ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ক ইউনিট – ২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ক ইউনিট – ২০১১

Dhaka University (DU) Admission Test Question and Answer A Unit 2011

বাংলা অংশ

1. প্রথম চৌধুরী মতে, সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য কী হারায়?

সাবলীলতা ও স্বকীয়তা

স্বকীয়তা ও আর্কষণ গুন

সাবলীলতা ও আকর্ষণ গুন

নিজস্বতা ও সরলতা

2. ‘প্রাতরাশ’ এর সন্ধিবিচ্ছেদ হবে-

প্রাতঃ+ রাশ

প্রাত+রাশ

প্রাতঃ আশ

প্রাত+আশ

3. ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ‘ভারতী’ পত্রিকা কোন সালে?

বৈশাখ ১৩২৫

জ্যৈষ্ঠ ১৩২৫

বৈশাখ ১৩২৬

জ্যৈষ্ঠ ১৩২৬

4. ‘বঙ্গবাষা’ কবিতায় কত স্থানে যতিচিহ্নের ব্যবহার আছে?

ত্রিশ স্থানে

েএকত্রিশ স্থানে

বত্রিশ স্থানে

চৌত্রিশ স্থানে

5. ‘দেবতার ধন কে যার ফিরায়ে লয়ে।’ দেবতার কোন কারকে কোন বিভক্তি?

কর্তায় ষষ্ঠী

নিমিত্তার্থে চতুর্থী

সম্প্রদানে ষষ্ঠী

কর্মে সষ্ঠী

6. ‘রাতেোহাবর কত দেরি পাঞ্জেরি’- চরণটি ‘পাঞ্জেরি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে?

তিন বার

চার বার

পাঁচ বার

ছয় বার

7. ‘কোকনদ’ -এর সমার্থ শব্দ-

গোলাপ

টগর

শাপলা

পদ্ম

8. ‘জীবন-বন্দনা’ কবিতায় নজরুল নিজেকে কী বলে উল্লেখ করেছেন?

বিদ্রোহী-কবি

প্রেমিক-কবি

মরু-কবি

যাযাবর-কবি

9. ‘জ্ঞানি লোকেরা মনে করেন, তাদের ছেলেমেয়েরা অধ্যায়ন ছেরেছে বলেই তারা ব্যাথা,আকা খা, প্রতিযোগীতা, দারিদ্রতা উত্যাদি বানান ভুল করে।’ বাক্যে কয়টি বানান ভুল?

ছয়

সাত

নয়

আট

10. সুকান্ত ভট্টাচার্য তাঁর আঠার বছর বয়স’ কবিতায় পদাঘাতে কী ভাঙতে চেয়েছেন?

অট্টালিকা

শোষণের শৃ খ ল

শিকল

পাথর

11. নিচের কোনটি শুদ্ধ?

আকা খা

আসক্তি

ব্রাক্ষণ

পূর্বাহ্ন

12. প্রকৃতি প্রত্যয় হিসাবে কোনটি শুদ্ধ?

অদিতি +অ=আদিত্য

দয়া+বন= দয়াবান

কবি+য়= কাব্য

রূপ+অসী=রূপসী

13. ‘রাশি রাশি ভারা ভারা’- শব্দের এরূপ ব্যবহার বলে-

পুরনরুক্তি

নির্ধারক বিশেষণ

ক্রিয়া বিশেষণ

বিশেষনের বিশেষণ

14. ‘আম-কুড়ানো’ কোন সমাস?

দ্বন্দ্ব

তৃতীয়া তৎপুরুষ

দ্বিতীয়া তৎপুরুষ

পঞ্চমী তৎপুরুষ

15. কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

আয়ত্তাধীন, অহোরাত্রি, অদ্যপি

গড্ডালিকা, চিন্ময়, কল্যাণ

আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি

গৃহস্ত, গণনা, ইদানিং

16. ‘আমি কমবক্তার দলে।’- উক্তিটি করেছেন-

রবীন্দ্রনাথ ঠাকুর

কাজী নজরুল ইসলাম

প্রথম চৌধুরী

শওকত ওসমান

17. নিম্নের কোন শব্দটি বিশেষ্য?

