গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (বেতার প্রকৌশল প্রশিক্ষণ) পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০৩

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (বেতার প্রকৌশল প্রশিক্ষণ)

 জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক (বেতার প্রকৌশল প্রশিক্ষণ) পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৩
Assistant Director (Radio Engineering Training) at National Institute of Mass Communication Recruitment Examination Question and Solution 2003 

ইংরেজী অংশ  
1. He deals in garments and Knows how to deal – the customers . (Pick the appropriate preposition)

in

with

over

for

2. The rebels were put — death.

in

to

for

on

3. which one is a synonym for ‘Prohibit’?

order

ban

support

protest

4. These days everybody complains — — pollution ( Select the appropriate preposition)

for

against

about

of

5. The man called the priest to — the ghost from his house. (Choose one which best completes the sentence)

expedite

exodus

exorcise

eradicate

6. ‘ তারা সাগরের কাছে এক কুটিরে বাস করত’ -বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ

They lived in a hut close the sea

The lived in a hut close with the sea

They lived in a hut close at the sea

They lived in a hut close by the sea

7. Fill in the blank He ran 10 Kilometers — stopping .

often

seldom

without

continuously

8. Select the right form of verb. We often — a victim of circumstances .

fallen

felt

did falt

fall

9. He did not let me — the guitar.

to play

play

playing

that I could play

10. Charles Dickens is a great–

poet

novelist

critic

dramatist

11. কোনটি Verbal Noun – এর উদাহরণ ?

Writing a good letter is difficult

Good letter writing is difficult

The writing of a good letter is difficult

It is very difficult to write a good letter

12. The expression ‘lingua franca’ means –

the common language

the first language

language of brothers

the French language

13. Instead of ‘read’ we can say-

go aside

go through

go upon

go about

14. Noun of the word ‘ unite ‘ is —

United

Uniform

Unification

Unity

15. Pick the correct sentence-

I forbade him not to go

I forbade him to going

I forbade him from going

I forbade him to go

16. Who wrote the book ‘Cancer Ward’ ?

Alexander Solzhenitsyn

Alexander pope

Boris Pastemak

Leo Tolstoy

17. I went to market with a view to — a book.

bought

buy

buying

being bought

18. ‘Cock and bull story’ means-

a fable

a tragedy

a false story

a wonderful story

19. Our flat is — the second floor of the building .

at

on

in

upon

20. ‘Protagonist’ indicates-

The villain in a play

The leading character of actor in a play

The clown in a play

The stage – director of a play

গণিত অংশ 

১. ‘10101’ বাইনারি সংখ্যাটির দশমিক মান কত?

২৩

২২

২১

১৯

২. ১ গ্যালন সমান কত লিটার ?

৩.৫

৪.৫৫

৩. ১৮০ মিটার লম্বা একটি ট্রেন প্লাটফরমে দাঁড়ানো এক লোককে ৬ সেকেন্ডে অতিক্রম করে । ঘন্টায় ট্রেনটির গতি কত?

১৮ কিমি.

৯ কিমি

১০৮ কিমি

১.৮ কিমি

৪. ১০ সেমি বাহুবিশিষ্ট কয়টি ছোট ঘনক ১ মিটার বাহুবিশিষ্ট একটি ঘনকের মধ্যে স্থাপন করা সম্ভব?

১০

১০০

১০০০

১০০০০

৫. x -এর মান একটি বেজোড় সংখ্যা হলে নিম্নের কোনটির মান জোড় সংখ্যা হবে?

2x+1

2x-1

2(x+1)

x-2

৬. পিতা ও দুই পুত্রের গড় বয়স ৩০ বছর । দু্ই পুত্রের বয়সের গড় ২০ বছর । পিতার বয়স কত?

২০ বছর

৩০ বছর

৪০ বছর

৫০ বছর

৭. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ১২ ও ৫ সেমি. হলে তার অতিভুজের মান কত?

১৭ সে.মি.

৬০ সে. মি.

২.৪ সে. মি.

১৩ সে. মি.

সাধারণ জ্ঞান  অংশ 
১. ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী খেকে?

নীল নদ

জাম্বেসী নদী

আমাজান নদী

সিন্ধু নদ

২. সার্ক সচিবালয় অবস্থিত কোথায়?

ঢাকা

দিল্লি

ইসলামাবাদ

কাঠমন্ডু

৩. ইঙ্গ – মার্কিন বাহিনী কবে ইরাক আক্রমণ করে?

২০ মার্চ , ২০০৩

১৭ মার্চ , ২০০৩

১৯ মার্চ , ২০০৩

২৫ মার্চ , ২০০৩

৪. রোমাঁ রোলাঁ ছিলেন –

চিত্রশিল্পী

দার্শনিক

সাহিত্যিক

যোদ্ধা

৫. ইংল্যান্ডর ‘ওভাল’ স্টেডিয়াম কোন খেলার সাথে সংশ্লিষ্ট?

