প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান- ২০২১
Ministry of Defense office assistant exam question and answer-2021
পরীক্ষার তারিখঃ ১২ মার্চ ২০২১
সময়ঃ ১ ঘন্টা
পূর্ণমানঃ ৪০
উত্তর নিচে দেখুনঃ
১. সন্ধি বিচ্ছেদ করুনঃ
ক) নদ্যম্বু = নদী + অম্বু
খ) অন্বেষণ = অনু + এষণ
২. এক কথায় প্রকাশ করুনঃ
ক) অন্যের লেখা চুরি করে এমন = কুম্ভিলক
খ) বাস্তু থেকে উৎখাত হয়েছে এমন = উদ্বাস্তু
গ) মর্ম স্পর্শ করে এমন = মর্মস্পর্শী
৩. বাগধারাগুলোর অর্থ লিখুনঃ
ক) উজানের কই = সহজলভ্য
খ) কান কাটা = বেহায়া/নির্লজ্জ
গ) পালের গোদা = সর্দার
৪. ক) বহুব্রীহি শব্দের অর্থ কী?
উত্তরঃ বহু ধান (বহু ধান আছে যার = বহুব্রীহি)।
খ) ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ প্রাদি সমাস।
৫. Fill in the gap:
a) He is weak ____ English. উত্তরঃ in.
b) He was acquitted ____ the charge of murder. উত্তরঃ for.
c) Rahim is better ____ Karim. উত্তরঃ than.
৬. Translate into English:
a) সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে = It has been raining for seven days.
b) সে গতকাল ঢাকা এসেছে = He came to Dhaka yesterday.
c) তুমি কি কখনও চিড়িয়াখানা দেখেছো = Have you ever visited a zoo?
d) একতাই বল = Unity is strength.
৭. Change the Gender:
a) Dog = Bitch
b) Drone = bee
c) Horse = Mare
৮. একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটি ক্রয়মুল্য নির্ণয় করুন।
সমাধান :
ছাগলটির ক্রয় মূল্য ১০০ টাকা হলে, ৮% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ − ৮) টাকা বা ৯২ টাকা।
আবার , ৮% লাভে বিক্রয় মূল্য (১০০+৮ ) টাকা বা ১০৮ টাকা
∴বিক্রয় মূল্য বেশি হয় (১০৮−৯২) টাকা বা ১৬ টাকা।
বিক্রয় মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
” “ ১ ” ” ” ” ” = ১০০×১৬ টাকা
“ “ ৮০০ ” ” ” “ “ = ১০০× ৮০০/১৬ টাকা
= ৫০০০ টাকা
∴ ছাগলটির ক্রয় মূল্য ৫০০০ টাকা।
৯. a+1/a=4 হলে, a4+1/a4 এর মান কত?
সমাধান:
দেওয়া আছে, (a+1/a) = 4
=> (a+1/a)2 = 42 [ উভয় পাশে বর্গ করে]
=> a2 + 2.a.1/a + 1/a2 = 16
=> a2 + 1/a2 =16 – 2 = 14
=> (a2+1/a2)2 = 142 [ উভয় পাশে বর্গ করে]
=> (a2)2 + 2.a2. 1/a2 +(1/a2)2 = 196
=> a4 + 2 + 1/a4 = 196
=> a4 +1/a4 = 196 – 2 = 194
উত্তরঃ 194
সাধারণ জ্ঞান
১০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১১. জাপানের মুদ্রার নাম কী?
উত্তরঃ জাপানের মুদ্রার নাম ইয়েন।
১২. নেপালের রাজধানীর নাম কী?
উত্তরঃ নেপালের রাজধানী কাঠমান্ডু।
১৩. প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নাম লিখুন।
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪. বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম লিখুন।
উত্তরঃ ময়মনসিংহ।
১৫. পূর্ণরূপ লিখুন:
a) WHO = World Health Organization.
b) BRTA = Bangladesh Road Transport Authority.
১৬. দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কী?
উত্তরঃদেশের তৈরি দুটি প্রথম যুদ্ধজাহাজের নাম- বিএনএস দুর্গম ও বিএনএস নিশান।
১৭. মীর মোশাররফ হোসেন এর ছদ্মনাম কী?
উত্তরঃ মীর মশাররফ হোসেনের ছদ্মনাম -গাজী মিয়াঁ । মীর মশাররফ হোসেন কর্তৃক রচিত রসরচনা গাজী মিয়াঁর বস্তানী (১৮৯৯) । পরবর্তীতে গাজী মিয়াঁ তার ছদ্মনামে রুপলাভ করে।
১৮. ভিটামিন-ডি এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ রিকেট হলো একটি রোগ যা ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবের কারণে হয়।