আশ্বস্ত

অধুনা

আধুনিক

আরণ্য

18. ‘মহানদী’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

মহান যে নদী

মহতী যে নদী

মহৎ যে নদী

মহীয়সী যে নদী

19. He is very hard up now.’- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ-

সে খুব শক্ত মনের মানুষ।

তাকে ইদানীং অসহ্য লাগে।

তার দিন আর চলছে না।

সে খুব কষ্টে দিনাতিপাত করছে।

20. ‘সন্ধি’র বিপরীত শব্দ-

বিচ্ছিন্ন

মুক্তি

বিগ্রহ

দূরত্ব

21. ‘তাল ঠোকা’ বাগধারাটির অর্থ-

অহংকার করা

সগর্ব উক্তি

কার্পণ্য করা

ব্যঙ্গ উক্তি

22. ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় কোন রং-এর উল্লেখ নেই?

নীল

হলুদ

বেগুনি

সবুজ

23. ‘যিনি বিদ্যালাভ করেছেন’-এককথায়-

বিদ্বান

বিদূষী

কৃতবিদ্য

বিদ্যাধর

24. ‘প্রত্যেককেই নীরব হয়ে থাকে।’ বাক্যটি নেতিবাচক রুপ-

কেউ কোন কথা বলে না ।

কারো মুখে কোন কথা সরে না ।

কারো মুখে কোন কথা নেই ।

কারো কোন কথা শব্দ নেই।

25. ‘ধনীদের ধন আছে, কিন্ত তারা প্রায়ই কৃপণ হয়।’ বাক্যটি-

জটিল

যৌগিক

সরল

মিশ্র

26. বাংলা উপসর্গ কোনটি?

উপ

ভর

গর

দর

27. ‘সহজে হয়ে গেল বলা’- এখানে ‘সহজে’ শব্দটি-

নির্ধারক বিশেষণ

ক্রিয়া বিশেষণের বিশেষণ

ক্রিয়া বিশেষণ

বিশেষণ

28. Lass এর অর্থ-

বালিকা

ভাইঝি

সম্ভ্রান্ত মহিলা

পুত্রবধূ

29. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ঊধ্বমুখী

স্বায়ত্তশাসন

দূরাকা খা

পরিপক্ব

30. ‘জনতা’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?

প্রত্যয়যোগে

উপসর্গযোগে

সন্ধিযোগে

বচনের সাহায্যে


ইংরেজী অংশ 

1. Had I been in your situation, _____ the offer.

I would not accept

I would accept

I had accepted

I would have accepted

2. _______ chair the meeting.

karim was decided to

There was decided that Karim should

It was decided that Karim should

Karim had been decided to

3. She______ from flu when she was interviewed.

has been suffering

suffered

had suffered

had been suffering

4. Next month I______ John for 20 tears.

know

will have know

am khowin

will have been knowing

5. I______ happy to see him, but I did’t have time.

will have been

would be

will be

would have been

6. The traffic lights ____ green and I pulled away.

gone

got

moved

went

7. “The job was not plain-sailing.”

The job was difficult to get.

The job was not east to do.

The job was not sailing a ship

The job was easy to do.

8. “leave no stone unturned.”

Rare

store

Impossible

Try every possible means

9. ” আমি আম পছন্দ করি”

I like mango

I would like a mango

I like mangoes

I like the mango

10. ” তারা সাগরের কাছে একটি কুটিয়ে বাস করত।’

They lived in a hut closed to sea.

They lived in a hut close by sea

They lived in a close to the sea

They lived in a hut close with the sea.

11. I came home after the rain______

stopped

stop

was stop

had stopped

12. Seeing is_____ (believe)

to believe

how to believe

believing

believed

13. I do not know_____

where does he live

where is the live

where he does live

where he lives

14. I notified _____ I had changed my address.

with the bank that

the bank that

that

to the bank that

15. What is the meaning of the expression ” bottom” line?

The final step

The end of a road

The last line of a book

The essential point

16. Choose the correct sentence:

The man that said that was a fool

the man who said that was a fool

The man, which said that was a fool

The man whom said that was a fool

17. Which on is the correct spelling?

Acomodation

Accmmodation

acommodation

acomoddation

18. The antonym of `prosperity’ is

diversity

adversity

property

posterity

19. The synonym of `brittle’ is

soft

tough

strong

fragile

20. By working hard, yo can prosper. Here `working’ is a

Verbal

Noun

Gerund

Infinitive

21. The government has introduced –

a children’s clothes tax

a tax on children clothes

a children cloths tax

a tax on children’s clothes

22. _______ that life began billions of years ago in the water.

