স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য অধিদপ্তর এর স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০১০

Health Assistant at Directorate of Health under the Ministry of Health and Family Welfare Job Exam Question and Solution 2010

পরীক্ষার তারিখঃ ০১.০১.২০১০

Exam Date: 01.01.2010

বাংলা অংশ 
১. “বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত”-এ বাক্যটি কোন লেখায় আছে?

যৌবনের গান

বিলাসী

হৈমন্তী

২. “কে জানত আমার ভাগ্যে এমন হবে” – এ বাক্যটি নিচের কোন কালের উদাহরণ?

ঘটমান বর্তমান

সাধারণ বর্তমান

সাধারণ ভবিষ্যৎ

৩. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?

পড়ালাম

পড়িয়েছিলাম

পড়াতাম

৪. “মন্দকে মন্দ বলতেই হবে” – এ বাক্যের দুই “মন্দ” নিচের কোনটি?

বিশেষ্য

বিশেষণ

প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ

৫. “কাঁদো নদী কাঁদো” নিম্নের কোনটি?

উপন্যাস

গল্পগ্রন্থ

নাটক

৬. নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়?

চাঁদের আমবস্যা

কাঁদো নদী কাঁদো

চক্রবাক

৭. “আঠারো বছর বয়স” কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত?

মাত্রাবৃত্ত

অক্ষরবৃত্ত

মিশ্র কলাবৃত্ত

৮. “তবুও থামে না যৌবন বেগ, জীবনের উল্লাসে” – এই চরণটির রচয়িতা কোন কবি?

সুফিয়া কামাল

কাজী নজরুল ইসলাম

সুকান্ত ভট্টাচার্য

৯. “Amplitude” শব্দের বাংলা পরিভাষা নিম্নের কোনটি?

বিস্তৃত

বিস্তার

প্রসারিত

১০. “Civil Society” এর পরিভাষা নিম্নের কোনটি?

সভ্য সমাজ

সুশীল সমাজ

বেসামরিক সমাজ

১১. “গুরু” শব্দটির বিশেষণরূপ নিচের কোনটি?

গুর্বী

গরিষ্ঠ

লঘিষ্ঠ

১২. নিচের কোনটি বিশেষ্য?

মধুর

স্নেহ

সুতি

১৩. বাংলা বানানের রীতি অনুসারে নিচের কোনটি শুদ্ধ?

গভর্ণর

গভর্নর

গবর্নর

১৪. “মেদিনী” শব্দের সমার্থক শব্দ কোনটি?

আকাশ

পৃথিবী

সমুদ্র

১৫. “শাকসবজি” শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?

তৎসম + ফারসি

তদ্ভব + ফারসি

পর্তুগীজ + আরবি

১৬. নিচের কোনটি যৌগরূঢ় শব্দ?

সন্দেশ

প্রবীণ

পঙ্কজ

১৭. “পল্লবগ্রাহিতা” শব্দটির সঠিক অর্থ নিচের কোনটি?

ভাসা ভাসা জ্ঞান

পাতা কুড়ানো

অনুকরণ

১৮. “প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে” – বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি?

প্রিয়বদা যথার্থ কহে নাই।

প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে।

প্রিয়ংবদা অযথার্থ কহে নাই।

১৯. সংস্কৃতি বলতে নিচের কোনটি বুঝায়?

সিনেমা

নাচ ও গান

প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি

২০. “তুই যেতে পারবি না” বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি?

তুই যেতে পারবি।

তুই না গিয়ে পারবি না।

তোকে থাকতে হবে।

২১. “He is out for your blood” বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিচের কোনটি?

সে তোমার জন্য রক্ত খুজছে।

সে তোমার রক্তের জন্য বেরিয়েছে।

তোমাকে আক্রমণ করতে কৃতসংকল্প।

২২. “Anonymous” এর সঠিক বাংলা নিচের কোনটি?

অনামা

অজ্ঞাত

এলোমেলো

২৩. “The anti-socials are still at large” এর বঙ্গানুবাদ নিচের কোনটি সঠিক?

সমাজ বিরোধীরা এখনো ধরাছোঁইয়ার বাইরে

সমাজ বিরোধী দল এখানে বড়

সমাজ বিরোধীরা এখন বেশ দূরে

২৪. “Subjudice” এর সঠিক অর্থ বাংলায় নিচের কোনটি?

বিচারকের বেঞ্চ

বিশেষ আদালত

বিচারাধীন

২৫. “Microbiology” এর পরিভাষা নিচের কোনটি?

অণুপ্রাণ বিজ্ঞান

অণুজীব বিজ্ঞান

জীবাণু বিজ্ঞান

ইংরেজী অংশ  
1. Tareq was a “bright” student. (Choose the correct part of speech for the quotation’s word)

noun

pronoun

adjective

2. He had done no “wrong” (Choose the correct part of speech for the quotation’s word)

adverb

adjective

noun

3. I can not “right” the wrong. (Choose the correct part of speech for the quotation’s word)

a noun

a verb

an adjective

4. Boys “long” for holidays. (Choose the correct part of speech for the quotation’s word)

adverb

adjective

verb

5. Karim “headed” the ball. (Choose the correct part of speech for the quotation’s word)

a verb

a pronoun

a conjunction

6. He was _____ honourary Magistrate. (Fill up the blank with appropriate articles)

an

one

a

7. At last the beast in him got _____ upper hand. (Fill up the blank with appropriate articles)

a

an

the

8. He left _____ heir. (Fill up the blank with appropriate articles)

the

an

one

9. None but _____ brave deserves _____ fair. (Fill up the blanks with appropriate articles)

a, the

the, the

the, no articles

10. Which is _____ largest river in our country? (Fill up the blank with appropriate articles)

one

the

an

11. Birds fly _____ in the sky. (Fill up the blank with appropriate phrase or idiom)

at a stretch

at large

all along

12. Which of the following is the correct interrogative sentence?

You come from where?

