মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) খ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৭ Mawlana Bhashani Science and Technology University (MBSTU) B-Unit Admission Test Question and Answer 2017
ইংরেজি অংশ
1. The phone is _____, Can you answer it?
rang
rung
? ringing
being rung
2. Don’t stop ________,
be writing
write
? writing
to write
3. We usually spend our holidays in _________ coastal areas.
an
a
no article
? the
4. Please inbox me the letter in this sentence, ‘inbox’ is _______,
adverbial
? verb
adverb
noun
5. Choose the correct sentence.
I, you and he were present in the meeting.
? You, he and I were present in the meeting.
You, he and I was present in the meeting.
He, you and I was present in the meeting.
6. The synonym of BRUTAL is ______,
gentle
polite
? cruel
bush
7. Choose the passive form of ‘The albatross made the wind blow’
The wind was blow by the albatoss.
? The wind was made to blow by the albatross.
The wind blow was made by the albatross.
The wind was made blow by the albatross.
8. Choose the antonym of the word EXPAND.
convert
? condense
enlarge
conclude
9. What are you afraid _______ ?
to
from
? of
over
10. teacher asked the boy why he had made a noise, The direct speech is __
The teacher said the boy , “Why do you make a noise”?
? The teacher said to the boy, ” Why did you make a noise” ?
The teacher told the boy, “Why he has made a noise” ?
The teacher enquired of the boy, “Why did he make a noise” ?
পদার্থ বিজ্ঞান অংশ
1. যদি →A×→B=0 হয় তাহলে ভেক্টর →A এবং →B পরস্পরের –
? সমান্তরাল
লম্ব
সমান
কোনোটিই নয়
2. মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক হলো –
E = Fm
? E = −dVdr
E = GMr
a = GM/r2
3. একটি কৃষ্ণবস্তুর ক্ষেত্রফল 3×10−8 m2 K এবং তাপমাত্রা 1000K। বস্তুটির তাপ বিকিরণ হার হবে –
71.01 × 10−4 W
1.07 × 10−4 W
17.01 × 10−3 W
? 17.01 × 10−4 W
4. টানা তারে আড় তরঙ্গের বেগের রাশিমালা হলো –
v = Tm
v = mT
? v = √Tm
v √mT
5. 0.38 মিটার দৈর্ঘ্য এবং 0.12 মি.মি. ব্যাসের একটি তারের রোধ 15Ω । তারটির উপাদানের আপেক্ষিক রোধ হৰে –
? 35.30 × 10−7Ω‐m
53.30 × 10−7Ω‐m
3.53 × 10−7Ω‐m
353 × 10−7Ω‐m
6. একটি তরঙ্গের দুই বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/4 । বিন্দুদ্বয়ের দশা পার্থক্য হবে –
π
π4
? π2
π5
7. পানি ও কাঁচের প্রতিসরাংক যথাক্রমে 1.33 ও 1.5 হলে কাঁচে আলোর বেগ হবে –
202 × 10−8 ms−1
2.02 × 10−8 ms−1
2.02 × 10−4 ms−1
? 2.02 × 108 ms+1
8. ফোটনের ভরবেগ –
? P = hλ
p = hcλ
p = √2evm
p = hv
9. গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার কোন প্রক্রিয়ায় হয়?
? সমোষ্ণ প্রক্রিয়ায়
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়
ধ্রুব আয়তন প্রক্রিয়ায়
ধ্রুব চাপ প্রক্রিয়ায়
10. কেন এনট্রপি ধ্রুব থাকে?
? প্রত্যাগামী চক্রে
অপ্রত্যাগামী চক্রে
সমআয়তন পরিবর্তনে
সমচাপ পরিবর্তনে
11. হাইজেনবার্গ এর অনিশ্চয়তায় নীতি অনুসারে –
Δx ∞ Δp
? Δx ∞ 1Δ
Δx ∞ 1/Δp2
Δp ∞ 1/Δx2
12. r ব্যাসার্ধের একটি তামার বল একটি সান্দ্র তরলের ভিতর দিয়ে v বেগে ভ্রমণ করে। যদি এর ব্যাসার্ধ 2r হয় তবে তার বেগ হবে –
v
2v
? 4v
8v
13. তামার তাপ পরিবাহিতা লোহার নয়গুন। চোঙ্গাকৃতি দণ্ডে তামা ও লোহার সংযোগ স্থলের তাপমাত্রা কত ?