In the belief

It is believed

The belief

Believing

23. The most important chemical catalyst on the planet is chlorophyll, _____ carbon dioxide and water react to form chlorophyll, . [Fill n the blank with appropriate one]

whose presence

which is present

presenting

in the presence of which

24. An image on a national flag can symbolize political ideas that ____ express.

take many words otherwise would

would take to many otherwise words

many words to take otherwise

s would otherwise take many words to

25. The noun form ‘grand ‘ is –

grandsome

grandness

grandeur

grand

Question 26, 27, 28, 29 and 30 are based on the following reading.

Read the passage 

A  coral reef is a flower garden of stone, growing like a wall or like a tower from the depth and filled with the most confusing and most colorful varieties of life. The colors are beautiful, especially ins the shallow region down to sixty feet, where some of the red and yellow light of the sun’s rays still penetrates. But most corals are greenish, brown, bluish or yellow. Coral reefs often shelter and food to thousands of creatures. The warn=mer the climate, the greater the variety of species there is. In the tropics. it is easier to find, in one place, ten different species than ten specimens of the same species and a coral reef provides ample proof of that rule. Living conditions are most favorable so that many forms are able to develop and survive in their struggle for existence.

26. A coral reef is –

a rock formation in the sea

a watch tower

a stone wall

a beautiful park

27. The ‘ shallow” in the second sentence means –

very distant

very deep

not very deep

clod

28. In the tropics

the climate is warm

shelter and food are easy to find

many subjects are discussed

it is quite cold

29. The word ” ample” in the sixth sentence is an adjective . The noun -form of it is

amplifier

amplitude

amply

amplify

30. The main subject of the passage is –

The beauty of a coral reef

The correlation of climate and life

The struggle for existence

The colours of a coral reef

গণিত অংশ

1. যদি y = tanx−cotxtanx+cotx হয়, তবে dydx সমানঃ

2 sinx2x

2 cot2x

2 tan2x

2. একটি নিউট্রাল মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। একই সঙ্গে মুদ্রাটির মাথা ও ছক্কাটির জোড় সংখ্যা আসার সম্ভাবনাঃ

1/4

1/5

1/3

3. স্রোত না থাকলে একটি ছেলে ৫ মিনিটে সাতার কেটে সোজাসুজিভাবে ৮০ মিটার প্রশস্ত একটি খাল পার হতে পারে এবং স্রোত থাকলে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ?

13.86 m/min

16.5 m/min

12 m/min

4. (2×2+kx3 )10 – এর বিস্তৃতিতে x5 এবং x15 এর সহগদ্বয় সমান হলে K এর ধনাত্মক মান−

1/√3

1/√2

1/√5

5. যদি (AB) = 2i +j এবং (AC) =3i -j +5k হয়,তবে AB ও AC কে সন্নিহিত বাহু ধরে অংকিত সামন্তরিকের ক্ষেত্রফল = ?

5√6

4√6

3√6

6. (2,-1), (a+1,a-3) ও (a+2,a) বিন্দু তিনটি সমরেখ হলে a এর মান-

1/2

1/4

4

7. f(x)=3×3+3 এবং g(x)= x−23−−−√3 হলে (fog) (3) এর মান−

4

2

3

8. √3 এককের দুইটি সমান বল 120° কোণে এক বিন্দুতে কাজ করে। তাদের লব্ধির মান-

√3 units

2√3 units

4√3 units

9. cos tan−1 cot sin−1 x সমান কত?

x

π2−x

-x

10. প্রতিবার প্রথমে ও শেষে U রেখে CALCULUS শব্দটির অক্ষরগুলিকে কতভাবে সাজানো যাবে?

180

360

280

11. y²=16x ও y=4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল-

2/3 sq. units

4/3 sq. units

3/4 sq. units

12. i2= −1 হলে i−i−1i+2i−1 এর মান

-2

2i

-2i

13. ∫10sin−1(x)1−x2√dx =?

