মেডিকেল (এম.বি.বি.এস / MBBS) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০০৮।
Medica l(MBBS) Admission Test question and answer 2008
1. নিম্নলিখিত কোনটি মেসোডার্ম থেকে গঠিত হয় না?
✔ স্নায়ুতন্ত্র
✕ রক্তবহনতন্ত্র
✕ কংকালতন্ত্র
✕ প্রজননতন্ত্র
2. আদর্শ ও বাস্তব গ্যাস সংক্রান্ত নিচের কোন তথ্যটি ভুল?
✔ N2, O2− আদর্শ গ্যাস
✕ H2, CO2− বাস্তব গ্যাস
✕ PV = nRT সমীকরণটি আদর্শ গ্যাস পুরোপুরি অনুসরণ করে
✕ PV = nRT সমীকরণটি বাস্তব গ্যাস পুরোপুরি অনুসরণ করে না
3. আলো সংক্রান্ত কোন সমীকরণটি ভুল?
✕ 1v + 1u=1f
✔ m = vu
✕ p = 1f
✕ 1F = 1f1+1f2+…
4. Which of the following is emphasizing adjective?
✔ Bright morning
✕ Financial help
✕ Blue Shirt
✕ Positive Attiude
5. নিম্নের কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে না?
✕ চোখ
✕ জিহ্বা
✔ জরায়ু
✕ হাত
6. কৌণিক ভরবেগ সমীকরণ mvr = nh2π অনুযায়ী নিচের কোনটি ভুল?
✕ m = ইলেষ্ট্রনের ভর
✔ v = প্রোটনের গতিবেগ
✕ r = অরবিটের ব্যাসার্ধ
✕ h = প্লাঙ্কের ধ্রুবক
7. নিম্নের কোনটির ভিত্তিতে ট্রান্সফর্মার এবং জেনারেটর আবিষ্কার করা হয়েছে?
✕ চৌম্বক আবেশ
✕ তড়িৎ আবেশ
✔ তড়িৎ চৌম্বক আবেশ
✕ সবকটি
8. বাংলা ভাষায় বাংলাদেশের প্রথম মহিলা কবির নাম কী?
✕ বেগম রোকেয়া
✕ আশাপূর্ণা দেবী
✔ চন্দ্রবতী
✕ ফেরদৌস আরা
9. Which of the following phrase is having the correct meaning?
✔ In the pink : In good health and ready to go
✕ Lock and load : To be less then fully prepared
✕ Drop he hammer : Get ready
✕ Loose cannon : Directy from the source
10. নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়?
✕ প্রধান কোয়ান্টাম সংখ্যা
✕ সহকারী কোয়ান্টাম সংখ্যা
✔ বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা
✕ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা
11. নিম্নের উল্লেখিত কয়টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত?
✕ 12
✕ 13
✔ 14
✕ 15
12. ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী?
✔ বিজয় কেতন
✕ স্বাধীনতা কেতন
✕ স্বাধীন সুন্দর
✕ বিজয় বাংলা
13. Which of the following phrase is having the correct meaning?
✕ Take a dive : Undecided until the end, at the last minute
✕ Straight and narrow : Accomplishment of three successes of wins
✔ Square Meal : A nutritious meal
✕ Under the water : If good luck is willing
14. নিম্নের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়?
✕ ফাইব্রিনোজেন
✕ প্রোথ্রোম্বিন
✔ অ্যালবুমিন
✕ Ca++
15. নিম্নের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত?
✕ 7 : 9
✔ 9 : 7
✕ 13 : 3
✕ 13 : 7
16. নিম্নে উল্লেখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে?
✔ বহিঃকর্ণ
✕ শ্বাসনালি
✕ হিউমেরাস
✕ স্বরযন্ত্র
17. আধুুনিক পর্যায় সারণী সম্পর্কে কোনটি সঠিক নয়?
✕ পর্যায় সারণীতে 7 টি সারি ও 18 টি স্তম্ভ আছে
✕ মৌল সমূহকে s, p, d এবং f ব্লক মৌল হিসাবে শ্রেণিবিন্যাস করা হয়েছে
✔ মোট 109 টি মৌল আছে
✕ হাইড্রোজনের অবস্থান 1 টি
18. আলোর অপবর্তন নিম্নের কোন কারণে ঘটে?
✕ প্রতিফলন
✕ ব্যতিচার
✕ সমবর্তন
✔ প্রতিসরণ
19. নিচের কোনটি সেক্সলিংকড অসুখ নয়?
