সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – বাঙালী জাতি, মুঘল, ইংরেজ ও পাকিস্থান আমল এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

সাধারণ জ্ঞান প্রশ্ন

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী – বাঙালী জাতির অভ্যুদ্বয়, মৌর্য, গুপ্ত, গৌড়, পাল বংশ, মুঘল আমল, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা

General Knowledge Bangladesh Affairs for Competitive Exam Preparation Bengali nation, Mughal, English, Pakistan reign and Liberation War and Independence

বাঙালী জাতির অভ্যুদ্বয়
প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি?
উত্তর: শংকর জাতি হিসেবে।
প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
উত্তর: গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)

প্রাক সুলতানী আমল – মৌর্য বংশ
প্রশ্ন: প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে ?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।

প্রাক সুলতানী আমল – গুপ্ত বংশ
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ১ম চন্দ্রগুপ্তশ্রী-গুপ্ত) ।
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?
উত্তর: ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।

প্রাক সুলতানী আমল – গৌড় বংশ
প্রশ্ন: কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন?
উত্তর: শশাঙ্ক।
প্রশ্ন: গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৬০৬ সালে।

প্রাক সুলতানী আমল – পাল বংশ
প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গোপাল।
প্রশ্ন: গোপালের রাজত্বকাল কত ছিল?
উত্তর: ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।

প্রাক সুলতানী আমল – চন্দ্র বংশ
প্রশ্ন: চন্দ্রবংশের শাসনকাল কত শতক পর্যন্তু বিস্তৃত ছিল?
উত্তর: ১০ম- ১১শ শতক।
প্রশ্ন: চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা কে?
উত্তর: ত্রৈলোক্যচন্দ্র।
প্রশ্ন: ত্রৈলোক্যচন্দ্র আনুমানিক কত সময় রাজত্ব করেছেন?

প্রাক সুলতানী আমল – দেব বংশ
প্রশ্ন: বেদ রাজবংশের রাজাদের রাজধানী নাম কি ছিল?
উত্তর: দেবপর্বত।
প্রশ্ন: দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?
উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।

প্রাক সুলতানী আমল – সেন বংশ
প্রশ্ন: সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সামন্ত সেন।
প্রশ্ন: সেন রাজাদের পূর্ব পুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: দাক্ষিণাত্যের কর্ণাটক।

সুলতানী আমল/ মুসলিম রাজত্ব
প্রশ্ন: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী কবে নদীয়া আক্রমন করে?
উত্তর: ১২০৪ খ্রিঃ।
প্রশ্ন: কোন শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ত্রয়োদশ শতকে।

মুঘল আমল
প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
প্রশ্ন: বাবরের মৃত্যু পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন ?
উত্তর: নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।

উপনিবেশিক শাসন
প্রশ্ন: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসছিলো ?
উত্তর: পর্তুগীজরা।
প্রশ্ন: পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন কত সালে ?
উত্তর: ১৪৯৮ সালে।

স্বাধীকার আন্দোলন ও ইংরেজ শাসনের অবসান
প্রশ্ন: প্রথম দিকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন?
উত্তর: তিতুমীর।
প্রশ্ন: তিতুমীর এর প্রকৃত নাম কি?
উত্তর: মীর নিসার আলী।

পাকিস্তান আমল (১৯৪৭-৭১)
প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: লিয়াকত আলী খান।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: ইস্কান্দার মির্জা।

৫২-এর ভাষা আন্দোলন
প্রশ্ন: পাকিস্তান গন পরিষদে বাংলা ভাষা সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আনেন?
উত্তর: গন পরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয় ?
উত্তর: ডিসেম্বর, ১৯৪৭ সালে করাচিতে শিক্ষা সম্মেলনে।

৬ দফা ও গন অভ্যুথান
প্রশ্ন: শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?
উত্তর: ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
উত্তর: জানুয়ারী, ১৯৬৮।

প্রতীক, পতাকা ও সংগীত
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
উত্তর: উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা।
প্রশ্ন: জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উত্তর: তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।

জাতীয় দিবস সমূহ
বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় দিবস সমূহ
প্রশ্ন: ২১ শে ফেব্রুয়ারী
শহীদ দিবস
প্রশ্ন: ২৬ শে মার্চ
স্বাধীনতা দিবস

স্বীকৃতি প্রদানকারী দেশ
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশসমূহ
প্রশ্ন: দেশের নাম
প্রশ্ন: ভারত
প্রশ্ন: ভুটান
প্রশ্ন: পোল্যান্ড

আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ?
উত্তর: ভারত।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিপ্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি ?
উত্তর: ভুটান।
প্রশ্ন: সৌদিআরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ?
উত্তর: ১৬ আগষ্ট, ৭৫।

বাংলাদেশের ভৌগলিক অবস্থান
প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?
উত্তর: ৯০ তম।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: বাংলাদেশ।

আবহাওয়া ও জলবায়ু
প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ?
উত্তর: ২৬.০১ সেলসিয়াস।
প্রশ্ন: বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত ?
উত্তর: ১৮.৭২ সেলসিয়াস।

বাংলাদেশের নদ-নদী
প্রশ্ন: বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?
উত্তর: ২৩০ টি।
প্রশ্ন: বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?
উত্তর: ৫৭ টি।

নদী সংশ্লিষ্ট স্থাপনা
প্রশ্ন: স্থাপনার নাম
প্রশ্ন: হার্ডিঞ্জ ব্রীজ
প্রশ্ন: ফারাক্কা বাঁধ

জেলাভিত্তিক নদ-নদী
প্রশ্ন: জেলা
নদ-নদী
প্রশ্ন: ঢাকা
বুড়ীগঙ্গা, শীতলক্ষা, বংশী, ধলেশ্বরী, তুরাগ, বালু।

নদী তীরবর্তী শহর
প্রশ্ন: শহর
যে নদীর তীরে
প্রশ্ন: আশুগঞ্জ
মেঘনা।

ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
উত্তর: পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া।

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?
উত্তর: শাপলা।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কি?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।

গুরুত্বপূর্ন সীমান্ত
প্রশ্ন: সীমান্ত এলাকা
জেলার নাম
প্রশ্ন: বিলোনিয়া
ফেনী
প্রশ্ন: ভুরঙ্গামারী
কুড়িগ্রাম

বাংলাদেশের কৃষি
প্রশ্ন: কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?
উত্তর: পলি মাটি।
প্রশ্ন: বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?
উত্তর: ২,০৪,৮৪,৫৬১ একর।

বাংলাদেশের বনাঞ্চল
প্রশ্ন: বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত?
উত্তর: ০.০১৮ হেক্টর।
প্রশ্ন: বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ?
উত্তর: ৪টি। যথা- ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন।

বাংলাদেশের মৎস্য সম্পদ
প্রশ্ন: প্রানিজ আমিষের প্রধান উৎস কি?
উত্তর: মাছ।
প্রশ্ন: বাংলাদেশে কয়টি সরকারী মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারী ও খামার আছে?
উত্তর: ৮৬টি।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ
প্রশ্ন: বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?
উত্তর: প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন: প্রাকৃত গ্যাস কি ?
উত্তর: প্রাকৃত গ্যাস হচ্ছে প্রকৃতিতে তৈরী হাইড্রোকার্বন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়?
উত্তর: ১৯৯৩ সালে।
প্রশ্ন: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে?
উত্তর: ১৯৯৬ সালে।

সংসদ ও সংবিধান
প্রশ্ন: বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উত্তর: সার্বভৌম প্রজাতন্ত্র।
প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তর: সংবিধান।

সরকারী কর্মকমিশন
প্রশ্ন: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: সাংবিধানিক।
প্রশ্ন: সংবিধানের কত অনুচ্ছেদ বলে সরকারী কর্ম কমিশন গঠিত হয়?
উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে।

প্রশাসনিক কাঠামো
প্রশ্ন: বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
প্রশ্ন: বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ?
উত্তর: সংসদীয় গণতন্ত্র।

প্রধানমন্ত্রী ও মেয়াদকাল
প্রশ্ন: প্রধানমন্ত্রীর নাম
মেয়াদকাল
প্রশ্ন: তাজউদ্দিন আহমেদ
১১/০৪/১৯৭১ – ১২/০১/১৯৭২

প্রধান নির্বাচন কমিশনার
প্রশ্ন: নির্বাচন কমিশনারের নাম
মেয়াদকাল
প্রশ্ন: বিচারপতি এম ইদ্রিস
০৭/০৭/১৯৭২ – ০৭/০৭/১৯৭৭

সামরিক ও প্রতিরক্ষা তথ্য
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকায়।
প্রশ্ন: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে?
উত্তর: জেনারেল ইকবাল করিম ভুঁইয়া।২৫/০৬/২০১২, ১৭তম)

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!