৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সুশাসন, মূল্যবোধ ও নৈতিকতা

সুশাসন, মূল্যবোধ ও নৈতিকতা

৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সুশাসন, মূল্যবোধ ও নৈতিকতা

40th BCS Preliminary Preparation Good Governance, Values ​​and Ethics

সুশাসনঃ 

সু’ অর্থ হলো ভালো, উত্তম, উৎকৃষ্ট, সুন্দর, মধুর, শুভ ইত্যাদি।অতএব ‘সুশাসন’ হলো ন্যায়নীতি অনুসারে উত্তমরূপে সুষ্ঠুভাবে ও নিরপেক্ষ দৃষ্টিতে দেশ বা রাষ্ট্র শাসন। সুশাসন হলো একটি কাক্সিক্ষত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন।

১। ‘শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ। – এটি কার উক্তি?
উত্তরঃ সক্রেটিস।
২। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হল নৈতিকতা- কথাটি কে বলেছেন?
উত্তরঃ জি. ই ম্যুর।
৩। কোন বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে কি বলে?
উত্তরঃ বুদ্ধিবৃত্তিক মূল্যবোধ।
৪। Values are the customs, standards of conduct and principles considered by a culture group of a people or an individuals (মূল্যবোধ হলো সেসব প্রথা, অাচরণের মানদণ্ড এবং নীতি যেগুলো কোন একটি সাংস্কৃতিক গোষ্ঠী, একটি দলের সাম্যে অথবা ব্যক্তি প্রকাশিত বা বাঞ্ছিত বলে বিবেচনা করে)। – সংজ্ঞাটি কার?
উত্তরঃ সমাজকর্ম অভিধান।

৫। কত সালে আমেরিকা সমাজকর্মী সমিতির প্রতিনিধিগণের সম্মেলনে নির্ধারিত সমাজকর্মীদের আচার-আচরণের নিয়ন্ত্রণের জন্য গৃহীত মূল্যবোধ ও নীতি অনুমোদিত হয়?
উত্তরঃ ১৯৬০ সালে।
৬। কয়টি মূল্যবোধ সমাজে সর্বদা বিরাজ করে এবং সমাজকে গতিশীল ও ঐক্যবদাধ করে?
উত্তরঃ ৬ টি।
৭। ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এ তিনটি থেকে নৈতিকতার উদ্ভব ঘটতে পারে। কথাটি কে বলেছেন?
উত্তরঃ জোনাথন হ্যাইট।


৮। মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। উক্তিটি কার?
উত্তরঃ ফ্রাঙ্কেল।
৯। ব্যক্তিস্বার্থ অর্জনের বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। – এ সংজ্ঞাটি প্রদান করেছে –
উত্তরঃ দুর্নীতি দমন কমিশন।
১০। ই-গভার্ন্যান্সকে SMART সরকার ব্যবস্থা বলে অাখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ চন্দ্র বাবু নাইডু।
১১। Good governance is a manner in which power is excercised in the management of a country’s economic and social reasons for development. উক্তিটি কার?
উত্তরঃ বিশ্বব্যাংক।
১২। বিশেষ মূল্যবোধ কোন ধরণের মূল্যবোধ?
উত্তরঃ কার্যকারিতাভিত্তিক।
১৩। মূল্যবোধকে মোটামুটি কত ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ৬ ভাগে।
১৪। Law of the constitution গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ ডাইসী।
১৫। আমলাতন্ত্রের অবস্থানের দিক থেকে এশিয়ায় সবচেয়ে ভাল অবস্থানে অাছে –
উত্তরঃ সিঙ্গাপুর।
১৬। একটি রাষ্ট্র কিভাবে বিচারকার্য পরিচালনা করে তার দ্বারা সে রাষ্ট্রের নৈতিকতার মান সঠিকভাবে পরিমাপ করা যায়।- উক্তিটি কার?
উত্তরঃ লাস্কি।


১৭। বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থাপকদের সংজ্ঞানুযায়ী কোন বয়সসীমার নারী-পুরুষ ৮ ঘণ্টা কাজ না করলে বেকার?
উত্তরঃ ১৮ থেকে ৬৫ বছর।
১৮। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ও সাধারণ বক্তব্যকে উপলব্ধি সহকারে লিখতে এবং পড়তে অক্ষম ব্যক্তিই নিরক্ষর। সংজ্ঞাটি কার –
উত্তরঃ ইউনেস্কোর।
১৯। দেশর শতকরা কতজন স্কুলগামী মেয়ে ইভটিজিং এর শিকার হয়?
উত্তরঃ ৬২ জন।
২০। Values are the standard used to judge behavior and to chase among various possible goals (মূল্যবোধ হচ্ছে সম্ভাব্য বিভিন্ন থেকে পছন্দ করার এবং আচরণ মূল্যায়ণের মানদণ্ড)- সংজ্ঞাটি দিয়েছেন কে?
উত্তরঃ এম স্পেন্সার।
২১। কে মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি মানদণ্ড বলেছেন?
উত্তরঃ M R William.
২২। জাতিসংঘ সনদে কতটি গুরত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেয়া হয়েছে?/
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের অনুচ্ছেদ সংখ্যা কতটি?
উত্তরঃ ৩০ টি।
২৩। Modern Moral Philosophy গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ W. D. Hudson.
২৪। আমলাতন্ত্রের উপর বিশেষ গুরত্ব প্রদান করে রচিত “The Ruling Class’ গ্রন্থটি কার?
উত্তরঃ গাইটানো মসকার।
২৫। আইনের উৎস কতটি?
উত্তরঃ ৬টি।
২৬। নৈতিকতা হলো বিজ্ঞান ও দর্শনের ঐ সকল কাজ যা মানুষের নৈতিক আচরণ, কর্তব্য এবং বিচার-বিবেচনা নিয়ে বিশ্লেষণ করে। – কার উক্তি?
উত্তরঃ নিউনার ও কিলিং
২৭। মুল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি কার?
উত্তরঃ এম ডব্লিউ পামফ্রে।
২৮। অপরাধ একটি সামাজিক ঘটনা এবং সমাজের ‘স্বাভাবিক’ রূপ কথাটি কে বলেছেন?
উত্তরঃ এমিল ডুর্খেইম।
২৯। ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যেসব নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে তাই অাইন। উক্তিটি করেছেন —
উত্তরঃ অধ্যাপক স্যালমন্ড।