π2/8

π/2

π3/8

14. limx→0sin−1(2x)x = ?

2

1/2

1

15. ৬ জন ছাত্র ও ৫ জন ছাত্রী থেকে ৫ জনের একটি কমিটি করতে হবে যাতে অন্তঃত একজন ছাত্র ও একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। কত বিভিন্ন প্রকারে এ কমিটি গঠন করা যেতে পারে?

455

410

360

16. বাস্তব সংখ্যায় |3 – 2x|≤1 অসমতাটির সমাধান-

1≤x≤2

x≤1, or 2≤x

1

17. sin75°+sin15°/sin75°−sin15° = ?

√3

-√5

-√3

18. ∫ex(1+x)/cos2(xex) = ?

tan(xex)+c

cos(xex)+c

cot(xex)+c

19. (m−226m−3) ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি m এর মান –

6, -1

4, 6

-6, 4

20. λ এর যে মানের জন্য y = λx(1-x) বক্ররেখার মূলবিন্দুতে স্পর্শকটি X- অক্ষের সাথে 30° কোণ উৎপন্ন করে-

1/√3

1

√3

21. (2,4) কেন্দ্রবিশিষ্ট X – অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্নয় কর ?

x²+y²-4x-8y+4=0

x²+y²-4x-8y+16=0

x²+y²-8x-4y+16=0

22. দশমিক সংখ্যা ১৮১ কে দ্বিমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়-

10110101

11010011

10010111

23. Cosθ+ √3 sinθ = 2 সমীকরণের সাধারণ সমাধান-

θ=2nπ + π/3

θ=2nπ + π/6

θ=2nπ – π/3

24. যে সমীকরণের মূলগুলো x²-5x-1=0 সমীকরণের মূলগুলো হতে 2 ছোট, তা –

x²-x-7=0

x²-x-1=0

x²-x+7=0

25. x²-2x+5 এর ন্যূনতম মান –

4

2

3

26. 1 − 12 + 122 − 123 + 124 − 125 …………. to infinity =?

2/3

4/3

1/2

27. (x+4)/2100+(y−2)/264=1 উপবৃত্তের উৎকেন্দ্রিকতাঃ

5/3

4/5

3/5

28. 3x+7y-2=0 সরলরেখার উপর লম্ব এবং (2, 1) বিন্দুগামী সরলরেখার সমীকরণঃ

7x-3y-11=0

7x-3y-2=0

7x+3y-17=0

29. কোন স্তম্ভের শীর্ষ হতে 19.5 m/sec বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কোন কণা 5 সেকেন্ড পরে স্তম্ভের পাদদেশে পতিত হলে স্তম্ভের উচ্চতা-

25m

30m

50m

30. x²-x+4y-4=0 পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাংক-

(4, -2)

(4, 5)

(-4, 2)

পদার্থ বিজ্ঞান অংশ

1. একটি দ্বি-পরমানু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্র CP/CV হল

1.4

1.11

1.33

2. 9.8ms⁻¹ বেগে একটি পাথর উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি কত সময় পরে ভূ-পৃষ্ঠে ফিরে আসবে?

2s

5s

3s

3. ধরি দুইটি সরল দোলক A & B । যদি A এর দৈর্ঘ্য B এর দ্বিগুণ এবং Bএর দোলনকাল 3s হয় তবে A এর দোলনকাল কত?

4.24s

6.20s

3.45s

4. শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুটি তুল্য রোধ যথাক্রমে 25Ω & 4Ω রোধ দুইটির মান কত?

20Ω& 5Ω

22Ω & 3Ω

10Ω & 5Ω

5. একটি ট্রান্সফরমারের সেকেন্ডারী ও প্রাইমারী টার্নের অনুপাত 6:1। যদি প্রাইমারীর বিভব পার্থক্য ও বিদ্যুৎ প্রবাহ যথাক্রমে 200 V ও 3 A হয়, তবে সেকেন্ডারীতে বিদ্যুৎ প্রবাহ কত?

0.5A

1.5A

2.5A

6. দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান যে কোন একটি ভেক্টরের সমান হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?