✕ বর্ণান্ধতা
✕ মায়োপিয়া
✔ রক্তস্বল্পতা
✕ হিমোফিলিয়া
20. যে সমস্ত মৌলের পরমাণবিক সংখ্যা 18, তাদের সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ ইলেষ্ট্রনিক বিন্যাস :
✕ নিষ্ক্রিয় গ্যাস : 1s2 2s2 2p6 3s2 3p6
✕ তৃতীয় পর্যায় এবং O গ্রুপভূক্ত
✔ সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে : 3p6
21. তড়িৎ সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়?
✕ E = σ∈0
✕ F = qE
✕ E = 14π∈0×qr2
✔ F = 14π∈0×q1q2d
22. আধান সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ ঘর্ষণের ফলে চার্জ সৃষ্টি হয়
✕ e = 1.6 ×10−19C
✕ ইলেষ্ট্রনের ঘাটতি হচ্ছে ধনাত্মক চার্জ
✕ q=± ne
23. ফ্রুকটোজ-এ 40% কার্বন এবং 6.67% হাইড্রোজেন আছে বিধায় নিম্নের কোনটি ভুল?
✕ ফ্রুকটোজ-এ অক্সিজেনের পরিমাণ- 53.33%
✕ কার্বন পরমাণু এর আপেক্ষিক নম্বর- 3.33
✕ হাইড্রোজেন পরমাণু এর আপেক্ষিক নম্বর- 6.67
✔ অক্সিজেন পরমাণু এর আপেক্ষিক নম্বর-53.33
24. Which of the following set contain the correct meaning?
✔ Antipathy : Strong Dislike
✕ Collide : Indifferent
✕ Bequeath : Determined to go
✕ Devolve : Without
25. নিম্নের কোনটি চোখের একমাত্র আলোসংবেদী অংশ?
✕ পিউপিল
✕ আইরিস
✔ রেটিনা
✕ অন্ধবিন্দু
26. Which of the following phrase is having correct Bangla meaning?
✕ Down to the wire : প্রতিযোগিতায় উ্দ্দেশ্য প্রণোতিতভাবে হারা
✔ Knock wood : ভাগ্য সুপ্রসন্ন হলে
✕ Pass the buck : কারো মতামত উল্লেখ করা
✕ Drop the hammer : পুরোপুরি প্রস্তুত না হওয়া
27. নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?
✕ মানুষর পিত্তথলি কোন গ্রন্থি নয়
✕ লালা গ্রন্থিগুলো সনালি গ্রন্থি
✔ ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ
✕ দুধ দাঁতে অগ্রপেষণ দাঁত থাকে না
28. কোন p-n জংশনে 0.1V বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল400 mA । এর গভীর রোধ কত ওহম (υ) ?
✔ 0.25
✕ 2.5
✕ 25
✕ 250
29. নিম্নের কোনটি ব্লাড গ্রুপের নির্দিষ্ট এন্টিজেন না?
✕ A এন্টিজেন
✕ B এন্টিজেন
✕ `A ও B এন্টিজেন
✔ O এন্টিজেন
30. 25 বৎসর বয়সে একজন নভোচারী নভোযানে করে 2.4 ×108ms−1 বেগে গ্যালাক্সী পরিভ্রমণে বের হন এবং পৃখিবীর ক্যালেন্ডার মাফিক 50 বৎসর পর ফির আসেন। নভোচারীর বর্তমান বয়স কত বছর?
✕ 85
✔ 65
✕ 60
✕ কোনটিই নয়
31. নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভূক্ত নয়?
✕ এনজাইনা পেকটোরিস
✕ মায়োকার্ডিয়াল ইনফার্কাশন
✕ আনস্টেবল এনজাইনা
✔ স্ট্রোক
32. সর্বপ্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়?
✕ দিল্লি
✔ কলকাতা
✕ লন্ডন
✕ কাঠমান্ডু
33. Which of the following phrase is having correct Bangla meaning?
✕ At the end of my rope : অত্যন্ত মুগ্ধকর
✔ By the short hairs : অস্বস্থিতে বা লজ্জায় পড়া
✕ One for the road : চলে যাওয়ার পর কোন মতামত বিবেচনা করা
✕ Tongue in check : শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করা
34. নিম্নের কোনটি জারল-বিজারণ বিক্রিয়া?
