বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১।
Bangladesh Bureau of Statistics (BBS) Statistical Assistant Exam Question and Solution.
Exam Date: 05 November 2021
বাংলা অংশের সমাধানঃ
১। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? উত্তরঃ পিশাচ˃ পিচাশ
ব্যাখ্যাঃ শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি অদলবদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন, বাসক্˃ বাকস, রিকসা˃ রিসকা, পিশাচ˃ পিচাশ, লাফ˃ ফাল
২। ‘বিদ্ধজ্জন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ বিদ্বৎ+জন
৩। কোনটি গ্রিক শব্দ নয়? উত্তরঃ ডেঙ্গু ( কোণ, কেন্দ্র, দাম শব্দগুলো গ্রিক থেকে বাংলা এসেছে)
৪. কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ? উত্তরঃ হাতে হাতে
৫. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তরঃ দ্বন্দ্ব সমাস (দ্বন্দ্ব সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে। যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। )
৬. নিচের কোনটি তৎসম উপসর্গ অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাঁটি বাংলা উপসর্গ অন্তর্ভুক্ত? উত্তরঃ স
৭. “চিন্তা করো না, কালই আসছি”-বাক্যটি কোন বাক্যের? উত্তরঃ ঘটমান বর্তমান কাল
৮. “মেঘে বৃষ্টি হয়” – কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে সপ্তমী
৯. নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? উত্তরঃ অভিপ্রায়
১০. “নিখাদ” অর্থে “কাঁচা” শব্দের ব্যবহার কোনটি? উত্তরঃ কাঁচা সোনা
১১. ‘গৃধ্র’ শব্দের অর্থ কি? উত্তরঃ শকুন
১২. নিচের কোন বানান শুদ্ধ? উত্তরঃ চূর্ণবিচূর্ণ
১৩. শব্দের দ্বিরুক্তি কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার
১৪. নিচের কোনটি তৎসম শব্দ নয়? উত্তরঃ ঢাক
১৫. উপদেশাত্মক অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি? উত্তরঃ মানুষ হও
১৬. “সুচয়নী” কোন ধরনের গ্রন্থ? উত্তরঃ কবিতা সংকলন
১৭. “তত্ত্ববোধিনী” পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৮৪৩ (১ ভাদ্র, ১৭৬৫ শক) অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮. “খেউর গাওয়া” বাগধারা অর্থ কি? উত্তরঃ গালাগালি করা
