বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৫

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এর অধীন প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৫
Administrative Officer under the Ministry of Civil Aviation and Tourism recruitment exam question and answer – 2005

পরীক্ষার তারিখঃ ১৫.০৪.২০০৫
Exam held on: 15/04/2005

বাংলা অংশ 
১. ভাষার মূল উপাদান হচ্ছে-

ধ্বনি

শব্দ

পদ

বাক্য

২. কোনটি চলিত রুপ –

তুলা

তুলি

তুলো

তুলী

৩. আপন ভালো সবাই চায় – এখানে ‘ভালো’ কোন পদ?

বিশেষ্য

বিশেষণ

সর্বনাম

অব্যয়

৪. দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছে-

সৈয়দ হামজা

সৈয়দ সুলতান

সৈয়দ এমদাদ আলী

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

৫. কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়?

নি, অব, দুর, অপি

অপ, নির, সু , আ

আব, স, না , কার

উৎ , বি, অভি, পরা

৬. ‘কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ’- বাক্যের সংক্ষিপ্ত রুপ?

কর্মী

কর্মনিষ্ঠ

কর্মোদ্যোমী

কর্মঠ

৭. ‘নদী ও নারী ‘ গ্রন্থের লেখক কে?

কাজী আব্দুল ওদুদ

রোকেয়া সাখাওয়াত হোসেন

হুমায়ুন কবির

হাসানা আজিজুল হক

৮. কোনগুলো তদ্ভদ শব্দ?

চাঁদ , মাথা, সাপ

প্রণাম, গৃহিনী , ঔষধ

গেরাম , গিন্নী, নেমন্তন্ন

লুঙ্গি, লিচু , পাতা

৯. There is no rose but thorn. – এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে-

সেখানে কোনো গোলাপ নেই কিন্তু কাঁটা নেই

কাঁটা আছে গোলাপ নেই

গোলাপের কাঁটা থাকে না

দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ?

১০. ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?

আরবি ও ফারসি

বাংলা ও ফারসি

আরবি ও বাংলা

বাংলা ও পর্তুগীজ

 

১১. কোনটি ঠিক?

তরঙ্গভঙ্গ (গপ্ল)

কালের কলস (উপন্যাস)

শাশ্বত বঙ্গ (উপন্যাস)

সিন্ধু হিন্দোল (কাব্য )

১২. ‘হলদে পরীর দেশ’ কোন জাতীয় রচনা?

আত্মজীবনী

ভ্রমন কাহিনী

জীবনী

‌রম্য রচনা

১৩. ‘সংস্কৃতি-কথা’ -এর লেখক কে?

কাজী মোতাহার হোসেন

মোতাহের হোসেন চৌধুরী

আবুল ফজল

আবুল মনসুর আহমদ

১৪. ‘বাংলার স্কট’ -বলা হয়?

রাম রাম বসুকে

মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে

চন্ডীচরণ

বঙ্কিমচন্দ্র

১৫. শুদ্ধ বানান কোনটি?

সুধিগণ

সুধিগন

সুধীগণ

সুধীগন

১৬. ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল –

শিখা

তত্ত্ববোধিনী

বর্ঙ্গদর্শন

সবুজপত্র

১৭. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা হচ্ছে-

দিগদর্শন

সমাচার দর্পণ

সংবাদ প্রভাকর

কল্লোল

১৮. ‘আমি ভরা তরী করি-।’ শূণ্যস্থান কোনটি বসবে?

উদ্ধার

নিমজ্জিত

রক্ষা

ভরাডুবি

১৯. ‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে –

উৎপল

মৃদুল

কান্তি

অহন

২০. মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?

নেকড়ে অরণ্য

হাঙ্গর নদী গ্র্রেনেড

বাসন

নিজ বাসভূমি

ইংরেজী অংশ  

1. What is the synonym of ‘ lunatic’?

Same

Mad

Hap

Plain

2. ‘Hard for’ means-

better of

well-placed

rich

with insufficient money

3. ‘Make for’means-

make something for somebody

go somewhere

decide to go a place

stare quickly to a particular direction

4. ‘End in smoke ‘ means-

to be burnt

to be reduced to ashes

to lead to the fire

end in nothing

5. Choose the correct active voice form of the following sentence- Why was such a letter written by your brother ?

Why had your brother written such a letter ?