120⁰

90⁰

180⁰

7. একটি কার্ণট ইঞ্জিন 800K ও 400K তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, ঠিক সমদক্ষতায় কাজ করে T ও 900K তাপমাত্রায়।তাপমাত্রা T এর মান কত?

1800K

500K

900K

8. 16kg এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4kg এবং12kg এর দুটি খন্ডে বিভক্ত হল । 12kg ভরের বেগ 4 ms⁻¹ হলে অন্য টুকরাটির গতিশক্তি কত?

288J

188J

388J

9. 6.63×10⁻⁷ তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত হবে? (h=6.63× 10⁻³⁴ Js)

3×10⁻¹⁹J

6.63×10⁻³⁴ J

6.63×10⁻¹⁹J

10. একটি বৈদ্যুতিক দ্বিপোল কে অসম বৈদ্যুতিক ক্ষেত্রে 30° কোণে রাখা হলে দ্বিপোলটিতে সংঘঠিত হবে-

a translational force only in the direction perpendicular to the field

a translational force only in the direction of the field

a torque as well as a translational force

11. 1m দীর্ঘ ও 10⁻² cm² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 2kg ওজন দ্বারা টানা হল । তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় কর ? ( ইয়াং এর গুনাঙ্ক = Y=2×11¹¹ Nm² )

9.8×10⁻⁵m

2×10⁻²m

9.8×10⁻²m

12. পানি ও গ্লিসারিনের প্রতিসরাংক যথাক্রমে 1.33 & 1.47 এদের মধ্যকার সংকট কোণ কত

64047/

60042

6904/

13. একটি একক চিরের দরুন ফ্রনহফার অপবর্তন পরীক্ষায় 560 nm তরঙ্গ দৈর্ঘের আলো ব্যবহার করা হল। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় কর (চিরের বেধ = 0.2 mm)।

0.16°

1.16°

0.12°

14. স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর 10⁻²⁴ kg । কণাটি 1.8×10⁸ m/s বেগে গতিশীল থাকলে ঐ অবস্থায় এর ভর কত হবে?

1.25× 10⁻²⁴ kg

1.25× 10⁻²⁰ kg

1.25× 10²⁴ kg

15. 20Ω রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি সান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহ 1% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যবে?

0.2Ω

0.02Ω

0.25Ω

16. I=I0sinωt & I=I0sin

π/2

π/3

π/4

17. 16Kg একটি বোমা বিস্ফোরিত হয়ে 4Kg ও 12Kg এর দুটি খন্ড হল। 12Kg টুকরার বেগ 4ms⁻¹ হলে অন্য টুকরার গতিশক্তি কত?

288J

192J

144J

18. পৃথিবীর সাপ�

VE>VM

VE<vm< p=””>
</vm<>

none

19. 10⁻³ Tesla চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থিত একটি সোজা তার দিয়ে 5A তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটির একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল নির্ণয় কর?

5×10⁻³ N

10×10⁻³ N

5×10⁻³ N

20. একটি বস্তুকে অবতল দর্পণ থেকে 18cm দূরে স্থাপন করা হল। ফোকাস দূরত্ব কত হলে পাঁচ গুন বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?

15 cm

23 cm

25 cm

21. ‘মূখ্য তরঙ্গের তরঙ্গামুখের উপর প্রত্যেক বিন্দু গৌণ তরঙ্গের ঊৎস’-এটি কার নীতি হিসাবে পরিচিত?

Huygens

Fresnel

Newton

22. কোন তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধায়ু ও গড় আয়ুর অনুপাত কত?

0.693

0.639

0.963

23. একটি গাড়ি 10 m/s আদিবেগ নিয়ে সমত্বরণে একটি সোজা রাস্তা বরাবর চলছে। 100m দূরত্ব অতিক্রম করার পর গাড়িটি 20 m/s বেগ প্রাপ্ত হলো। গাড়িটির ত্বরণ কত?

1.5ms⁻²

6ms⁻²

2.5ms⁻²

24. কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরিন হার কতগুন বৃদ্ধি পাবে?

