সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০১১

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০১১

Government High School Assistant Teacher Recruitment Exam question and solution 2011

বাংলা অংশ

১. বাংলা বর্ণমালায় অর্ধ মাত্রার বর্ণ কয়টি?

✔ ৮টি

✕ ৯টি‌

✕ ১০টি

✕ ১১টি

২. অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতা কে?
✕ সৈয়দ মুজতবা আলী

✕ কাজী নজরুল ইসলাম

✔ রবীন্দ্রনাথ ঠাকুর

✕ মুনীর চৌধুরী

৩. বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
✔ আজাদী

✕ বেঙ্গল গেজেট

✕ সমাচার দর্পণ

✕ ইত্তেফাক

৪. কোনটি শুদ্ধ?
✔ মধুসূদন

✕ মধূসুদন

✕ মধুসুদন

✕ কোনোটিই নয়

৫. কবি নজরুল ইসলামরে জীবনকাল কোনটি?
✕ ১৯০৩-১৯৭৬

✕ ১৮৮৯-১৯৬৬

✔ ১৮৯৯-১৯৭৬

✕ ১৮৯৯-১৯৬৬

৬. পদ্মানদীর মাঝি কার রচনা?
✕ ফররুখ আহমেদ

✔ মানিক বন্দোপাধ্যায়

✕ জসীমউদ্দীন

✕ কোনটিই নয়

৭. ‘শেষের কবিতা’ পুস্তকটি কোন শ্রেণীর সাহিত্যকর্ম?
✕ কাব্যগ্রস্থ

✕ গীতিকাব্য

✕ কাব্যনাট্য

✔ উপন্যাস

৮. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
✕ পথের পাচালী

✕ বৈষ্ণব পদাবলী

✔ চর্যাপদ

✕ কোনোটিই নয়

৯. ‘শেষের কবিতা’ কি জাতীয় রচনা?
✕ কবিতা

✕ ছড়া

✔ নাটক

✕ উপন্যাস

১০. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
✕ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

✕ রবীন্দ্রনাথ ঠাকুর

✔ প্রমথ চৌধুরী

✕ প্যারিচাঁদ মিত্র


১১. বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা কে?
✔ মাইকেল মধুসূদন দত্ত

✕ রবীন্দ্রনাথ ঠাকুর

✕ দীনবন্ধু মিত্র

✕ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

১২. সনেটের কটি অংশ থাকে?
✕ একটি

✔ দুটি

✕ তিনটি

✕ চারটি

১৩. ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’- উক্তিটির তাৎপর্য হচ্ছে-
✕ আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে

✕ বনের পশু বনে থাকতেই ভালোবাসে

✔ জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

✕ প্রাকৃতিক রুপসৌন্দর্য আদি ও অকৃত্রিম

১৪. ‘জাহান্নাম হতে বিদায়’-উপন্যাসটি লেখক কে?
✕ আবু রুশদ

✕ আহসান হাবীব

✔ শওকত ওসমান

✕ আবুল ফজল

১৫. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
✕ শব্দ

✔ ধ্বনি

✕ বর্ণ

✕ চিহ্ন

১৬. চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?
✕ বাংলা

✕ ফারসি

✕ পর্তুগিজ

✔ চৈনিক

১৭. ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
✕ ষ+ঞ

✕ ষ+ন

✕ ষ+ক

✔ ক+ষ

১৮. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
✕ ২ ভাগে

✕ ৩ ভাগে

✕ ৪ ভাগে

✔ ৫ ভাগে

১৯. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির সঠিক অর্থ কি?
✕ অতিরিক্ত সুবিধা

✕ সর্বস্বাস্ত হওয়া

✔ সুখের সময়

✕ ধাক্কা সামলানো

২০. কোন বানানটি সঠিক ?
✕ স্বরস

✔ সরস্বতী

✕ সরসত্বী

✕ স্বরসতি


২১. ব্যতিহারিক সর্বনাম কোনটি?
✕ ইহারা

✕ যিনি

✔ নিজে নিজে

✕ কেহ

২২. ‘ক্ষীয়মান’-এর বিপরীত শব্দ কোনটি?
✔ বর্ধমান

✕ বৃহৎ

✕ বর্ধিষ্ণু

✕ বৃদ্ধিপ্রাপ্ত

২৩. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
✔ আজি-আ্ইজ

✕ পিশাচ-পিচাশ

✕ পাকা-পাক্কা

✕ স্কুল-ইস্কুল

২৪. ‘প্রাংশু’ শব্দের অর্থ কি?
✕ প্রাচীর

✕ পূর্বকালের

✔ দীর্ঘকায়

✕ পূর্বদিক

২৫. কোন বানানটি শুদ্ধ?
✕ বাল্মিকী

✕ বাল্মিকি

✔ বাল্মীকি

✕ বাল্মীকী

২৬. ‘রেখাচিত্র’ আবুল ফজলের কোন ধরনের রচনা?
✕ ভ্রমন কাহিনী

✕ উপন্যাস

✔ আম্ম-জীবনীমূলক রচনা

✕ চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ

২৭. ‘ছোট বকুলপুরের যাত্রী’ গ্রন্থটির রচয়িতা
✕ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

✕ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

✔ মানিক বন্দ্যোপাধ্যায়

✕ নারায়ণ গঙ্গ্যোপাধ্যায়

২৮. কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন –
✕ রাজা বিক্রমাদিত্যের

