পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৬

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১৬

Bangladesh Rural Electrification Board Job recruitment exam question and answers 2016 

BAPEX and BREB Exam MCQ Question with Answer 2016

১। বার্লিনের দেওয়ালের কোন সালে নির্মিত হয়েছিল?

Answer: 1961

২। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

Answer: কাম্পিয়ান(১১৯৯)

৩।জাতিসঙ্ঘের সদর দপ্তর কোথাই অবস্থিত?

Answer:নিউইয়র্ক।

৪। এক কোটি কত বিলিয়নের সমান?

Answer. ০.০১ বিলিয়ন।

৫। বিশ্বব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়?

Answer: ১৯৪৫।

৬। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

Answer: ওয়ান।

৭। লাল বাগের কেল্লা কে স্থাপন করেন?

Answer: শায়েস্তা খান।

৮। ঢাকা কবে সর্ব প্রথম বাংলার রাজধানী হয়?

Answer: ১৬১০।

৯। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশ এ অবস্থিত?

Answer: ইরাকের বাগদাদে।

১০। এক ব্রিটিশ থারমাল ইউনিটে কত ক্যালরি?

Answer.২৫২ ক্যালরি।

১১। সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটা?

Answer: আমেরিকা।

১২। জিয়া সার কারখানা থেকে উৎপাদিত সারের নাম কি?

Answer: ইউরিয়া।

১৩। কোন দেশের মুদ্রার নাম ও দেশের নাম একই?

Answer: জায়ার।

১৪।বাংলাদেশের জাতিয় পতাকার মাপের অনুপাত কি?

Answer: ১০:৬।

15। গ্যালভানাইজেশন কাজে কোন ধাতু ব্যাবহার হয়?

Answer: জিংক।

১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত?

Answer: ৪১৪৪ কিমি

১৭। ASEAN=Association of south-East Asian Nations.

১৮। AIDS=Acquard Immune Deficiency Syndrome.

১৯। GATT=General Agreement on Traifs and Trade.

২০। SOF=State of the Global Environment.

২১। NAM=Non Aligned Movement.

২২। FIFA=Federation of International Football Association.

২৩। UNHCR=United Nations High Commission for Refugees.

২৪। IPSA=Institute of post Graduate Studies on Agriculture.

২৫। ইলেকট্রিক্যাল অসিলেটর সার্কিটের প্রধান কাজ কি ?

Answer: ক্লক জেনারেশন।

২৬।বাংলাদেশ টেলিভিশিন এ কোন পদ্ধতি ব্যাবহার করা হয়?

Answer: NTSC, PAL, SECAM.

২৭। বাংলাদেশ এ মোবাইল এ কোন পদ্ধতি ব্যাবহার করা হয়?

Answer: JSM, 3G,CDM

2৮। একটি দিফারেঞ্চিয়াল এমপ্লিফায়ার এ ব্যবহারীত তিরানজিস্তরের সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?

ক/১ টি Answer খ/২ টি গ/৩ টি ঘ/৪ টি

২৯। স্ট্যান্ডবাই পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করা যায় না?

Answer: গ্যাস টারবাইন।

৩০. ৩ ফেজ লাইনের ভোলটেজ ৪০০ ভোল্ট হলে , উহার সিঙ্গেল ফেজ ভোলটেজ পরিমাণ কত হবে?

Answer.২৩০ ভোল্ট।

৩১। একটি এসি মোটরের দক্ষতা সাধারনভাবে…।

Answer: প্রকৃত ও রেতেদ ভোল্টেজের সমান।

৩১। ডিজেল জেনারেটর এ লেড- এসিড ব্যাটারি কি কারনে ব্যাবহার করা হয়?

Answer: অলটারনেট এর ফিল্ড সাপ্লাই কাজে।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!