16

10

4

25. এন্ট্রপি কোন ভৌত ধর্মের পরিমান প্রদান করে?

disorder

order

pressure

26. একটি পাত্রে 27⁰C তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। হিলিয়ামের অণুর গড় গতি শক্তি কত? (k = 1.38 × 10⁻²³)

6.21 ×10⁻²¹ J

2 × 10⁻²¹ J

1.9 × 10 ⁻²² J

27. 12W চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50s এ মোট 100c চার্জ প্রবাহিত হয়। এই সময়ে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত?

6.0v

24v

2.0 v

28. একটি তামার রোধ R হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার রোধ কত?

R/2

2R

R/4

29. নিচের কোন ঘটনাটি অনুপ্রস্থ তরঙ্গের বেলায় ঘটে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় ঘটে না?

প্রতিসরণ

উপরিপাতন

সমবর্তন

30. আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন আলোর তরঙ্গের কি পরিবর্তন হয়?

বেগ ও তরঙ্গদৈর্ঘ্য

তরঙ্গদৈর্ঘ্য ও রঙ

কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য


রসায়ন অংশ

1. হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইম্যান সিরিজের তৃতীয় লাইনের দৈর্ঘ্য কত? (Rh=10.97×10⁶m⁻¹)

97.235nm

9.729nm

337.235nm

2. 25⁰C তাপমাত্রায় ও 1atm চাপে ইথিলিন হাইড্রোজেন ও ইথেন দহন তাপ যথাক্রমে -1410.92KJ, -284.24KJ ও -1560.24KJ. ইথিলিনের বিজারণে উদ্ভূত তাপের পরিমান কত

-134.92KJ

34.92KJ

244.92KJ

3. নিম্নের জারণ বিজারণ বিক্রিয়াটি যে তড়িৎকোষে সেটির কোষ সংকেত কোনটি?

Zn(s)/ ZnSO₄ (aq) | CuSO₄ (aq)/ Cu(s)

ZnSO₄ (aq)/Zn(s) | Cu(s)/CuSO₄ (aq)

CuSO₄ (aq)/ Cu(s) | ZnSO₄ (aq)/Zn(s)

4. 0.5M H₂SO₄ এসিডের 20.5ml দ্বারা 20ml কষ্টিক সোডা দ্রবণে প্রশমিত হয়। ঐ ক্ষার দ্রবণের মোলারিটি কত?

1.025 mol L⁻¹

0.025 mol L⁻¹

0.5125 mol L⁻¹

5. নিম্নের কোন যৌগটি কেন্দ্র আকর্ষিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়?

2-chloro-2-methylpropane

dimethylether

chlorobenzene

6. রান্নার তৈজসপত্রে ননস্টিক আবরণ হিসাবে নিম্নের কোন পলিমার টি ব্যাবহার হয়?

orion

polythyne

PVC

7. নিম্নের বিক্রিয়ার শূন্যস্থানে কি হবে?; M1226g+H12→N1124a+……

α-particle

β- particle

γ- particle

8. নিম্নের কোন যৌগটি spᵌ সংকরণ বিশিষ্ট?

PCl₅

XeF₆

CCl₄

9. 27⁰ C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গ বেগ কত?

516.95 ms⁻¹

517.90 ms⁻¹

515.22 ms⁻¹

10. একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক 6.7×10⁻⁴s⁻¹ ।বিক্রিয়াটির অর্ধায়ুকাল কত?

17.2 min

18.1 min

16.0 min


11. নিম্নের যৌগগুলির মধ্যে কোনটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে?

CH₃ CH₂ CH=CH₂

CH₃ C(Cl)=CBr₂

CH₃ CH=C(Cl)Br

12. একটি জৈবজৌগ, C2H₆ ওজোনীকরণের পর জিংকের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করতে দুইটি উৎপাদ দেয় যার একটি অ্যাসিটোন। C2H₆ এর সঠিক গঠন কি?