✔ রাজা কৃষ্ণচন্দ্রের

✕ রাজা ঈশ্বরচন্দ্রের

✕ রাজা চন্দ্রগুপ্তের

২৯. আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে আগত ?
✕ তুর্কি

✔ আরবি

✕ জাপানি

✕ ফারসি

৩০. বাংলা সাহিত্যে ‘পল্লীকবি’ বলা হয়-
✔ জসীমউদ্দীনকে

✕ জীবনানন্দ দাশকে

✕ আল মাহমুদকে

✕ শহীদ কাদরীকে

৩১. জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
✕ ১৮৯৮

✔ ১৮৯৯

✕ ১৮৯৭

✕ ১৮৯৬

৩২. ‘সমকাল’ পত্রিকা প্রকাশিত হয়-
✕ করাচি থেকে

✕ কলকাতা থেকে

✔ ঢাকা থেকে

✕ পাটনা থেকে

৩৩. আবুল ফজল বাংলা একাডেমী পুরস্কার পান কোন সালে?
✕ ১৯৬৭

✔ ১৯৬২

✕ ১৯৬৯

✕ ১৯৭০

৩৪. প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
✕ বাক্যতত্ত্ব

✔ রুপতত্ত্ব

✕ অর্থতত্ত্ব

✕ ধ্বনিতত্ত্ব

৩৫. মর্সিয়া কি?
✕ আনন্দগীতি

✕ চমাকগীতি

✔ শোকগীতি

✕ পল্লীগীতি

৩৬. ‘কাষ্ঠ হাসি’ বাগধারার অর্থ হলো-
✕ স্বেচ্ছাচারী

✕ বিত্তশালী

✔ শুকনো হাসি

✕ গন্ড মূর্খ

৩৭. শব্দ ও ধাতুর মূলকে বলে-
✕ কারক

✕ সমাস

✕ প্রকৃতি

✔ প্রত্যয়

৩৮. সংস্কৃত উপসর্গ কয়টি?
✔ ২০

✕ ২১

✕ ১৯

✕ ২২

৩৯. ‘নায়ক’ শব্দের কৃৎ প্রত্যয় হচ্ছে-
✕ নি:+অক

✔ ণী+ণক

✕ ণী+অব

✕ নী+অক


৪০. ‘সংশয়’-এর বিপরীত শব্দ কোনটি?
✕ বিস্ময়

✕ দ্বিধা

✔ প্রত্যয়

✕ স্থায়ী

৪১. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
✕ শাহ্ মুহম্মদ সগীর

✔ আলাওল

✕ শেখ ফয়জুল্লাহ

✕ বাহরাম খান

৪২. ‘মনোরম’ -এর সমার্থক শব্দ কোনটি?
✕ কঠিন

✕ উদ্ধত

✕ অকল্পনীয়

✔ অনুপম

৪৩. ‘পরের দিন উৎসব ‘ – বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ?
✔ অধিকরণ কারক