ফুটবল

পোলো

হকি

ক্রিকেট

৬. আন্তর্জাতিক আণবিক কমিশনের সদর দপ্তর –

ব্রাসেলস

ভিয়েনা

জেনেভা

রোম

৭. রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?

যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য

জার্মানি

ফ্রান্স

৮. আইএল ও’র সদর দপ্তর কোথায়?

ব্যাঙ্কক

নিউইয়র্ক

জেনেভা

ব্রাসেলস

৯. কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয় ?

লাইবেরিয়া

মিশর

গায়ানা

কঙ্গো

১০. কোনটি আরব দেশ নয়?

ইরাক

ইরান

মরক্কো

মিশর

১১. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

৫ঃ৩

৬ঃ ৩

৮ঃ ৪

কোনোটিই নয়

১২. পূর্বাশা দ্বীপের অপর নাম –

মহেশখালী

ভোলা

হাতিয়া

দক্ষিণ তালপট্টি

১৩. ফরায়েজী আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?

তিতুমীর

সম্রাট আকবর

দুদু মিয়া

হাজী শরীয়তউল্লাহ

১৪. আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?

ঢাকা

চট্রগ্রাম

রাজশাহী

খুলনা

১৫. বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

১টি

২টি

৩টি

৪টি

১৬. বাংলাদেশ একটি-

প্রজাতন্ত্র

গণপ্রজাতন্ত্র

ইসলামী প্রজাতন্ত্র

গণতান্ত্রিক প্রজাতন্ত্র

১৭. বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব কার ওপর ন্যস্ত?

প্রেসিডেন্ট

প্রধান উপদেষ্টা

প্রধান নির্বাচন কমিশনার

পুলিশের ইনসপেক্টার জেনারেল

১৮. বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেন-

শাহজাদা আযম

সম্রাট আকবর

সুবেদার ইসলাম খান

ঈশা খান

১৯. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

১৬ ডিসেম্বর ১৯৭৩

১৬ ডিসেম্বর ১৯৭২

২৬ মার্চ ১৯৭২

১৭ এপ্রিল ১৯৭১

২০. পদ্মানদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলেছে?

গোয়ালন্দ

চাঁদপুর

ভৈরব

নরসিংদী

২১. ‘যাহা কষ্টে জয় করা যায় ‘–তাকে এক কথায় বলা হয়–

কষ্টার্জিত

দুর্জয়

অদম্য

পরিশ্রমলব্ধ

২২. ‘সোনালী কাবিন’ কাব্যের লেখক–

নির্মেলেন্দু গুণ

শামসুর রাহমান

আল মাহমুদ

মহাদেব সাহা

২৩. ‘সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে’ -বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ –

ভেঙে পড়া

বন্ধ হওয়া

স্থান্তরিত হওয়া

উন্নতি করা

২৪. এক কথায় প্রকাশ ‘যা পূর্বে ছিল এখন নেই’–

অভূতপূর্ব

অতীত

ভূতপূর্ব

ঐতিহাসিক

২৫. ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

পটল গাছ হতে পটল তোলা

পটল খাওয়া

পরীক্ষায় ফেল করা

মারা যাওয়া

২৬. মরুদ্যান শব্দের সন্ধি বিচ্ছেদ –

মরু +দ্যান

মরু + উদ্যান

মরু + উদ্যান

মরু + দ্যান

২৭. গিন্নী কোন শ্রেণীর শব্দ?

তৎসম

অর্ধ-তৎসম

বিদেশী

তদ্ভব

২৮. ‘রেখাচিত্র’ কার রচনা?

গোলাম মোস্তফা

আবুল ফজল

আবুল মনসুর আহমেদ

বদরুদ্দীন ওমর

২৯. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি —

কায়কোবাদ

রবীন্দ্রনাথ ঠাকুর

মাইকেল মধুসূদন দত্ত

আলাওল

৩০. পঞ্চনদ কোন সমাসের উদাহরণ?

বহুব্রাহি

অব্যয়ীভাব

দ্বিগু

ব্যতিহার বহুব্রীহি

৩১. মৃতের মত অবস্থা যার –

মূমূর্ষু

মুমূর্ষু

মূমুর্ষু

মৃতবৎ

৩২. ‘চিলেকোঠার সেপাই’- এর রচয়িতা –

আলাউদ্দিন আল – আজাদ

আখতারুজ্জামান ইলিয়াস

মইনুল আহসান সাবের

হুমায়ূন আহমেদ

৩৩. ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত?

খ +ষ

ম + হ

ক +স

ক +ষ

৩৪. তক্ষক শব্দের অর্থ –

চোর

কাঠুরে

প্রবঞ্চক

ছুতার

৩৫. ‘বিপদে মোরে রক্ষা কর’ ‘বিপদে’ কোন কারক?

