর। ১৯৯০ সালে তিনি প্রথম ওয়েব ব্রাউজার আবিষ্কার করেন। প্রথমে এটি World wide web নামে চালু থাকলেও পরে নেক্সাস নামে নামকরণ করা হয়।

১৫৬. Social Networking Site-এ যােগাযােগে কোন্ media ব্যবহৃত হয়?
উত্তর: (ঘ) উপরের সবগুলাে

১৫৭. Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?
উত্তর: (খ) Unauthorized access

ব্যাখ্যা: ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটার কে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের অংশ। ফায়ার ওয়াল হল এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে। যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোন ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়। ফায়ারওয়াল তার নিয়ম অনুসারে সেই ডাটা নিরীক্ষা করে দেখে এবং যদি দেখে যে সে ডাটা ওই গন্তব্যে যাওয়ার অনুমতি আছে তাহলে সেটিকে যেতে দেয়। আর তা না হলে সেটিকে ওখানেই আটকে রাখে বা পরিত্যাগ করে। vccvসিস্কো রাউটারেই এখন বিল্ট -ইন সিস্কো ios ফায়ারওয়াল পাওয়া যায়।

১৫৮. TV remote এর Carrier frequency-র range কত?
উত্তর: (ঘ) Infrared range

১৫৯. CPU কোন address generate করে?
উত্তর: (খ) logical addresses

ব্যাখ্যা: সিপিইউ মানে “সেন্ট্রাল প্রসেসিং ইউনিট” (Central Processing Unit)। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা সকল কাজ নির্দেশ অনুযায়ী সম্পাদন করে ফলাফল বের করে। সিপিইউ বলতে মূলতঃ প্রসেসরকেই বোঝানো হয়। প্রসেসর হল অসংখ্য একটি ইলেক্ট্রনিক সার্কিট যুক্ত ডিভাইস যা লজিক গেইট ব্যবহার করে প্রদত্ত তথ্য যাচাই করে তুলনামুলক তথ্য বের করতে পারে। প্রসেসরের মাঝে এই কাজ সম্পাদন করার জন্য যে অংশ থাকে তার নাম এএলইউ।

১৬০. H. 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
উত্তর: (খ) VoIP

ব্যাখ্যা: H . 323 Protocol সাধারণত VoIP-তে ব্যবহৃত হয়। VoIP – Voice Over Internet Protocol.

Mathematical Reasoning 15

(ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির ব্যাখ্যা কাল দেয়া হবে।)

১৬১. নীচের কোনটি অমূলদ সংখ্যা?
উত্তর: √(27/48)

১৬২. নীচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
উত্তর: (গ) ৫৮

সমাধান: ৩, ৪, ৫, ৬ এর ল.সা.গু ৬০। ৩-১=২ ৪-২=২ ৫-৩=২ ৬-৪=২ অতএব ৬০-২=৫৮।

১৬৩. পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5 ! 4। পনিরের আয় 120 টাকা হলে, রবিনের আয় কত?
উত্তর: (গ) 72 টাকা

সমাধান: ধরি, পনিরের আয় ২০ক টাকা এবং রবিনের আয় ১২কা টাকা প্রশ্নমতে, ২০ক =১২০ বা, ক=৬ সুতরাং, রবিনের আয়=৭২ টাকা।

১৬৪. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
উত্তর: (খ) ৪ বছরে

সমাধান:
I=Prn=450x(6/100)xn=27n
Now, 27n+450=558
⇒ 27n=558-450=108
Or, n=4
Ans: 4 years.

১৬৫. একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলাে। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতাে, তাহলে ৮% লাভ হতাে। মটর সাইকেলের ক্রয় মূল্য –
উত্তর: (ক) ৬০০০ টাকা

সমাধান:
12% ক্ষতিতে বিক্রয়মূল্য=100-12=88 টাকা
8% লাভে বিক্রয় মূল্য=100+8=108 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য=108-88=20 টাকা
বিক্রয়মূল্য 20 টাকা বেশি হলে ক্রয়মূল্য =100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা বেশি হলে ক্রয়মূল্য =100/20 টাকা
বিক্রয়মূল্য 1200টাকা বেশি হলে ক্রয়মূল্য =(100×1200)/20 = 6000 টাকা

১৬৬. {(০.৯)৩+(০.৪)৩}/(০.৯+০.৮) এর মান কত?
উত্তর: (ঘ) ০.৬১

১৬৭. 3x – 2> 2x -1 এর সমাধান সেট কোনটি?
উত্তর: (খ) (1, ∞)

সমাধান:
3x – 2 > 2x – 1
বা, 3x – 2x > – 1 + 2
বা, x > 1
অর্থাৎ x এর মান 1 এর চেয়ে বড় এবং ∞ থেকে ছোট

১৬৮. 6×2 – 7x – 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?
উত্তর: (খ) বাস্তব ও অসমান

১৬৯. যদি x4 – x2 +1 = 0 হয়, তবে x3 + 1/x3 =?
উত্তর: (ঘ) 0

সমাধান:
x4-x2+1=0
Or, x2+1/x2=1
Or, (x+1/x)2-2=1
Or, x+1/x=√3
Now, x3+1/x3
=( x+1/x)3– 3.x.1/x.( x+1/x)
=3√3-3√3=0

১৭০. xx∙x = (x∙x)x হলে x এর মান কত?
উত্তর: (গ) 9/4

১৭১. কোন শর্তে Loga1=0?
উত্তর: (ক) a> 0, a #1

সমাধান: Loga1=0 হবে যদি- a>0 এবং a≠1 হয়।

১৭২. R চিত্রে, ∠PQR=55°, ∠LRN=90° এবং PQ ||MR, PQ = PR হলে, ∠NRP এর মান নীচের কোনটি?

উত্তর: (ঘ) 35°

সমাধান: ∠PQR = 55° এবং PQ = PR ∴ ∠PRQ = 55°
আবার, ∠LRN = 90° ∴ ∠NRP = 90° – ∠PRQ = 90° – 55° = 35°

