বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮
Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) Job Exam Question and Answer 2018
বাংলা প্রশ্ন সমাধান ঃ
২১. বাংলা ভাষায় রচিত ১ম নাটক– ভদ্রার্জুন।
২২. “Subconscious” এর পরিভাষা– অবচেতন।
২৩. ঘটিরাম বাগধারার অর্থ– অপদার্থ।
২৪. ভাষা আন্দোলনের উপর রচিত উপন্যাস– আরেক ফাল্গুন।
২৫. শুদ্ধ বাক্য– গনিত খুবই জটিল।
২৬. “পাকা ” কথাটি স্থায়ী অর্থে ব্যবহৃত হয়েছে– পাকা রঙ।
২৭. “কাদম্বিনী” যে গল্পের চরিত্র– কোনটি নয় ( জীবন্মৃত)
২৮. হাতের তৈরি– করণে ষষ্ঠী।
২৯. বাংলা উপসর্গ– ২১ টি।
৩০. “পরশুরাম ” যার ছদ্মনাম– রাজশেখর বসু।
৩১. “বনস্পতি” এর সন্ধি বিচ্ছেদ– বন্+ পতি।
৩২. “কন্যা” শব্দের সমার্থক– আত্মজা।
৩৩. ” দেশে বিদেশে” একটি– ভ্রমণ কাহিনী।
৩৪. নীর অর্থ– জল।
৩৫. চক্ষুর সম্মুখে সংঘটিত– চাক্ষুষ।
General Knowledge এবং ICT Solution ;
56. Switzerland এর রাজধানী– Bern.
57. সিপাহী মুস্তফা কামালের জন্ম– ভোলা।
58. ECNEC প্রতিষ্ঠিত হয়– 1972 সালে।
59. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ১ম এশিয়ান– ব্রজেন দাস।
60. মনপুরা দ্বীপ অবস্থিত– ভোলা।
61. BSCIC প্রতিষ্ঠিত হয়– 1957 সালে
62. বৃহত্তম স্থল বন্দর– বেনাপোল।
63. পুণ্ড্রনগর অবস্থান ছিল– মহাস্থানগড়ে।
64. প্রধানমন্ত্রী হওয়ার জন্য মিনিমাম বয়স– ২৫ বছর।
65. Landlocked country নয়– ভিয়েতনাম।
66. জাতীয় সঙ্গীত ইংরেজিতে অনুবাদকারী– সৈয়দ আলী আহসান।
67. দেশের ১ম প্রাইভেট airlines– GMG Airlines.
68. শান্তিতে নোবেল পান– Nadia Murad.
69. Puskus Award দেয়া হয়– ফুটবলে।
70. BIMSTEC– Economic Organisation.
71. National Maritime Institute অবস্থিত– চট্টগ্রাম।
72. চলন বিলে মধ্যে দিয়ে প্রবাহিত– আত্রাই।
73. Bangla academy award দেয়া শুরু হয়– 1960 সাল থেকে।
74. Operating System একটি– System Software.
75. Duplicate slide এর command– ctrl+D.
76. entire file select করার command– ctrl+A.
77. কোনটি Utility Programme– MS word.
78. Pictures File এর extension নয়– PHP.
79. Unsolicited commercial E-mail কে বলে– Spam.
80. Unicode এর bits সংখ্যা– 16 টি।