✕ অপাদান কারক

✕ সম্প্রদান কারক

✕ কর্তৃকারক

ইংরেজী অংশ

1. Who wrote the book ‘Paradise Regained’?
✔ John Milton

✕ P.B. Shelley

✕ John Keats

✕ William Blake

2. ‘Caesar and Cleopatra’ is-
✕ a tragedy b y Shakespeare

✕ a poem by Lord Byron

✔ a play by G.B. Shaw

✕ a Nobel by S.T. Coleridge

3. ‘Victor Hugo’ was a-
✕ English novelist

✕ American novelist

✕ Scottish novelist

✔ French novelist

4. Which one of the following is singular?
✔ Knife

✕ Mice

✕ Monarch

✕ Hands

5. Which is the plural form of the word ‘Hero’?
✔ Heroes

✕ Heros

✕ Heroeis

✕ Heroess

6. –Bangladesh are a brave nation.
✕ A

✕ An

✔ The

✕ No article

7. Which of the following sentence is a compound sentence?
✔ Govern your passions or they will govern you

✕ The town in which I live is very large

✕ Rain is accompanied by a strong wind

✕ There was one philosopher who close to live in a tub

8. Who is the greatest modern English dramatist?
✕ S.T. Coleridge

✔ George Bernard Shaw

✕ Verginia Woolf

✕ P.B. Shelly

9. “Paradise Regained” is an epic by-
✕ John Keats

✕ P.B. Shelly

✔ John Milton

✕ William Blake

10. What is the synonym of “Competent”?
✕ Discrete

✕ Prudent

✕ Circumspect

✔ Capable


11. Find out the correct sentence:
✕ We write under ink

✕ We write by ink

✕ We write with ink

✔ We write in ink

12. “Prior to ” means-
✕ immediately

✔ before

✕ after

✕ during the period of

13. Fill in the blank with correct word. Climate is a — of the environment.
✔ state

✕ size

✕ situation

✕ rank

14. What is the verb of the word ‘Ability’?
✕ Able

✕ Abilities

✔ Enable

✕ denounce

15. Choose the correct Answer:- Verb of the word ‘New’ is —
✕ Renew

✕ Anew

✔ Newly

✕ Newness

16. Which is the noun of the word ‘Enter’?
✕ Entrop

✔ Entry

✕ Entrance

✕ Enterity

17. Verb of the word ‘simple’ is —
✕ simplicify

✕ sample

✔ simplify

✕ simply

18. Which is the noun of the word ‘Hate’?
✔ Hatred

✕ Hateful

✕ Hateous

✕ Hatable

19. He is going to give me a prize.
✕ I am going to give a prize by him

✕ I am gone to give a prize by him

✕ I was going to be given a prize by him

✔ I am going to be given a prize by him

20. We will not admit children under ten.
✔ Children under ten will not be admitted by us

✕ Children under ten would not be admitted by us

✕ Children under tern shall not be admitted by us

✕ Children under ten should not be admitted by us


21. The word bounty is closest is closest in meaning to–
✔ generosity

✕ familiar

✕ dividing line

✕ sympathy

22. What kind of noun is ‘cattle’?
✕ Proper

✕ Common

✔ Collective

✕ Material

23. I wish I (sing). What is the correct form of the verb in the bracket?
✔ Sang

✕ Am singing

✕ Have sung

✕ Had sung

24. the man died — over-eating.
✕ by

✕ of

✕ for

✔ from

25. ‘paediatric’ relates to the treatment of—
✕ adults

✔ children

✕ women

✕ old people

26. Choose the correct indirect speech–She asked me “where I were you?”
✕ She asked me where I went

✕ She asked me where I had gone

✔ She asked me where I had been

✕ She asked me where I was

27. An atheist is a person who–
✔ does not believe in god

✕ believes in god

✕ hates god

✕ loves god

28. ‘Through thick and thin’ means–
✕ to make thick and thin

✔ under all conditions

✕ not clear understanding

✕ of great density

29. Choose the correct sentence.
✕ He was hung for murder

✕ He was hunged for murder

✔ He was hanged for murder

✕ He had been hanged for murder

30. A speech full of too many words is—
✕ a big speech

✕ maiden speech

✕ an unimportant speech

✔ a verbose speech


31. Who wrote,”Beauty is truth , truth beauty”?
✕ Shkespeare

✕ Wordsworth

✕ Eliot

✔ Keats

32. An Ordinance is–
✕ a book

✕ an arms factory

✕ a nwespaper

✔ a law

33. “The day of my sister’s marriage is drawing near”.The underlined word is a/an–
✕ adjective

✕ verb

✔ adverb

✕ preposition

34. The word ” ecological ” is related to–
✕ demography

✔ environment

✕ atmosphere

✕ pollution

সাধারণ জ্ঞান অংশ

১. সার্ক সচিবালয় কোন দেশে অবস্থিত?
✕ বাংলদেশে

✔ নেপাল

✕ ভারত

✕ শ্রীলংকা

২. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
✔ ৯৮.৪ ডিগ্রি

✕ ৯৮.৬ ডিগ্রি

✕ ৮৯.৬ ডিগ্রি

✕ ৯৮.০০ ডিগ্রি

৩. গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত?
✕ ৪ ঘন্টা

✕ ৫ ঘন্টা

✔ ৬ ঘন্টা

✕ ৭ ঘন্টা

৪. বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
✕ বিয়াম

✔ নায়েম

✕ পিএটিসি

✕ টিটিসি

৫. বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
✕ ২৬ মার্চ ১৯৭১

✕ ১৬ ডিসেম্বর ১৯৭১

✔ ১৬ ডিসেম্বর ১৯৭২

✕ কোনোটিই নয়

৬. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
✔ পঞ্চগড়

✕ তেঁতুলিয়া

✕ দিনাজপুর

টেকনাফ


জীব বিজ্ঞান অংশ

১. Mendel-এর প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটি?
✕ এসিস্ট্যাসিস

✔ অসম্পূর্ণ প্রকটতা

✕ বর্ণান্ধতা

✕ পরিপূরক জিন

২. নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাক্টেরিয়া Clostridiun কোন ধরনের জীব?
✔ মিথোজীবী

✕ পরজীবী

✕ মুক্তজীবী

✕ কোনটিই নয়

৩. জেরোফাইটিক শব্দটি সম্পর্কিত-
✕ জলজ

✔ মরুজ

✕ বনজ

✕ সরুজ

৪. লুন্ডিগার্ডের সক্রিয় আয়ন শোষণ মতানুসারে নিচের কোন আয়ন পরিশোষিত হয়?
✔ অ্যানায়ন

✕ ক্যাটায়ন

✕ অ্যানায়ন ও ক্যাটায়ন

✕ সব কয়টি

৫. Viviparous শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
✕ ফুল ফুটাতে

✕ ফল পাকাতে

✔ অঙ্কুরোদগমে

✕ নিষিক্তকরণে

৬. নিচের কোনটি ব্যাক্টেরিয়ার বংশগতি সম্পর্কীয় ?
✕ Conjugation

✕ Transformation

✕ Transduction

✔ কোনটিই নয়

৭. কোনটি বহুকোষী উদ্ভিদের উদাহরণ নয়?
✔ Volvox

✕ Sargassum

✕ Spirogyra

✕ Polysiphonia

৮. র‌্যাফ্লেশিয়া পৃথিবীর বৃহত্তম ফুল কোন দেশে পাওয়া যায়?
✕ আফ্রিকা

✕ অস্ট্রেলিয়া

✕ ভারত

✔ ইন্দোনেশিয়া

৯. নিচের কোনটি ব্যাক্টেরিয়াজনিত রোগ নয়?
✕ আমাশয়

✕ কলেরা

✔ পোলিও

✕ যক্ষ্মা

১০. হরলিকস্ পাউডার বাতাসে রাখলে যে প্রক্রিয়ায় বাতাস থেকে পানি শোষণ করে-
✔ ইমবাইবিশন

