মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) এর ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯
Department of Narcotics Control (DNC) Wireless Operator Job Exam Question and Solution 2019 under the Ministry of Home Affairs.
Please see below for Answer:
বাংলা সমাধানঃ
১. ক্ষ কোন কোন অক্ষরের যুক্ত রোগ-ক+ষ
২. চেটে খাওয়া যায়- লেহ্য
৩. রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ- রত্ন+আকর
৪. সংশয় শব্দটির বিপরীত শব্দ- প্রত্যয়
৫. কোন বানানটি শুদ্ধ- পাষাণ
৬. কোনটি বিশেষণ বাচক শব্দ-জীবনী
৭. অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে- বিপরীত
৮. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি-উৎকর্ষ
৯. বাংলা ভাষার উদ্ভব হয়েছে- প্রাকৃত ভাষা থেকে
১০. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়-আই
১১. বাংলা বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা-১০টি
১২. আবোল তাবোল কার রচনা- সুকুমার রায়
১৩. অদিতি শব্দের সমার্থক- নীর
১৪. ঢাকের কাঠি বাগধারার অর্থ- মোসাহেব
১৫. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়- আসক্তি
১৬. অসমাপ্ত আত্মজীবনী কার রচিত- শেখ মুজিবুর রহমান
১৭. নিচের কোনটি শুদ্ধ নয়- ভুল আছে
১৮. কোনটি বাগধারা বুঝায়- শিরে সংক্রান্তি
১৯. জোড় ও জোর শব্দের অর্থ- যুগল ও শক্তি
২০. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ পত্র- বিজ্ঞপ্তি
ইংরেজী সমাধানঃ
২১. Verb form of word beautiful? Ans: Beautify
২২. We saw him—-to school. Ans: going
২৩. Cattle শব্দটি কোন ধরণের Noun? Ans: Collective Noun
২৪. They came to Dhaka with a view to _ a new place. Ans: Visiting
২৫. Louse শব্দটির plural form? Ans: Lice
২৬. The student always goes to school —–foot. Ans: on
২৭. My parents did not agree with ——my proposal. Ans: to
২৮. My friend gave me five books. In this sentence adjective is? Ans: five
২৯. All his efforts ended —-smoke. Ans: in
৩০. I saw —- one eyed man. Ans: a
৩১. The police are looking—– the case. Ans: into
৩২. The man (reach) the station before the train left. Ans: Had reached
৩৩. It has been raining —- morning. Ans: since
৩৪. A horse runs fast. here fast? Ans: Adverb
৩৫. The snake ——by the boy. Ans: was killed
গণিত সমাধানঃ
৩৬. ১০ থেকে ৬০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত? ১০৭
( ১০-৬০এর মধ্যে ৩টি মৌলিক সংখ্যা রয়েছে যার একক স্থানীয় সংখ্যা ৯।সংখ্যাগুলো হলো ১৯,২৯,৫৯।এদের যোগফল ১৯+২৯+৫৯=১০৭)
৩৭. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? ১১/১৪
৩৮. ০,১,২,ও৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত- ২১৮৭
৩৯.কতগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সেঃ,১৫ সেঃ,২০ সেঃ, এবং ২৫ সেঃ পর পর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পর বাজবে? ৫ মিনিট
৪০. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না- ২০%
৪১. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত-৩০%
৪২.১০০ টাকায় ২৫ টি লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০ টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে- ২৫%
৪৩. এক বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটার সমান-৬.৪৫
৪৪. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল- ৪৯৫০
৪৫. 2
৪৬. 1
৪৭. ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-অর্ধেক
৪৮. দুটি সংখ্যার সমষ্টি পয়তাল্লিশ এবং উহাদের মধ্যে সমানুপাতিক 18 সংখ্যা দুটি কত- ৯ ও ৩৬
৪৯ . 2m
৫০.৯ঃ ১০
সাধারণ জ্ঞান সমাধানঃ
৫১. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে-৬ ফোনটা
৫২. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হল- লাউড স্পীকার
৫৩. ক্যান্সার চিকিৎসা যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল-গামা রে
৫৪. টিউব লাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম-নাইট্রোজেন
৫৫. কোন ধাতুর টি চৌম্বক এ পরিণত হয় -তামা
৫৬. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য- ৪.৮ কিমি
৫৭. ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত- তুরস্কে
৫৮. বাংলাদেশ জাতীয় পতাকার ডিজাইনার- কামরুল হাসান
৫৯. বাংলাদেশের প্রথম রাষ্টপতির নাম- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬০. সার্কভুক্ত দেশ কয়টি-৮ টি
৬১. মঙ্গোলিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত- এশিয়া
৬২. দাহগ্রাম কোন জেলায় অবস্থিত- লালমনিরহাট
৬৩. বাংলাদেশের কোন অঞ্চলকে 12 আউলিয়ার দেশ বলা হয়- চট্টগ্রাম
৬৪. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়-১১ টি
৬৫. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত- ijo
৬৬. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত- সোনারগাঁও
৬৭. ঈস্ট কি? – ছত্রাক
৬৮. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়-ডিপথেরিয়া
৬৯. বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলার নাম- কক্সবাজার
৭০. নিশীথ সূর্যের দেশ- নরওয়ে