✔ Ca + 2F→ CaF2
✕ Ca3 + H+→ NH4+
✕ Ca2+ + 2F→ CaF2
✕ Cu2− + 4NH3→ Cu(NH3)42+
35. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ সৃষ্ট হয়
✔ ডিম্বাশয় থেকে কোরিওনিক গোনাডোট্রপিন নিঃসৃত হয়
✕ অ্যামাইনো এসিড আমিষের গঠনমূলক একক
✕ চোখের অগ্র প্রকোষ্ঠ অ্যাকুয়াস হিউমার দিয়ে পূর্ণ থাকে
36. বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়?
✕ 40%
✕ 60%
✔ 80%
✕ 20%
37. Which of the following is a superlative sentence?
✕ Hira is not so tall as Panna
✕ Saida is not beauiful as Sumaya
✕ Very few subjects are so easy as this
✔ Nurul is the best boy in the class
38. নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়?
✕ কখনও হ্যাপ্লয়েড কোষে হয় না
✕ নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোসোম একবার বিভক্ত হয়
✕ এই বিভাজনে চারটি অপত্যকোষের সৃষ্টি হয়
✔ অপত্যকোষের ক্রোমোসোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোসোমের সমগুণ সম্পন্ন হয়
39. আইনস্টাইনের ভর-শক্তি সংক্রান্ত সমীকরণের সঠিক বর্ণনা কোনটি?
✕ e = mc2
✕ E = Mc2
✔ E = mc2
✕ e = Mc2
40. Which of the following is not a positive sentence?
✔ Boby is taller than any other girl in the class
✕ Very few young men were so industrious as Murad
✕ Sabina is as wise as Sagupia
✕ Sadheen was as active as Asad
41. নিচের কোনটি একই সাথে জারক ও রিজারক রূপে কাজ করে?
✔ SO2
✕ FeSO4
✕ H2
✕ CuSO4
42. চাপ, তাপ ও আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়?
✕ v = v0(1 +∅273)
✕ p = p0(1 +∅273)
✔ PV = MmRT
✕ pv = nRT
43. নিম্নের কোনটি ঋণাত্মক অনুঘটক?
✕ Cu
✔ অ্যালকোহল
✕ MnO2
✕ Fe
44. স্থিতিস্থাপকতা গুণাঙ্ক সংক্রান্ত নিচের কোন তথ্য সঠিক নয়?
✕ Y = F1A1
✕ Y = MgLπr2l
✕ Y এর মাত্রা [Y] =ML−1T−2
✔ [E] =ML−2T−2
45. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ একটি ভাইরাসে DNA এবং RNA সাধারণত এক সাথে অবস্থান করে না
✔ পোলিও একটি DNA ভাইরাস
✕ HIV মানবদেহে T-cell লিস্ফোসাইট এবং ম্যাক্রোফেজকে আক্রমণ ও ধ্বংস করে
✕ ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ব্যাকটেরিওফায় বলে
46. নিম্নের কোনটি সত্য নয়?
✕ গ্লুকোজ একটি মনোস্যাকারাইড
✕ সাইটোক্রোম একটি এনজাইম
✕ অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়
✔ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি কোষের মাইটোকন্ড্রিয়ায় হ
47. প্রতি 10o সে, তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার বৃদ্ধির হার কত গুণ?
✔ 2-3
✕ 3-4
✕ 4-5
✕ 5-6
48. নাইট্রোজেন পেন্টা অক্সাইড এর বিয়োজনের অর্ধায়ূ 3400 মি.। বিক্রিয়াটির আপেক্ষিক বিক্রিয়া হার K এর মান নিম্নের কোনটি?
✕ 1.7325 ×10−4s−1
✔ 2.038 ×10−4min−1
✕ 2.038 ×10−3s−1
✕ 2.038 ×10−3s−2
49. নিম্নের কোনটি সত্য নয়?
✔ সমাঙ্গবর্গ উদ্ভিদের জীবনচক্রে ভ্রুণ উৎপন্ন হয়
✕ যে সব সমাঙ্গবর্গীয় উদ্ভিদের দেহে সালোক-সংশ্লেষণের বর্ণকণিকা আছে, তারাই শৈবাল
✕ মসবর্গীয় উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে
✕ ছত্রাকের জন্য আলোক অপরিহার্য নয়
50. নাইট্রোজের নিম্নের প্রদত্ত পর্যায় সারণীয় কোন গ্রুপে অবস্থিত?
✕ Gr 111A
✕ Gr 1VA
✔ Gr VA
✕ Gr V1A
51. নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম?
