এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ৬ মে।
SSC 2018 result is expected to publish on 06 May,2018.
পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ: ৬ মে ২০১৮
মোট অংশগ্রহনকারী পরীক্ষার্থী: ২০,৩১,৮৯৯ জন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান এর গত ১৮ই এপ্রিলের বক্তব্য অনুসারে ৬ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন এরপর ২০১৮ সালের এসএসসি ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বপন কুমার সরকার জানান, আগামী ৩ থেকে ৭ মের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ লা ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে বারের এসএসসি ও সমমানের তত্ত্বীয় এবং ব্যবহারিক পরীক্ষা হয়।
সূত্র – পত্রিকা
এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষররোল নম্বরপাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএমএস পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর রোল নম্বর পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর রোল নম্বর পাশের বছর
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ
SSC Tec 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
অনলাইনে এসএসসি পরীক্ষার ফলাফল দেখুনঃ