Why has your brother written such a letter ?

Why did your brother written such a letter ?

Why such letter your brother at all wrote?

6. Will you please clear — all this rubbish? supply the missing word.

out

away

for

on

7. why are you hesitating . it is an open-

event

incident

quarrel

secret

8. The children were entrusted — the care of there uncle.

on

with

for

to

9. ‘At daggers drawn’ means-

to be in a state of friendship

to be in a state of uneasiness

to be in a state of uneasiness

to be in state of hostility

10. ‘Cut to the quick ‘ means-

to cut into two pieces

to cut quickly

to cut at a reasonable speed

to hurt intensely

 

11. Which is the correct proverb?

Hunger is the best of all the sauces

Hunger is the best sauce

There is no other hunger better than a sauce

Hunger is much more a sauce of choice than hunger

12. Tell me — that.

whom told you

that told you

who told you

told you

13. She is beautiful but she is — her mother.

most beautiful

less beautiful

as beautiful

not so beautiful as

14. Three -fourths of the work — finished.

have been

had

has been

were

15. ‘Razzmatazz’ means-

A musical instrument

A well-planned porgramme

A noisy activity

A musical activity

16. Choose the appropriate meaning of the idiom ‘Swan song’ .

First work

Last work

Middle work

Early work

17. ‘Boot leg’ means to —

distribute

export

import

smuggle

18. ‘Hold water’ – means-

Keep water

Store water

Bear examination

Drink water

19. The antonym for ‘Recalcitrant’ —

Compliant

Passive

Indifferent

Careful

20. The synonym of the word ‘ dejection’ is —

joy

sadness

happiness

disease

গণিত অংশ  

১. একটি ট্রেন ঘন্টায় ৪৮ কিমি বেগে চলে ৩৬০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করলো।ট্রেনের দৈর্ঘ্য কত?

৪৪০ মিটার

৩২০ মিটার

২৮০ মিটার

৩৮০ মিটার

২. পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩ । চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ১৩ঃ ৫। বর্তমানে পিতার বয়স কত?

৪২ বছর

৫৬ বছর

৬৫ বছর

৪৭ বছর

৩. ক্রিকেট খেলায় বুলবুল , বাশার ও এনামুল সর্বমোট ২৮০ রান করলো। বুলবুল ও বাশারের রানের অনুপাত ২ঃ৩ হলে এরা প্রত্যেকে কে কত রান করে?

{৬০, ৯০,১২০}

{৮০, ১২০, ৮০}

{৯০, ১০০, ৯০}

{১০০, ৮০, ১০০}

৪. একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িতে থাকতে হয়। ঐ শ্রেণীতে ছাত্র সংখ্যা কত?

৫৫ জন

৭০ জন

৬০ জন

৬৫ জন

৫. ক, খ ও গ ১৮০০০ টাকা নিয়ে কারবার শুরু করলো। এতে ক-এর খ অপেক্ষা ২০০০ টাকা এবং খ-এর গ অপেক্ষা ২০০ টাকা বেশি আছে। কারবারে ১০৮০ টাকা লাভ হলে ক কত টাকা পাবে?

৩২৪ টাকা

৩১২ টাকা

৪৪৪ টাকা

৩৭২ টাকা

৬. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?

১৭ মিটার

১৯ মিটার

১৪ মিটার

১৬ মিটার

৭. যদি তেলের দাম ২৫% কমে যায় , তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণে বৃদ্ধি করা যাবে?

১৬ ২/৩%

২০%

২৫%

৩৩ ১/৩%

৮. ৫ টাকায় দুটি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে?

১০টি

৮টি

১২টি

৯টি

৯. বার্ষিক ৩ ১/৩ হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে আসলে ১৬২০ টাকা হবে?