✔ শুকতারা : উন্নতজাতের বেগুন
✕ সুমাত্রা : উন্নতজাতের তুলা শস্য
✕ ডেলফোজ : উন্নতজাতের তামাক
✕ অগ্রণী : উন্নতজাতের চীনাবাদাম
52. Which of the following idiom contain correct English meaning?
✕ A rear bird : See a solution
✕ In the twinkling of an eye : Eventually
✔ Keep the flag flying : Keep Surviving
✕ A piece of cake : An integral part
53. Which of the following sentence use the word ‘down’ as adverb?
✔ Down went the Royal George
✕ Try to down him
✕ The down train has left the station
✕ She came down the hil
54. নিম্নে উল্লেখিত মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে?
✕ সেরেব্রাম
✔ সেরিবেলাম
✕ গনস
✕ মেডুলা
55. নিম্নের কোন সূত্রটি ভুল?
✕ নাইট্রাস অক্সাইড-N2O
✔ নাইট্রিক অক্সাইড-NO3
✕ নাইট্রোজেন ডাই অক্সাইড-NO2
✕ ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড-N2O3
56. সরল দোলকের দৈর্ঘ্য ও দোলনকাল সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়?
✕ T = 2π√Lg
✔ T1 = 2π√L1L2×T2
✕ T2=T1 × √L2L1
✕ L=gT24π2
57. Which of the following sentence use the word round adjective?
✔ A square peg in a round hole
✕ The boy played well in the first round
✕ They rounded the temple silently
✕ Last he came round to their belief
58. নিম্নের কোন তথ্যটি সত্য নয়?
✕ প্যারোটিভ গ্রন্থি একটি লালাগ্রন্থি
✕ গলনালি প্রায় 25 সেমি লম্বা
✔ জিহ্বার পিছনের অংশের স্বাদকোরক মিষ্টতা অনুভবে সাহায্য করে
✕ পূর্ণাঙ্গ মানুষের এপেনডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে শরীরে থাকে
59. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি সংক্রান্ত নিম্নের কোন তথ্য ভুল?
✕ নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস-এ সরাসরি সংযোজন
✔ তাপ; 450oC−500oC
✕ চাপ : 200 atm
✕ ক্যাটালিস্ট : আয়রণ ডাস্ট
60. 0.2 kg ভরের একটি বস্তুকে 0.5 m লম্বা রশিতে বেঁধে সমান্তরাল বৃত্তাকার 4 rad s−1 বেগে ঘুরালে রশির ঘূর্ণায়মান শক্তি কত N হবে?
✕ 0.4
✕ 0.6
✕ 0.8
✔ 1.6
61. Which of the following is the correct interrogative form without changing the meaning of this sentence? ‘The Dillingham Young’s took mighty pride in their possession’-
✕ Didn’t the Dillingham Youungs take a mighty proud in their possession?
✕ Didn’t the Dillingham Youngs take a might pride in their possession?
✕ Didn’t the Dillingham Youngs took a mighty pride in their possession?
✔ Didn’t the Dillingham Youngs take a mighty pride in their possession
62. নিম্নের কোনটি পাকস্থলীর প্যারাইটাস কোষ থেকে নিঃসৃত হয়?
✕ পেপসিনোজেন
✔ হাইড্রোক্লোরিক এসিড
✕ মিউসিন
✕ গ্যাসট্রিন
63. N2(g)+3H2(g) ↔ 2NH3(g) সমীকরণ সংক্রান্ত কোন তথ্য সঠিক নয়?
✕ একটি উভয়মূখী বিক্রিয়া
✔ △H = +92.38 kg/mo1
✕ গ্যাসের বিক্রিয়ার ফলে আয়তন হ্রাস পায়
✕ নাইট্রোজেন-হাইড্রোজেন আয়তন অনুপাত- 1 : 3
64. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✕ উপজিহ্বা খাদ্যদ্রব্য শ্বাসনালিতে প্রবেশে বাধা দান করে
✕ প্রশ্বাসের সময় ফুসফুস প্রসারিত হয়
✕ ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন বায়ুথলি থেকে কৈশিক নালির রক্তে প্রবেশ করে
✔ ফুসফুসের কৈশিক নালিতে অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে স্থায়ী যৌগ অক্সিহিমোগ্রোবিন তৈরি করে
65. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ শুক্রাশয়ের সারটলি কোষ টেস্টোস্টেরন নামক গুরুত্বপূর্ণ যৌন হরমোন নিঃসরণ করে
✕ এপিডিডাইমিস শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে
✕ প্রস্টেট গ্রন্থি থেকে অ্যালেক্যালাইন ফলফেটের নামক একরকম ক্ষারকীয় রস নিঃসরণ হয়
✕ সেমিনালরস প্রধানত শুক্রাণুর পৃষ্টি জোগায়
66. জৈব যৌগ সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ ক্যাটেনেশন
✔ চতুর্যোজ্যতা
✕ সমানুতা
✕ মন্থর আয়োনিত বিক্রিয়া
67. সিলিয়াক ধমনি নিম্নের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না?