? 25°C
33°C
67°C
75°C
14. কোনটি মৌলিক গেইট নয় ?
AND
OR
NOT
? NAND
15. কোন কণার ভর শুন্য ?
ইলেকট্রন
? ফোটন
প্রোটন
π−মেসন
16. একটি 50Ω রোধকে 3 গুণ সম্প্রসারিত করা হলে প্রসারিত তারের রোধের মান হবে –
? 450Ω
150Ω
18.5Ω
90Ω
17. একমুখী প্রবাহের কম্পাঙ্কের মান –
50 Hz
60 Hz
? 0 Hz
220 Hz
18. 30 m/s বেগে চালিত একটি গাড়ি ব্রেক কষলে 25 মিটার চলার পর এর গতিবেগ দুই-তৃতীয়াংশ কমে যায় | গাড়িটির মন্দন কত ?
? 16 m/s2
-16 m/s2
10 m/s2
-10 m/s2
19. একটি ইঞ্জিন ঘন্টায় 36000 kg পানি 20m উচ্চতায় তুলতে পারে | ইঞ্জিনের শক্তি কত ?
1860 W
1900 W
1760 W
? 1960 W
20. দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 4 : 5 | এদের কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত ?
4 : 5
? 16 : 25
3 : 9
9 : 81
রসায়ন বিজ্ঞান অংশ
1. আলফা কণা হলো –
ইলেকট্রন
হাইড্রোজেন পরমাণু
? হিলিয়াম নিউক্লিয়াস
পজিট্রন
2. কার্বোনিয়াম আয়নের স্থায়িত্ব ক্রম হলে-
1°>2°>3°
2°>1°>3°
1°>3°>2°
? 3°>2°>1°
3. রেসিমিক মিশ্রনে d ও l সমানুর অনুপাত –
2:1
1:2
1:3
? 1:1
4. নিচের কোনটি লুকাস বিকারক ?
? গাঢ় HCI+ZnCI2
গাঢ় H2SO4+ZnCI2
গাঢ় KOH+ZnCI2
গাঢ় HCI+ZnCI2
5. ক্ষারীয় KMnO4 দ্রবন এর সাহায্যে নিচের কোন যৌগটি সনাক্ত করা যায় ?
CH3COCH3
CH3−O−CH3
? CH2=CH2
C2H5−O−C2H5
6. কক্ষ তাপমাত্রায় কোনটি তরল ?
F2
CI2
? Br2
I2
7. ফেনল শনাক্তকারী পরীক্ষা –
? ব্রোমিন দ্রবণ পরীক্ষা
অ্যাক্রোলিন পরীক্ষা
বেয়ার পরীক্ষা
লিব্যারম্যান পরীক্ষা
8. স্টার্চ কার পলিমার ?
নিউক্লিওসাইড
? গ্লুকোজ
ফ্যাটি এসিড
ইথিলিন
9. K4[Fe(CN)6] জটিল যৌগ – এ Fe এর জারণ সংখ্যা কত ?
? +2
+3
+4
+6
10. কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ
? Na2CO3
HCL
KMnO4
Na2S2O3
11. কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক ?
? N
S
CI
O
12. 0.1 M HCI দ্রবণের pH কত ?
? 1.0
2.0
12
3.0
13. পলিথিন নিচের কোন অণুর পলিমার ?
অ্যাসিটিলিন
মিথেন
? ইথিলিন
লিথিন
14. ইউরিয়া (H2N−CO−NH2) কী ?
একটি এস্টার
? একটি অ্যামাইড
একটি অ্যানহাইড্রাইড
কার্বনিল যৌগ
15. কোন অরবিটালে ইলেক্ট্রনের ঘনত্ব সর্বাধিক ?
2p
? Is
2s
3s
16. নিচের কোনটিতে সমযোজী, তড়িৎযোজী সন্নিবেশ সমযোজী বন্ধনের সবগুলো বিদ্যামান ?
Na+CI−
H+CI−
? NH4+CI−
NH3
17. SNI বিক্রিয়া কয় ধাপে সংঘটিত হয় ?
0
1
? 2
3
18. ফেনল হচ্ছে –
? অম্লীয়
ক্ষারীয়
নিরপেক্ষ
ক্ষারকীয়
19. নিচের কোন যৌগটি আয়োডোফরম উৎপন্ন করে না ?
