বাংলা সাহিত্যের বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম

কবি সাহিত্যিক

বাংলা সাহিত্যের জগতে বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম । The pseudonym of famous poets and writers of Bengali literature.

1) অনন্ত বড়ুর ছদ্মনাম কি ?
➫ বড়ু চন্ডিদাস
2) অচিন্তকুমার সেনগুপ্তের ছদ্মনাম কি ?
➫ নীহারিকা দেবী
3) আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম কি ?
➫ অশোক সৈয়দ
4) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি ?
➫ কস্যচিত্ উপযুক্ত ভাইপো
5) অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি ?
➫ লীলাময় রায়
6) কালিকানন্দের ছদ্মনাম কি ?
➫ অবধূত
7) কাজেম আল কোরেশীর ছদ্মনাম কি ?
➫ কায়কোবাদ
8) কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি ?
➫ হুতোম পেঁচা
9) চারুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ জরাসন্ধ
10) জসীম উদ্দীনের ছদ্মনাম কি ?
➫ জমীরউদ্দীন মোল্লা
11) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ সুনন্দ


12) নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম কি ?
➫ বানভট্র
13) প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
➫ টেকচাঁদ ঠাকুর
14) বিমল ঘোষের ছদ্মনাম কি ?
➫ মৌমাছি
15) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের ছদ্মনাম কি ?
➫ কমলাকান্ত
16) মধুসূদন দত্তের ছদ্মনাম কি ?
➫ এ নেটিভ
17) মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি ?
➫ গাজী মিয়া
18) রাজশেখর বসুর ছদ্মনাম কি ?
➫ পরশুরাম
19) রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ?
➫ ভানুসিংহ
20) শেখ আজিজুর রহমানের ছদ্মনাম কি ?
➫ শওকত ওসমান
21) শরত্ চন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ অনিলা দেবী
22) সমরেশ বসুর ছদ্মনাম কি ?
➫ কালকূট
23) সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ নীললোহিত
24) মধুসূদন মজুমদারের ছদ্মনাম কি ?
➫ দৃষ্টিহীন
25) অনুপা দেবীর ছদ্মনাম কি ?
➫ অনুপমা দেবী
26) অহিদুর রেজার ছদ্মনাম কি ?
➫ হাসন রেজা
27) আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর ছদ্মনাম কি ?
➫ শহীদুল্লা কায়সার
28) মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি ?
➫ সুমিত্রা দেবী
29) মনীশ ঘটকের ছদ্মনাম কি ?
➫ যুবনাশ্ব
30) আবুল ফজলের ছদ্মনাম কি ?
➫ শমসের উল আজাদ
31) আবুল হোসেন মিয়ার ছদ্মনাম কি ?
➫ আবুল হাসান
32) এম ওবায়দুল্লাহর ছদ্মনাম কি ?
➫ আসকার ইবনে শাইখ
33) চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কি ?
➫ জরাসন্ধ
34) তারাশঙ্কর বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ?
➫ হাবু শর্মা
35) প্রবোধকুমার বন্দোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ মানিক বন্দোপাধ্যয়
36) প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি ?
➫ বীরবল
37) প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি ?
➫ কৃত্তিবাস ভন্দ্র

38) বিভূতিভূষণ বন্দোপাধ্যয়ের ছদ্মনাম কি ?
➫ ক্বচিতপ্রৌঢ়
39) বিমল মিত্রের ছদ্মনাম কি ?
➫ জাবালি
40) মঈনুদ্দিন আহমেদের ছদ্মনাম কি ?
➫ সেলিম আল দীন
41) মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি ?
➫ কৃত্তিবাস ওঝা , সত্যসুন্দর দাস
42) রোকনুজ্জামান খানের ছদ্মনাম কি ?
➫ দাদা ভাই
43) সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কি ?
➫ চিত্র গুপ্ত
44) সোমেন চন্দ্রের ছদ্মনাম কি ?
➫ ইন্দ্রকুমার সোম
45) হরিনাথ মজুমদারের ছদ্মনাম কি ?
➫ কাঙাল হরিনাথ
46) সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ?
➫ সত্যপীর , মুসাফির
47) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ?
➫ যাযাবর

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!