২৯তম বিসিএস লিখিত পরীক্ষা – বাংলাদেশ বিষয়াবলি (দ্বিতীয় পত্র)
33th BCS written question of Bangladesh (2nd Paper)
১. সংক্ষেপে বর্ণনা করুন (প্রয়োজনে সংবিধানের আলোকে) যে কোন চারটিঃ
খ. সংযুক্ত তহবিল
গ. পি.পি.পি
ঘ. বাজার অর্থনীতি
ঙ. অর্থ বিল
চ. প্রজাতন্ত্রের সহকারী হিসাব
ছ. মন্ত্রিসভা
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন সালের কোন তারিখ হইতে কার্যকর হয়? ইহাতে বিধৃত মৌলিক অধিকার সমূহ বর্ণনা করুন।
৩. বাংলাদেশের জনগণের স্বাধীনতার স্পৃহা, ক্রমবিকাশমান স্বাধীনতার চেতনা, রাজনৈতিক সংঘটন, ১৯৪৭ইং হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত এবং বিশেষভাবে ২৬ মার্চ ১৯৭১ এর ঘটনাপ্রবাহ সমন্বিত করে কিভাবে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটলো তা বর্ণনা করুন।
৪. জনগণের নেতা বলতে কী বোঝায়? বিশ্বের আরো অন্তত ২ দুজন নেতার সাথে তুলনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জননেতা এবং সফল স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে বৈশিষ্ট্যের আলোচনা করুন।
৫. বাজার অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার প্রাসঙ্গিক্তা প্রাতিষ্ঠানিক পরিকল্পনা সমূহের ইতিবৃত্ত উপস্থাপন করুন।
৬. ‘সুশাসন জনপ্রশাসনের জন্য একটি নব্য সংস্কৃতি’ প্রত্যয়টি ব্যাখ্যাপূর্বক সুশাসন এর উপর বিস্তারিত আলোচনা করুন। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ব্যর্থতা আপনার সুপারিশসহ আলোচনা করুন।
৭. সংবিধান অনুযায়ী অর্থ বিলে কোন বিষয়াবলি সম্বলিত থাকে? কোন মন্ত্রী/মন্ত্রণালয় ইহা প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত এবং উহার সার্বিক অনুমোদন প্রক্রিয়া বর্ণনা করুন।
৮. সংবিধানের অনুচ্ছেদ উল্লেখপূর্বক সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, উহার গঠন, কার্যপ্রণালী ও এখতিয়ার আলোচনা।
৯. সংক্ষেপে বাংলাদেশের ভৌগলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। সংক্ষেপে বাংলাদেশ সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য আলোচনা করুন।