মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এর অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান-২০০৭

মহিলা বিষয়ক অধিদপ্তর

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এর অধীন মহিলা অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৭

Upzilla Female Affairs Officer under the Ministry of Women and Children Affairs job exam question and solution – 2007

পরীক্ষার তারিখঃ ২৯.০৩.২০০৭

বাংলা অংশ 



১. শূন্যস্থানে কি হবে? কপোল ভাসিয়া যায়–জলে

বর্ষার

ঝর্ণার

নয়নের

চোখের

২. শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।

দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা

দরিদ্যতা আমাদের প্রধান সমস্যা

দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা

দারিদ্র্যতাই প্রধান সমস্যা

৩. দেশের সকল আলেমগণই এখানে উপস্থিত- বাক্যটি কোন দোষে দুষ্ট?

গুরুচণ্ডলী দোষ

বাহুল্য দোষ

উপমার দোষ

বাগধারার দোষ

৪. কোন বাক্যে ‘ভালো’ বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে?

ভালোকে ভালো বলবো না তো কি?

আপন ভালো সবাই চায়

এখানে কি ভালোটা তুমি দেখলে

ভালোকে সবাই পছন্দ করে

৫. নিচের কোন বানানটি শুদ্ধ?

আনুসঙ্গিক

আনুসাঙ্গিক

অনুষাঙ্গিক

আনুষঙ্গিক

৬. তদানীন্তন পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন?

খাজা নাজিম উদ্দিন

ধীরেন্দ্রনাথ দত্ত

লিয়াকত আলী

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

৭. নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়?

দিবারাত্রির কাব্য

হাঁসুলী বাঁকের উপকথা

কবিতার কথা

পথের পাঁচালী

৮. মুনির চৌধুরীর অনূদিত নাটক কোনটি>?

কবর

চিঠি

রক্তাক্ত প্রান্তর

মুখরা রমণী বশীকরণ

৯. কোন দু ‘টি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?

বেলা অবেলা কালবেলা ও ধূসর পাণ্ডলিপি

ছাড়পত্র ও বনলতা সেন

বনলতা সেন ও উত্তর ফাগুনী

ঝরাপালক ও রাখালী

১০. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো-

চাষী জীবনের করুণ চিত্র

নারীর বন্দীদশার করুণ চিত্র

ধর্মীয় ভণ্ডামীর নিখুঁত টিত্র

ধর্মীয় মূল্যবোধ বিসাতরের চিত্র

 

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?

শ্রীকান্ত

গৃহদাহ

শেষপ্রশ্ন

পল্লী সমাজ

১২. “ওরে বাছা মাতৃ কোষে রতনের রাজি, এ ভিখারী- দশা তবে কেন তোর আজি?” এ পঙক্তিদ্বয় কোন কবিতার অন্তর্গত?

বলকা

দারিদ্র্য

বঙ্গভাষা

ক্রন্দসী

১৩. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?

শ্রী চৈতন্যদেব

শ্রীকৃষ্ণ

আদিনাথ শিব

আউল মনোহর দাশ

১৪. যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্মে নির্ণয় ন জানি। -এ পঙক্তিদ্বয় কার রচনা?

অতুল প্রসাদ সেন

রামনিধি গুপ্ত

আবদুল হাকিম

কবি আলাওল

১৫. কোন দু’জন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?

উইলিয়াম কেরি ও ঈশ্বরচন্দ্রগুপ্ত

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু

উইলিয়াম কেরি ও রামরাম বসু

রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য

১৬. ‘বিষাদ সিন্ধু’ একটি –

গকেষণা গ্রন্থ

ধর্মবিষয়ক প্রবন্ধ

ইতিহাস আশ্রয়ী উপন্যাস

আত্মজীবনী

১৭. পথিক তুমি পত হারাইয়াছ – এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি?

কাপালকুণ্ডলা

বিষবক্ষ

দেবী চৌধুরাণী

কৃষ্ণকান্তের উইল

১৮. ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্করণের দলিলপত্র’ কে সম্পাদনা করেন?

হাসান আজিজুল হক

আবুল হাসান

আহসান হাবীব

হাসান হাফিজুর রহমান

১৯. কোন দু’জন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি- ফারসি শব্দ ব্যবহার করেন?

মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ

আবদুল করিম ও সাহিত্যবিশারদ ও ঈশ্বরগুপ্ত

মীর মশারফ হোসেন ও কায়কোবাদ

২০. নিচের কোনটি সঠিক?

সত্যের মত বদমাস- সেলিনা হোসেন

সংশপ্তক- জহির রায়হান

হাঙর নদী গ্রেনেড- সুফিয়া কামাল

গাভী বিত্তান্ত-আহমেদ ছফা

 

২১. “গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান”- কে বলেছেন?

সুকান্ত ভট্টাচার্য

সমর সেন

কাজী নজরুল ইসলাম

বিষ্ণু দে

২২. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?

উপন্যাসে ইতিহাস বর্জন

সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে

গদ্য কবিতায় রচনায়

চলিত ভাষার ব্যবহারে

২৩. সাংস্কৃতিক সংগঠন ‘উদীচীর’ প্রতিষ্ঠাতা কে?

সত্যেন সেন

সুরবালা

ওয়াহিদুল হক

সানজিদা বেগম

২৪. “জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে” এ আকাঙ্ক্ষা কোন কবির?

সুফিয়া কামাল

শামসুর রাহমান

হায়ত মাহমুদ

জীবনানন্দ দাশ

ইংরেজী অংশ  
1. Fill in the blanks : Now a days many villages are lit _______ electricity.

by

with

from

on

2. Give me a telephone number to ring_____ I get get lost.

in case

wheather

unless

perhaps

3. Are you doing anything special_____ the weekend?

in

for

at

on

4. Team is ______ eleven.

made of

made up of

made

made up

5. What kind of noun is ‘girl’?

Proper

Common

Material

Collective

6. what is the verb of ‘Ability’?

Ableness

Enable

Ably

Able

7. What is the adjective of the word’ Heart’?

Heart

Hearten

Heartening

Heartful

8. Fill up the gap in the form of pronoun : My uncle has three sons ___ work in the same office.

all of them

who all

had not of

all of whom

9. I waited until the plane-

did not take of

took off

had not off

had taken off

10. Which is the plural from of word ‘Hero’?

Heros

Heroes

Herois

Heross

 

11. Plural from of the word ‘Canon’ is-

Cannoes

Cannos

Conons

none of them

12. Which one of the following is reflexive pronoun?

Himself

They

who

Whom

13. ‘He is poor but honest’ _____ in this sentence which is conjunction

poor

honest

but

he

14. Which one is not example of comparative degree?

upper

Worst

highest

b & c

15. Which one is an example of superlative degree?

least

less

Near

Out

16. ‘Let me write a letter”. passive from is-

Let a letter write by me

Let a letter be written by me

Let a letter to write by me

Let a letter is written by me

17. My uncle looks after me._____ passive from is-

I was looked after by me uncle

I am looked after by me uncle

I am being looked after by me uncle

I am looking after by me uncle

18. He died of fever.Passive from is-

Fever caused his to die

Fever caused him to death

He was caused to die of fever

His death was caused with fever

19. What is the meaning of the word ‘White Elephant’?

An elephant with white colour

A black marketer

A very costly of troublesome possession

Possession

20. “To meet trouble half way” means-

to be puzzled

to get nervous

to be disappointed

to bear up

 

21. “To read between lines” means-

to read carefully

to read only some line

to read quickly

to read carefully to find out meaning

22. “In black and white’ means-

unfavouarable

in writing

in contrast

in conformity with

23. The correct spelling is-

Humorous

Humorius

Humorouss

Humurious

24. “They left in a body” means-

unitedly

together

Humorouss

Humurious

25. Who is the author of “Animal Farm”?

T.More

G. Orwell

Shakespeare

Dickens

26. Who is the author of “Animal Farm”?

T.More

G. Orwell

Shakespeare

Dickens

সাধারণ জ্ঞান অংশ  
১. ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?

মুক্তি, একতা ও সমতা

গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা

বিপ্লব, শিপ্লায়ন ও উন্নয়ন

ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা

২. স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

সিরিয়া

তিউনিসিয়া

আলজেরিয়া

নাইজেরিয়া

৩. ইন্টারপোলের সদর দফতর কোথায়?