CH3COCH3
CH3COOH
? CH3COCI
CH3COCNH2
20. CH3COCNH2
H2SO4
? H2S2O7
H2S2O5
H2SO7
21. STP তে কোনো গ্যাসের এক লিটারে কত মোল গ্যাস থাকে ?
0.224
4.50
0.45
? 0.045
22. নিচের কোন মৌলের আয়নীকরণ বিভব সর্বাধিক ?
? F
CI
Na
K
23. কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় ?
HCHO
? CH3CHO
HCOOH
CH3COOH
24. নিচের কোন যৌগটি জ্যামিতিক সমাণুতা দেখায় ?
CH2=CHCH2CH3
? CH3CH =CHCH3
(CH3)2C=CH2
(CH3)2C=CHCH3
25. নিচের কোন অণুটির বন্ধন কোণ সবচেয়ে বড় ?
CCI4
NH3
H2O
? BCI3
26. কোনটি উভয়ধর্মী অক্সাইড ?
CaO
MgO
NO
? SnO2
27. কোনটি শক্তিশালী কনজুগেট ক্ষারক ?
NO3−
CI−
SO42−
? CH2COO
28. নিচের কোন জৈব যৌগে একাধিক বেনজিন বলয় বিদ্যমান ?
? অ্যারিন
অ্যারাইন
অ্যাসিটাইলিন
অ্যালকেন
29. নিচের কোনটি নিউক্লিওফাইল ?
? NH3
FeCI3
AICI3
BF3
30. কোনটি দ্বি – ক্ষারীয় এসিড ?
NHO3
? H2SO4
HCI
H3AsO4
31. কোন যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের সহজ পদ্ধতি কোনটি ?
UV
? IR
MS
MRI
32. ওজোনস্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী ?
CH2FCI
? CF2CI2
F2HC−CHCI2
CHFCI2
33. কোনটি লুইস ক্ষার ?
? H2O
AICI3
BF3
SO3
34. বেনজিন কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয় ?
? ইলেক্ট্রোফিলিক
নিউক্লিওফিলিক
রেডিক্যাল
সংযোজন
35. যৌগটির নাম কি ?
থায়োফিন
? পিরিডিন
ফিউরান
টলুইন
জীববিজ্ঞান অংশ
1. মেন্ডেলের সূত্রের প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত কত ?
? ১৩:৩
৯:৭
১৩:৪
১৫:১
2. নিচের কোনটি যৌনবাহিত রোগ নয় ?
সিফিলিস
গনোরিয়া
এইডস
? যক্ষ্মা
3. সেরেবেলাম মস্তিষ্কের কোন অংশে অবস্থিত ?
অগ্রমস্তিষ্কে
মধ্যমস্তিষ্কে
? পশ্চাৎমস্তিষ্কে
মস্তিষ্কের উপরিভাগে
4. লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি কি থাকে ?
পেপসিনোজেন ও প্রোরেনিন
? টায়ালিন ও মল্টেজ
পেপসিন ও রেনিন
রেনিন ও মলল্টেজ
5. ডায়াবেটিস কোন অঙ্গের রোগ ?
যকৃৎ
ফুসফুস
বৃক্ক
? অগ্ন্যাশয়
6. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিস্কারক কে ?
? নল ও রাস্কা
স্লেইডেন ও সোয়ান
বেনথাম ও হুকার
হুক ও ব্রাউন
7. বাংলাদেশ কোন প্রাণীভৌগোলিক অঞ্চলের অংশ ?
প্যালিআর্কটিক
? ওবিয়েন্টাল
হিমালয়ান
ইন্ডিয়ান
8. মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর সুপ্তিকাল –
? ১২ দিন
১৪ দিন
১৬ দিন
২১ দিন
9. কোনটি লিপিড যৌগভুক্ত নয় ?
? গ্লাইকোজেন
মোম
চর্বি
তেল
10. কোনটি এক্স – সিটু (Ex – Situ) সংরক্ষণের উদাহরণ –
? উদ্ভিদ উদ্যান
ইকোপার্ক
সংরক্ষিত বন
গেম রিজার্ভ
11. কোন এনজাইমটি ‘আনবিক কাঁচি’ নামে পরিচিত ?