৩০। The British and Irish Ombudsman Association কর্তৃক কার্যকর জন প্রশাসন গড়ে তোলার জন্য যতটি নীতির কথা বলা হয়েছে –
উত্তরঃ ৬টি।
৩১। Man multiplies like mice in a bran. উক্তিটি করেছেন কে?
উত্তরঃ কনটিলন।
৩২। “সুশাসন মানবাধিকার ও আইনের শাসনকে নিশ্চিত করে , জনপ্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে ” কার উক্তি?
উত্তরঃ কফি আনান।
৩৩। “সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের , সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্কে বুঝায়।- কে বলেছেন?
উত্তরঃ ম্যাককরনী
৩৪। শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরার্থক’ – বলেছেন কে ?
উত্তরঃ প্লেটো।
৩৫। ‘সার্বিক উন্নয়নের লক্ষে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভার্নেন্স’ – ?
উত্তরঃ বিশ্বব্যাংক।
৩৬। আইনের দৃষ্টিতে সবাই সমান’ –একথা বলেছেন—
উত্তরঃ অধ্যাপক ডাইসি।
৩৭। সুশাসন প্রত্যয়টি উদ্ভাবন করে কে ?
উত্তরঃ বিশ্ব ব্যাংক(1989)। ধারণা দেয় ১৯৯৪ সালে।
৩৮। সুশাসন প্রত্যয়টিকে প্রথম সুস্পষ্ট ব্যাখ্যা দেয় কে ?
উত্তরঃ বিশ্ব ব্যাংক
৩৯। সুশাসনের মূলনীতি প্রকাশ করে কে ?
উত্তরঃ ইউএনডিপি (১৯৯৭)


৪০। WB সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে ?
উত্তরঃ আশির দশকের দ্বিতীয়ার্ধে
৪১। IMF সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে কবে ?
উত্তরঃ ১৯৯৬
৪২। সুশাসনের উপাদান কতটি ?
– UNDP এর মতে – ৯টি।
– জাতিসংঘ এর মতে – ৮টি।
– বিশ্বব্যাংকের মতে- ৬টি।
– UNHCR এর মতে- ৫টি।
– AFDB এর মতে- ৫টি।
– IDA এর মতে – ৪টি (ক. দায়িত্বশীলতা খ. স্বচ্ছতা গ. আইনি কাঠামো ও ঘ. অংশগ্রহণ)।

৪৩। “শাসক ও উন্নয়ন”শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে ?
উত্তরঃ বিশ্বব্যাংক (১৯৯২)।
৪৪। “শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন’ শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে?
উত্তরঃ জাতিসংঘ (১৯৯৭)।
৪৫। বৈশ্বিক মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে?
উত্তরঃ ইউএনডিপি।
৪৬। সুশাসন নিশ্চিত করতে ‘White paper’ প্রকাশ করে কে ?
উত্তরঃ EEC.
৪৭। সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য বিষয় হলো?
উত্তরঃ গণতান্ত্রিক মূল্যবোধ।
৪৮। জনগণ ও সরকারের Win Win Game বলা হয় –
উত্তরঃ সুশাসনকে।


৪৯। Power : A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ বার্ট্রান্ড রাসেল।
৫০। Something intrinsically valuable or desirable (এমন কিছু যা স্বাভাবিকভাবে মূল্যবান বা অাকাঙ্ক্ষিত তাই মূল্যবোধ)- সংজ্ঞাটি কার?
উত্তরঃ ওয়েস্টার।
৫১। যেসব মূল্যবোধ ব্যক্তি সমাজের নিকট থেকে অাশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে খুশি হয়, সেসব মূল্যবোধই সমাজকর্ম মূল্যবোধ। সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তরঃ সমাজবিজ্ঞানী স্টুয়ার্ড সিডড।
৫২। নীতিবিদ্যার মূলধারা কয়টি?
উত্তরঃ ৪টি।
৫৩। অাইনের অনুশাসন বলতে প্রধানত দুটি ধারাকে বুঝায়। কি কি?
উত্তরঃ আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সাম্য।
৫৪। শারীরিক মূল্যবোধকে সৌন্দর্যবোধ হিসেবে আখ্যায়িত করেছেন কে?
উত্তরঃ এডওয়ার্ড স্পেন্সার।
৫৫। সামাজিক মূল্যবোধ হলো সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য। – সংজ্ঞাটি কে দিয়েছেন?
উত্তরঃ ওলসেন।
৫৬। _______হলো সেসব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায় এবং যা সমাজ ব্যক্কির নিকট হতে লাভ করে।
উত্তরঃ মূল্যবোধ।
৫৭। কারাগার যে ধরনের শিক্ষা প্রদান করে তাকে কি বলা হয়?
উত্তরঃ মূল্যবোধ শিক্ষা।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!