CH₃CH₂CH=C(CH₃)₂

CH₃CH₂C(CH₃)=CHCH₃

(CH₃)₂CHCH=CHCH₃

13. NH⁺ আয়নের আকৃতি ও সংকরণ কী?

tetrahedral, spᵌ

trigonal bipyramid, dspᵌ

Trigonal, sp²

14. CO অণুর বন্ধনক্রম কত?

3

2

1

15. প্রথম ক্রম বিক্রিয়া, A = উৎপাদ –এর ক্ষেত্রে নিম্নের লেখচিত্র সমূহ দেখান হল। কোনটি অশুদ্ধ? (|A| = বিক্রিয়কের ঘনমাত্রা; t = বিক্রিয়ার সময়)

ln[A] vs t

ln[A]0[A]vs[t]

[A] vs t

16. নিম্নের লেখচিত্রসমূহে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে এর চাপের সম্পর্ক দেখানো হয়েছে। কোন লেখচিত্রটি অশুদ্ধ?

PV vs V

PV vs P

P vs 1/V

17. নিম্নের সেটগুলোর কোনটি ক্রোমিয়াম 24Cr এবং Cr3+ আয়নের ইলেকট্রনিক বিন্যাস দেখায়?

Cr = [Ar] 3d54s1 and Cr3+ = [Ar] 3d34s0

Cr = [Ar] 3d44s2 and Cr3+ = [Ar] 3d14s2

Cr = [Ar] 3d44s2 and Cr3+ = [Ar] 3d34s0

18. টলেন বিকারক যাদের পার্থক্যকরণে ব্যবহৃত হয়?

CH₃CH₂ COCH₃ and CH₃CHO

CH₃COOH and CH₃ CHOOCH₃

CH₃CH₂OH and CH₃CH(OH)CH₃

19. 20ml 0.2M ইথানয়িক এসিড (ka=1.8×10⁻⁵) এবং 20ml 0.10M NaOH দ্রবণের মিশ্রণের মাধ্যমে প্রস্ততকৃত বাফার দ্রবণের PH হল—

4.7

7

5

20. বেঞ্জিনের সহিত CH₃Cl and AlCl₃ এর বিক্রিয়ায় নিম্নের কোনটি অন্তবর্তী?

H₃C: (+)

H₃C: (-)

H₃C: (-)

21. নিম্নের কোন যৌগের স্ফুটনাংক সবচেয়ে বেশি?

CH₃ OH

CH₂ F₂

CH₃CH₂ CH₂ CH₃

22. নিম্নের species গুলোর মধ্যে কি মিল আছে ? ²⁰N, ²⁴Mg²⁺, ¹⁹F⁻

Isoelectronic with each other

Isotones to each other

Isotopes to each other

23. 25⁰C তাপমাত্রায় একটি সাম্যাবস্থায় NH₄Cl(s) ⇌ NH₄⁺(aq)+ Cl⁻(aq) (ΔH= +3.5 kcal/mol) । কোন পরিবর্তনটি সামাবস্থাটিকে ডান দিকে নিবে?

increasing the temperature to 35⁰

dissolving NH₄NO₃ crystal in the equilibrium mixture

dissolving NaCl crystal in the equilibrium mixture

24. 101.3 kpa বাহ্যিক চাপে পানির স্ফুটনাংক কত?

100 ⁰c

18.0 ⁰c

120.8 ⁰c

25. এসিড ক্লোরাইড এর সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অমিন বিক্রিয়া করলে উৎপন্ন হয়?

acid amide

organic acid

alchol

26. নিম্নের বিক্রিয়ার প্রধান উৎপাদ কি?; CH₂=CH₂ + KMnO₄−→−H₂O ?

ethylene glycol

ethyloxide

Ethanoic acid

27. ক্রোমিয়াম(3) সালফেট দ্রবণে 120 আম্পিয়ার বিদ্যুৎ কত সময় যাবৎ প্রবাহিত করলে 1.00g ক্রোমিয়াম সঞ্চিত হবে?

12 hr 53 min

13 hr 52 mi

12 hr 50min

28. আ্যরোম্যাটিক প্রতিস্থাপন বিক্রিয়ায় নিম্নের কোন গ্রুপটি অর্থো-প্যারা নির্দেশক?

-OH

-CHO

-COOH

29. নিম্নের কোন যৌগ বিক্রিয়া করে POLYESTER দেয়?

ethylene glycoland terepthalic acid

adipic acid and 1,6-diamino hexane

Phenol and formaldehyde

30. নিম্নের পরমাণুর মধ্যে কোনটি আয়নিক শক্তি সর্বনিম্ন?