৫ বছর

৬ বছর

৬ ১/২ বছর

৫ ১/২ বছর

১০. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ এর ক্ষেত্রেফল ২১৬ বর্গ মিটার হলে , এর পরিসীমা কত ?

৪৮ মিটার

৩০ মিটার

৬০ মিটার

৪২ মিটার

 

১১. একটি মোটর সাইকেল ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হয়ে?

৫৩,০০০

৫০,০০০

৫২,২০০

৫৫,০০০

১২. ৫০ জন পুরুষ ও মহিলার মধ্যে ১৭০ টাকা এমন ভাবে ভাগ করে দেয়া হয় যেন প্রত্যেক পুরুষ ৩.৫০ টাকা ও প্রত্যেক মহিলা ৩.২৫ টাকা পায় । পুরুষ ও মহিলার সংখ্যা নির্ণয় করুন।

M 16, W 34

M 17 , W 33

M 30, W20

M 18 , W 30

১৩. একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে ৫২৫ টাকা । যদি শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্বমূল্য নির্ণয় করুন।

S 176, p 349

S 178 , P 247

S 175 , P 350

S 175, P 349

সাধারণ জ্ঞান অংশ  
১. UNEP কবে প্রতিষ্ঠিত হয়?

১৯৪৫ সালে

১৯৫৫ সালে

১৯৬৫ সালে

১৯৬৫ সালে

২. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-

ঢাকাতে

নয়াদিল্লিতে

মালেতে

ইসলামাবাদে

৩. পাকিস্তান সর্বশেষ পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ১৯৯৮ সালের-

১১ মে

২৮ মে

২৯ মে

১০ জুলাই

৪. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়?

যুক্তরাষ্ট্র

জাপান

সৌদি আরব

যুক্তরাজ্য

৫. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?

জেনেভায়

ওয়াশিংটন

ভিয়েনায়

ব্রাসেলসে

৬. নিচের কোন দেশটি ক্যারাবিয়ান অঞ্চলে অবস্থিতি নয়?

কিউবা

গ্রানাডা

হাইতি

কানাডা

৭. মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল?

১৯৪৭ সালে

১৯৫২ সালে

১৯৫৩ সালে

এর কোনোটিই নয়

৮. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্রের নাম হচ্ছে-

তাজিকিস্তান

কাজাকিস্তান

উজবেকিস্তান

কিরগিজস্তান

৯. The United Nations University কোন শহরে অবস্থিত?

লন্ডন

ব্রাসেলস

নিউইয়র্ক

টোকিও

১০. মস্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আদমজী জুট মিলস্ কার নিকটে হস্তান্তর করা হয়েছে?

বেপজা

বিসিক

ডিসিডি

ডেসা

 

১১. বাংলাদেশের শীতলতম স্থান-

সিলেট

জকীগঞ্জ

শ্রীমঙ্গল

তেঁতুলিয়া

১২. জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর চালু হয়-

১৯৭৯ সালে

১৯৮০ সালে

১৯৮১ সালে

১৯৭৮ সালে

১৩. প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে –

চাঁপাইনবাবগঞ্জে

খাগড়াছড়িতে

রাঙামাটিতে

বান্দরবানে

১৪. বাংলাদেশের প্র্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র-

নয়ারহাট

বেতবুনিয়া

‌কালিয়াকৈর

বান্দরবানে

১৫. সংবিধান অনুযায়ী বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স-

২৫ বছর

৩০ বছর

‌৩৫ বছর

৪০ বছর

১৬. বর্তমানে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা –

৪০ টি

৫০ টি

৩০টি

এর কোনোটিই নয়

১৭. সংবিধানে কত নং অনুচ্ছেদে সরকারী কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে?

১৩৫ নং

১৩৭ নং

১৪৮ নং

১৫০ নং

১৮. মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর উত্তমের সংখ্যা –

৫০ জন

৬০ জন

৬৮ জন

৭৫ জন

১৯. কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়-

১৯৭৩ সনে

১৯৭৪ সনে

১৯৭৫ সনে

১৯৭৬ সনে

২০. বাংলাদেশে বৃহত্তম স্থল বন্দর –

হিলি

বাংলাবান্ধা

তামাবিল

বেনাপোল

 

২১. কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য –

১৫৫ কিমি

১৮ কিমি

২৫ কিমি

৩০ কিমি

২২. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা –

ধর্মপাল

রামপাল

শশাঙ্ক

এদের কেউ নন

২৩. ওডিআই ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে ?

