বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ১২৬৫৩ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ভর্তি পরীক্ষায় ৭৩ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ভর্তি পরীক্ষায় ১২৬৫৩ জনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ভর্তি পরীক্ষায় ৭৩ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেধা তলিকায় মোট ১২৩০ জনের মধ্যে ৭১৭ জন ছাত্র এবং ৫১৩ জন ছাত্রী রয়েছেন। অপেক্ষমাণ তালিকায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২২৯ জন। মেধা তালিকায় সর্বোচ্চ স্কোর ১৮৬.২৫ এবং সর্বনিম্ন স্কোর ১৫১.২৫।
মেধা ও অপেক্ষমাণ তালিকাভুক্ত প্রার্থীদের আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও নিজেদের তথ্য প্রদান করতে হবে।
১৮ নভেম্বর কোটায় নির্বাচিত প্রার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে প্রয়োজনীয় মূল সনদপত্রসহ স্ব-শরীরে হাজির হয়ে তথ্য দিতে হবে।
মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।
Bangladesh Agricultural University (BAU) admission result 2018-19
ফলাফল দেখুন নিচেঃ