✕ ব্যাপন

✕ অভিস্রবণ

✕ গাটেশন


১১. পাতার যে কোষে সালোক-সংশ্লেষণ ঘটে-
✕ প্যারেনকাইমা

✕ কোলেনকাইমা

✔ প্যালিসেড প্যারেনকাইমা

✕ কোনটিই নয়

১২. অ্যারোমেটিক অ্যামাইনো এসিড কোনটি?
✕ গ্লাইসিন

✕ লাইসিন

✔ ফিনাইল এলানিন

✕ সিরিন

১৩. আইলেট অব লেঙ্গারহেল-কার কলাস্থানিক বৈশিষ্ট্য?
✕ ক্ষুদ্রান্ত্র

✕ যকৃত

✔ অগ্ন্যাশয়

✕ বৃক্ক

১৪. নিচের কোনটি অমিল?
✕ অ্যালভিওলাই-ট্র্যাবেকিউলি

✕ যকৃত-বোম্যানস্-কাপস্যুল

✔ ক্ষুদ্রাঙ্গ-ভিলাই

✕ পাকস্থলী-রুগী

১৫. Plasmodium vivax মানুষের শরীরে প্রবেশের পর জ্বর আসে-
✔ ৪৮ ঘন্টা পর

✕ ৩৬-৪৮ ঘন্টা পর

✕ ৭২ ঘন্টা পর

✕ ৬০ ঘন্টা পর

১৬. ম্যালেরিয়া দিক থেকে সর্বোচ্চ ঝুকিঁসম্পন্ন দেশ-
✔ মিয়ানমার

✕ বাংলাদেশ

✕ ভারত

✕ ইরাক

১৭. মেসোগ্লিয়া নামক অকোষীর বস্তু কোথায় বিদ্যমান?
✔ হাইড্রা

✕ আরশোলা

✕ কেঁচো

✕ সবগুলোতে

১৮. Historia Animalium গ্রন্থের রচয়িতা কে?
✕ ক্যালোলাস লিনিয়াস

✔ অ্যারিস্টটল

✕ চার্লস ডারউইন

✕ হুগো দ্যা ড্রিম

১৯. এমাটিডিয়াম নিন্মের কোনটির একক?
✕ আরশোলার সরলাক্ষি

✕ মৌমাছির সরলাক্ষি

✔ আরশোলার পুঞ্জাক্ষি

✕ মাছির পুঞ্জাক্ষি

ব্যবসায় শিক্ষা অংশ

১. নিচের কোনটি হিসাব নয়?
✔ রেওয়ামিল

✕ ক্রয়-বিক্রয় হিসাব

✕ খতিয়ান

✕ বিক্রয় বহি

২. দু’তরফা দাখিল পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
✕ ১৪৪৯ খ্রিষ্টাব্দ

✕ ১৯৯৪ খ্রিষ্টাব্দ

✔ ১৪৯৪ খ্রিষ্টাব্দ

✕ ১৩৪৯ খ্রিষ্টাব্দ

৩. হিসাব সমীকরণে ‘বেতন খরচ’ কোন অংশে দেখানো হয়?
✕ বহির্দায়

✔ মূলধন

✕ সম্পত্তি

✕ কোনটিই নয়

৪. অবচয় কারবারের জন্য হলো-
✔ ক্ষতি

✕ অধিক সম্পত্তি

✕ খরচের বন্টন

✕ দায়

৫. শেয়ার অধিহার চুড়ান্ত হিসাবে কোথায় দেখানো হয়?
✕ লাভ-ক্ষতি হিসাবে

✕ লাভ-ক্ষতি আবন্টন হিসাবে

✔ উদ্বর্তপত্রের দায় পার্শ্বে

✕ উদ্বর্তপত্রের সম্পত্তি পার্শ্বে

৬. ‘ঋণ’একটি-
✕ আয়বাচক হিসাব

✕ নামিক হিসাব

✕ সম্পত্তিবাচক হিসাব

✔ ব্যক্তিবাচক হিসাব

৭. GAAP- এর সঠিক পূর্ণ শব্দ কোনটি?
✔ Generally Accepted Accounting Principles

✕ Generally Accounting Accepted Principles

✕ Generally Accounting Accountants’ Priciples

✕ Generally Accepted Accountants’Principles

৮. অগ্রিম খরচ হ্রাস পেলে কারবারের –
✕ সম্পত্তি বৃদ্ধি পায়

✔ প্রকৃত খরচ বৃদ্ধি পায়

✕ প্রকৃত খচর হ্রাস পায়

✕ প্রকৃত আয় বৃদ্ধি পায়

৯. যৌথ মূলধনী কারবারের জন্য ঋণপত্র হলো-
✕ মালিক

✔ পাওনাদার

✕ মহাজন

✕ নিয়ন্ত্রণকারী

১০. বাংলাদেশে প্রচলিত আয়কর অধ্যাদেশ অনুসারে একক ব্যক্তির আয়ের খাত কয়টি?
✔ ৭টি

✕ ৮টি

✕ ৯টি

✕ ১০টি


১১. উৎপাদন একক বৃদ্ধি পেলে স্থায়ী ব্যয় এককে-
✕ বৃদ্ধি পায়

✕ পরিবর্তন হয় না

✔ হ্রাস পায়

✕ উপরের কোনটিই নয়

১২. যৌথ মূলধনী কারবরে গুরুত্বপূর্ণ শর্ত হলো-
✕ দায় দ্বারা সীমিত

✕ মূলধন দ্বারা সীমিত

✔ শেয়ার দ্বারা সীমিত

✕ ঋণ দ্বারা সীমিত

১৩. জাবেদার মোট কলাম কয়টি?
✕ ৩টি

✕ ৪টি

✔ ৫টি

✕ ৬টি

১৪. একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ১,৮০,০০০ টাকা, পরিবহন খরচ ২০,০০০ টাকা ,বয়সকাল ৫ বৎসর হলে, সরলরৈখিক পদ্ধতিতে বাৎসরিক অবচয় কত?
✔ ৪০,০০০ টাকা

