বিসিএস প্রস্তুতি বাংলা – কতিপয় বিখ্যাত সামাজিক নাটক

বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন ও উত্তর

বিসিএস প্রস্তুতি বাংলা – কতিপয় বিখ্যাত সামাজিক নাটক

BCS Preparation Bengali Some Famous Social Play of different playwright


১। মধুসূদন দত্ত
নাটক:কৃষ্ণ কুমারী, বুড়ো শালিকের ঘাড়ে রো।
ছন্দ : কুমারী! বুড়োর ঘাড়ে কৃষ্ণর মধু।
বি:দ্র: কৃষ্ণ কুমারী (ঐতিহাসিক নাটক)।
২। মীর মোশারক হোসেন
নাটক: জমিদার দর্পণ ।
ছন্দ : মশার কি জমিদারী।
ব্যাখ্য : মোশারক থেকে মশা,
জমিদার দপর্ণ থেকে জমিদারী করা হয়েছে।
৩। সৈয়দ ওয়ালী উল্লাহ
নাটক: বহ্নি পীর।
ছন্দ :ওলীরাই পীর হয়।
৪। দীনবন্ধু মিত্র
নাটক: সধবার একাদশী।
ছন্দ : বন্ধু একাদশ দিনে এসো।
৫। বিজন ভট্টাচার্য
নাটক: নবান্ন।
ছন্দ: আশ্চর্য ব্যাপার! বিজনে নবান্ন হলো।


৬। তুলসী লাহিড়ী।
নাটক : ছেড়া তার, দু:খী ইসান।
ছন্দ : দু:খীদের ছেড়াতারে সুর লাহিড়ী।
৭। দ্বিজেন্দ্রলাল রায়
নাটক: পূণর্জন্ম, শাহাজাহান।
ছন্দ: পুনরায় জন্ম এ জাহানে তাই নাম দ্বি-জেন্দ্র।
৮। নূরুল মোমেন।
নাটক: নয়া খান্দন।
ছন্দ: নয়া খান্দানী রুল।
৯। রবীন্দ্রনাথ ঠাকুর।
নাটক: চির কুমার সভা, প্রায়শ্চিত্ত।
ছন্দ: রবি বার প্রায় সভা হয়।
বি:দ্র: প্রায়শ্চিত্ত (ঐতিহাসিক নাটক)।
১০। মুনীর চৌধুরী।
নাটক: রক্তাক্ত প্রান্তর, চিঠি।
ছন্দ: মুনীর চৌধুরীকে রক্তাক্ত চিঠি দিয়েছে।
বি:দ্র: রক্তাক্ত প্রান্তর ( ঐতিহাসিক নাটক)।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!