লাইগেজ
এপিমারেজ
? রেস্ট্রিকশন এনজাইম
লাইয়েজ
12. ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোকসংশ্লেষণের অন্ধকার বিক্রিয়াগুলো ঘটে ?
? স্ট্রোমা
গ্রানা
স্ট্রোমা ও গ্রানা
রাইবোসোম
13. কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ?
? NItrosmonas
Azotobacter
Pseudomonas
Clostridium
14. কোষ চক্রের কোন দশায় DNA সংশ্লেষণ ঘটে ?
G-1 দশা
M দশা
? S দশা
G-2 দশা
15. নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম ?
? পেপসিন
সুক্রেজ
লাইপেজ
অ্যামাইলেজ
16. কোনটি পিউরিন বেইজ ?
? এডেনিন
থাইমিন
সাইটোসিন
ইউরাসিল
17. কার্পাস এর বৈজ্ঞানিক নাম-
Althaea rosea
? Gossypium herbaceum
Modiola caroliniana
Hibiscus cannabinus
18. কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইড কত প্রকার ?
৩
৪
? ৫
২
19. নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলে ?
Hibiscus
? Cycas
Ulothrix
Agaricus
20. কে সর্বপ্রথম কোষ কালচারের ব্যবহার করেন ?
Karl Erekh
? Haberlandt
Janet Parker
Edward Jenner
21. এ, আর, ওয়ালেস এর মতে প্রাণীভৌগলিক অঞ্চল কয়টি ?
৪ টি
৩ টি
? ৬ টি
৮ টি
22. DNA এর কার্যকরী একক কোনটি ?
? সিসট্রন
মিউটন
রেকন
কমপ্লন
23. নন-রিডিউসিং কার্বোহাইড্রেট কোনটি ?
? সুক্রোজ
গ্লকোজ
ফ্রুক্টোজ
সবগুলোই
24. রক্তে হিম ও গ্লোবিনের অনুপাত কত ?
১ : ১
১ : ১০
? ১ : ২৫
১ : ১০০
25. রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখে-
গ্লুকাগন
ইনসুলিন
? অ্যালডোস্টেরন
টেস্টোস্টেরন
26. মেলাটোনিন কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয় ?
পিটুইটারি গ্রন্থি
থাইরয়েড গ্রন্থি
অ্যাড্রেনাল গ্রন্থি
? পিনিয়াল গ্রন্থি
27. কোনটি ভাইরাসজনিত রোগ ?
কলেরা
টাইফয়েড
যক্ষ্মা
? হেপাটাইটিস
28. কোনটি জাইলেম টিস্যুর অংশ নয় ?
ট্রাকিড
জাইলেম ফাইবার
ট্রাকিয়া
? সিভনল
29. কোলিসিন কোন ধরনের কোষকে ধ্বংস করতে পারে ?
B. thuringiensis
? E. coli
S. cerevisiae
V. cholerae
30. হৃদপিন্ডের কোন সংযোগী টিস্যুকে পেসমেকার বলা হয় ?
? সাইনো অ্যাট্রিয়াল-নোড
অ্যাট্রিও – ভেন্ডিকুলার নোড
পার্কিনিজ তন্ত
A ও B উভয়ই
31. শরীরের সমস্ত রক্ত কতক্ষণ পর পর পরিশুদ্ধ হয় ?
? প্রতি ৫ মিনিটে একবার
প্রতি ১৫ মিনিটে একবার
প্রতি ২৫ মিনিটে একবার
প্রতি ৩৫ মিনিটে একবার
32. কোনটি মানুষের বৃদ্ধি হরমোন ?
? সোমাটোট্রপিন
গ্যাস্ট্রিন
ইনসুলিন
গ্লুকাগন
33. প্লাজমামেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল কে প্রবর্তন করেন ?
Danielli and Davson
Robertson
? Singer and Nicholson
Hiller and Hoffiman
34. ধানের ক্রোমোসোম সংখ্যা –
১২
? ২৪
৩৬
৪৮
35. কায়াজম সৃষ্টি হয় কোন উপ-পর্যায়ে ?
লেপ্টোটিন
জাইগোটিন
? প্যাকাইটিন
ডিপ্লোটিন