✕ ৪৫,০০০ টাকা

✕ ৫০,০০০ টাকা

✕ ৩৬,০০০ টাকা

১৫. বাংলাদেশে প্রচলিত আয়কর অধ্যাদেশ কত সনের ?
✕ ১৯১৩

✕ ১৯৩২

✔ ১৯৮৪

✕ ১৯৯৪

১৬. নিরীক্ষার হৃদপিন্ড বলা হয়-
✕ ভাউচিং

✕ নিরীক্ষা কর্মসূচি

✔ নিরীক্ষা প্রতিবেদন

✕ অভ্যন্তরীণ নিরীক্ষা

১৭. চাহিদার সংজ্ঞা হতে হলে অবশ্যই থাকতে হবে-
✕ অভাব

✔ সামর্থ্য

✕ দরকষাকষি

✕ পূর্ণ প্রতিযোগিতা

১৮. কারবার প্রধানত কত প্রকার?
✕ ২ প্রকার

✔ ৩ প্রকার

✕ ৪ প্রকার

✕ ৫ প্রকার

১৯. বাংলাদেশের মুদ্রা টাকা-এর সাথে পৃথিবীর অন্যান্য মুদ্রার বিনিময় হার কে বির্ধারণ করে?
✔ বাংলাদেশ ব্যাংক

✕ আন্তর্জাতিক ব্যাংক

✕ সোনালী ব্যাংক

✕ ঢাক স্টক এক্সচেঞ্জ

২০. ব্যবস্থাপনায় নমীনয়তার মূলত কোন সুবিধা হয়?
✔ সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়

✕ নিয়ন্ত্রণ সহজ হয়

✕ প্রেষণা সহজে করা যায়

✕ বেতন দ্রুত পাওয়া যায়

ভূগোল অংশ

১. বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত?
✔ সদরঘাট

✕ জিঞ্জিরা

✕ চাঁদপুর

✕ শরীয়তপুর

২. মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত ?
✕ জর্ডান

✕ ইরান

✔ ইরাক

✕ সিরিয়া

৩. বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে?
✕ সেন্টমার্টিন

✕ হাতিয়া

✔ মহেশখালী

✕ ভোলা

৪. পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান?
✕ ২২ ডিসম্বের ও ২৩ সেপ্টেম্বর

✔ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর

✕ ২১ জুন ও ২২ ডিসেম্বর

✕ ২১ জুন ও ২১ মার্চ

৫. কোনটি আন্তর্জাতিক নদী?
✕ সুরমা

✕ কপোতাক্ষ

✔ ব্রহ্মপুত্র

✕ মেঘনা

৬. টেট্রাহেড্রাল (Tetrahedral Theory) মতবাদ প্রদান করেন-
✕ মোহরোভিসিক

✕ সি.এফ. রিকটার

✔ লোথিয়ান গ্রীন

✕ নিউটন

৭. কোন অঞ্চলের দেশগুলোর সীমানা জ্যামিতিক আকৃতির?
✕ এশিয়া

✔ উত্তর আফ্রিকা

✕ দক্ষিণ আমেরিকা

✕ অস্ট্রেলিয়া

৮. বরেন্দ্র ভুমি হলো?
✕ সাম্প্রতিককালে প্লাবন সমভূমি

✕ টারশিয়ারী যুগের পাহাড়

✔ প্লাইস্টোসিনকালের সোপান

✕ পাদদেশীয় পলল সমভূমি

৯. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী-
✕ সুয়েজ খাল

✔ পানামা খাল

✕ ‌বেরিং প্রণালী

✕ জর্ডান নদী

১০. প্রক্সিমা সেন্টারাই হল একটি-
✕ উপগ্রহ

✔ নক্ষত্র

✕ গ্রহ

✕ ধূমকেতু


১১. নিচের কোন দেশের সমুদ্র বন্দর নেই?
✕ মালদ্বীপ

✕ সোমালিয়া

✔ নেপাল

✕ মরক্কো

১২. সমুদ্র সমতলে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে কত?
✕ ১৬.৭ পাউন্ড