✕ পাকস্থলী
✔ বৃক্ক
✕ প্লীহা
✕ যকৃত
68. নিম্নের উল্লেখিত কোন অ্যালকিন এর সূত্রটি ভুল?
✕ ইথিন : CH2 = CH2
✕ প্রপিন : CH3 − CH =CH2
✕ 1- বিউটিন : CH3 − CH2 −CH =CH2
✔ 2- বিউটিন : CH3 − CH=CH2 −CH −CH3
69. ইথার সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ R − O − R+PC15→RC1+POCl3+HC1∥
✕ চেতনা নাশক
✕ তেলের জন্য শিল্প দ্রাবক
✕ রেফ্রিজারেন্ট
70. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✔ হৃৎপিণ্ড বাম অলিন্দ থেকে পালমোনারি ধমনি উৎপন্ন হয়
✕ পালমোনারি ঘমনির প্রবেশ মুখে একটা অর্ধচন্ত্রাকৃতি কপাটিকা থাকে
✕ পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে
✕ মানুষের রক্তসংবহতন্ত্রে দ্বিচক্রীয় সংবহন দেখা যায়
71. দুটি সার্বিকভাবে একইরূপ মহাশূন্যস্থান A ও B মুক্তভাবে পৃথিবীর দিকে নামছে। B এর চেয়ে A পৃথিবীর কাছে হলে কোন তথ্যটি সঠিক নয়?
✕ A এর ওজন > B এর ওজন
✕ A এর ভর = B এর ভর
✔ A এর ত্বরণ = B এর ত্বরণ
✕ উভয় মহাশূন্যযানের নভোচারীগণ ওজন হীনতা অনুভব করে
72. নিম্নের কোন তথ্যটি লসিকাতন্ত্র সম্পর্কে সত্য নয়?
✕ প্রকৃতপক্ষে লসিকা এক ধরনের পরিবর্তিতা কলারস
✕ কলা থেকে কলারসের প্রায় 10 শতাংশ লসিকা দ্বারা অপসৃত হয়
✔ লসিকায় অনেক অণুচক্রিকা থাকে
✕ লসিকাগ্রন্থি অ্যান্টিবডি তৈরি করে
73. নিম্নের কোনটি ডাই মিথাইল অ্যামিন এর সংকেত?
✕ CH3NH2
✕ C2H5NH2
✕ C2H5OH
✔ (CH3)2NH
74. একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে। গুলির বেগ তিনগুণ করা হলে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে।
✕ 6
✔ 9
✕ 90
✕ কোনটিই নয়
75. নিম্নের কোনটি আয়ন নয়?
✔ ব্রোমিন
✕ ক্লোরিন
✕ থায়োসায়ানেট
✕ সায়ানাইড
76. Which of the following is the correct compound form of this sentence? ‘ As he felt a great love for them, he blessed them from heart’.
✕ He felt a great love and blesses
✕ He fell great love for them and blessed them from heart
✔ He felt a great love for them and blessed them from heart
✕ he felt a great love for them and blesses from heart
77. নিম্নের তোস তথ্যটি সঠিক নয়?
✕ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন গুরুত্বপূর্ণ নারী যৌন হরমোন
✕ ইস্ট্রোজেনের প্রভাবে মেয়েদের নারীসূলভ লক্ষণ বিকশিত হয়
✔ করপাস ল্যুটিয়াম থেকে লুটিনাইজিং হরমোন নিঃসৃত হয়
✕ ডিম্বাশয়ের সবচেয়ে পরিপক্ক ফলিককলটিকে গ্রাফিয়ান ফলিকল বলে
78. নিম্নের কোন বিক্রিয়াটি সঠিক নয়?
✕ Zn+HNO3 (অতি লঘু) →Zn(NO3)2+H2O+NH4NO3
✕ Zn+HNO3(লঘু) →Zn(NO3)2+H2O+N2O
✕ Zn+HNO3(মধ্যম গাঢ়) →Zn(NO3)2+H2O+NO
✔ Zn+HNO3(গাঢ়) →Zn(NO3)2+H2+NO2
79. গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়?
