বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্য
Bangladesh member of Different International Organizations
বিসিএস সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারন জ্ঞান অংশের আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্ন ও উত্তর
১। প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?(In which year Bangladesh was elected as the president of UN General Assembly?)
ক. 1972
খ. 1975
গ. 1986
ঘ. 2000
২। প্রশ্নঃ কোন দেশে বাংলাদেশের দূতাবাস নেই ?
ক. Bhutan
খ. Maldives
গ. Sri Lanka
ঘ. Myanmar
ঙ. Nepal
৩। প্রশ্নঃ বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই –
ক. ইসরাইল
খ. তাইওয়ান
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. হাইতি
৪। প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে গমন করেন –
ক. ২৮ অক্টোবর ২০০৮
খ. ২৯ অক্টোবর ২০০৮
গ. ৩১ অক্টোবর ২০০৮
ঘ. ১ নভেম্বর ২০০৮
৫। প্রশ্নঃ সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
ক. মালদ্বীপ
খ. শ্রীলংকা
গ. নেপাল
ঘ. ভুটান
৬। প্রশ্নঃ বাংলাদেশ কোন জোটের সদস্য নয় ?
ক. সার্ক
খ. জি-৮
গ. ডি-৮
ঘ. ন্যাম
৭। প্রশ্নঃ বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয় ?
ক. IMF
খ. OIC
গ. NAM
ঘ. ASEAN
৮। প্রশ্নঃ কোন আরব দেশ সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক. ইরাক
খ. মিশর
গ. কুয়েত
ঘ. জর্ডান
৯। প্রশ্নঃ বাংলাদেশে নিযুক্ত ১৪ টি দাতা দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারের সংগঠনের নাম –
ক. গ্রুপ ফোরটিন
খ. ককাস
গ. টুয়েসডে গ্রুপ
ঘ. ওয়ার্ল্ডকম
১০। প্রশ্নঃ যে কারণে বাংলাদেশের সেনাবাহিনীর বিশ্বে সুনাম অর্জন করেছে –
ক. সামরিক অভ্যুত্থান
খ. আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রম
গ. স্থলমাইন উদ্ধার
ঘ. মানবকল্যাণ কার্যক্রম
উত্তরঃ খ