✔ ১৪.৭ পাউন্ড

✕ ১৮.৭ পাউন্ড

✕ ১২.৭ পাউন্ড

১৩. ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
✕ বেরিং

✕ জিব্রাল্টার

✔ পক্

✕ হরমুজ

১৪. কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?
✕ স্তরায়ন

✕ জীবাষ্ম বিশিষ্ট

✔ কেলাসিত

✕ কোমলতা

১৫. ‘BRRI’ অবস্থিত?
✕ ময়মনসিংহ

✕ কুমিল্লা

✔ গাজীপুর

✕ রাজশাহী

১৬. বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের ?
✕ প্লাইস্টোসিন

✕ মায়োসিন

✔ টারশিয়ারী

✕ সাম্প্রতিককালের

১৭. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তর থেকে-
✕ ট্রপোস্ফিয়ার

✕ ওজোনোস্ফিয়ার

✕ মেসোস্ফিয়ার

✔ আয়নোস্ফিয়ার

সমাজ অংশ

১. অগাস্ট কোঁৎ কত সালে Sociology শব্দটি প্রবর্তন করেন?
✕ ১৮৩৭ সালে

✕ ১৮৩৮ সালে

✔ ১৮৩৯ সালে

✕ ১৮৪০ সালে

২. অাধুনিক সমাজে কোন ধরনের পরিবার কাঠামো বিদ্যমান?
✕ একক পরিবার

✔ অণু পরিবার

✕ যৌথ পরিবার

✕ বর্ধিত পরিবার

৩. প্রান্তিক কৃষক-
✕ যাদের বসতবাড়ি ও কৃষি জমি নেই

✔ যাদের জমির পরিমাণ ১ একরের নিচে

✕ যাদের জমির পরিমাণ ১ থেকে ৩ একরের মধ্য

✕ যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে

৪. সংস্কৃতি হলো মানব আচরণের-
✕ বৈশিষ্ট্য

✕ সভ্যতা

✔ সমষ্টি

✕ বিশিষ্টতা

৫. সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। বলেন-
✕ ম্যাকাইভার

✕ অগাস্ট কোঁৎ

✔ জিসবার্ট

✕ প্লেটো

৬. সামাজিক স্তরবিন্যাসের প্রধানত কয়টি প্রকরণ দেখা যায়?
✕ ২টি

✕ ৩টি

✔ ৪টি

✕ ৫টি

৭. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
✕ ইউনাইটেড নেশনস

✔ লীগ অব নেশনস

✕ কম্যুনিটি অব নেশনস

✕ এ্যাসোসিয়েশন অব নেশনস

৮. কে সতীদাহ প্রথা রহিত করেন?
✕ লর্ড রিপন

✕ লর্ড মিন্টো

✕ লর্ড ডালহৌসী

✔ লর্ড বেন্টিঙ্ক

৯. কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে কী বলে?
✕ মজুদ

✔ যোগান

✕ চাহিদা

✕ উপযোগ

১০. নিচের কোন কর্মসূচিকে ‘ম্যাগনাকার্টা’ হিসেবে গণ্য করা হয়?
✕ ১১ দফা

✕ ২১ দফা

✔ ৬ দফা

✕ ৪ দফা


১১. কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
✕ আফগানিস্তান

✕ রুয়ান্ডা

✔ সিয়েরা লিওন

✕ চাঁদ

১২. চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?
✕ ১৭৭৫ সালে

✕ ১৭৯২ সালে

✔ ১৭৯৩ সালে

✕ ১৮৫৭ সালে

১৩. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন-
✔ রাজা রামমোহন রায়

✕ কেশব চন্দ্র সেন

✕ দেবেন্দ্র নাথ ঠাকুর

✕ স্বামী বিবেকানন্দ

১৪. ‘The spirit of Islam’ গ্রস্থটি কে রচনা করেন?
✔ সৈয়দ আমীর আলী

✕ নওয়াব আব্দুল লতীফ

✕ স্যার সৈয়দ আহমদ

✕ হাজী মুহম্মদ মুহসীন

১৫. ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ তত্বের প্রবক্তা কে?
✕ এ্যাডাম স্মিথ

✕ মার্শাল

✔ র‌্যাগনার নার্কস

✕ রবিনসন্স

১৬. কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?
✕ ২টি

✔ ৩টি

✕ ৪টি

✕ ৫টি

১৭. কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা?
✕ সোনালী ব্যাংক

✕ জনতা ব্যাংক

✔ গ্রামীণ ব্যাংক

✕ অগ্রণী ব্যাংক

১৮. শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?
✔ ইংল্যান্ড

✕ যুক্তরাষ্ট্র

✕ জার্মানী

✕ ফ্রান্স

১৯. কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না?
✕ প্রধানমন্ত্রীর

✕ স্পিকারের

✕ সচিবের

✔ রাষ্ট্রপতির

২০. সামাজিকীকরণ হল একটি প্রক্রিয়া , যার মাধ্যমে-
✕ সমাজের পরিবর্তন ঘটে

✔ মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়

✕ সমাজে উঁচু নিচু ভেদাভেদ হয় না

✕ সমাজের চাহিদা পূরণ হয়

ইসলাম শিক্ষা অংশ

১. প্রধান প্রধান আসমানী কিতাব কতটি?
✔ ৪টি

✕ ৫টি

✕ ৬টি

✕ ১০৪টি

২. আল্লাহর আদেশ পালনের পর ফরয বা আবশ্যকীয় কাজ কোনটি?
✕ শিক্ষকের সম্মান

✔ হালাল রুজি উপার্জন

✕ বড়দের সম্মান করা

✕ ছোটদের প্রতি স্নেহ করা

৩. হযরত মুয়াব (রা) কে ইয়ামেনে প্রেরণ করা হয়-
✔ কাযি হিসেবে

✕ প্রধানমন্ত্রী হিসাবে

✕ রাষ্ট্রদূত হিসেবে

✕ শাসনকর্তা হিসেবে

৪. মানুষকে প্রধানত কয় ধরনের কর্তব্য পালন করতে হয়?
✔ দু’ ধরনের

✕ তিন ধরনের

✕ চার ধরনের

✕ আট ধরনের

৫. মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?
✕ বিদ্যাবুদ্ধি

✕ ধন-সম্পদ

✔ আখলাক

✕ সুনাম-সূখ্যাতি

৬. ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ একে অপরের-
✕ প্রতিযোগী

✔ সহযোগী

✕ কল্যাণকামী

✕ সহায়ক

৭. সামাজিক শান্তি-শৃঙ্খলা ও সুশাসনের মূল ভিত্তি কী?
✕ নাগরিক অধিকার

✕ আহদ

✕ ইহসান

✔ আদল

৮. ‘যুননূরাইন’ কার উপাধি?
✕ হযরত আলী (রা)

✕ হযরত উমর (রা)

✔ হযরত উসমান (রা)

✕ হযরত আবু বকর (রা)

৯. মুসলিম জাতির ‘আদি পিতা’ কে?
✔ হযরত আদম (আ)

✕ হযরত ইসমাইল (রা)

✕ হযরত ইবরাহীম (আ)

✕ হযরত শীষ (আ)

১০. হিজরতকালে মহানবী (স) কোন গুহায় আশ্রয় নেন?
✕ হেরা গুহায়

✔ সাওর গুহায়

✕ গিরি গুহায়

✕ হেকরা গুহায়


১১. ঈমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহর প্রতি-
✕ অনুরাগ

✔ আনুগত্য

✕ শান্তি

✕ সান্নিধ্য

১২. শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন-
✕ হযরত আনাস (রা)

✕ হযরত সা’দ (রা)

✕ হযরত উমর (রা)