O

Ne

N

জীববিজ্ঞান অংশ

1. র‌্যামেন্টাম কোথায় পাওয়া যায়?

Pteris

Sargassum

Equisetum

2. কোন উদ্ভিদের পাপড়িতে ২ টি লডিকিউল থাকে?

Zea mays

Helianthus annuus

Solanum melongena

3. সয়াবিন তেলের উৎস-

Glycine max

Helianthus annuus

Arachis hypogaea

4. বৃক্কাকার পরাগধানীর কোথায় পাওয়া যায়?

Malvaceae

Leguminoseae

Cruciferae

5. কোনটি মিথোজীবী পদ্ধতিতে নাইট্রোজেন সংবন্ধন করে?

Rhizobium

Nitrobacter

Azotobacter

6. নিম্নের কোনটি জলজ ছত্রাক?

Saprolegnia

Agaricu

Aspergillus

7. ট্রাইকোব্লাস্ট পাওয়া যায়-

Polysiphonia

Nostoc

Spirogyra

8. নিম্নের কোনটি এন্টিবায়োটিক শিল্পে ব্যবহৃত হয়?

Penicillium

Chlorella

Saccharomyces

9. দ্বিবীজপত্রী মূলে জাইলেম ও ফ্লোয়েম বান্ডলের সংখ্যা-

২-৬টি

১-২টি

২-৮টি

10. উদ্ভিদের সেকেন্ডারী বৃদ্ধিকালে কোনটির মাধ্যমে গ্যাস বিনিময় হয়?

Lenticel

Phellogen

Phelloderm

11. হ্যাচ ও স্লাক চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

অক্সালো এসিটিক এসিড

ফসফোগ্লিসারিক এসিড

পাইরুভিক এসিড

12. কোনটি সালফার যুক্ত অ্যামিনো এসিড?

Cystine

Tyrosine

Cystine

13. মিওটিক কোষ বিভাজনের সময় কোন দশায় ক্রসিং ওভার ঘটে?

প্যাকাইটিন

ডায়াকাইনেসিস

ডিপ্লোটিন

14. DNA- অনুলিপনের অত্যাবশ্যকীয় এনজাইম হল-

Polymerse

Restriction endonuclease

Amylase

15. নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান?

CH4

H2

N2

16. মেন্ডেলের ২য় সূত্রের ফিনোটাইপিক অনুপাত কি হয়?

9:3:3:1

3:01

2:01:00

17. জীববৈচিত্র্য রক্ষা করার জন্য স্থাপন করতে হয়-

Gene bank

Hormone bank

Sperm bank

18. Hydra এর এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না?

Flame cell

Germ cell

Gland cell

19. তেলাপোকার গিজার্ডে কয়টি দাঁত থাকে?

6

4

8

20. মানবদেহের বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কয়টি?

12

13

14

21. তেলাপোকাতে কয়টি ম্যালপিজিয়ান নালিকা থাকে?

About 10

More than 1000

১২-১৫ টি

22. কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়?

O

A

B

23. প্রাণীবিজ্ঞানের জনক হিসেবে কে পরিচিত?

Aristotle

Robert Hooke

William Harvey

24. কোনটি ডিম্বাণুর অংশ নয়?

Cytoplasm

Plasma membrane

Nucleus

25. কোষের অঙ্গাণু যা আমিষ সংশ্লেষণে সহায়তা করে তাকে বলে-

Ribosome

Lysosome

Peroxysome

26. মানবদেহের পঞ্চম করোটিকা স্নায়ুর নাম-

Trigeminal

Hypoglossal

Abducens

27. অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP উৎপন্ন হয়?

2

8

28

28. প্লাটিপ্লাস কোন ভৌগোলিক অঞ্চলের প্রাণী?

Australian

Palarctic

Ethiopean

29. মানুষের স্বাভাবিক রক্তচাপ কত (সিস্টোলঃডায়াস্টোল)?

120 mm:80 mm

140 mm:90 mm

170 mm:95 mm

30. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?

Cerebelum

Hypothalamus

Pons

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!