বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১।
Bangladesh Bank Assistant Director (AD) Exam Question and Solution 2021.
পদের নামঃ সহকারী পরিচালক
পরীক্ষাঃ ১২ নভেম্বর ২০২১
বাংলা অংশের সমাধানঃ
১. নয়ন শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
উত্তরঃ √নী+অনট [ √ চিহ্ন ক অপশনে না থাকলেও উত্তর ক মানে নী+অনট হবে।
২. অনুধাবন সমস্তপদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পশ্চাৎ
৩. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
উত্তরঃ ৭মী (সপ্তমী বিভক্তি)
৪. নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ?
উত্তরঃ ং, :
৫. নিচের কোন বানানটি সঠিক?
উত্তরঃ জিগীষা [জিগীষা অর্থ জয়ের ইচ্ছা]
৬. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার?
উত্তরঃ ৩ প্রকার [কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা, কর্ম-কর্তৃবাচ্যের কর্তা]
৭. ‘টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছে’- এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ সন্মান
৮. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
উত্তরঃ শ্বশান [সঠিক শশ্মান]
৯. ‘চকোলেট’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
উত্তরঃ মেক্সিকান
১০. ‘সুতি কাপড় অনেক দিন টিকে’ কোন বাচ্য?
উত্তরঃ কর্মকর্তৃবাচ্য
১১. ‘এদেশের বুকে আঠারো আসুক নেমে’। – কোন বৈশিষ্টের কারণে কবি আঠারো প্রত্যাশা করেছেন?
উত্তরঃ i, ii, iii, iv
১২. সনেটের বৈশিষ্ট্য-
উত্তরঃ i, ii [চৌদ্দ চরণ বিশিষ্ট, প্রতি চরণে চৌদ্দ মাত্রা]
১৩. “মিছা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর”। -এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়ে ধরা দিয়েছে?
উত্তরঃ কপোতাক্ষ নদ
১৪. “আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশণ ভাঙব না। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে।” উক্তিগুলো কার রচিত?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৫. ব্রহ্মপুত্র শব্দে ‘হ্ম’ যুক্তবর্ণের কোন কোন বর্ণ রয়েছে?
উত্তরঃ হ, ম
১৬. ‘ক’ বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি?
উত্তরঃ জিহবামূল
১৭. কোনটি ‘পরপদ’ প্রধান সমাস?
উত্তরঃ কর্মধারয়
১৮. ‘লাজুক’ কোন ধরনের শব্দ?
উত্তরঃ যৌগিক
১৯. ‘শশাঙ্ক’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ চাঁদ
২০. ‘আশীবিষ’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
উত্তরঃ ব্যাধিকরণ বহুব্রীহি [পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। এখানে আশী (সাপ) ও বিষ উভয় বিশেষ্য।]
সাধারণ জ্ঞান ও আইসিটি অংশের সমাধানঃ
৭১. Technology used to provide internet by transmitting data over wires of the telephone network is?
উত্তরঃ DSL [Digital Subscriber Line (DSL) ]
৭২. ‘INI’ extension refers usually to what kind of file?
উত্তরঃ System file
৭৩. What function key does F3 stand for in most computers?
উত্তরঃ Find
৭৪. User developed instructions for Excel are called?
উত্তরঃ Macros
৭৫. Chips are made up of millions of tiny parts/ switches known as?
উত্তরঃ Transistors
৭৬. The ASCII code of ‘C’ is?
উত্তরঃ 67
৭৭. Which key can be used to display the save-as box in MS word?
উত্তরঃ F12
৭৮. Which of the following is not an internet search engine?
উত্তরঃ Windows [Windows is an operating system]
৭৯. Firmware is held in?
উত্তরঃ ROM
৮০. Which one of the following is an extension of the Video file format in computer?
উত্তরঃ mpg [MPEG]
৮১. What is the capital of Estonia?
উত্তরঃ Tallinn
৮২. Which of the following is not a central bank?
উত্তরঃ State Bank of India
৮৩. Broadcasting rights of BCB for the next 2 years is given to?
উত্তরঃ Ban Tech [May 18, 2021, to October 5, 2023]
৮৪. Which country has introduced a new currency with six fewer zeros recently?
উত্তরঃ Venezuela [Venezuela on October 1, 2021, introduced a new currency with six fewer zeros]
৮৫. Manat is the currency of which country?
উত্তরঃ Azerbaijan
৮৬. Mexico is a member of which of the following regional agreement?
উত্তরঃ NAFTA [North American Free Trade Agreement]
৮৭. Which African country first recognized Bangladesh after the liberation war?
উত্তরঃ Senegal [1 February 1972]
৮৮. Suez Canal is owned by which country? উত্তরঃ Egypt [মিশর]
৮৯. Which of the following is not a function of the central bank of Bangladesh?
উত্তরঃ Formulating fiscal policy
৯০. Who won the Nobel Prize 2021 in Economics?
উত্তরঃ David Card [Nobel Prize 2021 in Economics won by David Card, Joshua Angrist and Guido Imbens]
৯১. Which of the following organization is responsible for certifying quality standards of goods produced in Bangladesh?
উত্তরঃ BSTI [BSTI = Bangladesh Standards & Testing Institution]
৯২. What does GSP stand for?
উত্তরঃ Generalized System of Preferences
৯৩. Where will the next FIFA World Cup take place?
উত্তরঃ Qatar [2022]
৯৪. How many European Union member countries have adopted Euro as their official currency? উত্তরঃ 19
৯৫. According to the latest BBS data, the per capita income of Bangladesh is? উত্তরঃ 2554
৯৬. Who is the current foreign minister of Germany?
উত্তরঃ Heiko Maas
৯৭. Government of a country usually gives which of the following incentive to promote the agriculture sector of a country?
উত্তরঃ subsidy
৯৮. What is the size of the national budget of Bangladesh for the FY 2021-2022?
উত্তরঃ Tk 603,681 crore
৯৯. Which of the following stock markets is located at the New York City?
উত্তরঃ NASDAQ
১০০. Value Added Tax (VAT) is an example of what type of tax?
উত্তরঃ Indirect Tax