✔ হযরত আলী (রা)

১৩. কুরআন মাজীদে সাওমের কয়টি মৌলিক উদ্দেশ্য বর্ণিত হয়েছে?
✔ তিনটি

✕ চারটি

✕ পাঁচটি

✕ সাতটি

১৪. হজ্জ্বের মাধ্যমে মানুষের মন থেকে দূর হয়-
✕ মুনাফেকী

✕ হিংসা-বিদ্বেষ

✔ কৃপণতা

✕ ভ্রাতৃত্ব

১৫. ‘ইসলামের সেতু’ কোনটি?
✔ যাকাত

✕ হজ্জ্ব

✕ নামায

✕ কালিমা

১৬. কিসের বিধি-বিধান অবিভাজ্য?
✔ ঈমানের

✕ ইসলামের

✕ শরীয়াতের

✕ ইজমার

১৭. “না- কখন ও না্ । আল্লাহর কসম , তিনি কখনই আপনাকে অপদস্ত করবে না ।” এটি কার উক্তি?
✕ বিবি হাজেরা

✔ বিবি খাদীজা

✕ বিবি ফাতেমা

✕ বিবি মরিয়ম

১৮. জাহান্নামীদের খাদ্য কোনটি?
✕ সাকার

✕ সাঈর

✕ হালুয়া

✔ যাক্কুম

১৯. ভন্ডনবীদের দমন করেন কে?
✔ হযরত আবু বকর

✕ হযরত উমর

✕ হযরত উসমান

✕ হযরত ইমরান

২০. “নারীর অধিকার ” সম্পর্কে কোন সূরায় বর্ণনা আছে?
✕ সূরা আলে ইমরান

✕ সূরা বাকারা

✔ সূরা নিসা

✕ সূরা হাশর

চারু ও কারুকলা অংশ

১. বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকার কে?
✕ শিল্পী কামরুল হাসান

✔ শিল্পী আব্দুর রউফ

✕ আনোয়ারুল হক

✕ শফি উদ্দিন আহম্মেদ

২. বাংলাদেশ বিমানের মনোগ্রাম কে তৈরি করেছেন?
✕ জয়নুল আবেদীন

✕ কাইয়ুম চৌধুরী

✕ মৃণাল হক

✔ কামরুল হাসান

৩. “কালী ঘাটের পট” কোন ধরনের শিল্পকর্ম?
✕ কুটির শিল্প

✕ কারুশিল্প

✕ চারুশিল্প

✔ লোকশিল্প

৪. কম্বল ফোঁড় ব্যবহার করা হয়-
✔ কম্বল সেলাই করার জন্য

✕ চিত্রকলায়

✕ কম্বল ,শাল ও অন্যান্য নকশায়

✕ চাদরে

৫. মিশরের সবচেয়ে বড় পিরামিড় ‘গির্জার’ উচ্চতা কত?
✕ ৪৮০ ফুট

✕ ৪৮৭ ফুট

✔ ৪৮১ ফুট

✕ ৪৮৫ ফুট

৬. ‘দোপেয়াজা’ কার ছদ্মনাম?
✕ এস.এম সুলতান

✕ খাজা শফিক আহমেদ

✕ কামরুল হাসান

✔ কাজী আবুল কাশেম

৭. কোন শিল্পী পুঁইয়ের বিচির রং দিয়ে ছবি আঁকতেন?
✔ জয়নুল আবেদিন

✕ কামরুল হাসান

✕ শফি উদ্দিন আহমেদ

✕ এস.এম সুলতান্

৮. বাস্তবধর্মী ছবি আঁকার জন্য প্রয়োজন-
✕ পরিপ্রেক্ষিত

✕ আকার ও প্রকৃতি

✔ অনুপাত

✕ আলোছায়া

৯. ইসলামিক শিল্পকলার নকশা ডিজাইনের উপাদান কয়টি?
✔ ৫টি

✕ ৩টি

✕ ৪টি

✕ ২টি

১০. জাতীয় ‘স্মৃতিসৌধ’ এর স্থপতি কে?
✔ মাঈনুল হোসেন

✕ হামিদুর রহমান

✕ শামীম সিকদার

✕ নিতুন কুন্ডু


১১. মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘ব্রেড অব হার্ট’ গ্রন্থের লেখক কে?
✕ হাবিবুল আলম বীর প্রতীক

✔ হায়াৎ মাহমুদ

✕ শামসুর রাহমান

✕ অধ্যাপক ড. আনিসুজ্জামান

১২. পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো-
✔ লাস্ট সাপার

✕ মোনালিসা

✕ গুয়োর্নিকা

✕ রাতের পাহারা

১৩. প্রস্তর যুগের শেষভাগের আদিম মানুষের অংকিত গুহাচিত্রের বয়স-
✕ খ্রিষ্টপূর্ব নয় হাজার বছর থেকে ত্রিশ হাজার বছর

✔ খ্রিষ্টপূর্ব দশ হাজার থেকে ত্রিশ হাকার বছর

✕ খ্রিষ্টপূর্ব এগার হাজার বছর থেকে ত্রিশ হাজার বছর

✕ খ্রিষ্টপূর্ব আহ হাজার বছর খেকে ত্রিশ হাজার বছর

১৪. বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি?
✕ তাইপে ১০১ (তাইওয়ান)

✔ বুর্জ খলিফা (আরব আমিরাত)

✕ ফ্রিডম টাওয়ার (যুক্তরাষ্ট্র)

✕ পেট্রোনাস টাওয়ার (মালয়েশিয়া)