জিম্বাবুয়ে

কেনিয়া

স্কটল্যান্ড

পাকিস্তান

২৪. বাংলাদেশে কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গিয়েছে ?

লালমাই

ময়নামতি

মহাস্থানগড়

নাটোর

২৫. বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?

১৯৭২ সালে

১৯৭৪ সালে

১৯৭৫ সালে

১৯৭৮ সালে

২৬. বাংলাদেশের মূল্য সংযোজন কর চালু করা হয়-

১৯৯১ সালে

১৯৯২ সালে

১৯৯৩ সালে

১৯৯৪ সালে

২৭. ভাষা আন্দোলনের সূত্রপাত হয় –

১৯৪৮ সালে

১৯৫০ সালে

১৯৫১ সালে

১৯৫২ সালে

২৮. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি –

হামিদুজ্জামান

মাইনুল হোসেন

আখতারুজ্জামান

বিবি রাসেল

২৯. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পূর্বনাম ছিল-

ময়নামতি বিহার

নাটোর বিহার

মহাস্থানগড় বিহার

সোমপুর বিহার

বিজ্ঞান  অংশ 
১. ‘অ্যাকোয়া রিজিয়া ‘ বলতে কি বোঝায়?

কনসেনট্রেটেড সালফিউরিক এসিড

কনসেনট্রেটেড নাইট্রিক এসিড

কনসেন্টেটেড হাইড্রোক্লোরিক এসিডি ও নাইট্রিক এসিডের মিশ্রণ

কনসেনট্রেটেড সালফিউরিক ও নাইট্রিক এসিডের মিশ্রণ

২. টুথ পেস্টের প্রধান উপাদান কি?

ভোজ্য তেল ও সোডা

ক্লোরাইড ও ক্লোরাফিল

সাবান ও পাউডার

সাবান ও জেলি

৩. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী গন্ধক যৌগের নাম কি?

হাইড্রোজেন সালফাইড

কার্বন-ডাই-সালফাইড

ক্যালসিয়াম সালফাইড

আয়রন সালফাইড

৪. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

কম হয়

বেশি হয়

একই হয়

খুব কম হয়

৫. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-

ক্রনমিটার

ওডোমিটার

ট্যাকোমিটার

ক্রেসগোগ্রাফ

৬. তড়িৎশক্তি শব্দশক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ?

অ্যামপ্লিফায়ার

জেনারেটর

লাউড স্পিকার

মাইক্রোফোন

৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-

৯.১২ মিনিট

৮.৩২ মিনিট

৭.৯৬ মিনিট

১০.৫৬ মিনিট

৮. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে?

ছায়াবৃত্ত

গুরু বৃত্ত

ঊষা

গোধূলি

৯. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

মেঘ উত্তম তাপ পরিবাহক

বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে

সূর্যোলোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে

মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে

১০. পাহাড়ের ওপর রান্না করতে সময় বেশি লাগে, কারণ-

পাহাড়ের ওপর বায়ুর চাপ বেশি

পাহাড়ের ওপর বায়ুর চাপ কম

পাহাড়ের ওপর বাতাস কম

পাহাড়ের ওপর তাপমাত্রা বেশি

 

১১. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?

গামা রশ্মি

অবলোহিত বিকিরণ

আলোক তরঙ্গ

মাইক্রোওয়েভ

১২. চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?

চাঁদে কোনো জীব নেই তাই

চাঁদে কোনো পানি নেই তাই

চাঁদে বায়ুমন্ডল নেই তাই

চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই

১৩. স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?

সাইট্রিক এসিড

নাইট্রিক এসিড

হাইড্রোক্লোরিক এসিড

টারটারিক এসিড

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!