✕ v =vο+at
✔ v2 =vο+2as
✕ s=v0+v2t
✕ s = v0t + 12at2
80. Which of the following is the correct direct form of this sentence? He said with joy that was a very nice thing
✕ He said, ‘A nice thing it is!’
✔ He said, ‘What a nice thing it is!’
✕ He said, ‘What a nice it is!’
✕ He said, ‘What a nice thing it is!’
81. নিম্নের কোনটি বৃক্কের কাজ নয়?
✕ দেহ থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ অপসারণ করা
✔ শ্বেত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখা
✕ রক্তে অম্ল ক্ষারের সমতা রক্ষা করা
✕ দেহে পানির সমতা রক্ষা করা
82. CFC গ্যাস সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ অদাহ্য গ্যাস
✕ সামান্য চাপে তরল হয়
✔ স্ফুটনাংক 100oC
✕ রেফ্রিজারেশন ও শীতাতপ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়
83. নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
✕ রৈখিক বেগের মাত্রা −LT−1
✕ রৈখিক বেগের একক −ms−1
✕ কৈণিক বেগের মাত্রা −T−1
✔ কৈণিক বেগের একক −S−1
84. পৃথিবীর মোট বরফের কত ভাগ এন্টার্কটিকাতে আছে?
✕ 50
✕ 70
✔ 90
✕ 75
85. Which of the following is the correct form of this sentence? She said, Oh! How charming the scenery is!’
✔ She exclaimed with wonder that the scenery was very charming
✕ She with wonder that the scenery was very charming
✕ She exclaimed woner that the scenery was very charming
✕ She exclaimed with woder that the scenery very charming
86. নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
✕ হাম
✕ ডেঙ্গু
✔ টাইফয়েড
✕ হার্পিস
87. Which of the following sentence is the correct example of “past perfect continuous tense”?
✕ The train had started before I reached the station
✕ We have been living here for five years
✕ What was she doing In the last evening
✔ At that time Shama had been writting a novel for two months
88. নিম্নের কোনটি সঠিক নয়?
✔ এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম হল : F
✕ হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন-এ চারটি মৌলকে বোঝায়
✕ হ্যালোজেন মানে sea-salt producer
✕ হ্যালোজেনসমূহ দ্বিপরমাণুকে অণূ (x2) বিশিষ্ট অধাতব মৌল
89. নিম্নে উল্লেখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু তৈরি করে?
✕ দুর্বর নিউক্লীয় বল
✕ মহাকর্ষ বল
✔ তাড়িত চৌম্বক বল
✕ সবল নিউক্লীয় বল
90. নিম্নের কাকে “লেডি উইথ দি ল্যাম্প” বলা হয়?
✕ রানি এলিজাবেথ প্রথম
✔ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
✕ মাদার তেরেসা
✕ রানি ক্লিওপেট্টা
91. Na, C এবং O এর পারমাণবিক ভর যথাক্রমে 23, 12 ও 16 হলে, Na2CO3সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
✕ কার্বনের শতকরা পরিমাণ = 11.3%
✕ এর আণবিক ভর = 106
✕ সোডিয়ামের শতকরা পরিমাণ = 43.4%
✔ অক্সিজেনের শতকরা পরিমাণ = 54.3%
92. নিম্নের কোনটি সঠিক নয়?
✕ A
✕ B
✔ C
✕ D
93. নিম্নের কোন যৌগটির স্থল ও আণবিক সংকেত সঠিক নয়?
✕ C
✔ D
✕ A
✕ B
94. নিম্নলিখিত কোন যৌগের জারণ সংখ্যা সঠিক?
✕ C
✕ D
✔ A
✕ B
95. নিম্নের কোন ডাল থেকে বিষাক্ত অ্যামাইনো এসিড BOAA (B-A-Oxalyl amino I-alainine) তৈরি হয়?
✔ অড়হড়
✕ মুগ
✕ খেসারী
✕ মাসকালাই
96. বাতাসে সীসার পরিমাণ কমপক্ষে কত μgm হলে বাতাসে সীসা দ্বারা দূষিত বলা হবে?
✕ 1
✔ 2
✕ 3
✕ 4
97. মেনুদন্ডের এটলাস ও এক্সিসের মধ্যবর্তী অস্থিসন্ধি নিম্নের কোনটি?
✕ গমফোসিস বহির্ভূতা
✕ কব্জা
✔ কীলক
✕ স্যাডেল