১৭৩. P = {x: x, 12 এর গুণনীয়কসমূহ) এবং Q = {x: x, 3 এর গুণিতক এবং x ≠ 12} হলে, P – Q কত?
উত্তর: (ক) {1, 2, 4}

সমাধান: P-Q = { 2,3,4,6,12 } – { 3,6,9,12 } = { 1,2,4 } নির্ণয় সেট { 1,2,4 }

১৭৪. cos (nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি?
উত্তর: (খ) 1

সমাধান: Cos (nπ/2) 4th Term= Cos (4π/2)=cos 360º=1

১৭৫. ৬ জন খেলােয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়?
উত্তর: (খ) ২০

সমাধান: 6C3 =20

Mental Ability 15

১৭৬. শুদ্ধ বানান কোনটি?
উত্তর: (ক) অধােগতি

ব্যাখ্যা: অধোগতি- [বিশেষ্য পদ] অধঃপতন, নিম্নেগতি; হ্রাস, অবনতি; দুর্দশা, নরকপ্রাপ্তি (পরজন্মে) হীন-যোনি-জাত।[অধঃ+গতি, গমন], অধোগমন।

১৭৭. সঠিক বানান কোনটি?
উত্তর: (ক) Indwelling

১৭৮. বাংলা ব্যঞ্জনবর্ণমালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
উত্তর: (খ) ন

ব্যাখ্যা: ত থ দ ধ ন প ফ ব ভ ম বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি ‘ন’।

১৭৯. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
উত্তর: (গ) TREE

ব্যাখ্যা: যদি ABC=ZYX হয়, তবে GIVV = TREE.

১৮০. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
উত্তর: (খ)

১৮১. রাস্তা সমান করার রােলার সরাবার জন্য সহজ হবে, যদি রােলারকে –
উত্তর: (খ) টেনে নিয়ে যাওয়া হয়

ব্যাখ্যা: রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে- টেনে নিয়ে যাওয়া হয়।

১৮২. .১×.০১ × .০০১=?
উত্তর: (ঘ) .০০০০০১

ব্যাখ্যা: ০.১ x০.০১x ০.০০১= ০.০০০০০১

১৮৩. যদি চ × G= 82 হয় তবে J × ট = ?
উত্তর: (ঘ) ১১০

১৮৭. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
উত্তর: (ঘ) আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

ব্যাখ্যা: আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালী শব্দগুচ্ছ শুদ্ধ।

১৮৮. ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
উত্তর: (খ) ১৪০

১৮৯. একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায় । সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে?
উত্তর: (ঘ) ২০

১৯০. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছােট মনে হয়, কেন?
উত্তর: (খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে

Ethics, Values and Good governance 10

১৯১. বাংলাদেশ নব-নৈতিকতার প্রবর্তক হলেন-
উত্তর: (গ) আরজ আলী মাতুব্বর

ব্যাখ্যা: আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে, তার স্হলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য, ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন৷

১৯২. ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালাে নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি –
উত্তর: (খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন

ব্যাখ্যা: নৈতিকতা একটি সামাজিক ব্যাপার।যে সমাজের বাইরে বাস করে তার কোনো নৈতিকতার প্রয়োজন নেই । নৈতিক অনুশাসন মানুষকে শিক্ষা দেয় মিথ্যা বলা ভালো না, চুরি করা খারাপ কাজ ইত্যাদি। নৈতিক অনুশাসন মূলত স্বতঃসিদ্ধ ও সমাজিক ভাবে প্রতিষ্ঠিত নীতিবাক্য।

১৯৩. সভ্য সমাজের মানদণ্ড হল-
উত্তর: (ঘ) আইনের শাসন

ব্যাখ্যা: সভ্য সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমাজে বাস্তবায়িত হয় আইনের শাসনের মাধ্যমে। যথার্থ আইনের শাসন গণতান্ত্রিক সরকারের ভিত্তি হিসেবে কাজ করে৷

১৯৪. বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়ােগ করা হয় –
উত্তর: (ক) নারীদের ক্ষেত্রে

ব্যাখ্যা: বিপরীত বৈষম্য -এর নীতিটি প্রয়োগ করা হয় =নারীদের ক্ষেত্রে ( লিঙ্গবৈষম্য এর কথা হর হামেশায় শোনা যায়)

১৯৫. মূল্যবােধ হলাে –
উত্তর: (খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড

ব্যাখ্যা: মূল্যবোধ হলো- মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার ব্যবহার, রীতি-নীতি নিয়ন্ত্রিত হয়।

১৯৬. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
উত্তর: (গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন

ব্যাখ্যা: জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো “মৌলিক স্বাধীনতার উন্নয়ন”। জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদানের কথা উল্লেখ করেছে।

১৯৭. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলাে –
উত্তর: (ঘ) নিয়মিত কর প্রদান করা

১৯৮. মূল্যবােধের চালিকা শক্তি হলাে –
উত্তর: (গ) সংস্কৃতি

ব্যাখ্যা: মানুষ হিসেবে যে সকল কর্মকান্ড আমরা করে থাকি তা সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়ে থাকে। সংস্কৃতিই যেহেতু মানুষকে তার কাঙ্ক্ষিত আচরণটি শেখায় তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি।

১৯৯. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে –
উত্তর: (খ) বিনিয়ােগ বৃদ্ধি পায়

২০০. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
উত্তর: (গ) মৌলিক

 

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!