Where you come from?

Where do you come from?

13. Which of the following in the pair that does not fit?

colossal/giganitic

brutal/human

ambiguous/obvious

14. “On that question I must part company with you” -বাক্যটির বঙ্গানুবাদ নিচের কোনটি সঠিক?

ঐ প্রশ্নের আমি অবশ্যই তোমার সাথে ভিন্নমত পোষণ করব

ঐ বিবেচনায় আমি অবশ্যই তোমার সাথে কোম্পানিটি ভাগ করে দেব

ঐ কারণে আমি অবশ্যি তোমার সঙ্গ ত্যাগ করব

15. Which of the following is an adjective of the word “mountain”?

mounting

mountainous

mountic

16. The college teacher is popular among his students. Here “popular” is-

a noun

an adjective

an adverd

17. Which of the following is the correct sentence?

I earned nearly a hundred dollars last week.

I earned a nearly hundred dollars last week.

I earned a hundred dollars nearly last week.

18. His honesty cannot be _____. (Fill up the blank with appropriate phrase or idiom)

taken into account

brought to light

called in question

19. He could not attend the meeting ______ of illness. (Fill up the blank with appropriate phrase or idiom)

on account

no the plea

on the eve

20. At last the enemy _____. (Fill up the blank with appropriate phrase or idiom)

came to terms

gave up

gave in

21. It is an _____ that he takes bribe. (Fill up the blank with appropriate phrase or idiom)

order of the day

open question

open secret

22. Which of the following is the correct past participle form of “draw”?

drew

drawn

service

23. He sleeps here. “sleeps” is an example of which of the following?

a pronoun

a noun

a verb

24. What kind of verb is the word “went” in the following sentence? “The dog went mad”

transitive verb

causative verb

copulative verb

25. Which of the following is the past tense of the verb “shear”?

sheared

shore

shear

সাধারণ জ্ঞান অংশ  
১. আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?

যুগ্ম সম্পাদক

সম্পাদক

সহ-সভাপতি

২. নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?

জওহরলাল নেহারু

মাওলানা আবুল কালাম আজাদ

মাহাত্মা গান্ধী

৩. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কত জন ছিলেন?

২৪ জন

১৪ জন

৩৪ জন

৪. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স নিচের কত বছর?

৪৫

২৫

৩০

৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর নিচের কত নং সেক্টরে ছিল?

১১

৬. পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি?

যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য

জাপান

৭. শ্রীলংকা স্বাধীনতা লাভ করে নিম্নের কত সালে?

১৯৪৮

১৯৪৭

১৯৪৯

৮. “বার্মার” নাম নিচের কোন সালে মিয়ানমার নামকরণ করা হয়?

১৯৯০

১৯৮৯

১৯৮৮

৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল?

যুক্তরাষ্ট্র

চীন

জাপান

১০. No-fly-zone নিচের কোন দেশে অবস্থিত?

ইরাক

ইরান

আফগানিস্তান

১১. নিচের কত বছর মার্গারেট থ্যাচার বিলাতের ক্ষমতায় ছিলেন?

১০

১১

১২. নিচের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?

দ্বিতীয় জর্জ

প্রথম জর্জ

তৃতীয় জর্জ

১৩. ফুটবল প্রতিযোগিতায় প্রতি দল নিচের কতজন খেলোয়াড় বদল করতে পারে?

১৪. ক্রিকেটের নিয়মাবলি রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাব?

লন্ডন ক্লাব

মেলবোর্ন ক্লাব

লিভারপুল ক্লাব

১৫. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা নিচের কত ডিগ্রি সেন্টিগ্রেড?

৩০

২৩

২৫

১৬. বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?

লালখান

লালপুর

শ্রীমঙ্গল

১৭. সুন্দরবনে বংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি?

নাফ নদী

রায়মঙ্গল নদী

হাড়িয়াভাঙা নদী

১৮. বাকল্যান্ড বাঁধ নিচের কোন নদীর তীরে অবস্থিত?

শীতলক্ষ্যা

বুড়িগঙ্গা

কর্ণফুলী

১৯. মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে?

লামার মইভার পর্বত

খাগড়াছড়ির বাদনাতলী পর্বত

আসামের লুসাই পাহাড়

২০. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির নিচের কত শতাংশ বনভূমি প্রয়োজন?

১৮

২২

২৫

২১. নিচের কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?

তুলা গাছ

দেবদারু গাছ

তাল গাছ

২২. নিচের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয়?

ভাইরাস

ব্যাকটেরিয়া

ছত্রাক

২৩. বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা “মাগুরা”-র সাক্ষরতা আন্দোলনের নাম নিচের কোনটি?

সুরভিত

বিকশিত

দীপ্যমান

২৪. নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত?

ঢাকার সাভারে

খুলনার রূপসায়

চট্টগ্রামের জলদিয়ায়

২৫. শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বাংলাদেশ সংবিধানের নিচের কত নম্বর ধারায় বর্ণিত?

১৩

১৭

১৯

২৬. ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম নিচের কোনটি?

ঝুমুর

ধূপ

জারি

২৭. আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চাকা” এর পরিচালক নিচের কে?

জহির রায়হান

মোরশেদুল ইসলাম

তানভীর মোকাম্মেল

২৮. বলকান রাষ্ট্র নিচের কোনটি?

লাটভিয়া

পর্তুগাল

ক্রোয়েশিয়া

২৯. এশিয়ার সর্বউত্তরের বিন্দু নিচের কোথায়?

ইন্দোচীন

চেলুসকিনের অগ্রভাগ

বেবা অন্তরীপ

৩০. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নিচের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!