বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০১৬
Ministry of Disaster Management and Relief Auditor Job Exam Question and Solution 2016
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান।
সাধারন জ্ঞান অংশ
ক) ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইন্স কোন দেশের বিমান সংস্থা?
উ: যুক্তরাষ্ট্র।
খ) বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?
উ: পাল।
গ) ম্যাকমোহন লাইন কী?
উ: চীন ও ভারতের সীমান্ত রেখা।
ঘ) ADB এর সদর দপ্তর কোথায়?
উ: ফিলিপাইন।
ঙ) ‘রাষ্ট্রীয় সমাচার সমিতি’ কোন দেশের সংবাদ সংস্থা?
উ: নেপাল।
চ) ‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর।
ছ) বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ: ময়মনসিংহে
জ) বিজয়-৭১ এর স্থপতি কে?
উ: শ্যামল চৌধুরী।
ঝ) ‘ওয়াটার লু যুদ্ধ’ কোন দুটি দেশের মধ্যে সংঘঠিত হয়েছিল?
উ: ইংল্যান্ড ও ফ্রান্স।
ঞ) ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উ: গোবিন্দ হালদার