৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি (সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক -৪)। 38th BCS Preliminary exam preparation of General Knowledge – International.
- আলেপ্পো , মসুল এবং রাক্কা শহরগুলো কোথায় অবস্হিত ?
— সিরিয়া । মসুল শহরটি ইরাকে অবস্হিত ।
• ঐতিহাসিক গ্র্যান্ড আল – নূর মসজিদটি কোথায় অবস্হিত ?
— মসুল , ইরাক ।
• বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি তৈরি হচ্ছ কোথায় ?
— Horn of Africa বা আফ্রিকার শিং নামে পরিচিত জিবুতি ।
• ২০১৭ সালে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘ দ্যা অর্ডার অব সেন্ট অ্যান্ডু ‘ প্রধান করা হয় কোন ব্যক্তিকে ?
— চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে । - ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর কে ?
— নরেন্দ্র মোদি ।
• ‘ডোকলাম তরাই ‘ অঞ্চলটি কোথায় অবস্হিত ?
— ভারত , ভুটান ও চীনের সীমানায় ত্রিভুজাকৃতি বিন্দুতে অবস্হিত ।
• ভারতের ১৪ তম রাষ্ট্রপতির নাম কী ?
— রামনাথ কোবিন্দ ।
• ২০১৭ সালে অনুষ্ঠিত ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কততম ?
— ১৪ তম ।
• সৌদিআরবের নতুন বাদশার নাম কী ?
— মোহাম্মদ বিন সালমান ।
• নবনিযুক্ত প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নাম কী ?
— ওয়াহিদা আক্তার ।
• সম্প্রতি মৃত্যুবরণ করা শান্তিতে নোবেল বিজয়ী চীনা লেখক ও মানবাধিকার কর্মীর নাম কী ?
— লিউ জিয়াওবো ।
• নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নতুন বইয়ের নাম কী?
— ফার্স্টবয়দের দেশ ।
• জাতিসংঘের সর্বকনিষ্ঠ শুভেচ্ছা দূত কে ?
— সিরীয় উদ্বাস্তু / শরণার্থী মুজুন আলমেলেহান ।
• ২০১৭ সালের SDG সূচকে শীর্ষ দেশ কোনটি ?
— সুইডেন ।
• ২০১৭ সালের SDG সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ?
— মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ।
• ২০১৭ সালের SDG সূচকে বাংলাদেশের অবস্হান
বিশ্বে কততম ?
— ১২০ তম।
• শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি ?
— তুরস্ক ।
• কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী হয়েছে ?
— সিরিয়া ।
• বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজের নাম কী ?
— USS GERALD R FORD । যুক্তরাষ্ট্র ।
• ৪ জুলাই ২০১৭ উত্তর কোরিয়া প্রথমবারের মতো
সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ।
ক্ষেপণাস্ত্রটির নাম কী?
— হোয়াসং – ১৪ ।
• বর্তমানে স্বল্পোন্নত দেশ ( LDC ) কতটি ?
— ৪৭ টি ।
• সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?
— দক্ষিণ সুদান ।
• সম্প্রতি কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল
দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?
— নিরক্ষীয় গিনি ।
• বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ?
— চীন ।
• বিশ্বে জনসংখ্যায় সর্বনিম্ন দেশ কোনটি ?
— ভ্যাটিকান সিটি ।
• জনসংখ্যার ঘনত্বে ( প্রতি বর্গ কিমি ) শীর্ষ দেশ কোনটি ?
— মোনাকো ।
• ৭০ তম কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি ?
— দ্যা স্কয়ার ।
• জাপানের পরবর্তী সম্রাটের নাম কি ?
— প্রিন্স নারুহিতো । বর্তমান সম্রাট — সম্রাট আকিহিতো ।
• মুসলমান অধ্যুষিত মারায়ি অঞ্চল কোথায় অবস্হিত ?
— ফিলিপাইন ।
• কোন গ্রন্হের জন্য ডেভিড গ্রসম্যান ২০১৭ সালে ম্যান বুকার ইন্টা. পুরস্কার লাভ করেন ?
— A Horse Walks Into a Bar ।
• বিশ্বের বৃহত্তম সামারিক বাহিনীর দেশ
— চীন ।
• বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সামারিক ঘাঁটি রয়েছে
— ৬৩ টি দেশে (মোট প্রায় ৮০০ টি)
• বিশ্বে পরমাণু সাবমেরিনের অধিকারী দেশ
— ৬টি (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন,ব্রিটেন ও ভারত) ।
• পৃথিবীর সবচেয়ে বেশী মুদ্রাস্ফীতির দেশ
–জিম্বাবুয়ে ।
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন ?
— সৌদিআরব ।
• গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তথ্য মতে বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি ?
— কাতার । গরীব দেশ — মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র । বিশ্বের ১৮৯ টি ধনী দেশের মধ্যে বাংলাদেশের অবস্হান ১৪৩ তম ।
• • কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী দেশ কয়টি ?
— ০৭ টি । দেশসমূহ হল — সৌদি আরব , বাহরাইন , মিসর , সংযুক্ত আরব আমিরাত ,ইয়েমেন , লিবিয়া ও মালদ্বীপ ।
• সম্প্রতি কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ থেকে সরে দাঁড়ায় ?
— যুক্তরাষ্ট্র । ০১ জুন , ২০১৭ সালে ।
• সম্প্রতি যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কয়জন ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন ?
— ০৩ জন নারী । টিউলিপ রেজওয়ানা সিদ্দিক , রুশনারা আলী ও রূপা হক । ০৩ জনই লেবার পার্টির সদস্য ।