১৫. সাধারণত কাঁথা সেলাই করতে এই ফোড় খুব প্রয়োজন-
✕ রানিং ফোঁড়

✕ হেম ফোঁড়

✔ ক্রস ফোঁড়

✕ ডাল ফোঁড়

১৬. জলপাই গাছ কিসের প্রতীক?
✔ শান্তির প্রতীক

✕ দু:স্বপ্নের প্রতীক

✕ আনন্দের

✕ বেদনার

১৭. এ্যাপ্লীক বলা হয়-
✕ তুলি দিয়ে রং করা

✔ কাপড় কেটে অন্য কাপড়ের উপর সেলাই কর

✕ কাপড় কেটে নকশা করা

✕ কাপড়ের নিশান বানান

১৮. লিনোলিয়াম কি?
✕ এক প্রকার মোটা কাপড়, যা দিয়ে ব্লক তৈরি করে কাপড় ছাপানো হয়

✕ এক প্রকার পাতলা কাপড়, যা দিয়ে ব্লক তৈরি করে কাপড় ছাপানো হয়

✔ এক প্রকার খুব মোটা কাপড়, যা দিয়ে ব্লক তৈরি করে কাপড় ছাপানো হয়

✕ এক প্রকার খুব পাতলা কাপাড়, যা দিয়ে ব্লক তৈরি করে কাপড় ছাপানো হয


১৯. প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?
✔ ২টি

✕ ৩টি

✕ ৪টি

✕ ৫টি

২০. বাংলাদেশে মাধ্যমিক শাখার অঞ্চল অফিস-
✕ ৭টি

✔ ৯টি

✕ ১০টি

✕ ১১টি

শারীরিক শিক্ষা অংশ

১. ক্রিকেট খেলায় একটি নোবলে নিচের কো্ন আউটটি হয়?
✕ বোল্ড আউট

✕ ক্যাচ আউট

✔ রান আউট

✕ স্ট্যাম্প আউট

২. আগামী কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
✕ বেইজং

✔ গ্লাসগোতে

✕ আটলান্টা

✕ সিডনী

৩. ক্রিকেট খেলায় আইন কয়টি?
✕ ৩৬টি

✕ ৩৮টি

✕ ৪০টি

✔ ৪২টি

৪. ভলিবল খেলায় এন্টিনার দৈর্ঘ্য কত মিটার?
✕ ১.৮১ মিটার

✕ ১.৮৩ মিটার

✔ ১.৮৫ মিটার

✕ ১.৮৭ মিটার

৫. ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত গজ?
✕ ২০ গজ

✕ ২১ গজ

✔ ২২ গজ

✕ ২৩ গজ

৬. হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার?
✕ ৪ প্রকার

✔ ৫ প্রকার

✕ ৬ প্রকার

✕ ৭ প্রকার

৭. টেবিল টেনিস নেটের দৈর্ঘ্য কত মিটার ?
✕ ১.৮১ মিটার

✔ ১.৮৩ মিটার

✕ ১.৮৫ মিটার

✕ ১.৮৭ মিটার

৮. কত সালে ওয়াটার পলো অলিস্পিকে অন্তর্ভুক্ত হয়?
✕ ১৮৯৬ সালে

✔ ১৯০০ সালে

✕ ১৯০৮ সালে

✕ ১৯১২ সালে

৯. কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?
✔ ৫ মিনিট

✕ ৭ মিনিট

✕ ১০ মিনিট

✕ ১৫ মিনিট

১০. কোন খেলা ‘প্লে’ বলে শুরু করা হয়?
✕ হ্যান্ডবল

✕ ভলিবল

✕ হকি

✔ ক্রিকেট


১১. ২০০২ সালে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের নাম কি?
✔ রোনাল্ডো

✕ রোমারিও

✕ অলিভার কান

✕ পাওলো রসি

১২. দলগত মিডলে সাঁতারের পর্যায়ক্রম কয়টি?
✕ ৫টি

✔ ৪টি

✕ ৩টি

✕ ৬টি

১৩. টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান (এক ইনিংসে) সংগ্রহকারী ব্যাটম্যান হলেন-
✕ স্যার ব্রাডম্যান

✕ শচীন রমেশ টেন্ডুলকার

✔ ব্রায়ান চার্লস লারা

✕ বীরেন্দ্র সেবাগ

১৪. লন্ডনে সর্বপ্রথম কত সালে আধুনিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
✕ ১৮৩০ সালে

✕ ১৮৩২ সালে

✕ ১৮৩৫ সালে

✔ ১৮৩৭ সালে

১৫. মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) কত সালে গঠিত হয়?
✕ ১৪০০ সালে

✕ ১৫৮৭ সালে

✕ ১৬৮৭ সালে

✔ ১৭৮৭ সালে

১৬. কত সালে ভারতে প্রথম খো-খো জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
✕ ১৯৫৫ সালে

✔ ১৯৬০ সালে

✕ ১৯৭১ সালে

✕ ১৯৭৬ সালে

১৭. হকিতে কোন দেশ প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন হয়?
✕ ইংল্যান্ড

✔ পাকিস্তান

✕ ভারত

✕ অস্ট্রেলিয়া

১৮. কত সালে বাংলাদেশ সাঁতার ফেডারেশন গঠিত হয়?
✕ ১৯৭১ সালে

✔ ১৯৭২ সালে

✕ ১৯৮১ সালে

✕ ১৯৮২ সালে

১৯. নিচের কোন দেশ এশিয়ান গেমসে সর্বাধিকাবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে?
✕ চীন

✔ জাপান

✕ ইন্দোনেশিয়া

✕ ভারত

২০. কাবাডি খেলার মাঠের ‘লবি’ কত মিটার চওড়া?
✔ ১ মিটার

✕ ২ মিটার

✕ ৩ মিটার

✕ ৪ মিটার

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!