৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান।
41th BCS Preliminary Exam Question and Solution.
পরীক্ষা অনুষ্ঠিতঃ ১৯/০৩/২০২১
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী অংশের সমাধান
১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি
= ২৫
২। বাংলাদেশের সর্ব দক্ষিণে
= সেন্টমার্টিন
৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য
= ৫টি
৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ?
= বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৫। কে বীরশ্রেষ্ঠ নয়
= মুন্সি আব্দুর রহিম
৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয়
= ৭ মার্চ ১৯৭৩
৭। প্রান্তিক হৃদ কোথায়
= বান্দরবান
৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে
= ২২-২৪ ফেব্রুয়ারি
৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়
– ২৩মে ১৯৭৩
১০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল না
= বিচার ব্যবস্থা
১১। মাৎসনায় বাংলার কোন সময়কাল
= ৭ম-৮ম
১২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়
=আলাউদ্দিন হোসেন শাহ
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে
= নবাব স্যার সলিমুল্লাহ
১৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী
= খাজা নাজিমউদ্দিন
১৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায়
= খাগড়াছড়ি
১৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা
= লক্ষণ সেন
১৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম
= পুণ্ড্র
১৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়
= সন্তোসে
১৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়
= ১১ এপ্রিল, ১৯৭১
২০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য ন
= ৭ (খ)
২১। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়
= তত্তাবধায়ক সরকার
২২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়
= ৪র্থ
২৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায়
= গারো
২৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয়
= IMF –এর বেইল আউট প্যাকেজ
২৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়
=শশাঙ্ক
২৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন
= সম্রাট পঞ্চম জর্জ
২৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয়
=মুঘল আমলে
২৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে
= জাবেদ করিম
২৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে
= ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
৩০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার আন্তর্জাতিক অংশের সমাধান
১। টি আই যে দেশের সংস্থা
= জার্মানি
২। Weapon of Mass Destruction (WMD)
৩। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ
= ডেনমার্ক
৪। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ?
= জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড
৫। রোহিঙ্গা গণহত্যার মামলা করে
= গাম্বিয়া
৬। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে
= সিয়েরা লিওন
৭। জাতিসংঘ নামকরণ করে
= রুজভেল্টে
৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য
= তুরস্ক
৯। ন্যাটো কবে প্রতিষ্ঠতি হয়
= ১৯৪৯
১০। জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর
= এঞ্জেলা মারকেল
১১। শান্তিতে নোবেল -২০১৯ যে কারণে
= ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি
১২। রোহিঙ্গা গণহ্যার রায়ে
= চারটি নির্দেশনা
১৩। ইনকা সভ্যতা
= দক্ষিণ আমেরিকা
১৪। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান
= উজবেকিস্তান
১৫। মুদ্রা তহবিল
= ১৯৪৫
১৬। ফিনল্যান্ড কলোনী ছিল
= রাশিয়া
১৭। এশিয়া – আফ্রিকাকে পৃথককারী প্রণালি
– বাব এল মানদেব
১৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী
= ১৯১২
১৯। করোনাকে প্যানডেমিক ঘোষণা
= বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২০। ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োগন
= ১৯৯১
৪১তম বিসিএস প্রিলির ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান
১। মার্বেল কোন ধরনের শিলা
= রুপান্তরিত
২। মধ্যম উচ্চতার মেঘ কোনটি ?
= স্ট্রেটাস
৩। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বষিয়
= জলবায়ু পরিবর্তন হ্রাস
৪। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
= সুন্দরবনের দক্ষিণে
৫। বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত?
= বঙ্গোপসাগরে
৬। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম
= আইসোহাইট
৭। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি
= পুন্ড্রবর্ধন
৮। নিচের কোনটি সত্য নয়
= গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৯। দক্ষিণ গোলার্ধে উষ্ণমাস কোনটি ?
= জানুয়ারি
১০। UDMC
= Union Disaster Management Committee