ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষাবর্ষ – ২০১৭-১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে । পাশের হার ১৬ দশমিক ৫৬ শতাংশ। খ-ইউনিটে মোট দুই হাজার ৩৬৩ টি আসনের বিপরীতে ৩১ হাজার ৩৩৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ৫ হাজার ১৮৮ জন উত্তীর্ণ হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের (admission.eis.du.ac.bd) ওয়েব সাইটে অথবা মোবাইলে ফোনের মাধ্যমে জানা যাবে।

মোবাইল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটের ফলাফল জানার পদ্ধতিঃ

যেকোনো মোবাইল অপারেটর থেকে DU <স্পেস> Kha <স্পেস> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ ফলাফল জানতে পারবেন।

অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটের ফলাফল জানার পদ্ধতিঃ

অনলাইনে ফলাফল দেখতে http://admission.eis.du.ac.bd ঠিকানায় আপনার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে লগইন করুন।

উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ১০ অক্টোবর ২০১৭ বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০১৭ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
খ-ইউনিটের বিষয় মনোনয়ন সাক্ষাৎকার আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে।

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!