অধিকরণে ২য়া

অপাদানে ২ য়া

অপাদানে ৭ মী

কর্মে ৭ মী

৩৬. সন্ধি বিচ্ছেদ কি হবে?

পরী + ঈক্ষা

পরি + ইক্ষা

পরি + ঈক্ষা

পর +ঈক্ষা

৩৭. জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম –

রুপসী বাংলা

সোনার তরী

ছাড় পত্র

সারা দুপুর

৩৮. যে উপকারীর অপকার করে তাকে বলা হয়-

কৃতজ্ঞহীন

অকৃতজ্ঞ

কৃতঘ্ন

অপকারী

৩৯. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-

সন্ধি

প্রত্যয়

সমাস

পুরুষ

৪০. ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থের লেখিকার নাম কি?

রোমেনা আফাজ

রিজিয়া রহমান

নীলিমা ইব্রাহিম

রোকেয়া সাখাওয়াৎ হোসেন

বিজ্ঞান অংশ 

১. ইস্পাতে কার্বণের শতকরা পরিমাণ–

০.১৫-১.৫%

৫.৫ -৬.৫%

১০-১২.৫%

২৪%

২. কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান–

Apple

Epson

IBM

Microsoft

৩. কোনটির গতি বেশি?

DTL

TTL

ECL

CMOS

৪. IC উদ্ভাবন করেন —

জে এস কেলবি

রবার্ট হুক

আবাকাস

শূণ্য পোলার

৫. সাধারণত ট্রানজিস্টারের কাজ–

একমুখীকরণ

বিবর্ধক হিসেবে ব্যবহার

ফিল্টারিং

স্পন্দক হিসেবে

৬. একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে অন্তগামী কম্পাংক ৫০ হার্জ হলে বহির্গামী কম্পাংক হবে–

২৫ হার্জ

৫০ হার্জ

১০০ হার্জ

২০০ হার্জ

৭. ২০ ওহম রোধবিশিষ্ট একটি তড়িদ্বার হতে সর্বোচ্চ ক্ষমতা স্থানান্তর ঘটে যখন তার ভার

১০ ওহম

২০ ওহম

১ ওহম

১০০ ওহম

৮. যে ‘কণা ত্বরক ‘ তড়িৎ চৌম্বক আবেশ ব্যবহার করে , তার নাম–

সাইক্লোট্রেন

ভ্যান ডে গ্রাফা জেনারেটর

বিউট্রান

সিনকো নাইক্লোট

৯. মানুষের রক্তের পি এইচ কত?

৭.০

৭.২

৭.৪

৭.৬

১০. কম্পিউটার ভাইরাস হলো –

এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্ট সার্কিট

কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা

কম্পিউটারের কোনো যন্ত্রাংশে সার্কিট ঢিলা হওয়া

১১. দুধের বিশুদ্ধতা পরিমাপের যন্ত্র —

হাইড্রোমিটার

অলটিমিটার

গ্যালভানো মিটার

ল্যাকটোমিটার

১২. ও এস সি মডেলে স্তর কয়টি?

৪টি

৫টি

৬টি

৭টি

১৩. সময়ের পরিমাপে কোনটি সবচেয়ে বড় ?

ন্যানোসেকেন্ড

মাইক্রোসেকেন্ড

পিকোসেকেন্ড

মিলিসেকেন্ড

১৪. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?

বেল ল্যাব

আইবি এম

মাইক্রোসফট

ইন্টেল

১৫. ক্যাপাসিটরের প্রধান কাজ কি?

বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান

বিদ্যুৎ প্রবাহে সহায়তা করা

তাপ ক্ষয় করা

শক্তি সংরক্ষণ করা

১৬. ১ ঘন মিটার পানির ভর হবে-

১ কেজি

১০ কেজি

১০০ কেজি

১০০০ কেজি

১৭. রাডারে ব্যবহৃত হয়–

মাইক্রো তরঙ্গ

আলোক তরঙ্গ

রঞ্জন রশ্মি

গামা রশ্মি

১৮. ট্রানজিস্টর উদ্ভাবিত হয়-

১৯৪৮ সালে

১৯৫০ সালে

১৯৫২ সালে

১৯৫৪ সালে

১৯. পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-

লোহা

তামা

সিসা

গ্রাফাইট

২০. মানুষের চোখের মধ্যেকার লেন্সের আকৃতি-

উত্তল

অবতল

দ্বি উত্তল

দ্বি অবতল

২১. অভিকর্ষ হলো বস্তুর ওপর-

ঊর্ধ্বমুখী বল

নিম্নমুখী বল

কেন্দ্রমুখী বল

সবগুলো

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!