১৯. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন? উত্তরঃ ১৯৪৭
২০. নিচের কোনটি “কুহুক” সমার্থক শব্দ নয়? উত্তরঃ বচন
ইংরেজি অংশের সমাধানঃ
২১. ‘Didactic’ Means- উত্তরঃ Educational
২২. Which is the right spelling- উত্তরঃ Extravagant
২৩. What is the synonym of ‘Ascctic’? উত্তরঃ Austere
২৪. Her speech was___, eliciting thunderous applause. উত্তরঃ well-received
২৫. Which sentence is correct? উত্তরঃ Please refer to page 20.
২৬. The articles___ the magazine publishes are very scholarly. উত্তরঃ none of these
২৭. Antonym of the word ‘Bellicose’ is? উত্তরঃ Pacific
২৮.Endure: Survivor (Analogy): উত্তরঃ compete: rival
২৯. Which word is spelled correctly? উত্তরঃ counterfeit
৩০. Which one is an irregular verb? উত্তরঃ bear
৩১. Types of adverb clause? উত্তরঃ 8
৩২. Which one is an example of Optative? উত্তরঃ May you live long.
৩৩. Types of case? উত্তরঃ 3
৩৪. Which one is an example of a Factitive object? উত্তরঃ We made him captain.
৩৫. Which one is correctly spelled? উত্তরঃ predicament
৩৬. Which sentence is correct? উত্তরঃ He is poorer of the two.
৩৭. Which underlined word is wrong in the following sentence?
The same other beans. Limes are seeds that grown in pods. উত্তরঃ grown in
৩৮. Which word is wrongly spelled? উত্তরঃ moreine [moraine]
৩৯. Which of the sentence is correct? উত্তরঃ I had better not be late.
৪০. Which one is the correct Translation? উত্তরঃ Modesty is embellishment of greatness.
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৪১. বিচারকদের চাকরির বয়স ৬৭ বছর বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? উত্তরঃ ৯৬ (১)
৪২. সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কে রাশিয়া ভ্রমণ করেন? উত্তরঃ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক
৪৩. সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? উত্তরঃ আফগানিস্তান
৪৪. টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর দ্বিতীয় সেমিফাইনাল কবে অনুষ্ঠিত হবে? উত্তরঃ ১১ নভেম্বর
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে নিচের Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
৪৫. দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রাক্কলন ও প্রকাশ করে? উত্তরঃ বিবিএস
৪৬. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অতিসম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? উত্তর: গ্লাসগো ,স্কটল্যান্ড
৪৭. সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রীর মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন ? উত্তরঃ ১.৫ ডিগ্রি সেলসিয়াস
৪৮. বাংলাদেশের করোনাভাইরাস এর প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয়- উত্তরঃ ১৮ই মার্চ ২০২১
৪৯. আসামীর হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেয়ার সাম্প্রতিক নির্দেশটি দিয়েছেন? উত্তরঃ আপিল বিভাগ
৫০. সম্প্রতি শাহ আমানত নামক ফেরিডুবি ঘটে- উত্তরঃ পাটুরিয়া ৫ নং ঘাটে
৫১. বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়? উত্তরঃ ৪০ ভাগ
৫২. প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের বয়সসীমা সর্বোচ্চ কত? উত্তরঃ
৫৩. চিকিৎসা বিজ্ঞানের মতে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত ডিবি?
৫৪. বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মধ্য দিয়ে কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ কারী দেশের তালিকায় যুক্ত হয় ? উত্তরঃ ৫৭ তম দেশ
৫৫. উইং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? উত্তরঃ ৬
৫৬. বিখ্যাত চিত্রকর্ম- তিন কন্যা এর শিল্পী কে? উত্তরঃ শিল্পী কামরুল হাসান
৫৭. ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তরঃ ইনকিউবেটর
৫৮. বাংলাদেশের কোন বয়স গ্রুপের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান শুরু হয়েছে? উত্তরঃ ১২-১৭
৫৯. “Paris Agreement” কোন ধরনের চুক্তি? উত্তরঃ জলবায়ু সংক্রান্ত
৬০. “ঘুমধুম” সীমান্ত কোন বিভাগে অবস্থিত? উত্তরঃ চট্টগ্রাম ( নাইক্ষ্যংছড়ি, বান্দরবান)
গণিত অংশের সমাধানঃ
৬১. 2A=3B, 2B=5C এবং 3C=4D হলে A:B:C:D= কত? উত্তরঃ 4:6:15:20
৬২. রোমান সংখ্যা MCCLXXXIV এর মান কত? উত্তরঃ ১২৮৪
৬৩. যদি ১০ জন লোকের ১০ বিঘা জমির ধান কাটতে ১০ দিন লাগে তবে. ১ জন লোকের ১ বিঘা জমির ধান কাটতে কত দিন লাগবে? উত্তরঃ ১০ দিন
৬৪. ৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? উত্তরঃ ৮ সে.মি
৬৫. একটি সুষম পেন্টাগনের প্রতিটি অন্ত:কোণের মান কত? উত্তরঃ ১০৮ ডিগ্রি
৬৬. B এর মান কত হলে 16a2-ab+49 রাশিটি পূর্ণবর্গ হবে? উত্তরঃ 56
৬৭. বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৮০ ডিগ্রি হলে তার বিপরীত কোণের মান কত? উত্তরঃ ১০০ ডিগ্রি
৬৮. দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত? উত্তরঃ ২ঃ১
৬৯. ১১টি সংখ্যার যোগফল ৩৯৬। তাদের প্রথম ৬টি সংখ্যার গড় ২৮.৫ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৪৩.৫ হলে, ষষ্ঠ সংখ্যাটি কত? উত্তর: ৩৬
৭০. কোন স্কুলের ছাত্রদেরকে ৫,৮,১২ ও ২০ জনের সারিতে দাঁড় করালে প্রতিবারেই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? উত্তর: ১২৪
৭১. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি কত? উত্তর: ১৮, ১৯
৭২. কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে? উত্তর: ২৫/৪২
৭৩. A ও B দুটি সংখ্যা। এর ৫% এবং B এর ৪% এর যোগফল,A এর ৬% ও B এর ৮% এর যোগফলের ২৩অংশ হলে, A ও B এর অনুপাত কত? উত্তর: ৪ঃ৩
৭৪. ২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান হবে? উত্তর: ১%
৭৫. a + b + c = 21 এবং ab + bC + ca = 143 হলে, a² + b² + c² এর মান কত? উত্তর: 155
৭৬. P = a×b, a ও b উভয়কে ১০% বৃদ্ধি করা হলে, এর মান কত বৃদ্ধি পাবে? উত্তর: ২১%
৭৭. ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। ট্রেনটি ২১ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? উত্তর: ১৮০ মিটার
৭৮. পিতা ও পুত্রের বয়সের অনপাত ৫:৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২:১ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত? উত্তর: ৩ঃ২
৭৯. ১০ লিটার চিনির শরবতে ২৫% চিনি আছে। আরেকটি শরবতের মিশ্রণে ১০% চিনি আছে। দ্বিতীয় মিশ্রণের কত লিটার প্রথম মিশ্রণে মেশালে তাতে চিনির পরিমাণ ২০% হবে? উত্তর: ৫ লিটার
৮০. 3=√3এবং 4=√4 হলে, (√6)²= কত? উত্তর: 36