হেগ

প্যারিস

জেনেভা

ফ্রান্সের লিওঁ শহরে

৪. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?

প্রশান্ত মহাসাগর

ভারত মহাসাগর

আটলান্টিক মহাসাগর

উত্তর মহাসাগর

৫. জাতিসংঘ ১৯৯৯ সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছিলো ?

শিশুবর্ষ

যুববর্ষ

নারীবর্ষ

প্রবীনদের বর্ষ

৬. প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?

কাঠমুন্ডূ

কলম্বো

মালে

ঢাকা

৭. আইডিবি (IDB) এর সদর দফতর কোথায়?

জেদ্দা

বাগদাদ

তেহরান

মাসকট

৮. এপি (Associated Press) কোন দেশের সংবাদ সংস্থা?

ভারত

রাশিয়া

যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র

৯. মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি?

কংগ্রেস

চেম্বার

উয়ান

থুরাল

১০. শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমীর ছিলেন?

কুয়েত

ওমান

কাতার

জর্ডান

 

১১. ভিনসেন্ট ভ্যানগন কি ছিলেন ?

চিত্রকর

যাদুকর

বিজ্ঞানী

সাহিত্যিক

১২. ১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?

সিমলা চুক্তি

ক্রেমনিল

মানবাধিকার চুক্তি

তাসখন্দ চুক্তি

১৩. আনুষ্ঠানিকভাবে ইসলামী উন্নয়ন ব্যাংক জন্মলাভ করে কবে?

১৯৬৫ সালে

১৯৭৫ সালে

১৯৮৫ সালে

১০৯৫ সালে

১৪. রাজীব গান্ধীর মৃত্যুর পর কে কংগ্রেস সভাপতি নিযুক্ত হন?

সোনিয়া গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী

মনমোহন সিং হ

নরসীমা রাও

১৫. জার্মান আক্রমন হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কতৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?

ডুরান্ড লাইন

ম্যাজিনো লাইন

হিন্ডারবার্গ লাইন

ম্যাকমোহন লাইন

১৬. সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব-

৩৪৬ কিমি

৪৭৫ কিমি

৪৯৫ কিমি

৫৭৫ কিমি

১৭. বাংলাদেশে মোট কয়টি কাগজকল আছে?

৫ টি

৭ টি

৬ টি

১১ টি

১৮. বর্তমানে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা-

৫০

৫২

৫৪

৯৫

১৯. কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে ওঠেছে?

কানাডা

চীন

জাপান

ফ্রান্স

২০. বাংলাদেশের বড় সার কারখানা কোনটি?

ঘোড়াশাল সার কারখানা

ফেঞ্চু সার কারখানা

জিয়া সার খারখানা (আশুগঞ্জ )

যমুনা সার কারখানা (তারাকান্দি)

 

২১. বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি

আদমজী ইপিজেড

ঢাকা ইপিজেড

চট্টগ্রাম ইপিজেড

মংলা ইপিজিড

২২. বাংলাদেশে ২৩ টি স্থলবন্দরে মধ্যে কোনটি সরকার কতৃক সরাসরি নিয়ন্ত্রন করা হয় ?

হিলি(দিনাজপুর)

বাংলাবান্দা ( পঞ্চগড়)

বেনাপোল

সোনা মসজিদ

২৩. বর্ণালী ও শুভ্র কি?

উন্নত জাতের তামাক

উন্নত জাতের ধান

উন্নত জাতের ভুট্টা

উন্নত জাতের বেগুন

২৪. নদী ছাড়া ‘মহানন্দা’ কি?

তরমুজ

আম

বাঁধাকপি

সরিষা

২৫. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?

ঢাকা

মেহেরপুর

রাঙ্গামাটি

সিলেট

২৬. ‘মারমা’ উপজাতিরা বাস করে –

গারো পাহাড়ে

বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে

দিনাজপুর

সিলেটের জয়ন্তিকা পাহাড়ের পাদদেশে

মন্তব্য করুন (Comments)

comments

Related posts

error: Content is protected !!